ফোনগ্রাফি

ফোনগ্রাফি আসসালামু আলাইকুম
লাইক,কমেন্ট,শেয়ার করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।

ফুল তো মনের কথা বলে 🌼🖤Edit: Lr & Snapseed
29/09/2023

ফুল তো মনের কথা বলে 🌼🖤
Edit: Lr & Snapseed

18/07/2023

🖤🖤🖤

13/06/2023

Cute baby 🥰

25/12/2022
19/11/2022

This is love 🖤

Love is the master key that opens the gates of happiness. 🖤Location: Rajshahi 🖤Device:Vivo v17 pro 🖤
20/10/2022

Love is the master key that opens the gates of happiness. 🖤

Location: Rajshahi 🖤
Device:Vivo v17 pro 🖤

গোধূলি বিকাল 🖤📷Vivo y21 🖤
04/10/2022

গোধূলি বিকাল 🖤
📷Vivo y21 🖤

04/10/2022

ভালোবাসার আরেক নাম ফুল 🌺🌺🌺

26/05/2021
05/12/2019

ebr crush khou😂😂😂

18/11/2019

স্কুল কলেজে মেয়ের অভাব নাই,কিন্তু প্রেম করতে একজন ও পাই না,

এই দেশেই থাকমু না😰

17/11/2019

মাঝে মাঝে EX এর মায়ের কথা চিন্তা করি🤔

এটা কি জিনিস জন্ম দিলো খালাম্মা😕🐸

08/11/2019

যাদেরকে আন্টি ভেবেছিলাম।
তারাই দেখি জে.এস.সি পরীক্ষার্থী :'

02/11/2019

-স্পর্শ নয় ✖

*অনুভবেও ভালোবাসা যায়.💕
হোক না দূরত্ব তাতে কি.😍

01/11/2019

লিপস্টিক দেওয়া ম্যাডামদের ঠোঁট দুটো দেখলে মন চায়,

হারপিক ১০ অন ১০ দিয়ে ঘোইসা চক~চকা~চক করে
দেই।

10/10/2019

-যখন প্রেম করতাম মাসে দু'বার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসছে শুনতাম। অথচ আজ সাড়ে তিন বছর পরেও তোমার বিয়া হয় নাই।

-এটাই হিসাববিজ্ঞান...

09/10/2019

Bio😂
প্রেম পিরিতি ভাল্লাগেনা😏
দিয়া দিছি দাড়ি !!
ফটকামিতে ব‍্যস্ত আমি🤪
আজাইরা কাম ছাড়ি😜

09/10/2019

Happiness is😍
-শীতকাল আসতেছে💝
Sadness is😣
-মেয়েদের গোসল করা বন্ধ হইয়ে যাবে😂

30/09/2019

- আমি 3G স্পিডে বই পড়ি 🐸

- 2G স্পিডে মুখস্ত করি 😅
- 4G স্পিডে ভুলে যাই 😐

29/09/2019

স্টিফেন হকিন্সের জন্মদিনে কোন বিজ্ঞানির মৃত্যূবার্ষিকী ছিলো ?

ও,

তার মৃত্যূবার্ষিকী'তে কোন বিজ্ঞানীর জন্মদিন ছিলো?

29/09/2019

PPC এর পূর্ণরূপ কী?? Economic # #

29/09/2019

- বই কাকে বলে??😖

- যে বস্তুু ধরলে ঘুম পায় এবং মাথা ঘুরায় তাকে বই বলে 😂

13/09/2019

কোনো এক সকালে আবার ভিজবো একসাথে....

তুমি বৃষ্টিতে আর আমি গোলাপ জলে...

😍😍😍😎

10/09/2019

Love Story.......(♥).......

নিলয় : তোমাকে না বলছি অন্য ছেলেদের
সাথে কথা বলতে না..!
মীম : ওরা আমার ফ্রেন্ড ৪-৫ বছর এক সাথে পড়েছি কথা না বললে কি হয় হা..??
নিলয় : তুমি নিষেধ করার পর আমি তো কোন মেয়ের সাথে কথা বলিনা...!!
তুমি তোমার মেয়ে বন্ধুদের সাথে কথা
বলো সমস্যা নেই....।
কিন্তু ছেলে বন্ধুদের সাথে কোন কথা বলবে না, এটা আমি পছন্দ করি না, এটা আমি সহ্য করতে পারি না।
মীম : তোমার পছন্দ অপছন্দে আমার কিছু
যায় আসে না....।
তুমি ছাড়াও আমার পার্সোনাল লাইফ আছে যা আমি এড়িয়ে চলতে পারবো না।
নিলয় : কি....!!!...????
আমি ছাড়া তোমার অন্য পার্সোনাল লাইফ..!!!
আমি তোমার স্বামী, আমার কি তোমাকে কিছু বলার, নিষেধ করার অধিকার নেই....???
মীম : বেশী অধিকার ফেলাতে এসো না !!
নিলয় : সরি, তোমাকে নিষেধ করা আমার ভুল হইছে, ক্ষমা চাই, ক্ষমা করে দিও আমায়।
মীমের কথা শুনে নিলয় খুব কষ্ট পেলো। নিলয় কল্পনাও করেনি এমন কথা বলবে বা বলতে পারে মীম।
নিজের অজান্তেই কয়েক ফোটা
অশ্রু গড়িয়ে দু'চোয়াল শিক্ত হলো..। মীমকে নিলয় অনেক বেশী ভালবাসে।
মীম : কি ব্যপার না ঘুমিয়ে অমন করে কি
দেখছো......???
নিলয় : আচ্ছা মীম...!! ধরে নাও আমি
নেই... আমাকে ছাড়া থাকতে পারবে....???
মীম : কেন কোথায় যাবে তুমি.....??
নিলয় : এমনি ধরে নাও মানুষ এই আছে এই নাই, কখন কি হয় বলা তো যায় না...!!
আমায় ছাড়া একা থাকতে পারবে.....???
মীম : এসব কি বলছো.....??
ঘুমাও তো......
নিলয় : আমার কথা কি মনে পড়বে....???
মীম : না একটুও মনে পড়বে না।
নিলয় : আমি তোমার যোগ্য নই তাই না...??
মীম : আমার এসব একটুও ভালো লাগছে না......
ঘুমাও তো, আর একটা কথাও বলবে না।
মীম ওপাশ ফিরে ঘুমিয়ে পড়লো।
সকাল বেলা চোখ খুলতেই মীম দেখতে
পেলো নিলয় ওর দিকে চেয়ে আছে,
নিলয়ের চোখ দুটো লাল হয়ে গেছে, পরিস্কার বোঝা যাচ্ছে নিলয় রাতে ঘুমায় নি।
মীম : কি ব্যপার সারারাত ঘুমাও নি...???
নিলয় : হুম, ঘুমাইছি তো... একটু আগেই উঠলাম।
নিলয় : তুমি তো আমার আগে উঠো না আজ কেন..???
নিলয় : না এমনিতেই......
নিলয় কখনোই মীমের সাথে মিথ্যা বলেনা সেটা যে বিষয়ই হোক না কেন।
কিন্তু মীম স্পষ্ট বুঝতে পারলো নিলয় মিথ্যে বলছে.... নিলয় সারারাত ঘুমায়নি।
নিলয় প্রতিদিন বের হবার সময় মীমের কপালে একটা চুমু খেয়ে বের হয়।
আজ দুইবার চুমু খেলো, অন্য
দিন হাসিখুশি যায়, আজ চুপচাপ নিস্তব্ধ, চোখে জল ছলছল করছে।
নিলয় : যাই বাবু.... (কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে আসলো)
মীম : কি হলো কিছু ফেলে গেছো.....???
নিলয় : না....
মীম : তবে.......
নিলয় কিছু না বলে মীমকে জড়িয়ে ধরলো
কপালে আবার চুমু খেলো আর বললো লক্ষী হয়ে থেকো বাবু।
নিজেকে কনট্রোল করতে পারছে না নিলয়...।
আর কিছু না বলে নিলয় চলে আসলো,
মীমের চোখে জল.... মীম ভাবছে নিলয়ের কি হলো.....??? ও তো এমন না.....!!
নিলয়কে খুব ভাল করেই চিনে মীম, প্রেম
করে বিয়ে হয়েছে ওদের।
নিলয় মীমের চেয়ে পড়াশোনা কম করছে আবার চেহারার দিক দিয়েও মীম ওয়াও আর নিলয় একটু কালো।
কিন্তু মীম জানে নিলয় ওকে নিজের
চেয়েও বেশী ভালবাসে।
নিলয় মীমকে অনেক বার বলেছে
আমি কি তোমার যোগ্য...?
উত্তরে মীম বলেছে : দেখো নিলয়...!! ভালবাসা যোগ্যতা বা চেহারা দিয়ে হয় না, তুমি আর এসব কথা বলবে না।
মীম নিলয়ের অনেক কথাই মানতে
চাইতো না যুক্তি দেখানোর চেষ্টা করতো।
নিলয় কিছু বলতো না, কোন বিষয় জোর করতো না, হার মেনে নিতো...।
বিছানা ঠিক করতে যেয়ে মীম একটা চিরকুট পেলো....।
নিলয়ের লিখা.......
বাবু তোমাকে ছাড়া থাকা কষ্টের।
তোমার সাথে অন্য কাউকে দেখা বা কথা বলা আরো অনেক অনেক
বেশী কষ্টের যা আমি সহ্য করে নিতে পারছি না।
আমি চেষ্টা করেছি তোমাকে ফিরাতে কিন্তু আমি ব্যর্থ।
হয়তো এখন আমার কোন মূল্য নেই
তোমার কাছে......
যেখানে আমি তোমার স্বামী
হয়ে কোন মূল্য পেলাম না তাই চলে যাচ্ছি অনেক দূরে ............
আজ থেকে তুমি স্বাধীন, মুক্তো করে
দিলাম তোমায়।
বাবু ' আমার কথা মনে পড়লে আকাশের তারাঁর দিকে তাকাবে......
সবচেয়ে উজ্জ্বল তাঁরা টাই আমি,
দূর থেকে তোমায় দেখবো,
কথা বলবো আমার বাবুটার সাথে।
লক্ষী হয়ে থেকো, ভালো থেকো"
সাথে সাথে নিলয়ের মোবাইলে কল দিলো
মীম কিন্তু মোবাইল বন্ধ পেলো।
কি করবে বুঝতে পারছে না মীম।
নিলয় অন্য ছেলেদের তুলনায় খুব বেশী
ইমোশনাল।
মীম ফ্যামিলির সবার কাছে কল দিলো।
সবাই নিলয়ের নাম্বার বন্ধ পাচ্ছে....!!
মীম অঝোর ধারায় কাঁদছে এদিকে সবাই নিলয়কে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাচ্ছে কোথাও নিলয়কে পাওয়া যাচ্ছে না।
প্রায় ৪-৫ ঘন্টা পর খবর এলো নিলয়ের লাশ হাসপাতালে......!!!
রোড এক্সিডেন্টে মারা গেছে নিলয়।
মীম পাথর হয়ে গেল, মীমের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো, মীম জানে এটা এক্সিডেন্ট না.....।
নিলয় আত্যহত্যা করছে।
আর এ জন্য দায়ী মীম........।
মীম কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না,
মীম নিজের ভুল বুঝতে পারছে,
হাউ মাউ করে কাঁদছে...,
সামান্য কিছু ভুলের জন্য সে আজ তার
ভালোবাসার মানুষকে চিরদিনের জন্য হারিয়ে ফেললো..।
মীম হাজার চাইলেও আর নিলয়কে
ফিরিয়ে আনতে পারবে না...।
মীম এখন রাত হলেই ছাদে গিয়ে বসে থাকে নিলয়ের সাথে কথা বলার জন্য।
ছাদে গিয়ে সবচেয়ে উজ্জ্বল তাঁরাটার দিকে
তাকিয়ে থাকে আর কথা বলে.....
" বাবু কেমন আছো তুমি আমাকে ছেড়ে"...??
বাবু আমি এখন কারো সাথে কথা বলি না।
বিশ্বাস করো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, শুধু তোমার সাথে বলি এখন আমি শুধু তোমার বাবু।
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবু তাই না....??
বাবু আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দাও,
আমি খুব পচা,খুব খারাপ তাই না বাবু.....??
কি বললে.?? আমার বাবু টা পচা না খারাপ না.....???
হুম আমি খারাপ আমার ভুলের জন্য তোমাকে আজ হারিয়ে আমি এখন একা।
এভাবেই প্রতিদিন মীম কথা বলে নিলয়ের সাথে নিজ থেকে নিজে।
মীমকে ডাক্তারর দেখানো হয়, আস্তে
আস্তে মীম কিছুটা স্বাভাবিক হয়।
মীম বিকাল হলেই ছাদে গিয়ে বসে থাকে
নিলয়ের জন্য...কিন্তু নিলয় তো আর ফিরে
আসে না.....!!
সে যে চলে গেছে না ফেরার দেশে

বি.দ্র:যারা গল্প পরেন বা গল্প পোরতে ভালবাসেন এমন কেউ যদি থেকে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি তাদের কে আমার ফ্রেন্ড লিস্টে রাখতে চাই।
যদি রিকু দিতে প্রব্লেম হয় তাহলে আমি নিজে রিকু দেবো। কিন্তু আমি রিকু করার পর রিকু এক্সেপ্ট করতে হবে। আর যদি আপনি রিকু দিন তাহলে একটু অপেক্ষা করতে হবে আমার এক্সেপ্ট করতে একটু সময় লাগবে bcz আমি always fbte atv থাকি
#ধন্যবাদ!!!🖤🖤

06/09/2019

- হুইল পাউডার ও এতো তারাতারি গলে না😑

- যতোটা তারাতারি আমি মানুষের কথায় গলে যাই🙃
আর তখনই আমার উপর 👈
দূর্বলতার সুযোগ নেয় মানুষ 🚶

01/09/2019

জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই😴😴😎😎😎
টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও😷😷😷😷😍😍
একসময় কাউন্টারের সামনে 😱😱😱😱😱😱😱
পৌঁছে যায়♥♥♥♥♥

05/08/2019

রিকশা থেকে নেমে ১০০ টাকার একটা নোট বাড়িয়ে দিলাম রিকশাওয়ালার দিকে।

রিকশা ভাড়া ৩৫ টাকা। আমার প্ল্যান ছিল আগামীকাল ঈদ ; তাই পাঁচ টাকা বাড়িয়ে রিকশাওয়ালা'কে ৪০ টাকা দিবো।

১০০ টাকার নোট হাতে নিয়ে রিকশাওয়ালা পকেট খুঁজে ভাঙ্গতি টাকা পেলো না।
সে বলছে, ঘণ্টাখানেক আগে দুই জন মহিলা রিকশায় উঠেছিল। ১০০ টাকা ভাড়া হয়েছিল। আর, ঐ মহিলারা ৫০০ টাকার নোট দেয়াতে, ভাংগতি যা ছিল সব দিয়ে দিয়েছে।

আশেপাশে সব দোকান বন্ধ,আম্মা ঘুমিয়ে গেছে । তাই আম্মাকে ডেকে যে খুচরা ৪০ টাকা নিবো সেই উপায় নাই।

প্রায় ১০ মিনিট টাকা নিয়ে এদিক সেদিক খুঁজে কোন দোকান খোলা পেলাম না।
কি করবো চিন্তা করছিলাম।এর মধ্যে আমাকে অবাক করে দিয়ে রিকশাওয়ালা বললেন।

- মামা থাউক! রাইত মেলা হইছে। টাকা দেয়া লাগবে না। এখন রাত ১২ টা বাইজা গেছে। এইদিকে ভাঙ্গতি টেহা পামু না। আগামীকাল যেহেতু ঈদ ! তাই মনে করুম, আমি আর আমার মামা রিকশায় ঘুরতে গেছেলাম। কোন সমিস্যা নাই! আপনি যান।

আমি অবাক হয়ে রিকশাওয়ালার ( হারুন) দিকে তাকিয়ে আছি। ওর বয়স হবে আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। শরীর থেকে টপটপ করে ঘাম ঝরছে। এই রিকশা চালিয়ে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে আগামীকাল ঈদের সকালে তার বাসায় ভাত রান্না হবে। তারপরেও আমাকে এত রাতে 'দায় মুক্ত' করতে সে এক কেজি চালের দাম মাফ করে দিচ্ছে হাসি মুখে!

হাতের ঘড়িতে তাকিয়ে দেখি বারোটা ৫ বাজে। আমি হারুন কে বললাম।
-মামা আমি তোমার সাথে কোলাকুলি করি?

একটু আগে ও যখন ভাড়ার টাকা মাফ করে দিবে বলছিল। আমি তখন যেভাবে অবাক হয়েছি। ঠিক সেভাবেই হারুন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে!

হারুন বললো, মামা আমার শইলে ঘাম, কিভাবে কোলাকুলি করবেন?

এবার আমি ওর মত করেই বললাম...

_ আরে সমিস্যা নাই !

হারুন রিকশা নিয়ে চলে যাচ্ছে।ওর পকেটে আমি জোর করে একশো টাকার নোট'টা ঢুকিয়ে দিয়েছি। ৪০ টাকার ভাড়া ৬০ টাকা বাড়িয়ে দিয়েও আমার কাছে কোন আফসোস লাগছে না।

কারন এই একশো টাকার বিনিময়ে আমি হারুনের কাছে কোটি টাকার 'শিক্ষা' পেয়েছি। আর সেই শিক্ষার নাম হচ্ছে মানবতা.............._বিঃদ্রঃ- এই গল্পটি কেমন লেগেছে ?
কমেন্ট করতে ভুলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে লিখুন -
T=(thanks)
G= (good)
B=(bad)
S=(super)
N=(nice)
O=(osthisr)
লিখে কমেন্ট করবেন।
➡আরো ভালো ভালো গল্প পেতে friend request দিয়ে রাখুন✌
#ধন্যবাদ...........

Cʀ∆zƴ  Feeling's ツ
03/08/2019

Cʀ∆zƴ Feeling's ツ

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফোনগ্রাফি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফোনগ্রাফি:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi

Show All