Ãdhø_Dãîry

Ãdhø_Dãîry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ãdhø_Dãîry, Digital creator, Dupchanchia, Bogura, Rajshahi.

আজ আপনাদের একটা গল্প শুনাবো এই পিজ্জা খেতে গিয়ে আমাদের সাথে কি ঘটেছিল......
27/12/2024

আজ আপনাদের একটা গল্প শুনাবো এই পিজ্জা খেতে গিয়ে আমাদের সাথে কি ঘটেছিল......

দেশি মুরগীর সুস্বাদু রেসিপি 😋🥰
21/12/2024

দেশি মুরগীর সুস্বাদু রেসিপি 😋🥰

My closest friends hurt me the most😅❤️‍🩹আমাকে সব থেকে বেশি আঘাত করেছে আমার কাছের ফ্রেন্ডরাই😅❤️‍🩹  ゚
17/12/2024

My closest friends hurt me the most😅❤️‍🩹
আমাকে সব থেকে বেশি আঘাত করেছে আমার কাছের ফ্রেন্ডরাই😅❤️‍🩹



❝বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে, প্রয়োজন শেষে মনুষ কতটা নিষ্ঠুর..!❞❤️‍🩹🥀  Ãdhø_Dãîry    ゚
15/12/2024

❝বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে, প্রয়োজন শেষে মনুষ কতটা নিষ্ঠুর..!❞❤️‍🩹🥀
Ãdhø_Dãîry

পাহাড়ের উপরে মেঘের ছায়া, যেন সৃষ্টির গোপন রহস্য উন্মোচিত হচ্ছে।🥰🥰  ゚
09/12/2024

পাহাড়ের উপরে মেঘের ছায়া, যেন সৃষ্টির গোপন রহস্য উন্মোচিত হচ্ছে।🥰🥰 ゚

সবর করো, তুি আবারও কাঁদবেতবে দু'য়া কবুল হওয়ার আনন্দে, ইনশাআল্লাহ। 🥰🥰  ゚
09/12/2024

সবর করো,
তুি আবারও কাঁদবেতবে দু'য়া কবুল হওয়ার আনন্দে, ইনশাআল্লাহ। 🥰🥰 ゚

এমন একটা শীতের সকাল আমাদেরও হোক🥰 ゚
09/12/2024

এমন একটা শীতের সকাল আমাদেরও হোক🥰

শোনা কাথায় এত সহজে বিশ্বাস করো না, কেননা মিথ্যা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়!  ゚
04/12/2024

শোনা কাথায় এত সহজে বিশ্বাস করো না, কেননা মিথ্যা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়! ゚

01/12/2024

অতি ক্ষুদ্র জিনিস ও মাঝে মাঝে অনেক প্রিয় হয় 🥰 ゚

কাপনের কাপড় আমার অপেক্ষায় আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়🙂   ゚
29/11/2024

কাপনের কাপড় আমার অপেক্ষায় আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়🙂 ゚

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম।  আমাকে এটাই দিও , প্লিজ । না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি " যেটা ভালো মাব...
26/11/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ । না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার। "

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী , স্বল্পমেয়াদী নয়। মানব মস্তি'ষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে! ❤️🌸 ゚ Ãdhø_Dãîry

°______তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার পরাণ পুড়বো পোড়া কাগজের মতোন। তহন কাঁনতে থাকবা রাইতের আন্ধারে। চোখ গড়াইয়...
16/11/2024

°______তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার পরাণ পুড়বো পোড়া কাগজের মতোন। তহন কাঁনতে থাকবা রাইতের আন্ধারে। চোখ গড়াইয়্যা জল বাইয়্যা বাইয়্যা পড়বো টিনের চাল থেইক্যা টপটপ কইরা পড়া বৃষ্টির লাহান।

তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার হৃদপিণ্ড কাঁপবো মাঘ মাসের বেবাক শীতে কাঁপতে থাকা মানুষটার মতোন। তহন ভিতর খানে’র হু-হু ব্যথায় চোখে-মুখে ধোঁয়াশা দেখবা ঘনকালো কুয়াশার লাহান।

তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তুমি ম্যালা আপসোস করবা-লটারির শেষ নাম্বারটা মিল না থাকবার কারণে পুরস্কার না পাওয়া ছেলেরটার মতোন! যেমন কইরা ন্যায় বিচারের আশায় স্বাক্ষীর অভাবে হাইরা যাওয়া মানুষটা হতাস হইয়্যা থাকে আফসোসের হিসেব কঁষতে কঁষতে।

তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার ম্যালা দুঃখ হইবো বাবার মৃত্যুর নির্মম দৃশ্য নিজ চোখে দেখ্যা ছেলেটার মতোন। তহন কষ্টের আঘাতে ক্ষত-বিক্ষত হইয়্যা যাইবো ভিতরখান চুরির আঘাতে কুঁ|পিয়ে হ|ত্যা করা একটা লা|শের লাহান!

তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার বেবাক ক্ষতি হইয়্যা যাইবো কালবৈশাখী ঝড়ে নুইয়ে পড়্যা ধান ফসলের মতোন! তহন কপালের দোষ দিতে থাকব্যা ৩২ পাইয়্যা ফেইল করা ছেলেটার লাহান।

তুমি দেইখ্যা নিও একদিন তোমার মন আমার লাইগ্যা কাঁইন্দা কাঁইন্দা কইবো তুমি আকাশের তারা খুঁজতে গিয়্যা চাঁদ নক্ষত্র হারাইয়্যা ফেলছো! তয়, সেদিন হয়তো আমার শুকতারা হইয়্যাও দেহা মিলবো না তোমার লগে।

Arohi Arohi
Follow page Ãdhø_Dãîry

আপনারে দেখার শখ বোধহয় এই জীবনে আর পূরণ হবার নয়..!😅❤️‍🩹
30/10/2024

আপনারে দেখার শখ বোধহয় এই জীবনে আর পূরণ হবার নয়..!😅❤️‍🩹

সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে,নি*:-হত আফরোজা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি তাকে ভালোবাসছিলাম। শুনছিলাম পুরুষ ...
27/10/2024

সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে,

নি*:-হত আফরোজা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি তাকে ভালোবাসছিলাম। শুনছিলাম পুরুষ মানুষ ভালোবাসা পাইলে কিছু চায় না। তুমি আমাকে কীভাবে ছোট করলা? কীভাবে? আমি তোমার জন্য কি না করছি? কি না করছি তোমাকে ভালোবেসে? আজ আমাকে… বানাইলা। আমি কোন দিন কল্পনা করি নাই এই প্রতিদান তুমি দিবা! আমি তো সরে গেছিলাম। কেন আসছো আবার? আমার সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে। দোষ তার না, দোষ আমার। আমি তাকে ভালোবাসছি, আমার দোষ। আমি তাকে প্রাধান্য দিছি। ভালো থাকো, আমার ভালোবাসা। তোমার ভালো থাকার জন্য, এই আয়োজন। আমাকে মাফ করবা মা, আমি তোমার ভালো মেয়ে হইতে পারি নাই। আমার কাফন এর টাকা আমার ব্যাগে মা।।
ভালোবাসা সুন্দর তবে ২ জনের সমান ব্যাকুলতায়.
🤍🖤
Ãdhø_Dãîry

তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর সেইই বিশ্বাস টাকে র'ক্ষা করা তোমার দায়িত্ব!😊🌸
10/10/2024

তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর সেইই বিশ্বাস টাকে র'ক্ষা করা তোমার দায়িত্ব!😊🌸

20/09/2024

আকাশের মাঝে এক অদ্ভুত মায়া, যা মানসিক শান্তি দেয়😊😇 ゚

তুমি আমারে এত দুঃ"খ কেমনে দিলা? তুমি না আমারে ভালোবাসতা!"'💔
13/09/2024

তুমি আমারে এত দুঃ"খ কেমনে দিলা? তুমি না আমারে ভালোবাসতা!"'💔

পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন। মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ...
03/09/2024

পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন।
মানুষকে চেনা কিন্তু সহজ নয়।
মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে।
মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি।"

মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছি ' বলেও বারবার পিছু ফিরে তাকায়।
কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়' ভালো থেকো।'
এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি...!!!

আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না।
সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করলো। আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো. তার এই কান্নায় আপনি এক ধরনের ভালোলাগা অনুভব করবেন।
পরের দিন ও আপনি তাই করলেন, আবার সেই খেয়ালিপোনা " এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন, সে চোখের জল ঝড়াতে ব‍্যস্ত।
আপনি ভাববেন, বাহ্!! সে তো আমাকে খুব ভালোবাসে.... আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালোও লাগবে।

আপনি ভাববেন, এভাবে যত বেশি অবহেলা করব,
সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে।
আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা করা শুরু করবেন।
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন।
তার চোখে আর জল নেই আপনার জন্য।

তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগেনা।
তার দম আটকে আসে কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা,।
ঘুম আসেনা, তার শান্তি লাগেনা কোনো কিছুতেই।
বুক ভারী হয়ে আসে কেমন যেনো একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে।
তার মন খুলে হাসতে ইচ্ছে করেনা, চোখেও কান্না আসেনা।
নীরবতা যেনো আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে।
কি করতে ইচ্ছে করে, কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝতে পারেনা।

মন উজাড় করে কাউকে বলতেও পারেনা যে, আমার ভীষন খারাপ লাগছে।
কাউকে বলতে পারেনা যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষন প্রয়োজন।
তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, একি!! আজ সে কাঁদলো না কেনো???
সে কি আমাকে আর ভালোবাসে না???
আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা, আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে।

আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না।
বরং সে হাসবে।
আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে মেনে নিয়ে ঘুমিয়ে পড়বে।
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ!!

ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়োই খারাপ জিনিস।
শুধু মানুষ কেনো, কেউই এটি সহ‍্য করতে পারেনা। বাড়ির উঠোনে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অবহেলা করে দেখুন।
দেখবেন দুইদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠোন থেকে।

シ ゚ ゚
Following

Address

Dupchanchia, Bogura
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ãdhø_Dãîry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ãdhø_Dãîry:

Videos

Share