The Garden

The Garden Nice Garden Park

It is located in Chanduria Union, 6 km west of Tanore Upazila. Privately owned, beautiful, artificially created sights.
(1)

It is used as a picnic spot. Every day thousands of people come here to enjoy the beauty. What's up Guys, Its Your Favorite Youtuber Abu Fahad

08/04/2024

নাইস গার্ডেন পার্ক এর পক্ষ থেকে🌲
সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা 🥀

07/04/2024
🌲🌲🌲
19/03/2024

🌲🌲🌲

পারলে ফুলের নাম বলেন 🍂The Garden flower
08/03/2024

পারলে ফুলের নাম বলেন 🍂
The Garden flower

আমরা সবাই জানি,ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ।কিন্তু মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশ সম্পর্কে তথ্য গুলো আজব। যেমনঃ১.ইন্দোনে...
30/12/2023

আমরা সবাই জানি,ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ।

কিন্তু মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশ সম্পর্কে তথ্য গুলো আজব। যেমনঃ

১.ইন্দোনেশিয়াতে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় যা তারা হালাল বলে দাবি করে।

২.ইন্দোনেশিয়া মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশের মুদ্রার উপর রয়েছে হিন্দুদের মূতির ছবি।

৩.সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই দেশের জাতীয় ধমগ্রন্থ রামায়ণ, আল–কুরআান নয়।

৪.ইন্দোনেশিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমন্দির যেটি আগে সপ্তম আশ্চর্যের একটি ছিল।

৫.এই দেশে রয়েছে হিন্দুদের বিভিন্ন উপাসনালয়।

৬.ইন্দোনেশিয়া টুইটার ব্যবহারে বিশ্বের তৃতীয়।

৭.ইন্দোনেশিয়ার ছেলেমেয়েদের কে হজ্জ করার আগে বিয়ে দেওয়া হয় নাহ।

৮.ইন্দোনেশিয়ায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু চূড়া যেখান থেকে তুষার দেখা যায়।

৯.ইন্দোনেশিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফুল যার ওজন ১১ কেজি।

১০.ইন্দোনেশিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কমাডো ড্রাগন টিকটিকি যা কিনা মানুষ ও খেতে পারে।

এগুলো হলো ইন্দোনেশিয়া দেশ সম্পর্কে আজব কিছু তথ্য। আশা করি তোমাদের ভালো লেগেছে।

ভালো লাগলে আপভোট এবং অনুসরণ করো।

Cool❌🚫
26/12/2023

Cool❌🚫

😎🤣
22/12/2023

😎🤣

গল্পটা পুরোনো হলেও মজা আছে 😊একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর...
21/12/2023

গল্পটা পুরোনো হলেও মজা আছে 😊

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন।

স্টোরের মালিক জিজ্ঞেস করলেন- তোমার কোনো অভিজ্ঞতা আছে ?

তিনি জানালেন- আমি দেশে একজন ডাক্তার হিসেবে পরিচিত ছিলাম।

চাকরির প্রথম দিনে তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করলেন। সন্ধ্যে ছ’টায় ছুটির সময় বস তাঁকে জিজ্ঞেস করলেন- আজ তুমি ক’জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেছ ?

তিনি উত্তর দিলেন- আমি আজ সারাদিনে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

মালিক আশ্চর্য হয়ে বললেন- মাত্র একজন? এখানকার প্রত্যেক সেলসম্যান দিনে ২০ থেকে ৩০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করে। তা তুমি কত ডলারের পণ্য বিক্রি করেছ?

তিনি বললেন- ৯৮,৭৬,৫৪৩ ডলার ।

বস অবাক হয়ে বললেন- কী! এটা তুমি কিভাবে করলে?

তিনি বললেন- ওই ক্রেতার কাছে প্রথমে মাছ ধরার একটি ছোট্ট বড়শি বিক্রি করেছি । তারপর একটি বড় ও একটি মাঝারি বড়শি বিক্রি করলাম। এরপর একটি বড় ফিসিং রড আর কয়েকটি ফিসিং গিয়ার বিক্রি করলাম। তারপর আমি তাকে প্রশ্ন করলাম- আপনি কোথায় মাছ ধরবেন? তিনি বললেন- তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ ধরবেন। তখন আমি তাকে বললাম- তাহলে তো আপনার একটি নৌকার প্রয়োজন হবে। আমি তাকে নিচতলায় নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। ভদ্রলোক সেখান থেকে কুড়ি ফুট দীর্ঘ দুই ইঞ্জিন-বিশিষ্ট নৌকা কিনলেন। এরপর আমি তাকে বললাম- এই নৌকাটি তো আপনার ভক্সওয়াগন গাড়িতে ধরবে না, একটা বড় গাড়ির প্রয়োজন! আমি ভদ্রলোককে অটোমোবাইল ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। আমার পরামর্শে তিনি নৌকাটি বহন করার উপযোগী একটি গাড়ি বুকিং দিলেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম- মাছ ধরার সময় কোথায় থাকবেন? তিনি জানালেন- এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। আমি তাকে ক্যাম্পিং ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। তিনি আমার পরামর্শ মতো ছ’জন লোক ঘুমানোর উপযুক্ত একটি ক্যাম্প তাঁবু কিনলেন। সবশেষে আমি তাঁকে বোঝালাম- আপনি যখন এতোকিছু কিনেছেন, এখন কিছু খাবার ও পানীয় কিনে নেওয়া উচিত। ভদ্রলোক দু’শ’ ডলার দিয়ে কিছু মুদি-দ্রব্য ও দু’ কেইস বিয়ার কিনলেন!

এবারে স্টোরের মালিক একটু দমে গিয়ে বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন- যে লোকটা একটি বড়শি কিনতে এসেছিল, তুমি তাকে দিয়ে এতোকিছু কেনালে!

ডাক্তার ভদ্রলোক বললেন- না স্যার, ওই ভদ্রলোক শুধুমাত্র মাথাব্যথার ওষুধ কিনতে এসেছিলেন। আমি তাঁকে বোঝালাম- মাছ ধরলে মাথাব্যথার উপশম হবে।

স্টোরের মালিক এবারে জানতে চাইলেন- এর আগে তুমি কী কাজ করতে ?

তিনি বললেন- আমি বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার ছিলাম। দরকার না হলেও তখন রোগীদেরকে নানা ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, এক্সরে, এম.আর.আই ইত্যাদি পরীক্ষা করানোর পরামর্শ দিতাম।

স্টোরের মালিক বললেন- তুমিএখন থেকে আমার চেয়ারেই বসবে আর আমি তোমার দেশে গিয়ে প্রাইভেট হাসপাতালে ট্রেনিং নিয়ে আসব...!

শোনেন অভাব কাকে বলে ? 😢😢😥অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,বলো তো, অভাব কাকে ...
20/12/2023

শোনেন অভাব কাকে বলে ? 😢😢😥

অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,

বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'

ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,

সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।

কি বলবে ভাবছে সে।

স্যার আবার তাড়া দিলেন

'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,

আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।

মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?

মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?

বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।

'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৬। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!

অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,

যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।

সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!

তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

লিজেন্ডরা সাড়া দাও 🤣🤣
19/12/2023

লিজেন্ডরা সাড়া দাও 🤣🤣

BTS লাভার না হলে হাহা🤣 দিন ।
16/12/2023

BTS লাভার না হলে হাহা🤣 দিন ।

বাংলাদেশের প্রত্যেকটি জেলার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। কারণ বাংলাদেশের বিভিন্ন জেলার ভাষাগত,সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতি...
15/12/2023

বাংলাদেশের প্রত্যেকটি জেলার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। কারণ বাংলাদেশের বিভিন্ন জেলার ভাষাগত,সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যময়তা রয়েছে। আমার কাছে প্রত্যেকটি জেলার সৌন্দর্য আমাকে বিমোহিত করে।

যাই হোক আপনার প্রশ্নের উত্তরটা আগে দিই। আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় শহর কোনটি?

আমি আপনাকে পর্যায়ক্রমে ১০ টি শহরের তালিকা দেখাবো। আশা করি আপনার অনেক ভালো লাগবে।

১. রাজশাহী: পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে রাজশাহীর সুনাম দেশজুড়ে। এই শহর ‌‘সিল্ক’ নামেও পরিচিত। এটি দেশের সবচেয়ে কম দূষিত শহর।

২. সিলেট: সুরমা নদীর তীরে সিলেট শহরের অবস্থান। দেশের সুন্দর শহরের তালিকায় এর অবস্থান দ্বিতীয়।

৩. ঠাকুরগাঁও: প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নদীর জন্য ঠাকুরগাঁও বেশ বিখ্যাত।

৪. পাহাড়পুর: নওগাঁ জেলার ছোট্ট একটি শহর পাহাড়পুর। বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এটি যেন শহরের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

৫. কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার সুন্দর একটি শহর কমলগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত,মাদবপুর লেক,নয়নাভিরাম চা বাগানের জন্য প্রকৃতি প্রেমীদের জন্য চমৎকার এক জায়গা।

৬. মেহেরপুর: এই তালিকায় মেহেরপুরের অবস্থান ষষ্ঠ। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী ও দেশের সবচেয়ে ছোট একটি জেলা এটি। মেহেরপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান।

৭. সোনারগাঁও: ঈশা খাঁর রাজধানী ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ-এর দরগাসহ নানারকম স্থাপনা দেখতে পাবেন সোনারগাঁও-এ।

৮. কক্সবাজার: কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের নির্মল হাওয়া প্রাণ জুড়িয়ে দিবে আপনার।

৯. বাগেরহাট: বাগেরহাট ঢাকা বা শ্রীমঙ্গলের মতো বিখ্যাত নয়, তবে দেশের দক্ষিণ-পশ্চিমে এই শান্তিপূর্ণ শহরটি ঐতিহাসিক আকর্ষণ উপভোগ করতে পারবেন

১০. ময়মনসিংহ: বাংলাদেশের বেশ পুরনো একটি জেলা, এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ময়মনসিংহের রয়েছে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য ।

লিজেন্ডরা বুঝবে বাকিরা খুজবে 🤣🐸🤌
14/12/2023

লিজেন্ডরা বুঝবে বাকিরা খুজবে 🤣🐸🤌

❤️🥀❣️
14/12/2023

❤️🥀❣️

Old memories 2k21 🌼🌼
13/12/2023

Old memories 2k21 🌼🌼

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চি...
12/12/2023

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!

আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!

মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!

এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।

ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

আজ পর্যন্ত তোলা চাঁদের অত্যান্ত ক্লিয়ার এবং নিখুত ছবি। ছবিগুলো ৫ দিন ধরে তোলা হয়েছে প্রায় ১,৩৩,০০০ ফ্রেমে। ১৪৭ জিবি যেটা...
11/12/2023

আজ পর্যন্ত তোলা চাঁদের অত্যান্ত ক্লিয়ার এবং নিখুত ছবি।
ছবিগুলো ৫ দিন ধরে তোলা হয়েছে প্রায় ১,৩৩,০০০ ফ্রেমে। ১৪৭ জিবি যেটার আকার দাঁড়িয়েছে এবং ২২ ঘন্টা এডিটিং করে ছবিগুলো তৈরি করতে সক্ষম হয়েছে।

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুল...
07/12/2023

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।

রাগটাকে কমাই।যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন।।

😒😒
04/12/2023

😒😒

কেমন হতো যদি শিশুদের আাকা ছবির মতো প্রাণীগুলো হতো 😁😁।
01/12/2023

কেমন হতো যদি শিশুদের আাকা ছবির মতো প্রাণীগুলো হতো 😁😁।

১৯২০ সালের বেলজিয়াম। সারাদিনের কাজের শেষে কয়লা শ্রমিকদের লিফটে করে ওঠানো হচ্ছে।
29/11/2023

১৯২০ সালের বেলজিয়াম। সারাদিনের কাজের শেষে কয়লা শ্রমিকদের লিফটে করে ওঠানো হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জার্সিটা কত্ত স্মার্ট, সুন্দর এবং সিম্পল‼️১৯৯৮ সালের ছবি এটা, প্রশ্ন দুইটা, বোলারের নাম কী? আর ...
24/11/2023

বাংলাদেশ ক্রিকেট দলের এই জার্সিটা কত্ত স্মার্ট, সুন্দর এবং সিম্পল‼️

১৯৯৮ সালের ছবি এটা, প্রশ্ন দুইটা, বোলারের নাম কী? আর কোন টুর্নামেন্ট❓

23/11/2023

📵

' নিষিদ্ধ দেশ 'তিব্বতকে পৃথিবীর নিষিদ্ধ দেশ বলা হয় এবং মজার বিষয় হচ্ছে, তিব্বতের রাজধানী লাসাকেও নিষিদ্ধ শহর বলা হয়৷ বর্...
22/11/2023

' নিষিদ্ধ দেশ '

তিব্বতকে পৃথিবীর নিষিদ্ধ দেশ বলা হয় এবং মজার বিষয় হচ্ছে, তিব্বতের রাজধানী লাসাকেও নিষিদ্ধ শহর বলা হয়৷ বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু তিব্বতিরা কখনোই তাদেরকে চীনের নাগরিক হিসেবে মানতে চাই না৷ তিব্বত হচ্ছে একটি মালভুমি প্রধান দেশ। এর পাশেই রয়েছে বিশ্বের বৃহত্তম পর্বতমালা হিমালয়। দেশটি ভূপৃষ্ঠ থেকে অনেক উচুতে হওয়ার কারণে মেঘের হিমালয় পাড়ি দিয়ে তিব্বতে যাওয়া আর সম্ভব হয়ে উঠে না, যার কারণে এখানে বৃষ্টিপাতও হয় না এবং যারফলে সেখানে তেমন গাছপালা না থাকার কারণে অক্সিজেনের অভাব দেখা দেয়। অন্যদিকে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে অনেক ধরনের সমস্যা দেখা যায়। এছাড়াও আরো বিভিন্ন কারণে তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা।

ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখুন।।

যেমন কর্ম তেমন ফল। মোবাইল আসক্তি এদের কাছে মাদকের নেশা মত হয়ে গেছে
21/11/2023

যেমন কর্ম তেমন ফল। মোবাইল আসক্তি এদের কাছে মাদকের নেশা মত হয়ে গেছে

কিভাবে কথা বললে সবার মনোযোগ আপনার দিকে থাকবে?প্রথমত নিজের পার্সোনালিটি এবং ফেস ভ্যালু উন্নত করুন।কথা বলুন স্পষ্টভাবে।কথা...
18/11/2023

কিভাবে কথা বললে সবার মনোযোগ আপনার দিকে থাকবে?

প্রথমত নিজের পার্সোনালিটি এবং ফেস ভ্যালু উন্নত করুন।

কথা বলুন স্পষ্টভাবে।

কথা বলার সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস আনুন।

নিজের মধ্যে নার্ভাসনেস আনবেন না।

হাসিখুশি এবং উৎফুল্ল মেজাজ এ থাকুন।

অন্যরা যখন কথা বলে তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন।

কথা বলুন গুছিয়ে এবং টু দা পয়েন্ট।

প্রচুর পরিমাণ জ্ঞান আহরণ করে নিজেকে সমৃদ্ধ রাখুন।

চোখে চোখ রেখে কথা বলুন।

অন্যের মনস্তত্ত্ব বুঝে সে অনুযায়ী কথা বলুন।

মানুষকে মাঝে মাঝে প্রশংসা করুন।

নিজেকে অন্যের জায়গায় ভাবুন।

15/11/2023

😥😥😥

Address

তানোর রোড
Rajshahi
6230

Alerts

Be the first to know and let us send you an email when The Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Garden:

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All