উদয়নে বগুড়া-২৪

উদয়নে বগুড়া-২৪ এটা একটা চ্যানেল। সবাই দেখতে পারবে কিন্তু কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ।।
(26)

09/06/2024

আলহামদুলিল্লাহ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ 🌙🌒 দেখা গিয়েছে। আগামী ১৬ ই জুন রবিবার ঈদুল আজহা।

25/02/2024

বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান অত্যাবশ্যক। গণতান্ত্রক সংস্কার পার্টি (ডি আর পি) র আত্নপ্রকাশ সময়ের চাহিদা মেটাতে মূল ভূমিকা পালন করবে আশা করতে পারি। একটা দলীয় তহবিল, দলের নীতি ও আদর্শের সমন্বয়ে একটা গণতান্ত্রিক শক্তিশালী দলীয় গঠনতন্ত্র তৈরী করে দলের সর্বোস্তরে গঠনতন্ত্রের ব্যবহার নিশ্চিত করলে ও দলের নেতৃত্বে সৎ, মেধাবী, অভিজ্ঞ, কর্মী বান্ধব ও দেশপ্রেমিক নেতা থাকলে অচিরেই বাংলাদেশের রাজনীতিতে এ দলের শক্তিশালী অবস্হান তৈরি হবে বলে আশা করি।

শুভেচ্ছান্তে,

মোঃ জুলফিকারআলী
বগুড়া

03/01/2024

Happy New Year Celebration music

04/09/2023

Now is the time for the people of Pakistan to hold Imran Khan's hand firmly. Pakistan army basically follows the principle that the government should always pay the army, so all the governments that have come so far have paid the army, Imran Khan also did the same in the beginning, but suddenly Imran Khan's government increased relations with Turkey and Russia. It fell into danger and Shahbaz Group took this opportunity. Slowly Imran Khan began to build a strong position and on the other hand the army also started making conspiracies one after another and the people also understood the matter and accepted the firm conviction to be with Imran. Now the people and the court must unite and free Imran and give an impartial election. After Imran is elected, the power of the army should be curtailed and the defense minister should be the head of the government himself, and laws should be made so that the army can no longer spy. Looking at the state of the Pakistan Army, it seems as if the alternative power inside the country is of no value to the people.

একজন সত্যবাদী সাংবাদিক আমরা হারালাম, এশিয়ান টিভির বগুড়া জেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী আনারুল ইস...
01/09/2023

একজন সত্যবাদী সাংবাদিক আমরা হারালাম, এশিয়ান টিভির বগুড়া জেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী আনারুল ইসলাম লিটন ভাই শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ ১ সেপ্টেম্বর সকাল ৭ টায় মৃত্যু বরণ করেন, তার রুহের মাগফেরাত কামনা করছি, ইন্না-লিল্লাহ.......

সময়ের সাথে আগামীর পথে "বগুড়া স্ট্যান্ডার্ট স্কুল এগিয়ে চলছে দূর্বার গতিতে, আপনার  সন্তান কে ভালো শিক্ষাদান করতে চাইলে আজ...
24/08/2023

সময়ের সাথে আগামীর পথে "বগুড়া স্ট্যান্ডার্ট স্কুল এগিয়ে চলছে দূর্বার গতিতে, আপনার সন্তান কে ভালো শিক্ষাদান করতে চাইলে আজই এই স্কুলে ভর্তি করাইতে পারেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো এবারও মেধায় এগিয়ে আছে বগুড়া। বোর্ডের ...
04/08/2023

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো এবারও মেধায় এগিয়ে আছে বগুড়া। বোর্ডের আটটি জেলার মধ্যে মেধায় দ্বিতীয় অবস্থানে রাজশাহী এবং পাশের হারে বগুড়া।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া প্রথম স্থান দখল করেছে। এবার জেলায় মোট ৩৫ হাজার ৬৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮০৫ জন কৃতকার্য হয়েছে। যা শতকরায় ৮৯ দশমিক ১০ শতাংশ। এছাড়া কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী শিক্ষাবোর্ডে শীর্ষে।

এদিকে বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে আছে। ১৮ হাজার ৫৪৮ ছেলের মধ্যে পাস করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ আর ১৭ হাজার ১৪৯জন মেয়ের মধ্যে পাস করেছে ৯১ দশমিক ৫৯ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। এ প্রতিষ্ঠান থেকে এবার ২২৭ পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জিপিএ-৫ পেয়েছেন। গত বছরের পরীক্ষাতেও জিলা স্কুল বগুড়ায় শীর্ষস্থান অর্জন করেছিল।

শতভাগ পাসসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এ প্রতিষ্ঠানে ২৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৯৩ দশমিক ৩০ শতাংশ অর্থাৎ ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় স্থানে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২ জন বা ৯০ দশমিক ৯৬ শতাংশই জিপিএ-৫ পেয়েছে।
এর পরের স্থানে আছে বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৪ পরীক্ষার্থীর মধ্যে ২১৫ জন বা ৮৮ দশমিক ১১ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বগুড়া জেলা অফিস সূত্রে জানা যায়, এ বছর বগুড়া জেলায় ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ১০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫৭ জন। পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৭৭ জন আর ছাত্রীর সংখ্যা ছিল ও ১৭ হাজার ২৬৯ জন।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮টি কেন্দ্রে মোট ২ হাজার ৪৭১ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ হাজার ৮১৮ জন এবং ছাত্রী সংখ্যা ৬৫৩ জন। দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট দুটি কেন্দ্রে ২৯ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্রের সংখ্যা ছিল ২৭ এবং ছাত্রীর সংখ্যা ছিল দুজন। এছাড়া দাখিল পরীক্ষায় মোট ১৯টি কেন্দ্রে ৭ হাজার ৬৫৫ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ছিল ৩ হাজার ৯৭৬ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৯ জন।

বগুড়া জিলা স্কুল:

বগুড়ার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ২২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯জন। পাশের হার শতভাগ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৬ জন। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন পরীক্ষা দিয়ে তিনজনই জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে মানবিক শাখা থেকে একজন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে।

ফলাফলের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফি বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় ফলাফল ভালো হয়েছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আগামীতে যেন শতভাগ শিক্ষার্থীই জিপিএ-৫ পায় সেদিকে প্রতিষ্ঠানের শিক্ষকদের নজর থাকবে।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন, মানবিক বিভাগ থেকে ছয়জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

বগুড়া আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ:

বগুড়ার মান সম্পন্ন বিদ্যাপীঠগুলোর অন্যতম এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন, ‘এ’ গ্রেডে পাস করেছে ৪৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ। প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ২৯৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৮২ জন। ‘এ’ গ্রেডে পাস করেছে ১৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। মানবিক বিভাগ থেকে ২৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ:

বরাবরের মতো এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৬ জন। প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৪০১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৬৪ জন। ‘এ’ গ্রেডে পাস করেছে ৩৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ‘এ’ গ্রেডে পাস করেছে ১৭ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে এ ফলাফল অর্জিত হয়েছে।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ:

উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৩১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ২৫৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৮৯ জন। মানবিক বিভাগ থেকে ৩৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে সাতজন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ভালো করেছে। আগামীতে আরও ভালো করবে বলে আশা করি।

এসএসসি পরীক্ষা বগুড়া

29/06/2023

Assalamualaikum. Let us celebrate Eid-ul-Adha with a renewed sense of purpose and understanding. May we strive to embody the spirit of sacrifice, faith, compassion, and unity in our daily lives, not only during this festival but throughout the year.
May our lives be filled with blessings, happiness, and the inner peace that comes from living in accordance with the teachings of Islam.
*Eid Mubarak.*
Best Regards

29/06/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,!!💚🌻

"" আজ ঈদ, খুশির বার্তা নিয়ে এলো দুয়ারে শোনায় ত্যাগের বানী,
মুমিনবান্দারা আজ করবে আল্লাহর নামে পশু কুরবানী""

— تقبل الله منا ومنكم
সকল দুঃখ-কষ্ট আর চাওয়া-পাওয়ার অপূর্ণতাকে দূর করে,
শান্তি আর ভালোবাসা ছড়িয়ে যাক পৃথিবীর প্রতিটি কোণায় কোণায়।
প্রতিষ্ঠিত হোক খোদার রাজ এ ধরায়।

আপনাকে এবং আপনার পরিবারকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক 🌙🕋

ঈদ বয়ে নিয়ে আসুক আমাদের সবার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি।

27/06/2023
27/06/2023

Imota - Ứng dụng đầu tư Blockchain cho mọi người

Morning walk
15/06/2023

Morning walk

11/06/2023

ধন্যবাদ সবাইকে

Address

1 No Word, Sonatola New Bandar, Sonatola, Bogura
Rajshahi
RAJSHAHI6000

Alerts

Be the first to know and let us send you an email when উদয়নে বগুড়া-২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category