26/06/2024
একটা সময় ছিলো..? 💔দুইটা পাখি এক সাথে গান গাইতে গাইতে ওই নীল আকাশে উড়ে বেড়তো💜💔উড়তে উড়তে একদিন ভাবলো একটা বাসা বানানো যাক ..? 💜💔তার পর বললো আচ্ছা ঠিক আছে💜💔তারপর বাসা বানানো সুরু করলো..?হঠাৎ একদিন, 😚মেয়ে পাখি টার পা ভেঙ্গে য়ায় 😅😅মেয়ে পাখি টা ছেলে পাখি টাকা বললো....!আমাকে ছেরে চলে যাবে না তো...?কথাটা সুনে ছেলে পাখি টা তার নিজের ডানা দুটো ভেঙে ফেলে 😅😅😅আর বললো এবার তোমার বিস্বাস হলো..?আমি তোমাকে কোথাও ছেরে চলে যাবো না..?এভাবে বেস কিছু দিন কেটে য়ায় ...? 😅😅হঠাৎ একদিন কাল বৈশাখী ঝর উঠলো...? 🥰💜💔তখন ছেলে পাখি টা মেয়ে পাখিটা বলল 💔💔💔তুমি একটা নিরাপদ যাইগা খুঝে নাও 💜💔এ কথা সুনে 💔মেয়ে পাখিটা উরে গেল উই দুর আকাশে 💔😅পরের দিন সকালবেলে মেয়ে পাখি টা,,,💔💜তাড় বাসায় এলো 💔💔😅এসে দেখে চেলে পাখি টা মারা গেছে ..?, 💔💔😭তার পর মেয়ে পাখি টা একটা চিঠি দেকতে পাড়লো..?আর চিঠি তে লেখা ছিলো..?হাজার কষ্টের মাঝে বেচে থাকতামযদি তুমি পাসে থাকতে...?
গল্প টা একটা গল্প হরেও এটাই সত্যি 😅😅😅
love you jan 💜💜✅✅