10/11/2024
ট্রাম্প কেন জিতলেন
ট্রাম্প জনগণ কে বুঝিয়েছেন তিনি যুদ্ধ চান না।
তিনি মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের বের করবেন।
উল্লেখ্য মেক্সিকান নারীদের জীবনের একমাত্র লক্ষ্য ই থাকে আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেওয়া। কারন আমেরিকার মাটিতে সন্তান ভূমিষ্ঠ হলে সে অটোমেটিক আমেরিকার নাগরিক হয়ে যায়।
ট্রাম্প কে জেতাতে এককভাবে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ইলন মাস্ক
ট্রাম্প স্পষ্টভাষী। তিনি যা বলেন তাই করেন।
তিনি আমেরিকান জনগণ কে বুঝিয়েছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ডলার খরচ করে আমেরিকার জনগণের লাভ নেই। বরং এই টাকা তিনি জনগণের জন্য খরচ করেন ।
তিনি আমেরিকান জনগণ কে বুঝিয়েছেন চীনে বিলিয়ন ডলার বিনিয়োগ করে কি লাভ। যদি আমেরিকার জনগণ বেকার থাকে। বরং আমেরিকান কোম্পানিগুলো কে দেশে ফিরিয়ে আনবেন।
এই নির্বাচনে বহু কালো মানুষ, হিম্পানিক, আরব মুসলিম, ভারতীয় ভোটার ট্রাম্প কে ভোট দিয়েছেন। ঐত্যিহৃগত ভাবে ডেমোক্রেটদের ভোট দিত । কারন বাজারে জিনিসপত্রের দাম বাড়তি থাকায় এই সম্প্রদায়ের লোকেরা বেশি ক্ষতিগ্রস্ত হন ।
মুসলমানরা কি অবস্থা হবে
ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি আমেরিকা কে আফগানিস্তান যুদ্ধ থেকে বের করেছেন।
শয়তান ইরান কে শায়েস্তা করেছেন। গত ৪০ বছরে সবচেয়ে বেশি আরব মুসলিম দের হত্যা করেছে এই দুর্বৃত্ত রাষ্ট্র টি ।
ট্রাম্প ওয়ার অন টেরর থেকে আমেরিকা কে বের করবেন। এ আফ্রিকার মুসলমান দেশগুলো হাফ ছেড়ে বাঁচবে।
ফিলিস্তিন নীতিতে সব আমেরিকান সরকারের নীতি একই । ট্রাম্প উলঙ্গ ভাবে সমর্থন করেন, ডেমোক্রেটরা নেকাব পড়ে সমর্থন দেয়।