Shafayet Strikes

Shafayet Strikes "Catch the Moment, Feel the Strike"

এখন পর্যন্ত কোন পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট করছে দূর্বার রাজশাহীর খেলোয়াড়রা । আর এভাবেই বিপিএলের ভাবমূর্তি নষ্ট হয় আর...
15/01/2025

এখন পর্যন্ত কোন পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট করছে দূর্বার রাজশাহীর খেলোয়াড়রা । আর এভাবেই বিপিএলের ভাবমূর্তি নষ্ট হয় আর বড় বিদেশি খেলোয়াড়রা আসতে চান না বিপিএলে ।

14/01/2025

যখনি ক্রিকেট কোন ভাল কাজ হতে শুরু করে তখনি শুরু হয় নানা তালবাহানা । ফাহিম স্যারের নেতৃতে ঢাকা কেন্দ্রিক ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের ঢাকায় পরিচালক কমিয়ে আনার খসরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাতেই মাথায় - আ*ন লেগে গেছে ঢাকার ক্লাব পরিচালকদের ।
অন্যদিকে যখন ঢাকার ক্লাবগুলোকে ১ টি ভোটের জায়গায় ২ টি ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া তখন তাদের কোন আপত্তি ছিল না । যারা জন্য দিনের পর দিন বিসিবি শুধু ঢাকা কেন্দিক হয়ে গিয়েছে, বেড়েছে ঢাকা কেন্দ্রিক পরিচালকদের ক্ষমতা - যারা জন্য হয়েছে সিন্ডিকেট ফলস্বরুপ আম্পায়ার সহ হয়েছে নানা অনিয়ম। যখনি এই বিষয়ে সংস্কার এর কথা উঠছে, ঢাকার পরিচালক কমিয়ে আনার কথা উঠছে তখনি তারা হুমকি দিচ্ছে তারা নাকি ক্লাব ক্রিকেট বন্ধ করে দিবে ।
এই সংস্কারটা জরুরি বিসিবির উচিৎ এদের শক্ত হাতে দমন করা , এখন এই সংস্কার করা না গেলে ভবিষ্যত এইটা আর হবে না আর ক্রিকেটেও আটকে থাকবে শুধু ঢাকায় ।

✍️ Shafayet

পিএসএলে পেশোয়ার জালমিতে সুযোগ পেয়েছেন নাহিদ রানা ❤️।
13/01/2025

পিএসএলে পেশোয়ার জালমিতে সুযোগ পেয়েছেন নাহিদ রানা ❤️।

13/01/2025

বিপিএলের ১৯ তম ম্যাচে চট্রগ্রামের বিপক্ষে টস জিতে বোলিং করবে সিলেট । জিতবে কোন দল ।

13/01/2025

চ্যাম্পিয়নস ট্রফিতে আমার কাছে তানজিম সাকিবের জায়গায় হাসান মাহমুদ থাকলে ভাল হতো।
কারন তার শেষের দিকের বোলিং।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাকে বেশি মিস করবেন ?? সাকিব ❤️ তামিম 😮
13/01/2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাকে বেশি মিস করবেন ??
সাকিব ❤️
তামিম 😮

13/01/2025

রাজনৈতিক কারনেই সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে না । কারন এইটা বাংলাদেশ এখানে রাজনীতি সবকিছুর উর্ধ্বে।

কিছু ভিউ ব্যাবসায়ী এবং কিছু ক্রিকেট না বোঝা লোকজন ফেইসবুকে কন্টেন্ট বানিয়ে সমর্থকদের উস্কে দিচ্ছে খেলোয়াড়দের ট্রল করার জ...
13/01/2025

কিছু ভিউ ব্যাবসায়ী এবং কিছু ক্রিকেট না বোঝা লোকজন ফেইসবুকে কন্টেন্ট বানিয়ে সমর্থকদের উস্কে দিচ্ছে খেলোয়াড়দের ট্রল করার জন্য । এছাড়াও দেশের ক্রিকেট সমর্থকদের নেতিবাচক মানসিকতায় পরিবর্তন হয়েছে তাদের কারনেই , যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভাল নয় এবং দেশের খেলোয়াড়দের জন্যও ভাল নয় ।

এ বিষয়ে আপনার মতামত ?

12/01/2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ ?? কেমন লাগল বাংলাদেশ দল ??

12/01/2025

সাকিব আল হাসানকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ । এই দায় কার ? আমিতো মনে করে এই দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের । এখন হয়ত অনেকে বলতে পারেন সাকিব তো নিষিদ্ধ , আসলে সত্য কথা হচ্ছে বোলিংয়ে নিষিদ্ধ না হলেও সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকত কী না সেটা নিয়ে বড় প্রশ্ন আছে । যদি তখন থাকতে পারত তাহলে এখনো সাকিবকে রাখতে পারে । ব্যাটসম্যান সাকিব কী বর্তমানে ফর্মহীন থাকা লিটন বা পারভেজ ইমনের থেকে ভালো না । সাকিব দলে থাকলে সেইটা বাংলাদেশ দলের জন্যই ভাল হত সেইটা শুধু ব্যাটসম্যান সাকিব হলেও । আপনি ও জানাতে পারেন আপনার মতামত । কেন আসলে সাকিব নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ??

10/01/2025

ঢাকার টানা ৬ ম্যাচে হার । সিলেটের কাছে হারল ৩ উইকেটে । এবারের বিপিএলে সিলেটের ১ম জয়।

10/01/2025

চাইলেই কী সাকিব আল হাসানকে ভুলতে পারবেন ✍️

10/01/2025

অবশেষে রান পেলেন লিটন দাশ। ৪৩ বলে ৭৩ রান করেছেন সিলেটের বিপক্ষে।

10/01/2025

তামিমের সাথে হেলসের বা হেলসের ব্যবহার আপনি কিভাবে দেখছেন।

10/01/2025

পুরো বিশ্বে কী কোন পেস বোলার খুঁজে পাচ্ছে না রাজশাহী 🤔 ।
এত স্পিনার থাকেতে আবার স্পিনার তার উপর এবারের পিচ।

09/01/2025

ঢাকার হয়ে সাব্বির ৩৩ বলে ৮২ রান করলেন অপারাজিত ।
৯ টি ছক্কার সাহায্যে ।

09/01/2025

বিপিএল ২০২৫ - চ্যাম্পিয়ন হবে কোন দল 🤔

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Shafayet Strikes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafayet Strikes:

Videos

Share