noyon_islam_shakil

noyon_islam_shakil সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ।

- যার বেতন হচ্ছে জান্নাত।

26/02/2024

002) সূরা আল বাক্বারাহ _ سورة البقرة Surah Al Baqarah _ Full বাংলা অনুবাদ HD

26/02/2024

001) সুরা আল-ফাতিহা _ Sura Al-Fatiha _ سورة الفاتحة Qari Shakir Qasmi

30/08/2023
24/08/2023

#প্রশংসা করতে যোগ্যতা লাগে বদনাম করতে কোন যোগ্যতা লাগে না

23/08/2023

সিলেট থেকে ঢাকা যাওয়ার বাসে উঠেছি। আমার সিট নাম্বার ফোর ডি। জানালার পাশের সিট। জার্নিতে আমার পছন্দ সিট হলো ফোর বা ফাইভ স...
16/08/2023

সিলেট থেকে ঢাকা যাওয়ার বাসে উঠেছি। আমার সিট নাম্বার ফোর ডি। জানালার পাশের সিট। জার্নিতে আমার পছন্দ সিট হলো ফোর বা ফাইভ সিরিয়ালের জানালার পাশের সিট।

বাসে বসে আছি। বাস ছাড়তে আর সময় লাগবে। দশ মিনিট অপেক্ষা করে বাস ছেড়ে দিলো। আমার পাশের সিটটা এখনো ফাঁকা! মনে হয় সামনের কোনো স্টেশন থেকে উঠবে।

যা ভেবেছিলাম তাই হলো। কয়েকটা স্টেশনে পার হওয়ার পর একটা মেয়ে উঠল। আমার কাছে এসে বলল, "ভাইয়া জানালার পাশের সিটটায় বসা যাবে?"

আমি মেয়েটার দিকে তাকালাম। কালো রংয়ের একটা বোরকা পরেছে। মুখটা বের করা। কী সুন্দর দেখতে! তাকিয়ে থাকতে ইচ্ছে করে!

এমন সুন্দরী মেয়ের অনুরোধ উপেক্ষা করা যায়? যায় না। আমি সিটটা ছেড়ে দিলাম।

"ধন্যবাদ ভাইয়া।" বলে মিষ্টি হাসি দিলো। বাঃ! হাসিটা তো দারুণ!

মেয়েটার নাম জানা হলো সুইটি। কথা বলে কম। কথা বলার সময় স্বর একটু কেমন জানি লাগে। মেয়েটা খুব ভালো! অল্প সময়ে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল।
মেয়েটার বাড়ি সিলেট। পড়াশোনা করে ঢাকায়। হলে থাকে।

অল্প সময়ে আমরা নিজেদের মোটামুটি সবকিছু জেনে ফেললাম।

বাসের বিরতি দিলো ব্রাহ্মণবাড়িয়া এসে। উজানভাটি নামে একটা রেস্টুরেন্টে।

আমি সুইটি কে বললাম, "নামবেন না?"

একটু হেসে প্রথমে না বলল। অনুরোধ করায় পরে রাজি হলো।

দুইজনে নিচে নামলাম। রেস্টুরেন্টটা ভালোই। হালকা খাওয়া-দাওয়া করলাম। খাবারের বিলটা আমিই দিলাম।

একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিলাম। বন্ধুদের জ্বালানোর জন্য। এমন সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছি।

বিরতির পর আবার বাস ছাড়ল। উজানভাটি রেস্টুরেন্টের পরেই আশুগঞ্জ। আশুগঞ্জ ব্রিজটা দেখতে বেশ সুন্দর।

ব্রিজটা পার হওয়ার পরই বাসটা থেমে গেল। কয়েকজন পুলিশ উঠে বললেন, "সবাই নামেন বাস চেক করা হবে।"

পাশের যাত্রী বলল," মনে হয় কোনো ইনফরমেশন পাইছে।"

আমি আর সুইটি একসাথে নিচে নামলাম। একে একে সবাইকে জিজ্ঞেসবাদ করছে। কয়েকজন বাসে উঠে জিনিসপত্র চেক করছে।

সুইটি কে নাম-টাম জিজ্ঞেস করল। আমাকে বলল, "আপনার পরিচিত?"

"হ্যাঁ।"

একজন মহিলা পুলিশ সুইটি কে চেক করা শুরু করল। অনেকেই এ সব ভিডিও করছে। আচমকা পুলিশ সুইটির বোরকা খুলতে বলল। একটা করে কাপড় অনাবৃত হচ্ছে আর সুইটির আদল পরিবর্তন হচ্ছে।

জানা গেল সুইটি মেয়ে না ছেলে! ওর দেহের মধ্যে মাদক পাওয়া গেল।

পুলিশ অফিসার আমাকে বললেন, "আপনারা একসাথে না?"

"না স্যার।"

"আপনি না বললেন পরিচিত। "

"বাসে উঠে পরিচয় হয়েছে স্যার।"

পাশের মহিলা পুলিশ কি যেন বললেন। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, "বুঝতে পারছি। আপনি যান।"

সুইটির ভিডিও ভাইরাল হয়ে গেছে! টেনশনে ভুলে গেছিলাম আমি সুইটির ছবি ফেসবুকে দিয়েছিলাম। হঠাৎ ঢুকে দেখি বন্ধুরা কমেন্ট করছে," দোস্ত তোর বয়ফ্রেন্ডটা জোস!"

লেখকঃ- Nabil Mahmud

collected

এ কেমন রাজাকার , যার জন্য লাখো মানুষের বুকফাটা আর্তনাদ ?🥲🤐বেইমানদের কাছে তিনি নিন্দিত কিন্তু ইমানদারদের কাছে তিনি নন্দিত...
15/08/2023

এ কেমন রাজাকার , যার জন্য লাখো মানুষের বুকফাটা আর্তনাদ ?🥲🤐
বেইমানদের কাছে তিনি নিন্দিত কিন্তু ইমানদারদের কাছে তিনি নন্দিত ।😭🤲
কোটি মুমিনের হৃদয় রাজ্যের বাদশাহর শেষ বিদায়তো এমনই হওয়ার কথা ।😌
এমন জীবন তুমি করিবে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন...
উক্তিটির জ্বলন্ত উদাহরণ যেন দিয়ে গেলেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাঈন সাঈদী (রাহিমাহুল্লাহ)।
মহান আল্লাহ এই মাজলুমের প্রতিটি দোয়া কবুল করুন, তাঁর রূহকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন, উনার সমস্ত নেক আমলসমূহ কবুল করুন, আমীন।😭🤲🤲

09/05/2023

☆ একেই বলে গণতন্ত্র (Democracy) ☆        কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। ক...
08/05/2023

☆ একেই বলে গণতন্ত্র (Democracy) ☆

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।
অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।
ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।
বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এইভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন
ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

©️

02/05/2023

_দুনিয়াতে আমাদের কোন বিশ্রাম নাই, 😪
_আমাদের বিশ্রাম হবে কবরে। ⚰️
- ওসমান গাজী❤️

Image: Lamine Yamal and Leo Messi a few years ago.❤️❤️
02/05/2023

Image: Lamine Yamal and Leo Messi a few years ago.❤️❤️

09/04/2023

05/04/2023
05/04/2023

মাওলানা তারিক জামিল হাফিজ ৪ মিনিটের হৃদয়গ্রাহী বয়ান ।
বাংলা অনুবাদ সহ


Pray for Dhaka Bangabazar Bangladesh 😭🇧🇩
04/04/2023

Pray for Dhaka Bangabazar Bangladesh 😭🇧🇩

02/04/2023



Address

Rajshahi

Telephone

+8801716903909

Website

Alerts

Be the first to know and let us send you an email when noyon_islam_shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to noyon_islam_shakil:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi

Show All