12/06/2024
একবার ভীষণ রাগ নিয়ে একজনকে বলেছিলাম,
Never message me again, Never means never!
মানুষটা কষ্ট পেয়ে আর আমাকে নক দেয়নি এরপর। অথচ সে প্রতিদিন অপেক্ষা করতো, হয়তো আমি নিজে থেকে তাকে পারমিশন দিবো। আমি কোনো স্টোরি দিলে সে সবাইর আগে সিন করতো। আমি কোনো পোস্ট দিলে সবাইর আগে সে রিয়েক্ট দিতো, আবার সাথে সাথে রিয়েক্ট সরিয়ে নিতো। এটা সে করতো, কারণ সে আমাকে ভুলতে পারেনি। ভুলতে পারেনি কিছু বাক্য, বলে ফেলা কিছু শব্দ যা শুধু আমাকেই বলা হতো। যা শুনে আমি বিরক্ত হতাম কিংবা আন্দোলিত হতো আমার মন। প্রতিবার সেসব শব্দে শুধু আমাকেই মনে করতো সে।
তার এহেন কর্মকাণ্ড দেখে মনে মনে হাসতাম আমি।
অপেক্ষা করতে করতে একটা সময় সে বুঝে ফেললো যে আমি আর তাকে পারমিশন দিবো না। সে এরপর অপেক্ষা করা ছেড়ে দিলো। আমার স্টোরি সিন করাও ছেড়ে দিলো। পোস্টে রিয়েক্ট দিয়ে তা উঠিয়ে নেওটাও বন্ধ করে দিলো।
probably she realized that she was waiting for a wrong man.
আচমকা তাকে ভুল প্রমাণ করে দিয়ে একদিন আমি তাকে কল করলাম। ফুঁপিয়ে ফুঁপিয়ে অনেকক্ষণ ধরে সে তার অভিমান ঝাড়লো আমার উপর।
সেদিন প্রথম আমি অনুভব করলাম,
"পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো, কারো সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা"😭❤️🩹
- সংগৃহীত