Hamim Khan Mahib

Hamim Khan Mahib Welcome to my Official “Hamim Khan Mahib” page.

02/02/2023

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমিও একজন মানুষ। হয়তো তোমাদের কেউ অপর কারো তুলনায় নিজের যুক্তি-প্রমাণ পেশে অত্যন্ত বাকপটু হয়ে থাকবে। অতএব আমি তাকে তার ভাইয়ের হক থেকে কিছু কর্তন করে দিয়ে থাকলে তাকে জাহান্নাম এর একটি টুকরাই কর্তন করে দিলাম।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩১৮
হাদিসের মান: হাসান সহিহ

নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালবাসেন।
01/02/2023

নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালবাসেন।

30/01/2023

সদাসর্বদা একটি কথা মাথায় রাখবেন— কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, অপপ্রচার করা এটি সম্পূর্ণই নাজায়েজ কাজ।

আপনি যাকে খারাপ ভাবছেন উনি খারাপ নাও হতে পারেন।‌ তাই কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া, অপপ্রচার করা হতে সদাসর্বদা নিজেকে বিরত রাখুন। এতে আমাদের সকলেরই মঙ্গল।

Hamim Khan Mahib

27/01/2023

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “সেই মহান সত্তার শপথ! যার হাতে আমার জীবন আছে। আমার ইচ্ছা হচ্ছে যে, জ্বালানী কাঠ জমা করার আদেশ দিই। তারপর নামাযের জন্য আযান দেওয়ার আদেশ দিই। তারপর কোন লোককে লোকদের ইমামতি করতে আদেশ দিই। তারপর আমি স্বয়ং সেই সব (পুরুষ) লোকদের কাছে যাই (যারা মসজিদে নামায পড়তে আসেনি) এবং তাদেরকেসহ তাদের ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দিই।” (বুখারী ও মুসলিম)

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১০৭৫
হাদিসের মান: সহিহ হাদিস

26/01/2023

Facebook, YouTube এগুলো সবই মূলত Algorithm (গাণিতিক পরিভাষা)

একটু ভালোভাবে জানার চেষ্টা করুন তো— “কারা এই Algorithm (গাণিতিক পরিভাষা)-এর আবিষ্কারক?”

25/01/2023

আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনু আস (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, ‘‘হে আব্দুল্লাহ! তুমি অমুক লোকের মত হয়ো না, যে রাতে নফল নামায পড়ত, অতঃপর তা ছেড়ে দিয়েছে।’’

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৫৮
হাদিসের মান: সহিহ হাদিস

24/01/2023

❘❘ কোনো মানুষ সম্পর্কে ভুল ধারণা পোষণ করা পরিহার করুন।‌ ❘❘

আপনি কি কখনো স্থিরচিত্তে, নিরুদবেগে ভেবে দেখেছেন— আপনি যাকে খারাপ ভাবছেন বা যাকে আপনি মন্দ বলে মনে করছেন সে ব্যক্তিটিই ইতিমধ্যে হয়তোবা আল্লাহর কাছে অতি প্রিয়তম একজন বান্দা হিসেবে বিবেচিত হয়ে আছেন!

কোনো মানুষ সম্পর্কে ভুল ধারণা পোষণ করা পরিহার করুন। কারণ— সে আপনার, আমার, কিংবা আমাদের সকলের চাইতেও উত্তম হতে পারেন। তা একমাত্র আল্লাহ্ (الله)-ই ভালো জানেন।‌

❖ মহা পবিত্র আল-কুরআনে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ

৪৯:১১

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَٰبِۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَٰنِۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতইনা নিকৃষ্ট! আর যারা তাওবা করে না, তারাই তো যালিম।

📖 সূরা‌‌ আল-হুজরাত ৪৯:১১

Hamim Khan Mahib

24/01/2023

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) মা’ইয ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, তোমার সম্পর্কে আমার কাছে যে সংবাদ এসেছে তা সত্য কিনা?‌ তিনি বললেন, আমার সম্পর্কে আপনার কাছে কী সংবাদ পৌঁছছে? তখন তিনি বললেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, তুমি অমুক বংশের কোন এক দাসীর সঙ্গে ব্যভিচার করেছ। তিনি উত্তরে বললেন, হ্যাঁ। এরপরে তিনি এ ব্যাপারে চারবার সাক্ষ্য দিলেন অর্থাৎ- স্বীকারোক্তি দিলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ব্যাপারে আদেশ দিলেন। তাঁকে তখন পাথর মারা হলো। (ই. ফা ৪২৭৮, ই. সে. ৪২৭৯)


সহিহ মুসলিম, হাদিস নং ৪৩১৯
হাদিসের মান: সহিহ হাদিস

23/01/2023

আলহামদুলিল্লাহ (ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎)
আজ ‘রজব’ মাসের চাঁদ উদিত হয়েছে। বছরের ৫টি মহিমান্বিত রাতের মধ্যে এই এক রাত হলো ‘রজবের প্রথম রাত’। আজ দোয়া কবুলের রাত।‌
সুবহানাল্লাহ (سُبْحَانَ ٱللَّٰهِ)

২:১৬৩/2:163وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻আ...
22/01/2023

২:১৬৩/2:163

وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ

𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻

আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু।

𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 - 𝗦𝗮𝗵𝗶𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹

And your god is one God. There is no deity [worthy of worship] except Him, the Entirely Merciful, the Especially Merciful.

📖 সূরা আল-বাকারাহ ২:১৬৩/Surah Al-Baqarah 2:163

১০২:১/102:1أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 ...
22/01/2023

১০২:১/102:1

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।

𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 - 𝗦𝗮𝗵𝗶𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹

Competition in [worldly] increase diverts you.

📖 সূরা আত-তাকাসুর ১০২:১/Surah At-Takathur 102:1

সুশিক্ষার নেপথ্যে কুশিক্ষার বীজ বপনের অতি সূক্ষ্ম, সুদক্ষ, সুনিপুণ চেষ্টা চলছে!
21/01/2023

সুশিক্ষার নেপথ্যে কুশিক্ষার বীজ বপনের অতি সূক্ষ্ম, সুদক্ষ, সুনিপুণ চেষ্টা চলছে!

॥ কী শিখছে নতুন প্রজন্ম? ॥
সম্প্রতি ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ের বেশ কিছু পাঠ এখন জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বইয়ের ‘প্রসঙ্গ কথা’ অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়নে ধর্ম, বর্ণের বিষয়টি নাকি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। অথচ বেশকিছু পাঠ এদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মের মৌলিক রীতিনীতি ও মূল্যবোধের স্পষ্টত বিরুদ্ধে যাওয়া সত্বেও সেটার বিন্দুমাত্র তোয়াক্কা করা হয়নি। অবশ্য এদেশের ক্রমবিকাশ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা সমাজ ব্যবস্থার কথা তুলে ধরতে গৎবাঁধা কিছু নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করা এবং বিশেষ একটা ধর্মগোষ্ঠীকে কোণঠাসা করা করা ছাড়া অভিন্ন কিছু এখনো পর্যন্ত খুব একটা দেখা যায় না। এটা আমাদের চিন্তার দৈন্যতা নাকি অদৃশ্য কোন প্রভাবকের সীমারেখা তা বোঝা বড়ই কঠিন।
বইয়ের মূল পাঠে ‘সম্প্রদায়’ অধ্যায়ে ‘খুশি আপা’ এদেশের মুসলিম সম্প্রদায় ‘অখুশি’ হওয়ার মতো বেশকিছু কথাবার্তা বলেছেন। ‘চিন্তার খোরাক’ দিতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে ‘মনে মনে’ নিজেদের জেন্ডার নির্ধারণ করার মতো মহাবিড়ম্বনা ও দুশ্চিন্তার খোরাকও দিয়ে ফেলেছেন। ‘মনে মনে’ ছেলে থেকে মেয়ে কিংবা মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া বইয়ের ঐ থিওরি যে দেশের আদমশুমারি থেকে শুরু করে নারী-পুরুষের জন্য সংরক্ষিত বা পৃথকীকৃত সকল ব্যবস্থাপনাকে একেবারে হ-য-ব-র-ল করে দিবে তা আর সুস্থ মস্তিষ্কওয়ালাদের বুঝতে বাকি থাকার কথা না।
এবার আরেকটা অধ্যায়ে চোখ বুলানো যাক। অধ্যায়ের নাম ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা’। এখানেও ‘খুশি আপা’ এদেশের মুসলিম সমাজকে বিস্মিত করার মতো যথেষ্ট ভূমিকা রেখেছেন। তবে এবারের আঘাতটা আর ইশারা ইঙ্গিতে না। একদম সরাসরি ইসলামের ফরজ বিধান ‘পর্দা’-কে টার্গেট করে। ১২১ নং পেইজে ‘খুশি আপা’ বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ থেকে যে পাঁচটি কাহিনী শোনালেন তা কোমলমতি শিক্ষার্থীদের মনে ইসলামের ‘ফরজ বিধান’ পর্দার প্রতি আলাদা একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গীর ছাঁপ ফেলতে যথেষ্ট। তাদেরকে পর্দাপ্রথা সম্পর্কে অবগত করতে ‘খুশি আপা’ ’অবরোধবাসিনী’ থেকে সুবিধামতো পাঁচটি কাহিনী শোনালেও পর্দা সম্পর্কে ইসলামের অবস্থান এবং ক্ষেত্রবিশেষে এর শিথিলতার দিকগুলো নিয়ে যৌক্তিকভাবে কিছুই বলেন নি। একপেশে পর্দাকে কৌশলে কটাক্ষ করার কাহিনী আওড়ালেন শুধু। অবচেতন মন নিয়ে আমাদের কোমলমতি শিশুরা যখন এগুলো পড়বে; তখন পর্দার ব্যাপারে একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে তারা বড় হবে।
আবার ৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে মানব জাতির ক্রমবিকাশ বোঝাতে এমন কিছু ছবি জুড়ে দেওয়া হয়েছে যা সুকৌশলে শিক্ষার্থীদের মনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের মতো ঈমান বি*ধ্বং*সী মতবাদের বীজ বপন করবে। নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকেও যা বিদ্যমান। জেনে রাখা দরকার— বিবর্তন প্রমাণিত কিন্তু ‘চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব’ প্রমা*ণিত ন*য়। সহিহ বুখারীর বর্ণনামতে— প্রথম নবি ও আদি পুরুষ আদম (আ.) ৬০ গজ লম্বাকৃতির ছিলেন। ধীরে ধীরে মানুষের আ*কৃতি ছোট হতে হতে মানুষ তার বর্তমান আকৃতি লাভ করেছে। এটা মানব জাতির বি*বর্তন। কিন্তু তথাকথিত ‘বি*বর্তনবাদ তত্ত্ব’ মানুষের মন-মস্তিষ্ক প্রসূত একটি ধারণা, যা কুরআনের সৃষ্টিদর্শনের সাথে সাং*ঘর্ষিক। বানর বা শিম্পাঞ্জি জাতীয় অন্য কোন প্রজাতি থেকে মানুষ এসেছে— এই মতবাদ সর্বৈব অ*সত্য। বিজ্ঞান যতো অগ্রসর হবে বিবর্তনবাদের ধারণা ততো অ*কার্যকর হয়ে পড়বে ইনশাআল্লাহ।
লেখার কলেবর লম্বা হয়ে যাওয়ার আশংকায় সামান্য কয়েকটি বিষয় উল্লেখ করলাম। আর ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’-এর কর্তাব্যক্তিদের দায়িত্বজ্ঞান সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না। মাত্র কয়েক দশক আগে ঘটে যাওয়া মুক্তিযু*দ্ধের ইতিহাস, দেশের সংবিধান এবং বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্য বিভ্রাট ঘটিয়ে গত বছরের মতো এবারও ওনারা হাইকো*র্টের আমন্ত্রণ পেয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে কেবল নবম-দশম শ্রেণির তিনটি বইয়ে তথ্যবিভ্রাটের ঘটনা মিলেছে ৩০ টিরও বেশি। আর সবচেয়ে বেশি ভুল ধরা পড়েছে— দেশের ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযু*দ্ধ নিয়ে লেখায়। এটা খুবই দুঃখজনক।
জরুরী ভিত্তিতে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’-এর প্রতিটি বই, যারা প্রকৃতার্থেই বরেণ্য শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার; তাদের দিয়ে রিভাইজ ও রি-এডিট শেষে পুনঃমুদ্রণের আহ্বান জানাই।

20/01/2023

বর্তমান এই তথাকথিত বস্তাপচা সস্তা Trend-কে Follow (অনুসরণ) করতে গিয়ে আল্লাহর দেওয়া বিধিবিধানকে অমান্য করলে তো চলবে না! না! তা কখনোই সম্ভব না!

এখন আপনি নিজেই একটু বিবেচনা করুন এবং ভেবে দেখুন কোনটিকে Follow (অনুসরণ) করা আপনার জন্য অধিকতর জরুরী— “বর্তমান এই তথাকথিত বস্তাপচা সস্তা Trend; নাকি আল্লাহর দেওয়া বিধিবিধান?”

আরেকটি বিষয় আমি অবগত করে রাখি তা হলো— সকল প্রকার Trend, Update কিন্তু আবার খুব বেশি ভালো নয়! অনেক সময় মাঝেমধ্যে কিছু ত্রুটি, Bug (Technical Problem)-এর দেখা মেলে। তাই অতিরিক্ত Update হওয়ার প্রবণতা এবং এই তথাকথিত Trend-কে মনেপ্রাণে অন্ধভাবে বিশ্বাস, অনুকরণ, অনুসরণ, অনুগমন করতে গিয়ে আল্লাহর দেওয়া বিধিবিধানকে অমান্য, অবহেলা করা জাহেলিয়া ছাড়া অন্য কিছু নয়! আমাদের এইসব তথাকথিত বস্তাপচা সস্তা Trend-কে পরিত্যাগ করাই হিতকর হিসেবে বিবেচিত হবে।
ধন্যবাদ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সকলকে নেক হায়াত এবং দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমীন (أمين)

Hamim Khan Mahib

“The tongue is very small and light but it can take you to the greatest heights and it can put you in the lowest depths....
17/01/2023

“The tongue is very small and light but it can take you to the greatest heights and it can put you in the lowest depths.”

– Abu Hamid Al Ghazali

সামান্য এই ‘মোবাইল ফোন‌’ ব্যবহার করে কেউ ভালো/উত্তম জিনিসকে আঁকড়ে ধরে রেখেছে পক্ষান্তরে সামান্য এই ‘মোবাইল ফোন’ ব্যবহার...
14/01/2023

সামান্য এই ‘মোবাইল ফোন‌’ ব্যবহার করে কেউ ভালো/উত্তম জিনিসকে আঁকড়ে ধরে রেখেছে পক্ষান্তরে সামান্য এই ‘মোবাইল ফোন’ ব্যবহার করে কেউ খারাপ/মন্দ জিনিসকে আঁকড়ে ধরে রেখেছে। আমার, আপনার কিংবা আমাদের সকলের কাছে এই ‘মোবাইল ফোন’ অতি সামান্য, নগণ্য, কিংবা তুচ্ছ একটি বিষয় হলেও এই ‘মোবাইল ফোন’কে কেন্দ্র করেই কিন্তু ভালো/উত্তম কিংবা খারাপ/মন্দ এই দু’টো বিষয় ওতোপপ্রোতোভাবে জড়িত রয়েছে! তাই আমার মতে এই ‘মোবাইল ফোন’ কখনোই অতি সামান্য, নগণ্য, কিংবা তুচ্ছ কোনো বিষয় নয়! এই ‘মোবাইল ফোন’কে যদি আমি— অসামান্য, অনন্য, দুর্লভ, দুরারোগ্য ব্যাধির সাথে তুলনা করি তাহলেও বোধকরি আমার বড় কোনো অপরাধ হবে না!

তাই পরিশেষে বলা যায় যে— সামান্য এই ‘মোবাইল ফোন’টিও অনেক সময় ব্যবহারকারীর ব্যবহারের উপর ভিত্তি/নির্ভর‌ করে ক্ষণিকের জন্য অসামান্য, অনন্য, দুর্লভ, দুরারোগ্য হয়ে ওঠে! কারণ— যিনি এই ‘মোবাইল ফোন’টি ব্যবহার করছেন ঠিক তার ব্যবহারের উপর ভিত্তি/নির্ভর করেই কিন্তু এই ভালো/উত্তম কিংবা খারাপ/মন্দের প্রসঙ্গটি আসে!

আসুন আমরা সকলে এই মোবাইল ফোনের প্রকৃত, সঠিক, নির্ভুল, এবং যথার্থ ব্যবহারের (কাজে প্রয়োগ) চেষ্টা করি।‌ তাহলেই ইং শা আল্লাহ (إِنْ شَاءَ ٱللَّٰ‎) আমাদের মনন পরিশুদ্ধ হবে এবং সুস্থ-সুন্দর প্রজন্মের সূত্রপাত ঘটবে।
ধন্যবাদ।

Hamim Khan Mahib

13/01/2023

সবচেয়ে বড় এবং উত্তম শিক্ষা হলো— “পারিবারিক শিক্ষা।” পরিবার থেকে যে শিক্ষা প্রদান করা হয় তা কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করতে পারে না।

13/01/2023
“সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারী কলাকৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছ...
12/01/2023

“সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারী কলাকৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছতে পারে না।”

– আলী ইবনে আবী তালিব (علي ابن أبي طالب‎)

11/01/2023

Omar Hisham Surah Ar Rahman سورة الملك عمر هشام العربي
► Subscribe Now: http://bit.ly/1OTKL5z (اشترك الآن)
https://www.patreon.com/omarhishamala...

► Join us: https://www.gofundme.com/OmarHishamAl... للتبرع

SPOTIFY https://spoti.fi/2WKkVJI
INSTAGRAM https://instagram.com/omarhishamalarabi
FACEBOOK https://www.facebook.com/omarhishamal...
TWITTER https://twitter.com/omar_h_alarabi
SOUNDCLOUD https://soundcloud.com/omarhishamalarabi
TikTok https://www.tiktok.com/...

BECOME A SUPPORTER OF THE CHANNEL HERE https://www.gofundme.com/OmarHishamAl... للتبرع
https://www.patreon.com/omarhishamala...

10/01/2023

Having a good notion about a person is also a big part of Iman (إيمان). If you fail to have a good notion of a person; this means that you have not yet fully understood Islam (الإسلام).

📖 Surah Al-Baqarah 2:117/সূরা আল-বাকারাহ ২:১১৭
10/01/2023

📖 Surah Al-Baqarah 2:117/সূরা আল-বাকারাহ ২:১১৭

08/01/2023
08/01/2023

আপনার সন্তানকে যে ব্যক্তি দু’কলম লিখা বা পড়া শিখিয়েছেন বা শিক্ষাদান করেছেন তিনিও আপনার সন্তানের শিক্ষক/শিক্ষিকা (শিক্ষাদাতা, অধ্যাপক, উপদেষ্টা, গুরু, মাস্টার) হিসেবে বিবেচিত হবেন। তদুপরি তিনি যে ধর্মের, গোত্রের, বর্ণের অথবা বয়সেরই হয়ে থাকেন না কেন! তাই তাঁদেরকে (শিক্ষক/শিক্ষিকা) যথাযথ শ্রদ্ধা, সম্মান করতে শিখুন। আপনাকে চিরকালই (মৃত্যু প্রাক্কাল মূহূর্ত পর্যন্ত) তাঁদের কাছে ঋণী থাকতে হবে! যেই পিতা-মাতা শিক্ষক/শিক্ষিকা-দের যথাযথ শ্রদ্ধা, সম্মান করতে ব্যর্থ হন বা পারেন না তাদের (পিতা-মাতা/অভিভাবক) সন্তানেরা কখনোই যথাযথ মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে না; পক্ষান্তরে তারা (সন্তান) অমানুষ (হিতাহিত জ্ঞান শূন্য, মনুষ্যত্ববোধহীন, বিকৃত মস্তিষ্কের অধিকারী) হয়ে গড়ে ওঠে! এর ফলশ্রুতিতে পরবর্তী সময়ে এই কুলাঙ্গার সন্তানরাই দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা স্বরুপ হয়ে দাঁড়ায়! এই সন্তানেরা মানুষের কল্যাণে তো আসেই না; বরং তারা উল্টো আরো ক্ষতি বা বিনষ্টের কারণে পরিণত হয়!

শুধুমাত্র ইসলাম (الإسلام) ধর্মেই নয়; বরং প্রত্যেকটি ধর্মেই শিক্ষক/শিক্ষিকা-দের যথাযথ শ্রদ্ধা, সম্মানের জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে! তাই আসুন আমরা শিক্ষক/শিক্ষিকা-দের যথাযথ শ্রদ্ধা, সম্মান করার চেষ্টা করি। আপনার সন্তানদের আগে নীতি-নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় অভ্যস্ত করুন। নীতি-নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় অভ্যস্ত হলেই এই সন্তানদের দ্বারা ভবিষ্যতে উত্তম বা উৎকৃষ্ট কিছু আশা করা সম্ভব! তা ব্যতীত উত্তম বা উৎকৃষ্ট কিছু আশা করা সম্ভব নয়!
ধন্যবাদ।

Hamim Khan Mahib

যখনই অন্তরের অভ্যন্তরে খারাপ কাজ করার চেতনা অথবা খারাপ চিন্তা করার উদগ্র ইচ্ছা জাগ্রত হয় ঠিক তখনই তৎক্ষণাৎ তন্মনস্ক হয়...
07/01/2023

যখনই অন্তরের অভ্যন্তরে খারাপ কাজ করার চেতনা অথবা খারাপ চিন্তা করার উদগ্র ইচ্ছা জাগ্রত হয় ঠিক তখনই তৎক্ষণাৎ তন্মনস্ক হয়ে, পবিত্রতা অর্জন করে, জায়নামাজ বিছিয়ে দুই রাকাআ’ত সালাত (صَلاة) আদায় করে নিন। এতে ভালো করে অতি সুনিপুণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দেখবেন যে— আপনার অন্তরের অভ্যন্তরের মাঝে থাকা সুপ্ত সকল প্রকার অশ্লীলতা, নোংরা, কদর্য, এবং কুপ্ররোচনামূলক কথা, কাজ, উস্কানিমূলক চিন্তা-চেতনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে এবং অন্তর সিক্ত-পরিশুদ্ধ হবে ইং শা আল্লাহ (إِنْ شَاءَ ٱللَّٰ‎)

🔲 মহা পবিত্র আল-কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ

২৯:৪৫/29:45

ٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِنَ ٱلْكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِۗ وَلَذِكْرُ ٱللَّهِ أَكْبَرُۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻

তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত কর এবং সালাত কায়েম কর। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা কর।

𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 - 𝗦𝗮𝗵𝗶𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹

Recite, [O Muḥammad], what has been revealed to you of the Book and establish prayer. Indeed, prayer prohibits immorality and wrongdoing, and the remembrance of Allāh is greater. And Allāh knows that which you do.

📖 সূরা আল-আনকাবূত ২৯:৪৫/Surah Al-'Ankabut 29:45

আবূ আব্দুল্লাহ্ জাবের ইবন আব্দুল্লাহ্ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃএক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ আপনি কি ...
06/01/2023

আবূ আব্দুল্লাহ্ জাবের ইবন আব্দুল্লাহ্ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ আপনি কি মনে করেন যদি আমি ফরয নামায আদায় করি, রমযানে রোযা রাখি, হালালকে হালাল বলে ও হারামকে হারাম বলে ঘোষণা করি, আর এর বেশী কিছু না করি, তাহলে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বললেনঃ হাঁ। [মুসলিমঃ ১৫]


৪০ হাদিস, হাদিস নং ২২
হাদিসের মান: সহিহ হাদিস

05/01/2023

২৫:২৭-২৯/25:27-29

(27) وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًا
(28) يَٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
(29) لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِىۗ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِلْإِنسَٰنِ خَذُولًا

𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻

(২৭) আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়িয়ে বলবে, “হায়, আমি যদি রাসূলের সাথে কোন পথ অবলম্বন করতাম!”
(২৮) “হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।”
(২৯) “অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।”

𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 - 𝗦𝗮𝗵𝗶𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹

(27) And the Day the wrongdoer will bite on his hands [in regret] he will say, “Oh, I wish I had taken with the Messenger a way.”
(28) “Oh, woe to me! I wish I had not taken that one as a friend.”
(29) “He led me away from the remembrance after it had come to me. And ever is Satan, to man, a deserter.”

📖 সূরা আল-ফুরকান ২৫:২৭-২৯/Surah Al-Furqan 25:27-29

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতিরেকে উঁকি মারে আর তুমি পাথর ...
04/01/2023

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতিরেকে উঁকি মারে আর তুমি পাথর নিক্ষেপ করে তার চক্ষু ফুটা করে দাও, তাতে তোমার কোন গুনাহ্ হবে না।” (বুখারী পর্ব ৮৭ অধ্যায় ১৫ হাদীস নং ৬৮৮৮; মুসলিম ৩৮/৯, হাঃ ২১৫৮)


আল লু’লু ওয়াল মারজান, হাদিস নং ১৩৯৫
হাদিসের মান: সহিহ হাদিস

৪৫:২৪/45:24وَقَالُوا۟ مَا هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ إِلَّا ٱلدَّهْرُۚ وَمَا...
01/01/2023

৪৫:২৪/45:24

وَقَالُوا۟ مَا هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ إِلَّا ٱلدَّهْرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍۖ إِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ

𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻

আর তারা বলে, ‘দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই। আর কাল-ই কেবল আমাদেরকে ধ্বংস করে।’ বস্তুত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু ধারণাই করে।

𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 - 𝗦𝗮𝗵𝗶𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹

And they say, “There is not but our worldly life; we die and live, and nothing destroys us except time.” And they have of that no knowledge; they are only assuming.

📖 সূরা আল-জাসিয়া ৪৫:২৪/Surah Al-Jasiyah 45:24

01/01/2023

❝ছোট ছোট গোনাহ্কে কখনো হালকা মনে করো না। কেননা, সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকান্ডের সূত্রপাত হয়।❞

– ইবনুল কাইয়্যিম (রহ.)

আগে জানুন, বুঝুন তারপর কোনো বিষয়ে মন্তব্য করুন। না জেনে, না বুঝে কোনো বিষয়ে মন্তব্য করা কি উচিত?
31/12/2022

আগে জানুন, বুঝুন তারপর কোনো বিষয়ে মন্তব্য করুন। না জেনে, না বুঝে কোনো বিষয়ে মন্তব্য করা কি উচিত?

খ্রিস্টপূর্ব ৪৬ সালে রোমান মুশরিকরা (প্যাগান) Janus নামে এক ঈশ্বরের ইবাদত করত যাকে তারা God of beginnings বা শুরুর স্রষ্টা রুপে জানত। মূলত তারা অনেক জন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল, তার মধ্যে Janus ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল Janus অতীত ভবিষ্যৎ এর সব কিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রনে ক্ষমতা রাখে। এই Janus এর নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেয়া হয় January। এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে তাদের ঈশ্বর Janus কে খুশি করে, যেন Janus তাদের বছরটি মঙ্গলের মধ্যে রাখে।

উক্ত বিশ্বাস মুসলিমদের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আসলে সকল দিনই আল্লাহর। শুধুমাত্র আল্লাহর অতীত-ভবিষ্যতের সব কিছু জানেন এবং তিনিই অতীত-ভবিষ্যতের নিয়ন্ত্রক। যে দিবসের উৎপত্তি হয়েছে শিরক দিয়ে, তা পালন করা একজন মুসলিমের জন্য কতটুকু শোভনীয়?

ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে, থার্টি ফার্স্ট নাইট এর উদ্ভব ঘটেছে বিধর্মীদের ধর্মীয় বিশ্বাস থেকে। যারা বিধর্মীদের অনুসরণ করে থার্টি ফার্স্ট নাইট পালন করেন, রাসুল ﷺ তাদের উদ্দেশ্যে বলেছেন, "যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ, অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে"। [ইমাম আহমদ, আল-মুসনাদ: ২/৫০]

31/12/2022

21:1/২১:১

ٱقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِى غَفْلَةٍ مُّعْرِضُونَ

𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 - 𝗦𝗮𝗵𝗶𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹

[The time of] their account has approached for the people, while they are in heedlessness turning away.

𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 - 𝗕𝗮𝘆𝗮𝗮𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻

মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।

📖 Surah Al-Anbiya 21:1/সূরা আল-আম্বিয়া ২১:১

30/12/2022

❝আপনার সমালোচনা কারীদেরকে মন থেকে ক্ষমা করে দিন। যেন সে হাশরের বিচারের মাঠে এই কারণে আটকে না যায়।❞

– সৈয়্যদ মোহাম্মদ মোকাররম বারী

30/12/2022

❝ঘন ঘন ফোন দেওয়া এবং নিকটাত্মীয়দের খোঁজ-খবর নিলে নিজের দাম কমে যায়।❞ এখন মানুষ (ঘন ঘন ফোন দেওয়া এবং নিকটাত্মীয়দের খোঁজ-খবর নিলে নিজের দাম কমে যায়) এগুলোকে বেশি বেশি বাড়াবাড়ি বা অতিরিক্ত বলে মনে করে থাকেন! অথচ এটিই নবী (ﷺ)-এর সুন্নাহ! আজ ফরজ আমল এবং সুন্নাহগুলো বড়ই অবহেলিত! অনেক মানুষ উপলব্ধিই করেন না যে— ❝মানুষের, নিকটাত্মীয়দের খোঁজ-খবর নেওয়াও সুন্নাহ!❞

সবাই আল-কুরআন এবং হাদিস জানেন ঠিকই। তবে, আল-কুরআন এবং হাদিস সবাই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন না বা এর চর্চা সবাই করেন না। যারা নিয়মিত মানুষের খোঁজ খবর নিয়ে থাকেন, মানুষকে ভালোবেসে থাকেন তারাই সবচেয়ে বেশি কষ্ট পান! এর মূল এবং প্রধান কারণ হলো— ❝অতি অল্পেই তাঁরা আনন্দ, সুখ অনুভব করেন এবং অতি অল্পেই তাঁরা ব্যথিত হন।❞

আসুন আমরা সবাই আল-কুরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করি।
ধন্যবাদ।

Hamim Khan Mahib

Address

Rajshahi
6202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamim Khan Mahib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi

Show All