ROZA,S BLOG

ROZA,S BLOG Roza Kibria

22/11/2024
ট্রাম্প কেন জিতলেন      ট্রাম্প জনগণ কে বুঝিয়েছেন তিনি যুদ্ধ চান না।তিনি মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের বের করবেন।উল...
10/11/2024

ট্রাম্প কেন জিতলেন

ট্রাম্প জনগণ কে বুঝিয়েছেন তিনি যুদ্ধ চান না।
তিনি মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের বের করবেন।
উল্লেখ্য মেক্সিকান নারীদের জীবনের একমাত্র লক্ষ্য ই থাকে আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেওয়া। কারন আমেরিকার মাটিতে সন্তান ভূমিষ্ঠ হলে সে অটোমেটিক আমেরিকার নাগরিক হয়ে যায়।

ট্রাম্প কে জেতাতে এককভাবে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ইলন মাস্ক

ট্রাম্প স্পষ্টভাষী। তিনি যা বলেন তাই করেন।
তিনি আমেরিকান জনগণ কে বুঝিয়েছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ডলার খরচ করে আমেরিকার জনগণের লাভ নেই। বরং এই টাকা তিনি জনগণের জন্য খরচ করেন ।
তিনি আমেরিকান জনগণ কে বুঝিয়েছেন চীনে বিলিয়ন ডলার বিনিয়োগ করে কি লাভ। যদি আমেরিকার জনগণ বেকার থাকে। বরং আমেরিকান কোম্পানিগুলো কে দেশে ফিরিয়ে আনবেন।
এই নির্বাচনে বহু কালো মানুষ, হিম্পানিক, আরব মুসলিম, ভারতীয় ভোটার ট্রাম্প কে ভোট দিয়েছেন। ঐত্যিহৃগত ভাবে ডেমোক্রেটদের ভোট দিত । কারন বাজারে জিনিসপত্রের দাম বাড়তি থাকায় এই সম্প্রদায়ের লোকেরা বেশি ক্ষতিগ্রস্ত হন ।
মুসলমানরা কি অবস্থা হবে
ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি আমেরিকা কে আফগানিস্তান যুদ্ধ থেকে বের করেছেন।
শয়তান ইরান কে শায়েস্তা করেছেন। গত ৪০ বছরে সবচেয়ে বেশি আরব মুসলিম দের হত্যা করেছে এই দুর্বৃত্ত রাষ্ট্র টি ।
ট্রাম্প ওয়ার অন টেরর থেকে আমেরিকা কে বের করবেন। এ আফ্রিকার মুসলমান দেশগুলো হাফ ছেড়ে বাঁচবে।
ফিলিস্তিন নীতিতে সব আমেরিকান সরকারের নীতি একই । ট্রাম্প উলঙ্গ ভাবে সমর্থন করেন, ডেমোক্রেটরা নেকাব পড়ে সমর্থন দেয়।

শেরেবাংলা তখন শিক্ষামন্ত্রী। তিনি লক্ষ্য করলেন মুসলমান শিক্ষার্থীরা পরীক্ষা দেয় কিন্তু পাশ করে না । তিনি তদন্ত কমিটি গঠন...
10/10/2024

শেরেবাংলা তখন শিক্ষামন্ত্রী। তিনি লক্ষ্য করলেন মুসলমান শিক্ষার্থীরা পরীক্ষা দেয় কিন্তু পাশ করে না । তিনি তদন্ত কমিটি গঠন করলেন,কেন শিক্ষার্থীরা পাশ করছে না । তদন্তে বেরিয়ে আসলো হিন্দু শিক্ষকরা মুসলমান নাম দেখলেই ঘেচাং করে দিতেন । আর ফেল করেই তারা হারিয়ে যেতো । সে কারণেই উচ্চ শিক্ষায় মুসলিম শিক্ষার্থী খুঁজে পাওয়া যেতো না । এভাবেই ইচ্ছা থাকা সত্বেও শিক্ষা ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে পড়ে । শেরেবাংলা শিক্ষার্থীদের নাম বাদ দিয়ে নতুন পদ্ধতিতে রুল নাম্বার দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন । এতে প্রত্যাশিত সাফল্য পাওয়া যায় । যা এখনও বহাল আছে ।

নতুন পদ্ধতি প্রয়োগের প্রথম বছরেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হন হুমায়ুন কবির, যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন ।

শেরেবাংলা বাংলার কৃষকদের জমিদার ও সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেছিলেন । যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের চালু করা মাইক্রো ক্রেডিট সিস্টেম বা সুদের ব্যবসা মাঠেমারা যায় ।

©️শেখ নজরুল

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROZA,S BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share