Bristy Khatun

Bristy Khatun Impossible is nothing but a Challenge.

Our neighborhood!! ❤️
24/01/2024

Our neighborhood!! ❤️

Reached safely, Alhamdulillah! Impossible is nothing but a challenge.. Told you! ☺️
23/01/2024

Reached safely, Alhamdulillah!
Impossible is nothing but a challenge..
Told you! ☺️

31/12/2023

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!!
Wish all of you a wonderful New Year!!

Luckily, two Bristys live in the same town! 😇খুব শীঘ্রই আসছি আপুর জার্মানিতে মাস্টার্স এবং ৭ দিনে ভিসা পাওয়ার গল্প নিয়ে!...
27/12/2023

Luckily, two Bristys live in the same town! 😇
খুব শীঘ্রই আসছি আপুর জার্মানিতে মাস্টার্স এবং ৭ দিনে ভিসা পাওয়ার গল্প নিয়ে! 🇩🇪🇧🇩
Jomana Jaman Bristy apu!

21/12/2023

জার্মান এম্বাসিতে আমার Interview এর অভিজ্ঞতার পাশাপাশি Visa Officer আপনাকে আরও কি কি প্রশ্ন করতে পারে সেগুলো নিয়েও আলোচনা করেছি। যারা সামনে Visa Interview দিবেন আশা করছি তাদের জন্য ভিডিও টা Helpful হবে। 😊🇩🇪🇧🇩

ধৈর্য্য শক্তি বাড়াতে চান??? জার্মানিতে পড়াশোনার স্বপ্ন দেখেন। এটাই যথেষ্ট। Frustration এর চূড়ান্ত পর্যায়ে গিয়েও চুপচাপ ব...
20/12/2023

ধৈর্য্য শক্তি বাড়াতে চান???
জার্মানিতে পড়াশোনার স্বপ্ন দেখেন। এটাই যথেষ্ট। Frustration এর চূড়ান্ত পর্যায়ে গিয়েও চুপচাপ বসে থাকতে হবে। 😐😐 😮‍💨😮

22/11/2023

জার্মানির স্টুডেন্ট ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণ এবং কনফিউজিং Part গুলো নিয়ে আলোচনা। 🙂

19/11/2023

ভেড়ার পাল❗❗
প্রত্যেকটা মানুষই তার লাইফটাইমে কাউকে না কাউকে ফলো করে, আইডল/গুরু মনে করে। তাই বলে আপনি যদি অন্ধভক্তের মতো আচরণ করেন এবং সে যা বলবে তা-ই যদি ১০০% সঠিক মনে করেন তাহলে That's a problem.
কোনো মানুষই পারফেক্ট না। আপনি যাকে ফলো করেন বা যার কথাবার্তা আপনার ভালো লাগে তারা দেখবেন তাদের জীবনে যা ফেইস করেছে/encounter করেছে তার ওপর basis করে তাদের experience শেয়ার করে অথবা পরামর্শ দেয়।
কিন্তু আপনি যদি আপনার জায়গায় বসে তার experiences/suggestions কে আপনার সাথে appropriate মনে করেন এবং always আপনার লাইফে apply করেন তাহলে ঝামেলায় পরবেন নিশ্চিত।
You have to think logically about your own incidents and environment before reacting or making any decisions..
মূল কথা হলো, আপনার নিজস্ব একটা Ideology তৈরি করতে হবে যেটা একেবারেই আপনার একার perspective হবে। অন্যথায়, আপনি ভেড়ার পালের মধ্যে general একটা ভেড়া ছাড়া কিছুই হতে পারবেন না। 🙂🙂

সুযোগ পেলে আমরাও যে বিশ্ব কাঁপাতে পারি তার আরও একটি উদাহরণ! 'Team Apocalypse' কে অনেক অনেক অভিনন্দন!! 🎊🎉এই প্রথম Interna...
18/11/2023

সুযোগ পেলে আমরাও যে বিশ্ব কাঁপাতে পারি তার আরও একটি উদাহরণ!
'Team Apocalypse' কে অনেক অনেক অভিনন্দন!! 🎊🎉
এই প্রথম International Blockchain Olympiad (IBCOL) এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত Intelligent participant দের মধ্যে বাংলাদেশের United International University র 'Team Apocalypse' স্বর্ণ পদক জিতেছে!
জাতি হিসেবে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়।
বাংলাদেশের বিভিন্ন University থেকে মোট ৯ টা টিম ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছিল। যাদের মধ্যে ৪ টা টিম Merit এওয়ার্ড পেয়েছে।

Netherlands Embassy, Bangladesh এর পোস্ট টি নিচে add করে দিলাম। ডিটেইলস পড়ে নিতে পারেন।

'Team Apocalypse' from won the gold medal in the International Olympiad for the first time, consisting of Sadia Ahmmed Jishanul Islam, Sahid Hossain Mustakim and Aadiba Tasneem Anam from United International University who attended the finals at .

A total 9 teams from Bangladesh participated in the final round and 4 teams from Bangladesh received Award of Merit that included Team Unchained, GreyDevs, Beecrypt, Cuet Anonymous and Team Blockbit.

The International Blockchain Olympiad (IBCOL), founded in 2017, is an annual competition for students to solve real-world problems using Web3 and blockchain technology.

Team Apocalypse presented their project, IPBlockchainPro, a comprehensive ecosystem for protecting, commercializing and managing that contributes to SDG 8, 9 16 and 17 respectively.

Nominated teams from around the world had the opportunity to showcase their ideas and projects in the final round.

Ministry of Foreign Affairs (Netherlands) UNESCO_NL Ministerie van Onderwijs, Cultuur en Wetenschap University of Amsterdam / Universiteit van Amsterdam BRAC University North South University Independent University, Bangladesh BUET

13/11/2023

আমাদের মতো ৭০% নারীই প্রথমে কখনও Voice Raise করেনা। প্রাণপণে চেষ্টা করে সবদিক থেকে ভালো হয়ে থাকার। কিন্তু তারপরেও খারাপ কোনো কিছু হলে যখন সব দোষ তাকেই দেওয়া হয় তখন তারা বাধ্য হয় কথা বলতে। বাধ্য হয় Voice Raise করতে।
দিনশেষে যখন সবকিছুর জন্য আপনিই দায়ী, কারণ আপনি নারী, তখন বিড়াল হয়ে বেঁচে না থেকে বাঘের মতো জীবনযাপন করা ভালো না?

10/11/2023

Coracle/Fintiba/Expatrio! ব্লক একাউন্ট এর জন্য কোন Service Provider ভালো হবে! 🇩🇪🇧🇩

I've just reached 2.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ...
10/11/2023

I've just reached 2.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

31/10/2023

জার্মানির ব্লক একাউন্ট! যা যা জানা দরকার!
যারা জার্মানিতে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য Blocked Account এর ব্যাপারে পরিষ্কার একটা ধারণা থাকা আইনে ফরজ। আমি চেষ্টা করেছি এ ব্যাপারে A to Z ব্যাখ্যা করার। এরপরেও যদি কোনো কিছু মিসিং থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।

31/10/2023

Attention Please!!

কেউ কি বলতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও আপলোড করলে লাল হয়ে যায় কেন? সব ভিডিওর ক্ষেত্রে এমন হয় না। এরকম কি কেউ experience করেছেন?

এটার সমাধান কি?

25/10/2023

কিভাবে আপনার CGPA কে জার্মান Grade এ হিসাব করবেন!
নতুন অবস্থায় এ ব্যাপার টা নিয়ে অধিকাংশ শিক্ষার্থীদের কনফিউশান থাকে। আশা করছি কনফিউশান দূর হয়ে যাবে। 😊

17/10/2023

দেশের বাইরে যে কোনো Region এ পড়াশোনার জন্য অনেকগুলো ধাপের মধ্যে নিজের পছন্দের ইউনিভার্সিটি shortlist করাটা অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখিয়েছি Germany তে উচ্চশিক্ষার জন্য কিভাবে আপনার Criteria অনুযায়ী পছন্দ মতো Program এবং University খুঁজে বের করবেন। এছাড়াও German grade calculation করা, কয়টা University তে application করা উচিত - এরকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিও টি নতুনদের উপকারে আসবে।

14/10/2023

রাজশাহীবাসী!!! সবাই কই?? 🥰🥰

10/10/2023

অস্তমিত সূর্যের শেষ আভা!

07/10/2023

জার্মানির নতুন আইনে International Student দের Working Hour বাড়তে যাচ্ছে!

Hostel life! Maybe 2020 or 2022.. 🤔ধুরু! কিচ্ছু মনে থাকে না।
05/10/2023

Hostel life! Maybe 2020 or 2022.. 🤔
ধুরু! কিচ্ছু মনে থাকে না।

03/10/2023

যারা ব্যাচেলর শেষ করে তে করার প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই কাগজগুলো গুছিয়ে ফেলেন। সবগুলো ডকুমেন্টস Scan করে কম্পিউটারে একটা ফোল্ডার করে রাখেন যাতে ভার্সিটিতে Application করার সময় তাড়াহুড়ো না করতে হয়।

যে কোনো সম্পর্ক ধরে রাখার জন্য এবং ভালো রাখার জন্য উভয় পক্ষের Contribution দরকার হয়। হোক সেটা রক্তের সম্পর্ক অথবা বন্ধুত...
03/10/2023

যে কোনো সম্পর্ক ধরে রাখার জন্য এবং ভালো রাখার জন্য উভয় পক্ষের Contribution দরকার হয়। হোক সেটা রক্তের সম্পর্ক অথবা বন্ধুত্বের সম্পর্ক অথবা আত্মীয়ের সম্পর্ক। অনেককে বলতে শুনেছি, "রক্ত তো রক্তই"। এর মানে কি এমন যে আপনি যা খুশি তাই করতে পারেন? যা খুশি তাই বলতে পারেন? হ্যা, কিছু সম্পর্ক কখনও ছিন্ন হয় না কিন্তু এটা মনে করে যদি আপনি হেনস্তার সর্বোচ্চ লেভেল পার করেন তাহলে আপনার কি মনে হয় সম্পর্ক টা ভালে থাকে?? কখনই না।
একজনের Contribution এবং compromise দিয়ে কখনোই একটা সম্পর্ককে ভালো রাখা সম্ভব নয়। কারণ যে মানুষটি একা Compromise করছে সে একসময় নিজেকে control করার শক্তি হারিয়ে ফেলে, বিরক্ত হয়ে যায়, ধৈর্য্যহারা হয়ে যায়। আর তখনই ভাঙন শুরু হয়। এর ওপর আবার ঐ compromise করা মানুষটিকেই যদি দোষারোপ করা হয় তাহলে ঐ সম্পর্ককে সে কখনও respect করতে পারে না এবং further কম্প্রোমাইজ করার ইচ্ছা থাকে না।
আসলে, আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করা এবং কোনো কিছু granted মনে না করা। মুখ থেকে কিছু বের করার আগে হাজার বার চিন্তা করা উচিত আমি কি বলছি এবং কাকে বলছি।

01/10/2023

আমরা অনেকেই তে পড়াশোনা করতে চাই। কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করবো সেটা বুঝে উঠতে পারি না। আমার এই ভিডিও টি তাদের জন্যই যারা এখনও প্রাথমিক অবস্থায় রয়েছেন। আমার journey থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার আলোকে আলোচনা করেছি waiting period মাথায় রেখে কোন সময় কোন কাজটি করবেন। আশা করছি ভিডিও টি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন।

❤️
29/09/2023

❤️

28/09/2023

Qatar এর National Library, একটা ফুল প্যাকেজ!

নির্জনে বই পড়ার পাশাপাশি, Photo exhibition, ইভেন্ট, history, সবকিছুই একসাথে experience করার মতো একটা জায়গা।
আজকে Baya Mahieddine এর চিত্র প্রদর্শনী দেখে সত্যিই অনেক motivated হয়েছি। সেই সময়ে একজন আলজেরিয়ান গৃহকর্মী থেকে হয়ে উঠেছেন বিশ্বের মধ্যে অন্যতম একটি মুখ!
পাশাপাশি কাতারের ফুটবল টিমের পুরো ইতিহাস সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেলাম।সাথেই, টিমের প্রথম ব্যবহার করা বুট, ফুটবল ইত্যাদি কতো সুন্দর করে একটা লাইব্রেরিতে preserve করে রেখেছে!! অসাধারণ!


25/09/2023

একটু সময় নিয়ে সুন্দর করে সিভি তৈরি করলে এর অনেক ভালো ভালো , ফাউন্ডেশন অথবা অন্যান্য বিজনেস প্লাটফর্ম গুলোতে করার সুযোগ পাওয়া সম্ভব। এখানে ৯০% অফিসগুলোতে মাল্টিন্যাশনালিটির মানুষ কাজ করে। এতে শুধু যে মাল্টি রিজিওনাল মানুষের সাথে কাজের অভিজ্ঞতা হবে তা-ই নয়, অনেকগুলো skill ও ডেভেলপ করা সম্ভব যেগুলো পরবর্তী তে আপনাকে আরও উপরে উঠতে সাহায্য করবে।

আশা করছি ভিডিও টি কাতারে আসা ফ্রেশারদের জন্য উপকারে আসবে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের YouTube চ্যানেলটি Subscribe করে রাখতে পারেন।

না না! লিফটে উঠে কি করবেন এমন কোনো ভিডিওর প্রস্তুতি না। 😅😅
23/09/2023

না না! লিফটে উঠে কি করবেন এমন কোনো ভিডিওর প্রস্তুতি না। 😅😅

মুসলমান হিসেবে ইসলামিক নাম (আরবি নাম) রাখার গুরুত্ব কি?? ইসলামিক নাম রাখলে নাকি নামের কারণে আল্লাহ তাআলা আমাদের কে বিনা ...
12/07/2021

মুসলমান হিসেবে ইসলামিক নাম (আরবি নাম) রাখার গুরুত্ব কি?? ইসলামিক নাম রাখলে নাকি নামের কারণে আল্লাহ তাআলা আমাদের কে বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন!!!!

How strange!!!

আমার মতে, মানুষের পরিচয় তার কাজে। নামে নয়। আল্লাহর কাছেও তাঁর বান্দার কাজই প্রাধান্য পায় এবং বিচার দিনেও তা-ই পাবে।

একটু বিবেক খাঁটিয়ে চিন্তা করলে আমরা সঠিক টা বুঝতে পারবো।

ধরেন, একজন মানুষের নাম রহমান কিন্তু সে দুনিয়াতে সবসময় অন্যদের সাথে ধোঁকাবাজি করেছে, অন্যায় করেছে, দরিদ্র দের মুখে এক লোকমা খাবার পর্যন্ত তুলে দেয়নি। এই লোকটা কে কি আল্লাহ তাআলা কখনও শুধুমাত্র তার নামের জন্য ছেড়ে দিবেন???
Does it make any sense????

এ কথা যদি মেনে নেই তাহলে তো আল্লাহর আদর্শ কে অমান্য করা হবে! আর কিছু মানুষ বলেন, আমাদের নবী মুহাম্মদ (সাঃ) এ কথা হাদিসে বলেছেন।
আপনারা এ ব্যাপারে গ্যারান্টি দেন কিভাবে?? যে লোক আমাদের নবীর মৃত্যুর ১০০/২০০ বছর পর মানুষের মুখে মুখে শুনে বিভিন্ন কিচ্ছা কাহিনী সংকলন করেছে সে-ই তো গ্যারান্টি দিতে পারে না!!!
তাই আমার পরামর্শ হবে কোরআন কি বলছে সেটা দেখেন কারণ রাসূল (সাঃ) যা যা বলেছেন এবং করেছেন সেগুলো কোরআনেই আছে। কোরআন জুড়ে বিভিন্ন নবী রাসূলগনের জীবনী আছে। সেগুলো পড়েন।

সময় থাকতে বোঝার চেষ্টা করেন।
আর আমি মনে করি নাম রাখার ক্ষেত্রে সেটা যে ভাষায়ই হোউক না কেন অর্থ সুন্দর হলেই তো সেই নাম রাখার পক্ষে কোনো বাধা নেই।
এবং এই পোস্টে নাম রাখার পক্ষে কেউ যুক্তি দিতে চাইলে অবশ্যই কোরআন থেকে দিবেন। আমি Appreciate করবো ইনশাআল্লাহ।

Address

Rajshahi
6000

Telephone

+8801734886881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bristy Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All