Hashtag Topu

Hashtag Topu hey �

20/10/2024

19/09/2024

ভালোই করছেন আপনারা তাকে দুনিয়া থেকে বিদায় জানাইয়া।

একটা মানুষ তিলেতিলে ফুরিয়ে যাচ্ছিলো। এতিম মানুষ একদিন খাইলে দুইদিন খাইতে পারেনা। প্রতিটা মুহূর্ত কত হারানোর যন্ত্রণায় কাটতো তার কে জানে।

শুধু তাকে Maরার আগে খাওয়ানো টা তোদের উচিৎ হয়নাই। খাবারের যন্ত্রণা সহ্য করতে না পেরেই তোদের কাছে গেছিলো। খাবার টা যখন দিছিলি তখন তার সহজসরল কথাবার্তায় বুঝাই যাচ্ছিলো সে অসহায়। তোরা এতজন মানুষ মিলে তাকে খাওয়াতে দেখে সে নিশ্চয়ই ভাবছিলো হয়তো এখন থেকে রোজ খাবার পাবে।

তোরা খাবার টা দিয়া ঠিক করস নাই। খাবার পেয়েই হয়তো সে বাঁচার স্বপ্ন দেখছিলো। নাহলে হয়তো সে হাসিমুখেই বিদায় জানাইতো এই ভেবে আর কখনো খাবারের জ্বালায় কষ্ট করতে হবে না।

©

15/08/2024

শেখ হাসিনার আওয়ামীলীগের পক্ষে ঠিকমতো একটা দলীয় ইতিহাস লেখাও সম্ভব না। তাদের চর্চিত ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক নাই, সোহরাওয়ার্দী নাই, মাওলানা ভাসানী নাই, সিরাজুল আলম খান নাই, তাজউদ্দীন নাই; মুহাম্মদ আতাউর রহমান খান নাই! মেজর জিয়া তো রীতিমতো পাকিস্তানপন্থী!

অথচ এদের অধিকাংশই কিন্তু আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ভাসানী ও সিরাজুল আলম খান ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রধান দুই রূপকার। এই গণঅভ্যুত্থানই শেখ মুজিবকে আগরতলা মামলা থেকে অব্যাহতি দেয় এবং তিনি কারামুক্ত হন। এই গণঅভ্যুত্থান না ঘটলে শেখ মুজিবের ‘বঙ্গবন্ধু’ হওয়া হতো না।

আওয়ামী সমর্থক ভাই/বোনেরা, ইতিহাসের এসব রূঢ় সত্যের মুখোমুখি হওয়ার হিম্মত আপনাদের থাকতে হবে। । শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না কিসিমের নলামার্কা বিশ্বাস থেকে বের হয়ে আসেন।

বাহাত্তর-পচাত্তর রেজিম সম্পর্কে সত্য ইতিহাসের মুখোমুখি হন।
রাজাকাররা কেন খারাপ? তারাও তো মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবের সাথে একসাথ মিলে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত ছিল। শেষেরটা যদি গোনায় না ধরি।

মানুষের শেষ জীবনের খারাপটা যদি তার অতীতের কাজ দিয়ে মুছে ফেলা যায়, তবে সেটা কেবল শেখ মুজিবের বেলায় কেন হবে?অন্য সবার ক্ষেত্রে কেন নয়?

আওয়ামীলীগ সমর্থন করেন, কিন্তু ইতিহাসের গণতন্ত্রীকরণ কবুল করেন।

আইনি-বেআইনি বলপ্রয়োগ করে ইতিহাসের টুঁটি চেপে ধরে আর কত রাখবেন।

12/08/2024

08/08/2024

Abdus Salam

07/08/2024

একটা বিষয় আবজার্ভ করলাম দেশের সরকারি ডাকাত গুলোর কারণে সিজনাল ডাকাত গুলো সুযোগ পাচ্ছিল না।

07/08/2024

অধ্যাপক সলিমুল্লাহ খান

06/08/2024

প্রধানমন্ত্রী পদের জন্য ডক্টর মুহাম্মদ ইউনূসের চে পারফেক্ট কোন মানুষ এই মুহূর্তে নাই বাংলাদেশে।

কারণ দেখেন, আন্দোলন শেষ। রিজার্ভ নাই। যেখানে যা ছিলো আওয়ামীলীগ খাইয়া নিয়া চলে গেছে। এখন দেশ বাঁচাতে সবার আগে কী দরকার, জানেন?

ট্যাকা। আরো ভালো করে বললে ডলার। ।

শুধু প্রবাসীদের টাকায় হবে না। এই মুহূর্তে বাংলাদেশের ঋণমান একদম নিচে নামাইয়া দিসে। সো, বড় অঙ্কের ঋণ বাংলাদেশ কোথাও থেকেই পাবে না।

ডক্টর মুহাম্মদ ইউনূস এইখানে একটা বিশাল গেম চেঞ্জার হতে পারেন।

এই আন্দোলনে মার্কিন সাপোর্ট শুরু থেকেই ছিলো। আর ইউনূস ইভেন মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি রিচ করার ক্ষমতা রাখেন। ইউরোপে তার গ্রহনযোগ্যতা কতটা ঐটা অলিম্পিকে প্রধান অতিথি হওয়া দেখেই বোঝা যায়।

এই মুহূর্তে ইউনূস যদি চান, তিনি তার ফেস ভ্যালু ব্যবহার করে কয়েক বিলিয়ন ডলার ঋণ আর ডোনেশন হিসেবে আনতে পারবেন।

জাস্ট ছয় মাসের জন্য একটা সাহায্য পেলেই বাংলাদেশের অর্থনীতি দাঁড়াইয়া যাবে।

গ্রহনযোগ্যতার দিক থেকে শুধু না, অর্থনৈতিক দিক থেকেও ডক্টর মুহাম্মদ ইউনূসই এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চয়েজ হতে পারেন।

দুই দলের রাজতন্ত্রের বাইরে শিক্ষিত, মেধাবী, রচিশীল একজন নোবেল লরিয়েটকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সৌভাগ্য আমাদের হোক।

- সাদিকুর রহমান খান

Basha change kortaci🫡✊
05/08/2024

Basha change kortaci🫡✊

05/08/2024

😂😂

29/07/2024

আংকেল আমারে যাইতে দেন না, আমার ছোট্ট একটা বোন আছে🤐

29/07/2024

গোলাম রাব্বানি স্যার
অধ্যাপক, ইতিহাস বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৯ জুলাই, ২০২৪

18/07/2024


Allah grant all my brothers and sisters Jannatul Firdaus🤲❤️‍🩹

Address

Rajshahi
Rajshahi
6260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashtag Topu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category