14/01/2023
সামান্য এই ‘মোবাইল ফোন’ ব্যবহার করে কেউ ভালো/উত্তম জিনিসকে আঁকড়ে ধরে রেখেছে পক্ষান্তরে সামান্য এই ‘মোবাইল ফোন’ ব্যবহার করে কেউ খারাপ/মন্দ জিনিসকে আঁকড়ে ধরে রেখেছে। আমার, আপনার কিংবা আমাদের সকলের কাছে এই ‘মোবাইল ফোন’ অতি সামান্য, নগণ্য, কিংবা তুচ্ছ একটি বিষয় হলেও এই ‘মোবাইল ফোন’কে কেন্দ্র করেই কিন্তু ভালো/উত্তম কিংবা খারাপ/মন্দ এই দু’টো বিষয় ওতোপপ্রোতোভাবে জড়িত রয়েছে! তাই আমার মতে এই ‘মোবাইল ফোন’ কখনোই অতি সামান্য, নগণ্য, কিংবা তুচ্ছ কোনো বিষয় নয়! এই ‘মোবাইল ফোন’কে যদি আমি— অসামান্য, অনন্য, দুর্লভ, দুরারোগ্য ব্যাধির সাথে তুলনা করি তাহলেও বোধকরি আমার বড় কোনো অপরাধ হবে না!
তাই পরিশেষে বলা যায় যে— সামান্য এই ‘মোবাইল ফোন’টিও অনেক সময় ব্যবহারকারীর ব্যবহারের উপর ভিত্তি/নির্ভর করে ক্ষণিকের জন্য অসামান্য, অনন্য, দুর্লভ, দুরারোগ্য হয়ে ওঠে! কারণ— যিনি এই ‘মোবাইল ফোন’টি ব্যবহার করছেন ঠিক তার ব্যবহারের উপর ভিত্তি/নির্ভর করেই কিন্তু এই ভালো/উত্তম কিংবা খারাপ/মন্দের প্রসঙ্গটি আসে!
আসুন আমরা সকলে এই মোবাইল ফোনের প্রকৃত, সঠিক, নির্ভুল, এবং যথার্থ ব্যবহারের (কাজে প্রয়োগ) চেষ্টা করি। তাহলেই ইং শা আল্লাহ (إِنْ شَاءَ ٱللَّٰ) আমাদের মনন পরিশুদ্ধ হবে এবং সুস্থ-সুন্দর প্রজন্মের সূত্রপাত ঘটবে।
ধন্যবাদ।
Hamim Khan Mahib