Hare Krishna TV

Hare Krishna TV হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে
ওরে মন একবার বলো রে।
প্রতি অক্ষরে তার স্বয়ং শ্রীকৃষ্ণ

রাম ধ্বনিতে জেগে উঠুক পুরো বাংলাদেশ 🙏জয় শ্রী রাম 🚩 #ঢাকা বিমান বন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি'র পরিচয়ে তু...
25/11/2024

রাম ধ্বনিতে জেগে উঠুক পুরো বাংলাদেশ
🙏জয় শ্রী রাম 🚩
#ঢাকা বিমান বন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি'র পরিচয়ে তুলে নিয়ে গেছে😭🤦‍♂️
#ঢাকা মেট্রো -চ ৫২১১৬১ " নাম্বারের একটি মাইক্রো গাড়ি তে করে নিয়ে যাওয় হয়েছে
চিন্তা করবেন না #চিন্ময়_কৃষ্ণ_দাস প্রভু স্বয়ং প্রকৃতি আপনার সাথে আছে,, সঙ্গে সমস্ত সনাতনী জাতি,,, তিব্র নিন্দা জানাই
্রী_রাম🚩 চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

ইসকন কে নিয়ে নাড়াচাড়া কইরেন না, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে এই সংগঠনের বিরুদ্ধে কোন প্রকার সন্ত্রাসী/জঙ্গি কার্যক্রমে...
06/11/2024

ইসকন কে নিয়ে নাড়াচাড়া কইরেন না, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে এই সংগঠনের বিরুদ্ধে কোন প্রকার সন্ত্রাসী/জঙ্গি কার্যক্রমের অভিযোগ নেই...

আর আপনারা হয়তো জানেন না এই ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘ) পরিচালিত হয় আমেরিকা থেকে অর্থাৎ ইসকনের সদর দপ্তর আমেরিকায় অবস্থিত! ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এমনকি মধ্যপ্রাচ্যেও ইসকনের সংগঠন এবং কার্যক্রম রয়েছে! এদের মূল কাজ হলো কৃষ্ণ নাম প্রচার করা এবং যে কোন বিপর্যয় মানবিক সাহায্য করা। এদের নামে কোথাও কোনো ধরনের অপকর্মের রেকর্ড নেই।

তাই ইসকনকে নাড়া দিলে - শুধু ঢাকার শাহবাগ না। নিউ ইয়র্কের times স্কয়ার, ইন্ডিয়ার মুম্বাই, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস, জাপানের টোকিও সব কেঁপে উঠবে। ভালো করে শুনে রাখুন ইসকন কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি ধর্মীয় ও সেবামূলক সংগঠন।

যদি ইসকনের বিরুদ্ধে কারো কোন অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে অভিযোগ করুন! মনগড়া কল্পনাপ্রসুত আজগুবি গল্প রচনা করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে....
সনাতন অধিকার সুরক্ষা পরিষদ

05/11/2024

হঠাৎ যদি শুনতে পান সনাতন ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধে যেতে হবে আপনি জাবেন তো

02/11/2024

ধর্ম যুদ্ধ

02/11/2024

জয় শ্রী রাম

01/11/2024

আমাদের জয়পুরহাট জেলার ২নং ইউনিয়ন ২নং ওয়ার্ড মঙ্গলবাড়ী,,টাটাপাড়া গ্রামে লিজ কৃত পুকুরে মুসলিম বিরধি পক্ষ এসে মাছ ছেড়ে দেয় ও বাঁস কেটে হিন্দুদের মহিলা এবং পুরুষদের উপর বাস,দা,কুদাল দিয়ে আক্রমণ করে,৷ আক্রমণে আহত মহিলা ৪ জন এবং পুরুষ ২ জন,,,,,,১ জন বৃদ্ধ,,,,,,,, এভাবে হাজাড়ও জায়গায় সনাতনীদের উপর অত্যাচার শুরু হয়েছে ,, সময় প্রায় 3 থেকে 4 টার মধ্যে 1/11/2024

🙏🙏🥰হরে কৃষ্ণ🥰🙏🙏🥰আগামীকাল রাধাষ্টমী ব্রত  রাখবেন তো আপনি দুপুর ১২ পর্যন্ত উপবাস🙏 রাধাষ্টমী ব্রত করলে কি হবে, না করলেই বা ...
10/09/2024

🙏🙏🥰হরে কৃষ্ণ🥰🙏🙏

🥰আগামীকাল রাধাষ্টমী ব্রত রাখবেন তো আপনি দুপুর ১২ পর্যন্ত উপবাস🙏

রাধাষ্টমী ব্রত করলে কি হবে, না করলেই বা কি হবে ❓
রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কি ?

১. যদি কেউ রাধাষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করেন, তাহলে তার কোটি ব্রহ্ম হত্যার পাপও দূরীভূত হয়🌺

২. একটি রাধাষ্টমী ব্রত পালনে ১ লক্ষ একাদশী পালনের ফল লাভ হয়💐

৩. পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় - তার শতগুন ফল লাভ হয় এই ব্রত পালনে🥰

৪. সকল তীর্থ ভ্রমণের ফল এই ব্রত পালনে লাভ করা যায়🥰

৫. অশ্রদ্ধা, হেলায়ও যদি কেউ এ ব্রত পালন করে - তার পূর্বপুরুষ ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে😘

৬. এই ব্রত যারা পালন করে না তাদের শত কোটি কল্প ( ১ কল্প = ৪৩২ কোটি বছর ) নরকে বাস করতে হয়🥲

৭. কোনো নারী যদি এ ব্রত পালন না করে তাকে শত কোটি কল্প নরকে বাস করতে হয় এবং সে যদি ভাগ্যক্রমে মানুষ্যও জন্ম পাইও তাহলে অল্প কালেই তাকে বিধবা হতে হয়🥲

৮. শ্রদ্ধা সহকারে এই ব্রত পালনে অনন্তকাল বৈকুণ্ঠধামে বাস করার সৌভাগ্য লাভ হয়🥰
রাধে রাধে 🙏🙏

10/09/2024

আমি সংসারের প্রতিটি কনা, আমি সূর্য, আমি চন্দ্র, আমি নক্ষত্র, আমি সব

29/08/2024

আর কতো কাল, গিরী ধারী লাল আরালে আরালে রবে, তুমি আরালে আরালে রবে |

Hare Krishna 🙏

Hare Krishna 🙏happy birthday  krishna🎂
26/08/2024

Hare Krishna 🙏

happy birthday krishna🎂

13/08/2024

ধর্ম ও প্রেমের মধ্যে যেকোনো একটা বেছে নিতে হলে, আপনি কি বেছে নিতেন?

07/07/2024

Jai Jagannath 🙏

Send a message to learn more

15/05/2024

Address

Dhamoirhat, Noagoan
Rajshahi
5950

Telephone

+8801728842978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare Krishna TV:

Videos

Share

Category