Daily tafsir TV

Daily tafsir TV নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন

24/12/2024
24/12/2024

আল্লাহতায়ালা কাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মাওঃ নুরুজ্জামান সিরাজী
Md Nuruzzaman


22/12/2024

বুখারি ৭০৪৭: সামুরাহ ইবনু জুনদাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আমাদেরকে বললেনঃ গত রাতে আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দু’জন আগন্তুক আসল। আর আমাকে বলল, চলুন। আমি তাদের সঙ্গে চললাম। তারা আমাকে একটি চুলার কাছে নিয়ে গেলো, যেই চুলার উপরের দিকে সরু এবং নিচের দিকে প্রশস্ত ছিল। যেখান থেকে নর নারীর প্রবল চিৎকার ভেসে আসছিল। কিছুক্ষণ পর দেখলাম সেই চুলার উত্তপ্ত শিখার সাথে তারাও উপরে উঠছে আর নিচে নামছে। আমি আগন্তুক কে বললাম, এদের এমন বিভৎস শাস্তি দেওয়া হচ্ছে কেন? আগন্তুক বললো, এরা অবৈধ সম্পর্ককারী(ব্যাভিচারী- ব্যাভিচারীনী) নারী পুরুষ" [বুখারি , হাদিস নং ৭০৪৭ এর অংশ]

ব্রেকআপ করে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করেন। যেহেতু বিশুদ্ধ তওবার প্রথম শর্ত গুনাহ থেকে তৎক্ষণাৎ ফিরে আসা

মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে❓ "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"         মৃত ব্যক্তি বুঝতে পারে ন...
22/12/2024

মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে❓
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"
মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। মৃত্যু পরবর্তী ----আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;
"আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"
তারপর তিনি বলতে থাকেন: " আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেনো সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে:
"রাজ্জাক..!!!"
"আব্দুল্লাহ..!!!"
"খাদিজা....!!!!"
"আয়েশা....!!!!"
কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন-------
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!
সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।
যদি সে একজন নেক মানুষ হয়,তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে।
যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে।
হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন। আমিন।

15/12/2024

আযান শুনে মাসজিদে যাও ওহে মুসলমান মাওঃ শাহাদাৎ হোসেন ফারুকী ajan sune mosjide jaw ohe musolman
#মাওঃ_শাহাদাৎ_হোসেন_ফারুকী



08/12/2024

তুমি কতো সুন্দর কি করে বুঝাই মাওঃ শাহাদাৎ হোসেন ফারুকী tumi koto sundor ki kore bujai. Bang gojol 2024 #মাওঃ_শাহাদাৎ_হোসেন_ফারুকী

29/11/2024

আজ নয় কাল আসবেরে সেই দিন #মাওঃ_শাহাদাৎ_হোসেন_ফারুকী

27/11/2024

মিষ্টি সুরে ওয়াজ #মাওঃ_শাহাদাৎ_হোসেন_ফারুকী

23/11/2024

জান্নাত পেতে লাগবে আল্লাহর রহমত। মাওঃ শাহাদাৎ হোসেন ফারুকী Bangla waz 2024

আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর পর ফাজিল নগর সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।...
20/11/2024

আলহামদুলিল্লাহ
বেশ কয়েক বছর পর
ফাজিল নগর সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে💔

11/11/2024

সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। মাওঃ দেলোয়ার হোসেন সাঈদী #দেলোয়ারহোসেনসাঈদী #সেরাওয়াজ #বাংলা_ওয়া...

05/11/2024

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

04/11/2024

রাসূলুল্লাহ (স) বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না।আর যে পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে সে পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না।

24/06/2024

দেশি লাল বম্বাই কবুতর কারো বিক্রি করার থাকলে জানাবেন।
ধন্যবাদ

Address

Rajshahi

Telephone

+8801723948720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily tafsir TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category