Life is Simple

Life is Simple My name is Md. Fakhrul Alam. I have completed MBS and working in a local government service. I am a
(16)

21/10/2022

I saw that you were perfect and so I loved you. Then I saw that you weren't perfect and I lost myself in love with you.

Note: yourself and take care of yourself.

17/06/2022

---( Husband vs boyfriend )---

I did not marry a protector and a provider. I married my best friend, my most trusted confidant and the man I love. You are all these things and more. Some think falling in love is an accident, but I know I fell in love with you on purpose.

Note: A good life partner is not for everyone.

03/06/2022

Let's go, why are you in pain? You have nothing to do with yesterday's injustice. Judging is not yours. Why hold on to the thing that holds you in hope and love and respect ?

29/05/2022

08/05/2022

A child is a ray of sunshine from infinite and eternal, with potential for good and bad. But the kind of seed you sow, the kind of fruit you get.

Note: Children need to be nurtured in a caring and conscious way and as beautiful people.

Ecclesiastical Insurance has topped Fairer Finance’s list of the 50 most trusted home insurance providers for a record 1...
26/04/2022

Ecclesiastical Insurance has topped Fairer Finance’s list of the 50 most trusted home insurance providers for a record 15th time, retaining its gold ribbon status for another year.

The specialist insurance provider received an overall customer experience rating of 89%, scoring over 90% for its customer trust and complaints performance. Age Partnership and NFU Mutual share second place, both receiving a customer experience rating of 79%. Read more: http://surl.li/bvuqe

11/03/2022

A true friend is someone who sees the pain in your eyes while everyone else believes the smile on your face.

26/01/2022

There is a big difference between lonely and alone, when you feel lonely you are sad but when you are alone you can spend time with the most amazing person in the world and that is you.

একজন মাশরাফি। একজন ম্যাশ। একজন ক্যাপ্টেন।ছোটবেলার বন্ধু মুচি, ছেড়া জুতা সেলাই করে জীবন চলে। তাতে কী বন্ধুত্ব শেষ হয়ে যাব...
20/12/2021

একজন মাশরাফি। একজন ম্যাশ। একজন ক্যাপ্টেন।

ছোটবেলার বন্ধু মুচি, ছেড়া জুতা সেলাই করে জীবন চলে। তাতে কী বন্ধুত্ব শেষ হয়ে যাবে! তাইতো সামাজিক সব হিপোক্রেসি, তালতামাশা ভুলে রাস্তার পাশে বন্ধু জুতা সেলাই করছে আর তার পাশে গিয়ে সানন্দে বসে আছেন মাশরাফি বিন মর্তুজা। একজন এমপি।

যারা এটাকে বিজ্ঞাপন মনে করবেন, প্লিজ তারা তিন হাত দূরে থাকবেন।

মাশরাফির এরকম ব্যবহারের গল্প আগেই শুনেছি আমার পরিচিত ক্যাপ্টেনের অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধুর কাছ থেকে। আজ তার প্রমাণ ছবিতে পেলাম। এই গরীব বন্ধুর পরিবারের একটি বিয়ের সমস্ত আয়োজন মাশরাফি নিজ খরচে, নিজ দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছেন।

টাকা দিয়ে হয়তো প্রাচুর্য হয়, কিন্তু মন দিয়ে হওয়া যায় মানুষ। অনেক বড় মানুষ।

নোটঃ স্যালুট মিস্টার ক্যাপ্টেন ভালো থাকবে সবসময়।

18/11/2021

My Heart is Hollow And Only You Can Fill it, Yet it Remains Empty.

22/10/2021

সুপার টুয়েলভসে বাংলাদেশের ফিকশ্চার। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা এখনও কাগজ-কলমে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়নি বটে। তবে সেটি শুধুই আনুষ্ঠানিকতা। আমাদের সুপার টুয়েলভসের লড়াই শুরু হবে তাই লঙ্কানদের বিপক্ষেই।

02/10/2021

Let me tell you a secret to surviving school life, you have to find the right people to be with.

Note: I still remember those golden days left behind.

BIRKUTSA PALACE:Birkutsa  Thousands of doors Palace is one of the ancient historical monuments of Bagmara, Rajshahi.  Ho...
17/09/2021

BIRKUTSA PALACE:

Birkutsa Thousands of doors Palace is one of the ancient historical monuments of Bagmara, Rajshahi. However, although it is said to be a Palace/house, it was originally a royal palace. Although some parts of the main building of the house have collapsed, this burnt house with special craftsmanship still catches everyone's eye. Although no descendants of the king are present in this house, this ancient house, which is an ancient historical monument, still bears witness to its time.

Ever since King Birbabu and his family moved to Chandranagar in India's Hooghly district in 1947, the house has not been inhabited permanently. As a result, in the absence of the king, this once luxurious house is now of no use to anyone except to attract the attention of pedestrians and visitors.

However, due to the lack of maintenance and necessary renovations for almost 5 decades, the beauty of this ancient luxurious palace, which was neglected by the visitors, is gradually disappearing.

13/09/2021

Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে ।জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে ব...
08/09/2021

কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে ।
জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তির নাম সুধীর বাবু ।

মৃত আমীর সওদাগর এবং সুধীর বাবু ছোট বেলার বন্ধু । গুনবতী বাজারে দীর্ঘ বছর একসাথে ব্যবসা - বানিজ্য করে আসছেন উনারা।

আজ সেই বন্ধুর মৃত্যুর পর সুধীর বাবু জানাজার পিছনে উপস্থিত হয়ে অশ্রু শিক্ত এবং সৃতি চারণ করছেন ।

সত্যিকারের বন্ধুত্ব আসলেই এমন হয় ।
যে বন্ধুত্ব জাত দেখে না, ধর্ম দেখে না, ধনী-গরিবের ভেদাভেদ চিনে না ।

বর্তমানে মানুষ বন্ধুত্ব করে অনেক হিসাব-নিকাশ করে এবং নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য । কিন্তু তারা ভুলে যায়, ছেলে বেলার বন্ধুত্ব অামরন পর্যন্ত ।

07/09/2021

Love yourself first and everything else falls into line. You really have to love yourself to get anything done in this world.

02/09/2021

Don’t limit yourself. Many people limit themselves to what they think they can do. You can go as far as your mind lets you. What you believe, remember, you can achieve.

22/08/2021

Nothing is better than going home to family and eating good food and relaxing. The most important thing in the world is family and love.

19/08/2021

It’s very important for entrepreneurs to look for people in the company who are not afraid of failures, for example, intrapreneurs. They make a business more successful by thinking like an entrepreneur - but within a company.

14/08/2021

12/08/2021

Whenever we want to combat our enemies, first and foremost we must start by understanding them rather than exaggerating their motives and keep in touch with his closest friends.

সরকারের পক্ষ থেকে বিনামুল্যে কোভিড -১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে আগামী ৭-১২ আগস্ট ২০২১ পর্যন্ত দেশব্যাপী কোভ...
04/08/2021

সরকারের পক্ষ থেকে বিনামুল্যে কোভিড -১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে

আগামী ৭-১২ আগস্ট ২০২১ পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশনের ক্যাম্পেইন চলবে ইউনিয়ন পর্যায়েও।

আামাদের সোনার বাংলাদেশ...
23/07/2021

আামাদের সোনার বাংলাদেশ...

Welcome to the official Independent Television YouTube channel. Independent Television is a 24/7 news oriented satellite channel of Bangladesh. This channel ...

২০২২ বিশ্বকাপ  (কাতার) ফুটবল খেলার সময়সূচী ফিফা ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরু ২১ নভেম্বর থেকে শেষ ১৮ ডিসেম্বর। গ্রুপ পর্...
21/07/2021

২০২২ বিশ্বকাপ (কাতার) ফুটবল খেলার সময়সূচী ফিফা ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরু ২১ নভেম্বর থেকে শেষ ১৮ ডিসেম্বর।

গ্রুপ পর্বের খেলাগুলো হবে বাংলাদেশ সময়
বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা এবং রাত ১টা।

নক আউট পর্বের খেলা রাত ৯টা এবং রাত ১টা। ফাইনাল হবে বাংলাদেশ সময় ৯টা।

19/07/2021

Will play, game just started. The world will see the favorite team will play.Note: Olympic football Games 2021 fixtures....
11/07/2021

Will play, game just started. The world will see the favorite team will play.

Note: Olympic football Games 2021 fixtures. Start 22-07-2021.

11/07/2021

ফুটবলের ফাইনাল ম্যাচ যতটা না শারীরিক, তার থেকে দ্বিগুন মানসিন খেলা এবং মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়া। যার প্রমাণ রেখেছে ডি মারিয়া এবং ফলস্বরুপ জয়সূচক গোল। ডি মারিয়া দুর্দান্তভাবে গোলটি সম্পন্ন করেন। আর্জেন্টিনা ভক্তদের মনে চির অম্লান হয়ে থাকবে ডি মারিয়া।

08/07/2021
08/07/2021
`` ভাত দাও ভাত দাও, নইলে লকডাউন/ষাটডাউন তুলে নাও ‘‘রাজশাহী:  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সারাদেশে কঠোর ‘লকডা...
08/07/2021

`` ভাত দাও ভাত দাও, নইলে লকডাউন/ষাটডাউন তুলে নাও ‘‘

রাজশাহী: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সারাদেশে কঠোর ‘লকডাউন/ষাটডাউন’ চলছে। তবে সেই ‘লকডাউন/ষাটডাউন’ প্রত্যাহার করে ঈদের আগে ব্যবসায়ী প্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১:০০ টার দিকে মহানগরীর আরডিএ (RDA) মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ব্যবসায়ী ও কর্মচারীরা।

রাজশাহী ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে, থালা হাতে করে `` ভাত দাও ভাত দাও, নইলে লকডাউন তুলে নাও ‘‘ ইত্যাদি স্লোগানে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এই আন্দোলন কর্মসূচিতে সাহেব বাজার কাপড়পট্টির ব্যবসায়ীরাও ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে তারা ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখতে চান তারা। তারা বলেন, গত ‘লকডাউনের/ষাটডাউন’ সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মত ব্যবসা করতে চান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন- রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজল ইসলাম, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আরডিএ (RDA) মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপস, আরডিএ (RDA) মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন আলী।

বাবার লাশ পাহারা দেওয়া শিশু মরিয়মকে নওগাঁ জেলা পুলিশের সহায়তা প্রদানগতকাল ৫ জুলাই  রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে সর্দি,...
07/07/2021

বাবার লাশ পাহারা দেওয়া শিশু মরিয়মকে নওগাঁ জেলা পুলিশের সহায়তা প্রদান

গতকাল ৫ জুলাই রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে সর্দি, জ্বর ও শ্বাষকষ্ট নিয়ে মারা যান মজিবুর রহমান। এসময় ৭ বছর বয়সের মেয়ে শিশু মরিয়ম একা একা বসে বাবার লাশ পাহারা দেন।

এমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হয়। এর পর মেয়েটির পরিবারের খোঁজ মেলে। শ্বাষকষ্টে মারা যাওয়া ব্যক্তি মজিবুর রহমান। তিনি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন এর চকবিষ্ণপুর গ্রামের ফজর আলী (কালু গোয়াল) এর ছেলে।

তিনি পেশায় একজন ফেরিওয়ালা। গ্রামে গ্রামে ঘুরে হাড়ি পাতিল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে সহায়তার জন্য সরকারি বেসরকারিভাবে সহযোগীতার জন্য অনেকেই ছুটে আসেন। সেই ধারাবাহিকতায় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান এর নির্দেশনায় বুধবার বেলা ১১.০০ ঘটিকার সময় শিশু মরিয়মের বাড়িতে আসেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান।

এই সময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর মুনিরুল ইসলাম, শীতল কুমারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্ব...
07/07/2021

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।
তাঁর মৃত্যুতে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

নোটঃ তার মুসলিম নাম ছিল, মোহাম্মদ ইউসুফ খান।

06/07/2021

Psychologist Dr. Nilanjana Sanyal mam very valuable statement! The words are bound to move your heart. Peace of mind will come and your thoughts will change. He is Professor of Psychology at Calcutta University.

06/07/2021
04/07/2021

The only faithful and devoted animal in this world.

03/07/2021

হিমসাগর অার আম্রপালি অামের প্রেম কাহিনী। পুরো বিনোদনটা না টেনে দেখুন, খুব ভালো লাগবে। তবে হিমসাগর খাওয়ার সময় শেষ, আম্রপালি দিনশুরু।

02/07/2021

Be patient with yourself. Self-growth is tender, it’s holy ground. There’s no greater investment.

Euro Cup Quarter Finals Fixtures And Schedule 2020.Match 1: Switzerland vs Spain on Friday, July 2, 5:00 pm GMT, 9:30 pm...
30/06/2021

Euro Cup Quarter Finals Fixtures And Schedule 2020.

Match 1: Switzerland vs Spain on Friday, July 2, 5:00 pm GMT, 9:30 pm IST (Krestovsky Stadium, Saint Petersburg, Russia).

Match 2: Belgium vs Italy on Saturday, July 3, 8:00 pm GMT, 12:30 am IST (Allianz Arena, Munich, Bavaria, Germany).

Match 3: Czech Republic vs Denmark on Saturday, July 3, 5:00 pm GMT, 9:30 pm IST (Baku Olympic Stadium, Baku, Azerbaijan).

Match 4: Ukraine vs England on Sunday, July 4, 8:00 pm GMT, 12:30 am IST (Stadio Olimpico, Rome, Italy).

30/06/2021

সন্তানের কোনো সাড়াশব্দ নেই। ফেলছে না চোখের পলক। বোঝা যাচ্ছে না হৃদপিন্ডের স্পন্দন। এমন পরিস্থিতিতে ছোট্ট সন্ত.....

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Life is Simple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life is Simple:

Videos

Share


Other News & Media Websites in Rajshahi

Show All