Al-Ikhlas Media

Al-Ikhlas Media কুরআন, সুন্নাহ ও সালাফী মানহাজ ভিত্তি?

07/03/2024

লাইভ

06/03/2024

🔴LIVE🔴
🔴 ইসলামী মহাসম্মেলন- ২০২৪ 🔴
🔹তারিখঃ ০৬ মার্চ ২০২৪🔹
🔵 আলোচক: শাইখ ড. মুযাফফর বিন মুহসিন🔵
🌎স্খানঃ পশ্চিম লক্ষ্মীপুর, ঝিনাইদহ সদর,ঝিনাইদহ

04/03/2024
ইনশাআল্লাহ
20/02/2024

ইনশাআল্লাহ

আল-হামদু লিল্লাহ দারুল হুদার সম্মেলনে অংশ নিতে শাইখ ড. ফায়সাল হামাদ আল-হাশেমী বাংলাদেশে পৌঁছেছেন। ড. মুযাফফর বিন মুহসিন...
07/02/2024

আল-হামদু লিল্লাহ দারুল হুদার সম্মেলনে অংশ নিতে শাইখ ড. ফায়সাল হামাদ আল-হাশেমী বাংলাদেশে পৌঁছেছেন। ড. মুযাফফর বিন মুহসিন, বাংলাদেশ জম‌ঈয়তে আহলেহাদীস -এর মাননীয় সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক এবং হেরিটেজ আইডিয়াল স্কুলের চেয়ারম্যান শাইখ মিয়া হাবীবুর রহমান মাদানী বিমান বন্দরে শাইখকে রিসিভ করেন এবং বরণ করে নেন। ইনশাআল্লাহ শাইখের জুম‌আর খুৎবার অনুবাদ করবেন শাইখ হাবীবুর রহমান মাদানী। আল্লাহ কবুল করুন -আমীন!!

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊনপূর্বাচল জি কে ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি, প্রিয় দ্বীনি ভাই জনাব আখতারুজ্জামান A...
06/02/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
পূর্বাচল জি কে ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি, প্রিয় দ্বীনি ভাই জনাব আখতারুজ্জামান Aktaruz Zaman গুরুতর ভাবে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
খবর নিয়ে জানা যায় গত পরশু সন্ধ্যায় আন্তর্জাতিক বানিজ্য মেলা থেকে বাড়ি ফেড়ার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং বিভিন্ন ভাবে আঘাত করে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। ঘটনার সূত্রপাত জানা যায়নি!!
তিনি ঢাকা বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছে।
আমরা তার জন্য আল্লাহ সুবনাহু'ওয়া তা'য়ালার নিকট দোয়া করি, আল্লাহ তা'য়ালা সকল অকল্যাণ থেকে হেফাজত করুন, দ্রুত সুস্থতা দান করুন এবং এর পূর্ণ জাযা দান করুন। আ-মীন।

আলহামদুলিল্লাহ। এযাবত ২৬টি রেসপন্স পেলাম, অবশ্য একজন রিপিট করেছেন, তারটা বাদ দিলে ২৫ টি হয়।
03/02/2024

আলহামদুলিল্লাহ। এযাবত ২৬টি রেসপন্স পেলাম, অবশ্য একজন রিপিট করেছেন, তারটা বাদ দিলে ২৫ টি হয়।

আসসালামু আলাইকুম। আসন্ন ৮ ও ৯ ফ্রেব্রুয়ারী ২০২৪ এ দারুল হুদা  ইসলামী কমপ্লেক্স এর ইসলামী মহাসম্মেলনে আসতে ইচ্ছুক মিডিয়াক...
01/02/2024

আসসালামু আলাইকুম।
আসন্ন ৮ ও ৯ ফ্রেব্রুয়ারী ২০২৪ এ দারুল হুদা ইসলামী কমপ্লেক্স এর ইসলামী মহাসম্মেলনে আসতে ইচ্ছুক মিডিয়াকে জানানো যাচ্ছে যে, আমরা অনেক স্থানেই দেখি আপনারা দ্বীনের জন্য কাজ করলেও প্রচুর কষ্ট করে কাজ গুলো করতে হয়। যেমন : আপনাদের থাকার জন্য কোন ব্যবস্থা থাকে না, খাওয়ার ব্যবস্থা থাকে না, আপনাদের ডিভাইস রাখার জন্য নিরাপদ কোন ব্যবস্থা থাকে না আর নেটে এর কথা তো বলাই বাহুল্য । এমন ভোগান্তিতে যেন আমাদের এখানে এসে না পড়েন সেই জন্য আপনাদের তথ্য নিয়ে আমরা চেষ্টা করবো যথাসম্ভব সহযোগিতা করার। বিশেষ করে যারা লাইভ করবেন তাদের ওয়াইফাই সাপোর্ট দেওয়ার। আমাদের সাপোর্ট পেতে নীচের লিংকে প্রবেশ করে ফরমটি পূরণ করুন।
https://forms.gle/rPRERFN1CCB5CPVAA

যাজাকাল্লাহু খাইরান।
আল-ইখলাস মিডিয়া।

26/01/2024

জুমু‘আর খুতবা 26.01.2024 বিষয়: শিক্ষার্থীর সদাচার

25/01/2024

যুগশ্রেষ্ট মুহাদ্দীস শাইখ আল্লামা নাসিরুদ্দীন আলবানী (রঃ) এর সংক্ষিপ্ত জীবনী

◈ নাম ও জন্ম এবং বংশপরিচয়
নাম: মুহাম্মদ নাসিরুদ্দীন, পিতার নাম: আলহাজ্ব নূহ। দাদার নাম: নাজাতী। ডাক নাম: আবু আব্দুর রহমান। ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ আলবেনিয়ায় তার জন্ম হওয়ায় তাকে আলবানী বলা হয়। তিনি ১৩৩৩ হিজরী মোতাবেক ১৯১৪ খৃষ্টাব্দে আলবেনিয়ার রাজধানী স্কোডার এ জন্ম গ্রহণ করেন। তার পরিবার ছিল দরিদ্র। কিন্তু দ্বীনদারী ও জ্ঞানার্জন তাদের দরিদ্রতার উপর ছিল বিজয়ী। তার পিতা ছিলেন আলবেনিয়ার একজন বিজ্ঞ আলেম। ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের জন্য মানুষ তার কাছে ছুটে যেত। তিনি সাধ্যানুযায়ী মানুষকে দ্বীনের জ্ঞান দিতেন এবং তাদেরকে দিক নির্দেশনা প্রদান করতেন। তিনি তুরস্কের ইস্তাম্বুলে শরীয়াহ বিষয়ে শিক্ষকতা করেন।
মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী ছিলেন বিংশ শতাব্দীর একজন সিরীয় ইসলামী চিন্তাবিদ, যিনি হাদীস ও ফিক্ব্হ্ শাস্ত্রের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তিনি পেশাগতভাবে একজন ঘড়ি মেরামতকারী ছিলেন এবং এর পাশাপাশি তিনি ছিলেন একজন প্রামাণ্য লেখক ও বক্তা। তিনিই প্রথম সালাফী শব্দটিকে একটি শ্রেণীগত প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি সিরিয়ায় তার খ্যাতি প্রতিষ্ঠা করেন, যেখানে তার পরিবার ছোটবেলায় স্থানান্তরিত হয়েছিল এবং যেখানে তিনি শিক্ষিত হয়ে ছিলেন।

◈ শিক্ষা জীবন:
দামেস্ক আসার পর আলবানীর বয়স প্রায় নয় বছর হলে তার পিতা তাকে সেখানকার ‘স্কুল অব এইড চ্যারিটি’ নামক একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। সেখানেই তিনি কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।
প্রচলিত একাডেমিক শিক্ষা ব্যবস্থায় দ্বীন সম্পর্কে ভালো জ্ঞানার্জনের ব্যবস্থা ছিল না। বিধায় তার পিতা এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ ছেলের পড়া-শোনার ক্ষেত্রে ভিন্ন দৃষ্টি পোষণ করতেন। এ কারণে, তিনি নিজে সন্তানের জন্য স্বতন্ত্র শিক্ষা সিলেবাস তৈরি করে তার মাধ্যমে তাকে আল কুরআনুল কারীম, তাজবীদ, নাহু, সরফ এবং হানাফী ফিকাহ ইত্যাদি বিষয় শিক্ষা দিতে লাগলেন। ফিকাহের মধ্যে হানাফী ফিকাহের অন্যতম কিতাব মুখতাসরুল কুদুরী পড়ান। তিনি তার পিতার কাছেই হাফস বিন আসেম এর রেয়াওয়াত অনুযায়ী কুরআনের হিফয সমাপ্ত করেন।

◈ শায়খ আলবানীর শিক্ষকগণ:
ইমাম আলবানীর শিক্ষকের সংখ্যা ছিল হাতেগণা কয়েকজন। তন্মধ্যে:
১) তার পিতা শায়খ আলহাজ্ব নূহ।
২) তার পিতার বন্ধু বিশিষ্ট আলেম শাইখ সাঈদ আল বুরহানীর নিকট কিশোর আলবানী হানাফী ফিকাহের কিতাব মুরাকিল ফালাহ, নাহুর কিতাব শুযূরুয যাহাব এবং আধুনিক যুগের লিখা আরবী সাহিত্য ও ইলমুল বালাগাহর কিছু কিতাব পড়েন।
৩) এর পাশাপাশি তিনি তখনকার দামেস্কের প্রসিদ্ধ আলেম আল্লামা মুহাম্মদ বাহজা আল বাইতারের বিভিন্ন দারসে অংশ গ্রহণ করতেন।
৪) আলবানী রহ. এর আরেকজন শায়খ হলেন আল্লামা রাবিগ আত ত্বব্বাখ। তিনি সিরিয়ার অত্যন্ত বড়মাপের একজন আলেম ছিলেন। তিনি পরিচিত ছিলেন হালাবের আল্লামা হিসেবে। এই শায়খের নিকট তিনি হাদীস পড়েন। অত:পর তিনি আলবানী রহ. কে হাদীসের ইজাযা প্রদান করেন।
আল-আলবানী সহিংসতার পক্ষে সওয়াল করেননি, প্রতিষ্ঠিত সরকারের প্রতি নীরবতা এবং আনুগত্য পছন্দ করতেন।

◈ তার ছাত্রদের মধ্যে বিশিষ্ট কয়েকজন:
শাইখ আলবানী বিভিন্ন দেশ প্রচুর সফর করতেন। যার কারণে তার ছাত্রের সংখ্যাও প্রচুর যারা তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন। তাদের মধ্যে কতিপয় ছাত্র হল,
১) আলামা ইহসান ইলাহী যহীর
২) ডক্টর বাসিম ফায়সাল আল জাওয়াবিরাহ
৩) শায়খ হুসাইন বিন আউদাহ আল উয়াইশাহ
৪) আল্লামা শায়খ রবী বিন হাদী আল মাদখালী
৫) শায়খ আলী হাসান আল হালাবী
৬) শায়খ মুকবিল বিন হাদী আল ওয়াদাঈ
৭) শায়খ মাশহুর হাসান আলে সালমান
৮) শায়খ জামীল যাইনূ
এছাড়াও অসংখ্য বড় বড় আলেম রয়েছেন যারা শাইখ আলবানী রাহ. এর সান্বিধ্যে থেকে ইলম অর্জন করেছেন।

◈ কষ্টে ধৈর্য ধারণ ও হিজরত:
১৯৬০ সালের প্রথম দিকে শাইখ সিরিয়া ক্ষমতাসীনদের নজরদারীতে পড়েন যদিও তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। যা তার সামনে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তিনি দুবার গ্রেফতার হয়েছেন। প্রথমবার ৬৮ সালের আগে দামেস্কের কেল্লা কারাগারে বন্দি ছিলেন একমাসের জন্য। এটা সেই কারাগার যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. কে বন্দি করে রাখা হয়েছিল। ৬৮ সালের যুদ্ধের সময় সিরিয় সরকার সকল রাজবন্দীকে মুক্ত করে দিলে তিনিও মুক্ত হন।
কিন্তু যুদ্ধ আরও কঠিন রূপ ধারণ করলে শাইখকে পুনরায় কারাবরণ করতে হয়। কিন্তু এবার কেল্লা কারাগারে নয় বরং দামেস্কের পূর্ব-উত্তরাঞ্চলের আল হাসাকা কারাগারে। শাইখ এখানে আট মাস অতিবাহিত করেন। কারাগারে অবস্থানের এই আট মাস সময়ে তিনি হাফেয মুনযেরীর লেখা মুখতাসার সহীহ মুসলিম তাহকীক করেন এবং সেখানে অন্যান্য বড় বড় রাজবন্দী ব্যক্তিত্বের সাথে মিলিত হন।
পরবর্তীতে তিনি সিরিয়া ছেড়ে জর্ডানে পাড়ি জমান এবং রাজধানী আম্মানে স্থায়ী ভাবে বসবাস করেন। মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

◈বাংলায় অনুদিত বইসমূহ :
আপনার হজ্জ শুদ্ধ হচ্ছে কি?
ইলমে হাদীসের গুরুত্ব ও মর্যাদা
ইসলাম প্রচারক ভাই প্রথমে তাওহীদের দাওয়াত দিন
ইসলাম বিরোধী আইন জারীর বিধান ও ফিতনাতুত তাকফীর
ইসলামে হাদীসের গুরুত্ব ও মর্যাদা
ঈদের ছালাত ঈদগাহে পড়তে হবে কেন
কবর ও মাজার সংলগ্ন মাসজিদে ছালাত আদায়ে সতর্ক হোন
তারাবীহ ও ইতিকাফ
দাজ্জাল ! মাসীহ্ দাজ্জালের কিসসা
নবী ছল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম যেভাবে হজ্জ করেছেন
নয়টি প্রশ্নের উত্তর
প্রত্যেক মায্হাবে সুন্নাহ্ বিরোধী ফাতওয়া আজ কেন বিদ্যামান
বাসর রাতের আদর্শ
মৃত্যু রোগ থেকে শুরু করে মৃত ব্যক্তি কেন্দ্রিক মৃত্যের যাবতীয় করনীয় ও বর্জন
রাসূলুল্লাহ সাঃ এর নামায/সালাত সম্পাদনের পদ্ধতি
সলাতুত তারাবীহ
নারীর পোশাকের রীতি নীতি (জিলবাব আল-মার’আহ আল-মুসলিমাহ)
সিলসালাত আল-হাদীস আস-সহীহাহ্
সিলসালাত আল-হাদীস আয-যঈফাহ্

◈ তাঁর ব্যাপারে আলেমগণের ভূয়সী প্রশংসা:
১) শাইখ মুহাম্মদ বিন ইবরাহীম রহ.বলেন:
“তিনি ছিলেন সুন্নতের অনুসারী, হকের সাহায্যকারী এবং বাতিল পন্থীদের বিরুদ্ধে প্রতিবাদকারী।”
২) শাইখ আব্দুল্লাহ বিন বায রহ. বলেন:
“বর্তমান বিশ্বে আসমানের নিচে আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানীর মত এত বড় হাদীসের আলেম আমি দেখি নি।”
শাইখ বিন বায রহ. এর নিকট এই হাদীসটি সম্পর্কে জানতে চাওয়া হয়। যে হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ তায়ালা প্রতি একশ বছরের মাথায় এই উম্মতের জন্য এমন একজনকে পাঠাবেন যিনি দ্বীন-ইসলামকে সংস্কার করবেন।” তিনি বলেন: আমার ধারণা, শাইখ মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী হলেন এ যুগের মুজাদ্দিদ বা সংস্কারক। আল্লাহ সব চেয়ে ভাল জানেন।
৩) আল্লামা শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রহ. বলেন:
“শাইখের সাথে বৈঠকাদীতে বসার পর (যদিও তা কম) যা বুঝতে পেরেছি তা হল: তিনি সন্নাহর প্রতি আমল এবং আমল-আকীদা উভয় ক্ষেত্রেই বিদয়াত উৎখাতে খুবই আগ্রহী। আর তার লিখিত বই-পুস্তক পড়ে তার ব্যাপারে জানতে পারলাম যে, তিনি হাদীসের সনদ ও মতন উভয় ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী। এ সকল বই-পুস্তক দ্বারা আল্লাহ তায়ালা অনেক মানুষকে উপকৃত করেছেন-যেভাবে জ্ঞানার্জনের ক্ষেত্রে তারা লাভবান হয়েছে তদ্রূপ নীতি নির্ধারণ এবং ইলমে হাদীসের প্রতি আগ্রহ সৃষ্টির ক্ষেত্রেও তারা লাভবান হয়েছেন। এটি মুসলমানদের জন্য একটি বড় প্রাপ্তি। আল হামদুলিল্লাহ। আর ইলমে হাদীসের ক্ষেত্রে তার জ্ঞানগর্ভ গবেষণা সত্যি চমৎকৃত হওয়ার মত।”

◈ আখিরাতের পথে যাত্রা:
আল্লামা আলবানী রহ. এই নশ্বর জগত ছেড়ে আখিরাতের পথে যাত্রা করেন শনিবার, ২২ জুমাদাল আখেরা, ১৪২০ হিজরী, মোতাবেক ২ অক্টোবর, ১৯৯৯ খৃষ্টাব্দ।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর।
যে দিন মারা যান সে দিনই ইশার সালাতের পরে তাকে দাফন দেয়া হয়।
তার নামাযে জানাযার ইমামতি করেন তার ছাত্র শাইখ ইবরাহীম শাকরাহ। জানাযায় তার ছেলেরা, আত্মীয়-স্বজন, ছাত্র, বন্ধু-বান্ধব ও সাধারণ মানুষ সহ প্রায় পাঁচ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
লাশ দাফন করা হয় উমানের রাজধানী আল হামলান নামীয় পাহাড়ে নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক গোরস্থানে।
(আল্লাহ তাআলা শাইখ আলবানীকে অবরিত রহমত বর্ষণে সিক্ত করুন। আমীন)

02/01/2024

প্রশ্নঃ কোনো মুসলিম কি ই হুদি খ্রিস্টান দ্বারা প্রবর্তীত মতবাদ যেমন ধর্ম নিরপেক্ষতা বা গণ-তন্ত্র গ্রহণ করতে পারবে কি? জবাবঃ ডক্টর মুযাফফর বিন মুহসিন হাফিয্বাহুল্লাহ।

01/12/2023

মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি মহোদয়কে জঙ্গীবাদের বিরুদ্ধে লেখা 'ভ্রান্তির বেড়াজালে ইক্বামতে দ্বীন' গ্ৰন্থ উপহার প্রদান করেন ড. মুযাফফর বিন মুহসিন।

🔰 দারুল হুদা ইসলামী কমপ্লেক্স-এর অনলাইন ফরম-এর ডাউনলোড লিংক :নুরানী থেকে দশম শ্রেণি পর্যন্ত : https://flic.kr/p/2pj9P6qস...
30/11/2023

🔰 দারুল হুদা ইসলামী কমপ্লেক্স-এর অনলাইন ফরম-এর ডাউনলোড লিংক :
নুরানী থেকে দশম শ্রেণি পর্যন্ত : https://flic.kr/p/2pj9P6q
সানুবিয়া ও কুল্লিয়া আবেদন পত্র : https://flic.kr/p/2pjaxb8
সানুবিয়া ও কুল্লিয়া ভর্তি ফরম : https://flic.kr/p/2pj9c8c
✅ অনলাইন থেকে ফরম ডাউনলোড করার পর তা পূরণ করে ৩০০/- (তিনশত টাকা) দিয়ে জমা দিতে হবে।
🗓️ ফরম জমা দেয়ার শেষ তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৩
🟦 দারুল হুদা ইসলামী কমপ্লেক্স
🔹 পরিচালক : ড. মুযাফফর বিন মুহসিন
🔹 প্রিন্সিপ্যাল : মুকাররম বিন মুহসিন মাদানী
📌 যোগাযোগ : ⤵️
⏹ বাউসা হেদাতীপাড়া, তেঁথুলিয়া, বাঘা, রাজশাহী।
📞 ০১৭২২-৬৮৪৪৯০, ০১৭২০-২৭৫৫৮৮

চরমপন্থী মুনিরুদ্দিনকে বয়কট করুন!
22/11/2023

চরমপন্থী মুনিরুদ্দিনকে বয়কট করুন!

16/11/2023

15/11/2023

৪২ তম জাতীয় ইজতেমা ২০২৩

15/11/2023

test

🔸বাংলাদেশের সবচেয়ে বড় সালাফী মানহাজ ভিত্তিক ইসলামী মহাসম্মেলন তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী 🔻 ৪২তম জাতীয় ইজতেমা ২০২৩ 🔻🔰 আলোচ...
12/11/2023

🔸বাংলাদেশের সবচেয়ে বড় সালাফী মানহাজ ভিত্তিক ইসলামী মহাসম্মেলন তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী
🔻 ৪২তম জাতীয় ইজতেমা ২০২৩ 🔻
🔰 আলোচকবৃন্দ ⤵️
🎙️ প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক সালাফি
🎙️ প্রফেসর ড. মুহাম্মাদ মুছলেহুদ্দীন
🎙️ শায়খ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
🎙️ শায়খ মাসউদুল আলম উমরী
🎙️ প্রফেসর ড. লোকমান হোসেন
🎙️ শায়খ ড. মুহাম্মাদ ইমাম হোসাইন
🎙️ শায়খ আব্দুন নূর মাদানী
🎙️ শায়খ ড. ইমামুদ্দিন বিন আব্দুল বাছীর
🎙️ শায়খ মুকাররম বিন মুহসিন মাদানী
🎙️ ড. মুহাম্মাদ বযলুর রহমান
🎙️ ব্রাদার রাহুল হুসাইন
🎙️ আব্দুল্লাহ বিন আব্দুর রহীম

=====
🌐 স্থান : ধানীখোলা মিলন সমাজ মাঠ, ত্রিশাল, ময়মনসিংহ।
=====
▶️ আয়োজনে : বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম
⏹️ কেন্দ্রীয় কার্যালয় : ধানীখোলা মারকায মসজিদ, ত্রিশাল, ময়মনসিংহ।
📞 মোবাইল : ০১৭৫৭-৯৯৫২২৮

04/11/2023

halaka

03/11/2023

live

02/11/2023

islami halaka

ইনশাআল্লাহ
01/11/2023

ইনশাআল্লাহ

27/10/2023

jumar khutba

ইন শা-আল্লাহ
24/10/2023

ইন শা-আল্লাহ

গ্রন্থটি সকলের জন্যই উপকারী হবে ইনশাআল্লাহ।
15/10/2023

গ্রন্থটি সকলের জন্যই উপকারী হবে ইনশাআল্লাহ।

দারস দিচ্ছেন শাইখ ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া প্রফেসর, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া স্থান : দারুল হুদা ইসলামী কমপ্লেক...
12/10/2023

দারস দিচ্ছেন
শাইখ ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া
প্রফেসর, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
স্থান : দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, রাজশাহী
তারিখ: ১২/১০/২০২৩

Address

Nowdapara
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ikhlas Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Ikhlas Media:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Networks in Rajshahi

Show All

You may also like