Photo Lab

Photo Lab ফটোগ্রাফি বিষয়ে বাংলার অনলাইন ম্যাগাজিন

আমরা খুবই আনন্দিত যে, আমরা বাংলায় ফোটোগ্রাফির উপরে অনলাইন ম্যাগাজিন “ফটোল্যাব” বের করতে যাচ্ছি। আপাতত আমাদের ইচ্ছা ত্রৈম...
23/05/2024

আমরা খুবই আনন্দিত যে, আমরা বাংলায় ফোটোগ্রাফির উপরে অনলাইন ম্যাগাজিন “ফটোল্যাব” বের করতে যাচ্ছি।

আপাতত আমাদের ইচ্ছা ত্রৈমাসিক ভিত্তিতে একটি ম্যাগাজিন প্রকাশ করা। ভবিষ্যতে আমরা অফলাইনেও এই পত্রিকাটি প্রকাশ করার আশা রাখি। আগামী জুলাই মাসে এই ম্যাগাজিনের প্রথম সংখ্যা বের হতে যাচ্ছে।
আমার সকল বন্ধুদের এই ম্যাগাজিনে লেখার ও ছবি জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমাদের কিছু নিয়মিত বিভাগ থাকবে। ক্যামেরা রিভিউ, লেন্স রিভিউ, টিউটোরিয়াল, সাক্ষাৎকার, ছবি প্রতিযোগিতা, ছবির পিছনের গল্প, ফটো সিরিজ, চিন্তা, দর্শন ইত্যাদি।
একটি ল্যাবরেটরিতে যেমন অণুপরমাণুর বিক্রিয়ার মধ্যে দিয়ে নতুন কিছু জন্ম হয়, আমরা তেমনই Photo Lab ম্যাগাজিনের খুব সহজ বিষয় থেকে কিভাবে নতুন কিছু তৈরী করা যায় সেসব নিয়ে আলোচনা করব।
আমাদের Photo Lab Magazine গ্রুপে জয়েন করে এই বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন। গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত।

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন কোনো প্রয়োজন ছাড়াই তোমাক...
22/08/2023

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে।

সে হলো মা।

মনে হল এ পাখার বাণী                  দিল আনি               শুধু পলকের তরে     পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে             ...
07/08/2023

মনে হল এ পাখার বাণী

দিল আনি

শুধু পলকের তরে

পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে

বেগের আবেগ।

-বলাকা, রবীন্দ্রনাথ ঠাকুর।

বকের এই ছবিটি সুন্দরবনে তোলা। ফেব্রুয়ারি ২০২৩।

ফুলের নাম কি কেও বলতে পারবেন? ফুলের ছবি তুলতে আমার ভালো লাগে। ইচ্ছা আছে বাংলাদেশের সব ফুলের ছবি তোলা। ফুল ভালোবাসে না, এ...
06/08/2023

ফুলের নাম কি কেও বলতে পারবেন?

ফুলের ছবি তুলতে আমার ভালো লাগে। ইচ্ছা আছে বাংলাদেশের সব ফুলের ছবি তোলা। ফুল ভালোবাসে না, এমন কেউ নেই।

তবে সব ভালোবাসার জিনিস সবাই পায় না। এই যেমন এই ফুলটা। ফুলটা নিজেকে কাঁটা দিয়ে ঘিরে রেখেছে। ওকে পায় কার সাধ্যি?

মারফি'স ল"যা কিছু ভুল হয়ে যেতে পারে, তা সাধারণত ভুল হয়েই যায়। Anything that can go wrong will go wrong"বকের মাছ ধরাটা ব...
01/08/2023

মারফি'স ল

"যা কিছু ভুল হয়ে যেতে পারে, তা সাধারণত ভুল হয়েই যায়। Anything that can go wrong will go wrong"

বকের মাছ ধরাটা বকের জন্ম থেকে করে আসা প্রশিক্ষণের ফল। সে পানির ভিতর ঠিক যেখানে মাছটিকে দেখে, মাছ থাকে তারও খানিকটা নিচে। সঠিক মাপ জেনে বুঝে তাকে ঠোঁটা চালাতে হয়, পানির ও বাতাসের দুই মাধ্যমের প্রতিসরণের অঙ্কগুলো সে জানে না কিন্তু এর ব্যবহারিক সে জানে। এর উপরেই তার জীবন নির্ভর করে।

যা কিছু ভুল হয়ে যেতে পারে, ভুল হয়েই যায়। মাছ সে পায় না, তাঁকে মাছ খুঁজতে হয়। যতবার সে চেষ্টা করে, সিংহভাগ সে ব্যর্থ হয়।

কিন্তু একটা যদি পায়, অমনি ধরে গাপুস গুপুস খায়।

ছবিটার কম্পোজিসন আমার মনের মত হয়েছে। বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, এবং বক পাখিটা একটা একশনে যাবে যাবে। স্থির ছবি হলেও ছবিতে একটা অস্থিরতা কাজ করছে।

গুইসাপ। সুন্দরবনের কোনো কিছুই সুন্দর না। এই গুইসাপ সেই সুন্দর না প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর না। আমাদের দেশের এ...
07/03/2023

গুইসাপ।

সুন্দরবনের কোনো কিছুই সুন্দর না। এই গুইসাপ সেই সুন্দর না প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর না।
আমাদের দেশের এই গুইসাপ বেশ বড়, কেবল কমোডো ড্রাগন এর থেকে একটু বেশি বড়।

বনে কোনো পশু-পাখি মারা পড়লে সবার আগে টের পায় গুইসাপ। কারণ, এদের ঘ্রাণশক্তি খুবই তীক্ষষ্ট। এদের জিহ্বা সাপের জিহ্বার মতো লম্বা। এরা খুব দ্রুত গাছে উঠতে, পানিতে সাঁতরাতে ও ডাঙায় চলতে পারে।
নামে গুইসাপ হলেও এরা সাপ নয়।

তবে এদের লালায় ব্যাকটেরিয়া থাকায় তা বিষাক্ত ও ক্ষতিকর।

গুইসাপ একবার কামড়ালে সেই প্রাণীর মৃত্যু অনিবার্য।
তবে গুইসাপ ভয়ঙ্করদর্শন হলেও, এরা মানুষকে ভয় পায় এবং মানুষকে কামড়ায় না।
কারণ ওরা জানে মানুষ খুবই ভয়ঙ্কর।

পরিচিত হোন লাল মিয়ার সাথে। লাল মিয়া একজন জেলে, সুন্দরবনের গহীন অরণ্যে সে মাছ ধরে। আমরা যেদিন সুন্দরবনে নৌকায় খালে খালে ঘ...
06/03/2023

পরিচিত হোন লাল মিয়ার সাথে।

লাল মিয়া একজন জেলে, সুন্দরবনের গহীন অরণ্যে সে মাছ ধরে।

আমরা যেদিন সুন্দরবনে নৌকায় খালে খালে ঘুরছি, সেদিন লাল মিয়ার সাথে দেখা। এই ছোটো ছিপ নৌকায় সে তিন দিন তিন রাত কাটিয়ে ছয়টা কাঁকড়া ধরেছে। কাঁকড়াগুলো সে দেড় হাজার টাকা কেজি বিক্রয় করবে বলে আশা করছে। তার নৌকায় ছোট্ট সোলার আছে, ও দিয়ে সে লাইট জ্বালায়, রেডিও চালায়। অল্প কিছু ছোট ছোট মাছ ধরেছে, সেগুলো সে রান্না করে ক্ষুধা মেটাচ্ছে।

সুন্দরবনে সে এমন সব দ্বীপে ঘুরে বেড়ায় যেখানে কোনো মানুষ বসবাস করে না। ইদানিং মাছ, কাঁকড়া সে তেমন একটা পাচ্ছে না। তার লাইফের স্ট্রাগলের তুলনায় উপার্জন নিতান্তই সামান্য। আমাদের দেখে ভয় পেয়ে গিয়েছিল, প্রথমে কথাই বলতে চায় নি। পরে আশ্বস্ত করলে সে আলাপে রাজি হয়, মিথ্যে বাঘের গল্প সে শোনায় নি, এই তিন দিনে সে বাঘ দেখেনি।
তবে বাঘের গন্ধ পেয়েছে। তার খুব কাছে দিয়েই বাঘ গিয়েছে। হয়ত পিছন থেকে ঘাড় মটকে খাবার সুযোগ ছিল না। হয়ত ওঁৎ পেতেছে রাতে ফিরে এসে খাবে বলে।

এজন্য রাতে সে বিশেষ সতর্ক থাকে, নৌকা গাছে বেঁধে খালে ভাসায়। ভাটার স্রোতে নৌকা গিয়ে আটকায় খালের পানিধারার মাঝামাঝি। বাঘের নাগালের বাইরে।

লাল মিয়া জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে।

রাতের রাজশাহীসন্ধ্যার পরে সাহেববাজারের এই এলাকা অটোর শহরে পরিণত হয়। শহরে যতটুকু জ্যাম লাগে, তার সবটুকুর জন্য দায়ী স্বেচ্...
17/12/2022

রাতের রাজশাহী

সন্ধ্যার পরে সাহেববাজারের এই এলাকা অটোর শহরে পরিণত হয়। শহরে যতটুকু জ্যাম লাগে, তার সবটুকুর জন্য দায়ী স্বেচ্ছাচারী অটোচালকরা, যারা যখন তখন যেখানে সেখানে অটো দাঁড় করিয়ে যাত্রী তোলে। এছাড়া শহরটা এখনও চলাচল ও বসবাসের যোগ্যই আছে।

Name: City in Night Device: Canon eos R7, Place: Rajshahi, Time: 6pm-7pm Lens: 18-35 mm with Viltrox ef to r adapter, hand held, no flash, Electronic Shutter, ibis on, post processed in Adobe Lightroom.

in frame: Dr Tanvir and Dr Farha Wish them a happy conjugal life
09/05/2022

in frame: Dr Tanvir and Dr Farha
Wish them a happy conjugal life

in frame : Dr. Asfak indoor black background portrait
08/05/2022

in frame : Dr. Asfak
indoor black background portrait

In frame: Jiboni place: Dhaka, কার্জন হল Girl with Golden hair
07/03/2022

In frame: Jiboni
place: Dhaka, কার্জন হল
Girl with Golden hair

Inframe: Munna and Nodi   February, 2022
21/02/2022

Inframe: Munna and Nodi

February, 2022

Address

Rajshahi

Telephone

+8801790830222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Photo Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Photo Lab:

Share

Category