Notify Me

Notify Me "আমরা তরুণ, আমরাই পারি, আমরাই পারবো"
মোটিভেশন, দক্ষতা, মেধা , কর্মশক্তি নিয়ে এগিয়ে আসুন!!

https://youtu.be/fJWhb8iKRiY
09/02/2024

https://youtu.be/fJWhb8iKRiY

14 February, Valentine's Day | বিশ্ব ভালোবাসা দিবস| অশ্লীলতা ও অসামাজিকতা | ইসলাম কি বলে? | Romanceবিশ্ব ভালব...

25/07/2023
25/07/2023
18/07/2023

Teaching Salah in the correct manner.

হিজরতের পূর্বে মি’রাজ রজনীতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে। এর পূর্বে দু’ ওয়াক্ত সালাত ফরয ছিল। সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ- ফজরের (ফজরের) সালাত (সালাত/নামায/নামাজ)। আর সূর্যাস্তের পূর্বে অর্থাৎ- ’আসরের সালাত (সালাত/নামায/নামাজ)। আল্লাহ তা’আলা বলেনঃ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ ’’সকাল ও সন্ধ্যায় তোমার প্রভুর প্রশংসাসহ তার পবিত্রতা বর্ণনা করো’’- (সূরাহ্ আল গাফির/মু’মিন ৪০: ৫৫)।

’সালাত’ শব্দটি কোন ধাতু (মূল শব্দ) হতে উদগত এ নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তা সালাত তথা রহমত শব্দ থেকে উদগত। কারো মতে তা সালাত তথা দু’আ থেকে উদগত। আবার কারো মতে তা الصلوين থেকে উদগত যার অর্থ ঐ দু’টি রগ সালাত আদায়ের সময় যা বক্র হয়। আবার কারো মতে الصلى (অগ্নিতে প্রবেশ) শব্দ হতে উদগত। ইবনুল ক্বইয়্যিম (রহঃ) বাদায়িউল ফাওয়ায়িদ গ্রন্থে এ সম্পর্কে সুহায়লী (রহঃ) থেকে সুন্দর কথা বর্ণনা করেছেন। কেউ ইচ্ছা করলে তা দেখে নিতে পারেন।

৫৬৪-[১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমু’আহ্ হতে অপর জুমু’আহ্ পর্যন্ত এবং এক রমাযান হতে আরেক রমাযান পর্যন্ত সব গুনাহে্র কাফফারাহ্ হয়, যদি কাবীরাহ্ (কবিরা) গুনাহসমূহ থেকে বেঁচে থাকা হয়। (মুসলিম)[1]

08/07/2023

Surah Waqiya ( 51-74 ) | সূরা ওয়াকিয়া (৫১-৭৪ নং আয়াত )

06/06/2023

ইসলামে নাচ গান হারাম কেন __ জাকির নায়েক __ Zakir Naik

'লোকেদের মধ্যে একটা শ্রেণী আছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশে অলীক কল্প-কাহিনী খরীদ করে এবং আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি’ (লোকমান ৩১/৬)।

̇slam #ইসলাম #না_পড়লে_বুঝবেন_না

23/05/2023

গুজবে ব্যবহৃত অডিওটি ১৯৭২ সালের সিনেমা Baron Blood থেকে নেয়া। আরো তদন্তে জানা গেছে অডিওক্লিপটি একটি ক্লিপকে বারবার (ল্যুপ) চালানো হয়েছে।

পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পোড়ো না।

’ (সুরা : নাহল, আয়াত : ১)
এখানে আল্লাহর আদেশ মানে কিয়ামত অথবা কাফির ও মুশরিকদের শাস্তি কিংবা ইসলামী আইন।

অতীত মানে যা চলে গেছে, আর ভবিষ্যৎ অনিশ্চিত। সুতরাং বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। ভবিষ্যতের দুশ্চিন্তায় নিজেকে হতাশ করার কোনো যৌক্তিকতা নেই। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পোড়ো না।

’ (সুরা : নাহল, আয়াত : ১)
এখানে আল্লাহর আদেশ মানে কিয়ামত অথবা কাফির ও মুশরিকদের শাস্তি কিংবা ইসলামী আইন।

যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি ফল পাকার আগেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন? আজ আগামী দিনের কোনো বাস্তবতা নেই, তাই তা অস্তিত্বহীন। অতএব, আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন? ভবিষ্যৎ বিপর্যয় সম্পর্কে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে? ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতেই হবে? বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পারবেন কি না?

যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে তা এই যে, আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু, যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না।

কে জানে, হয়তো আমরা কখনো সেই সেতুর কাছে না-ও পৌঁছতে পারি, অথবা আমরা সেটার কাছে পৌঁছার আগেই ওটা ধসে যেতে পারে, অথবা আমরা হয়তো সেই সেতুতে পৌঁছে তা নিরাপদে পার হব?
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘‘কখনো তুমি ‘ইনশাআল্লাহ’ না বলে এ কথা বোলো না যে আমি আগামীকাল এই কাজ করব...।’’ (সুরা : কাহফ, আয়াত : ২৪)

মানুষের আগামী মাত্রই অনিশ্চিত। তাই ‘ইনশাআল্লাহ’ না বলে আগামীর কোনো কথা বা কাজ হতে পারে না। ‘ইনশাআল্লাহ’ মানে যদি আল্লাহ এমনটি চান।

আল্লাহ চাইলেই আমরা আগামীতে পৌঁছতে পারি এবং আমাদের আগামীর কাজ সংঘটিত হতে পারে।
সুতরাং ভবিষ্যতের আশঙ্কায় বিভোর হওয়া নিজের বিশ্বাসকে অবজ্ঞা করার নামান্তর। কেননা, সেই আশঙ্কা এ জগতের সঙ্গে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয়, যে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে। এই পৃথিবীর বহু মানুষ ভবিষ্যৎ দারিদ্র্য, ক্ষুধা, পীড়া ও দুর্যোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত। এ ধরনের চিন্তা-ভাবনা শয়তানের ধোঁকামাত্র।

পবিত্র কোরআনে এসেছে, ‘শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করার আদেশ করে, অথচ আল্লাহ তাঁর পক্ষ থেকে তোমাদের ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিচ্ছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৮)

২০ পর্বে কুরআন শিক্ষার প্রতিটা লিংক লাইভ সেকশন এ পেয়ে যাবেন!
08/04/2023

২০ পর্বে কুরআন শিক্ষার প্রতিটা লিংক লাইভ সেকশন এ পেয়ে যাবেন!

#কুরআন #কুরআনের_তফসীর #কুরআনশিক্ষা ২০ পর্বে কুরআন শিক্ষা (পর্ব ১২ ) I ৫টি বর্ণে জযম হলে প্রতিধ্বনি হয় I আল কোরআন | Al-Itisa...

08/04/2023

Saleh Ahmed Takrim Dubai International Quran Competition 2023

◾তাকরিমের মনোমুগ্ধকর তেলাওয়াত।

02/04/2023

সেনবাগের ছাতারপাইয়ার চিলাদীতে অনৈতিক কর্মকান্ডে হাতেনাতে জনতার হাতে আটক দুই যুবক ও এক যুবতীকে সেনবাগ থানায় সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃতদের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গল কোট উপজেলায়। মঙ্গলবার সকালে স্থানীয় আমজনতা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী এলাকা থেকে তাদের আটক করে।পরে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফোন করলে সেনবাগ থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। সবাই সাবধান হন এখনো সময় আছে।

নওহাটা সবচেয়ে জনপ্রিয় কালাভুনা | হানিফ হোটেল| Rajshahi
22/01/2023

নওহাটা সবচেয়ে জনপ্রিয় কালাভুনা | হানিফ হোটেল| Rajshahi

রাজশাহী বিভাগ বাংলাদেশের মধ্য-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ‍্যা প্রায় ২ কোটি এবং আয়তন ১৮,১৫৪ ব....

Putia Rajbari Museum| Putia | Rajshahi
22/01/2023

Putia Rajbari Museum| Putia | Rajshahi

History of Puthia Rajbari, Rajshahiপুঠিয়া রাজবাড়ী বা পাঁচআনি জমিদারবাড়ী হচ্ছে মহারানী হেমন্তকুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নত.....

Mango Eco Park & Resorts | Godagari| Rajshahi
22/01/2023

Mango Eco Park & Resorts | Godagari| Rajshahi

Matrix| Business Mathematics
22/01/2023

Matrix| Business Mathematics

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBEThanks for watching. ব্যবসায় গণিত অনার্স ২য় বর্ষ Management , Accountuing, Finance and Marketing শিক্ষার্থীদের জন্য । অধ্....

The straight line | Business Mathematics
22/01/2023

The straight line | Business Mathematics

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBEThanks for watching. ব্যবসায় গণিত অনার্স ২য় বর্ষ Management , Accountuing, Finance and Marketing শিক্ষার্থীদের জন্য । The...

Quadratic equation| Business Mathematics
22/01/2023

Quadratic equation| Business Mathematics

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBEThanks for watching. অনার্স ২য় বর্ষ ও ৩য় বর্ষ Management , Accountuing, Finance and Marketing শিক্ষার্থীদের জন্য ।Chapter:...

ভালো ফল পেতে আমের মুকুলে স্প্রে করার নিয়ম ও বিশেষ যত্নঃআজকে আপনাদের জানাব-১. কয়বার স্প্রে করতে হবে২. ফল ঝরা রোধে করণীয় ৩...
13/01/2023

ভালো ফল পেতে আমের মুকুলে স্প্রে করার নিয়ম ও বিশেষ যত্নঃ
আজকে আপনাদের জানাব-
১. কয়বার স্প্রে করতে হবে
২. ফল ঝরা রোধে করণীয়
৩. জৈব পদ্ধতিতে হপার পোকা ও ফল ছিদ্র কারী মাছি পোকা দমন
৪. কখন সেচ দিবেন

চলুন জেনে নেই-

✅প্রথমবার স্প্রেঃ ( জানুয়ারির মাঝামাঝি সময়ে মুকুল আসার ১৫-২০ দিন আগে)

√√সাইপারমেথ্রিন অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক ১ মিলি / লিটার পানিতে
অথবা

√√ ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
>এর সাথে সালফার গ্রুপ/ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

>>তবে মুকুল আসার আগে স্প্রে করা জরুরি নয়। ঘন কুয়াশা অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এটি করলে ভালো ফল পাওয়া যায়।

⏹️মুকুল আসার পরে-

✅২য়বার স্প্রেঃ (মুকুল ৪-৬ ইঞ্চি হওয়ার পর কিন্তু ফুল ফোটার আগে)

√√ হপার পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

>এর সাথে অ্যানথ্রাকনোজ রোগ দমনে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল এম ৪৫/নেমিস্পোর /এগ্রিজেব ৮০ ডাব্লিউ পি যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

🔰জৈব পদ্ধতিঃ গাছে হপার পোকা দমনে মুকুল আসার পর পর আঠালো হলুদ ও নীল ফাদ লাগিয়ে দিতে পারেন।

➡️ভালো ফলন পেতে
২য়বার স্প্রে করার ২-৩ দিন পরে সলুবর বোরন লিটারে ১.৫ গ্রাম হারে এবং চিলেটেড জিংক লিটারে ০.২৫ গ্রাম হারে মিশিয়ে করতে পারেন।

⛔সতর্কতাঃ ফুল ফোটার পর কোন স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় গাছের পাতা, মুকুল, ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।

✅তৃতীয়বার স্প্রেঃ(ফল মটরদানা আকৃতির হলে)

√√উপরের ২য়বার স্প্রে করার নিয়মে ইমিডাক্লোপ্রিড সাথে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন।

🍋 ফল ঝরা রোধে

√√প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয়বার বার স্প্রে করতে হবে।

🔰জৈব পদ্ধতিতে মাছি পোকা দমনেঃ

ফল ছিদ্রকারী পোকা দমনে মার্বেল অবস্থা থেকে ম্যাজিক ফাদ #জোনাট্র্যাক/ সেরানক অথবা ফেরোমন ফাদ ব্যবহার করতে পারেন। এছাড়া ফল ব্যাগিং করে দিলে ভালো ফল পাওয়া যায়।

➡️সেচ প্রদান
√√ফলন্ত গাছে মুকুল আসার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে।
√√আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে কমপক্ষে একবার ও ফল মটর দানা হলে একবার সেচ দিতে হবে।
>তবে মুকুল অবস্থায় সেচ দেওয়া নিয়ে বিতর্ক আছে। ফুল ফোটার আগে সেচ দেওয়া যাবে না।

>>কলম করা গাছের বয়স ৪ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙ্গে দেওয়া ভালো। । এতে আম গাছের বৃদ্ধি ভালো হয় ও দীর্ঘ দিন ফল দেয়। তবে গাছের বৃদ্ধি খুব ভালো হলে ৩ বছরের পর থেকে মুকুল রাখতে কেউ কেউ পরামর্শ দেন।

>>গাছের গোড়া আগাছা মুক্ত ও পরিস্কার রাখতে হবে। মনে রাখবেন এসব আগাছায় পোকা বাসা বাঁধে।

#মাছিপোকা #জোনাট্র্যাক #জৈব #বালাইনাশক #নিরাপদ #আমের #মুকুল #পরিচর্যা #হপার #পোকা #ফল #স্প্রে #কৌশল #নিয়ম #ফলঝরা #ঝরা #ঝরে

Address

Rajshahi, Dhaka
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Notify Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Notify Me:

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All

You may also like