News Observer

News Observer This is an Online news portal & Online television

12/08/2022

জাহিদ হাসান সাব্বির : রাজশাহী মহানগরীতে মাথাচাড়া দিচ্ছে স্থানীয় ওর্য়াড, স্কুল, কলেজ ও বিভিন্ন সংগঠনের কিশোর গ্যা.....

রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত মুকুলের হত্যাকারীদের দ্রুত আটক ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন   নিজস্ব প্রতিবেদক : গত ১ আগষ্ট ...
07/08/2022

রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত মুকুলের হত্যাকারীদের দ্রুত আটক ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : গত ১ আগষ্ট রাজশাহীর হরিষার ডাইং এলাকায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মুকুল আলী নামে একজন নিহত হয়। নিহতের স্বজনেরার থানায় অভিযোগ করলে ৫ জনকে আটক করে শাহমুখদুম থানা পুলিশ। এ ঘটনায় আরো ৩জন পলাতক আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর একটি রেস্তোরায় নিহতের স্ত্রী ও ছেলের আয়োজনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত মকুলের ছেলে শামিম ইসলাম বলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকায় অভিযুক্ত বকুলের ছেলে নাহিদ গত ১ আগষ্ট রাত সাড়ে ৯ টায় উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান শুনছিলো। আমার বোন অন্তসত্বা ও অসুস্থ হওয়ায় আমার বাবা নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক সাউন্ড বক্সের শব্দ কমিয়ে দিলেও বাবা সেখান থেকে চলে আসলে আবারও শব্দ বাড়িয়ে দেয়।

আমার বাবা (মুকুল আলী) পুনরায় নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করলে আসামি নাহিদ ও তার পিতা বকুল আলী, মা ও তার বোন মিলে বাবাকে গালিগালাজ করে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে এবং চাকু দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুত্বর জখম করে। এ সময় চিৎকার শুনে আমার ছোট ভাই শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারপিট ও চাকু দিয়ে আঘাত করে জখম করে।

মকুলের ছেলে শামিম ইসলাম আরও জানায়, ঘটনাস্থলে স্থানীয় লোকজন বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহতবস্থায় বাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ আগষ্ট (১ আগষ্ট দিবাগত) রাত সাড়ে ১২ টায় মৃত্যু বরণ করেন। এরপর আমি ঘটনার প্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশ গত ২ আগষ্ট হরিষার ডাইং ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকা হতে ৫ জন আসামিদের গ্রেফতার করে। তবে এখনো ৩জন মূল আসামী পলাতক রয়েছে। আমরা সকল আসামীর শাস্তি চায়।

সূত্র : বাংলার জনপদ রাজশাহীর ভদ্রামোড়ে মলমূত্রের পানি, পঁচা দূর্গন্ধে জনদূর্ভোগভদ্রা মোড় রাজশাহী মহানগরীর একটি ব্যাস্ততম...
08/05/2022

সূত্র : বাংলার জনপদ

রাজশাহীর ভদ্রামোড়ে মলমূত্রের পানি, পঁচা দূর্গন্ধে জনদূর্ভোগ

ভদ্রা মোড় রাজশাহী মহানগরীর একটি ব্যাস্ততম এলাকা। প্রতিদিন প্রায় হাজারো মানুষের আনাগোনা থাকে শহরের এই এলাকাটিতে। রাজশাহী সিটি কর্পোরেশন এই এলাকাটিকে ঢেলে সাজিয়েছে, প্রসস্ত রাস্তা, ল্যাম্পপোষ্ট, ফুটপাত ও ড্রেনেজ ব্যাবস্থা চোখে পড়ার মতো। তবে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, ভদ্রা বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে মালিকানাধিন একটি টয়লেট এবং পাশেই একটি কনষ্ট্রাকশন সাইটের বর্জ্য পানি প্রবাহের জন্য ব্যবহার করা হচ্ছে ফুটপাতের পাশের ড্রেনটি। এতে ড্রেনটির ধারনক্ষমতার থেকে বেশি চাপ পড়ছে, অন্যদিকে টয়লেটেরসহ আশেপাশের বিভিন্ন অবকাঠামো এমনকি বাসা বাড়ির বর্জ্য পানির লাইন সংযুক্ত করা হয়েছে এই ড্রেনটি দিয়ে। ফলে সরু ড্র্রেনটি পরিনত হয়েছে বদ্ধ নালায়, যেহেতু ড্রেনটি এসব ভারি বর্জ্যের কারনে আবদ্ধ এবং ¯্র্েরাতহীন হয়ে পড়েছে সেহেতু ড্রেনের পানি গুলো পানি নিষ্কাশনের পথ দিয়ে রাস্তার উপরে উঠে আসছে।

ড্রেনের ধার ঘেষে গড়ে উঠেছে বিভিন্ন বিপনী বিতানসহ খাদ্য পণ্যের দোকান এবং পাশের টয়লেটের এসব পানি থেকে বের হয় প্রচন্ড দূর্গন্ধ ফলে যেমন শারীরিক অসুস্থতা সৃষ্টি হয় ঠিক তেমনই দোকান গুলোতে আসা ক্রেতাদের অবস্থা নাজেহাল। এসব বিপনী বিতান গুলোর পক্ষ থেকে একধিকবার টয়লেট মালিক, কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনকে অভিযোগ দেয়া হলেও এখনো মেলেনি তার সুষ্ঠ সুরাহা।

গতকাল শনিবার (৭মে) ভদ্রা মোড়ে গিয়ে দেখা যায় রাস্তার পাশে সবুজ বর্ণের পানি থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে, অতিব প্রয়োজন ছাড়া কোন মানুষ স্থানটিতে দাড়াতে পারছে না, এদিকে মানুষজন না থাকায় আশপাশের দোকান গুলোতে নেই বেচাকেনা।

এবিষয়ে স্থানীয় এক দোকানী রফিকুল ইসলাম জানান, রোজার মাসেও আমরা এই সমস্যা নিয়ে দোকান করেছি, আশানুরূপ ব্যবসা না হওয়ায় কর্মচারীদের বেতন দিতে পারি নি। বারবার এ বিষয়ে অভিযোগ দেয়া হলেও ব্যবস্থা নেয় নি কেউ। এখানটি থেকে প্রচুর দূর্গন্ধ বের হয় এবং আমাদের নিশ্বাস নেয়াও কাল হয়ে দাড়িয়েছে।

রাত্রিকালীন রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা সুপারভাইজার শান্ত বলেন, প্রতিদিন আমাদের এই দূর্গন্ধের মধ্যেই কাজ করতে হয়, ড্রেনের পানি আমরা পরিস্কার করতে পারি কিন্তু কেউ যদি এতে মলমূত্র ফেলে জায়গাটি সেফটি ট্যাঙ্ক বানিয়ে ফেলে তাহলে আমাদের কি করার ভাই বলেন?

অন্যদিকে আরেকজন ব্যবসায়ী আজিজুল আমাদের বলেন, বারবার অভিযোগ দিয়েছি তাও কেউ কোনো ব্যবস্থা নেই নি, আমরা এর কারণে খুব খারাপ অবস্থায় রয়েছি।

রাসিকের আরেকজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা হলে তিনি বলেন, এই জায়গায় আবর্জনা তোলা তো দূরে থাক, এর পাশে দিয়ে হেঁটে গেলেও প্রচুর দূর্গন্ধের মধ্যে পড়তে হয়।

এসকল বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয় রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ও পরিচ্ছন্ন বিভাগের হিসাব সহকারী বাহারুল আলম সাগরের সাথে তিনি জানান, বিষয়টি আমাদের জানা ছিলো না তবে দ্রæতই এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে এবং অবৈধ এসব স্যানিটারি পাইপ গুলো লাগানো বিষটিও তদন্ত করা হবে।

রাসিকের ২৭নং ্ওর্য়াড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে একাধিকবার পরিচ্ছন্নতাকর্মী পঠিয়ে জায়গাটি পরিস্কার করি তবে তাও কোনো কাজে আসে না, আমরা এ বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছি আশা করা যায় দ্রæতই জায়গাটি উদ্ধার করে আবারো পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। ব্যাক্তি মালিকানাধিন গনসৌচাগার এবং পাশে থাকা অতিথি হোটেল এর বর্জ্য গুলো যেন ড্রেনে না ফেলে সে বিষয়ে আমরা তাদের অবগত করেছি তবুও বিষয়টি নিয়ে কর্ণপাত করেনি তারা।

ভদ্রা মোড়ের দোকান গুলোতে হাতে গোনা কিছু ক্রেতা দেখা যায় তারা বলেন, আমাদের এই জায়গাটিতে খুবই সমস্যা হয়, পেটে ক্ষুধা নিয়ে এই জায়গায় এলেও কোন খাবার খেতে রুচি হয়না। সরকারের কাছে বলতে চাই এই দূর্ভোগের সমাধান যেন দ্রæতই হয়ে যায়।

এদিকে অভিযুক্ত এসব অবকাঠামোর মালিকদের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয় এড়িয়ে যায়।

17/04/2022

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর লক্ষীপুরের আস্থা ফার্মেসীতে হামলা এবং দোকান ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সংবাদ সম্মেলনে আগামী ৩দিনের মধ্যে ঔষধ ব্যবসায়ীদের মামলা লিপিবদ্ধ করা না হলে ২১শে এপ্রিল রাজশাহীর সকল ঔষধের দোকান অর্ধদিবস বন্ধ করে প্রতিবাদ জানানোর আল্টিমেটাম দিয়েছে ঔষধ ব্যবসায়ীরা।

আজ (১৭এপ্রিল) রবিবার বেলা ১২টায় লক্ষীপুরে অবস্থিত বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার কার্যালয়ে ঔষধ ব্যবসায়ীদের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম শামীম, মাফাচিয়েতুল ইসলাম, আনসারুল ইসলাম, শফিকুজ্জামান সুব্র ও আলম খান ডাবলু প্রমুখ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ বলেন, গত ১০ এপ্রিল রাজশাহীর লক্ষীপুর মোড়ে আস্থা ফার্মেসীতে অর্তকিত হামলা চালাই বহিরাগতরা। ঘটনার প্রেক্ষিতে সেইদিন রাজপাড়া থানায় ঘটনার বিবরণ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে মামলা করতে গেলে মামলা নাকচ করে দেয়া হয়। পরবর্তীতে বারবার মামলা করতে যাওয়া হলেও থানা মামলাটি গ্রহন করেনি। তবে কোন সূত্র ধরে হামলাকারীদের মামলা নিলো পুলিশ তা আমাদের বোধগম্য হয় না।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, ঘটনার দিন আস্থা ফার্মেসীর মালিক ও দোকানের কর্মচারীরা স্বাভাবিক দিনের মতো ব্যবসার কজে ব্যাস্ত ছিলো। এক দম্পতি সেইদিন ঔষধ নেয়ার জন্য কিছু ঔষধের হিসাব করছিলো তবে কিছুক্ষন পর সেই দম্পতি ক্ষিপ্ত হয়ে বলতে থাকে ঔষধের দাম বেশি, ঔষধ গুলো অন্য দোকান থেকে নিবো। তার কথার প্রেক্ষিতে দোকানি তাকে আর কিছু বলে নাই। তবে তারা দোকানদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এক পর্যায়ে তারা চলে যায়। তার কিছুক্ষন পর তারা আবারো ফিরে আসে এবং গালিগালাজ করতে থাকে। দোকানীরা কোন কাষ্টমারকে কিছু না বললেও তারা দোকানীর উপর চড়াও হতে থাকে একপর্যায়ে তারা আস্থা ফার্মেসীর মালিক বাবুকে মারধর করতে শুরু করে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রায় ৮ থেকে ৯ জন পুরুষ মহিলা হামলাকারী তাদের উপর চড়াও হয়ে হামলা করে।

এদিকে ঘটনার পর, ভুক্তোভোগী ফার্মেসীর মালিক থানায় মমলা করতে গেলে পুলিশ তাদের মামলা নেয়নি এবং হামলাকারীদের মামলা নেয়। কোন আদৃশ্য শক্তির বলে পুলিশও নিরুপায় তা আমাদের জানা নেই তবে আমরা ঔষধ ব্যবসায়ীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে

09/03/2022
17/02/2022
31/01/2022
23/01/2022
আজ রাজশাহী  ‌RADiX PUBLIC SCHOOL , এ নতুন বছরে নতুন বই বিতরণ করা এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবাদ চলমান এর...
01/01/2022

আজ রাজশাহী ‌RADiX PUBLIC SCHOOL , এ নতুন বছরে নতুন বই বিতরণ করা এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবাদ চলমান এর রিপোর্টার এবং রাজশাহী মডেল প্রেসক্লাব এর প্রচার সম্পাদক মোঃমতিউরর রহমান মতি এবং স্কুলের প্রধান শিক্ষক আরিফ হোসেন শিক্ষক কাওসার ও ম্যাডাম জেবা সাবিনা আঁখি রোমানা তিস্না সহ আরো অনেকে রাজশাহী পদ্মা আবাসিক এ অবস্থিত ৮ নং রোডের ৪৩৮ নং বাড়িতে অবস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক আরিফ হোসেন এর কাছে থেকে স্কুল বিষয়ে জানতে চাইলে সে বলে আমাদের স্কুলে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয় এবং দুর্বল শিক্ষার্থী দের জন্য এক্সট্রা ক্লাস নেওয়া হয়

09/12/2021
07/12/2021
24/11/2021
22/11/2021
15/11/2021
10/11/2021
08/11/2021

Address

Sahebbazar
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Observer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Rajshahi media companies

Show All

You may also like