ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসুলুল্লাহ (সঃ)
মুম্বাই অভিমুখী নবী প্রেমিকদের মার্চ এটা অবশ্যই হিন্দবাসী মুসলিমদের জন্য এক আশার আলো।
আল হামদুলিল্লাহ নিভু নিভু ঈমান জেগে উঠেছে।
নবীজি (সাঃ) এর জন্য কোনো কম্প্রোমাইজ নাই।
আপনারা কেউ ক্যামেরা চালাবেন না ❤️
বাংলাদেশের জনগনের জন্য এই রকম নেতা একটা নিয়ামতস্বরুপ!
নোয়াখালীবাসীর অবস্থা খুবই খারাপ, সবাই দুয়া রাখবেন এবং যে যেভাবে যতটুকু পারবেন সহায়তা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।
আস-সুন্নাহ ফাউন্ডেশন সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করছেন। এছাড়াও যারা পারবেন বিভিন্ন বিশস্ত ফাউন্ডেশন গুলোকে সহায়তা করুন
গত রমজানে ঐতিহাসিক বটতলাতে কুরআন তেলওয়াতকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আব্দুল বাছির কুরআন তিলাওয়াত- কারীদের পরিচয় ও অনুষ্ঠানের আয়োজকবৃন্দ কারা এটা জানতে চেয়ে আরবি বিভাগের চেয়্যারমানকে চিঠি প্রেরণ করেছিলেন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।
আজ সাধারণ শিক্ষার্থীরা উনার পদত্যাগ নিশ্চিত করার পরপরই উনার অফিসেই কুরআন তেলওয়াত পরিবেশন করেন। এবং জু লু মরের বিরুদ্ধে ওনাকে সাথে নিয়ে দোয়া করেন।
‘অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’
(সুরাঃ শুআরা ২২৭)
ক্যান্সারে আক্রান্ত, তাই রোগ থেকে কাটিয়ে উঠতে সবর্দা কুরআন তেলাওয়াত করে যাচ্ছে!
আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমীন!❤️
কথাগুলো আসলেই মন ছুয়ে যাবার মত..!❤️
যেখানে বৈষম্য সেখানেই হোক প্রতিবাদ,ইনশাআল্লাহ।
হজ্জ এবং ওমরাহ সিন্ডিকেট ভেঙে দিচ্ছে জনতা।
হজ্জ-ওমরার যাওয়ার যারা সিন্ডিকেট করে তাদেরকে দেখতে চান!
আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক,আমিন।
ড. ইউনূসকে কেন এখন প্রয়োজন..??
Professor Moktar Ahmed
এ ভাই আমি মুগ্ধ! পানি লাগবে পানি..❤️
বাংলাদেশী পুলিশ বাংলার বদলে হিন্দি বলে! বাহ
এরা কে কোথা থেকে এলো!!