08/12/2024
“এটার মাধ্যমে একটা ফিল্টারিং হওয়া উচিৎ। জনগনের যে একটা ভুল ধারণা আছে শিবির সম্পর্কে গণমাধ্যমের অপপ্রচারের কারনে এখানে এসে সবার দেখা উচিৎ যে শিবিরও নিরপেক্ষ। সবাই যখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে সে সময় শিবির বিপ্লবটাকে তুলে আনছে।
শুধু শিবির আয়োজন করেছে দেখে কেউ যদি এটা পচ্ছন্দ না করে তাহলে আমি বলবো সে বাংলাদেশকেই পচ্ছন্দ করে না। সবাইকে আমি আহ্বান জানাই এই চিত্রপ্রদর্শনী এসে দেখার জন্য।”
ছাত্রশিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের মন্তব্য।
উল্লেখ্য আলোকচিত্র প্রদর্শনীটি শাহবাগ জাতীয় জাদুঘরে আজ বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখার কথা।