সপ্ন pari

সপ্ন pari Let us all follow the Quran and Sunnah

  ফলো দিলেই সাথে সাথে ফলো বেগ
10/12/2023

ফলো দিলেই সাথে সাথে ফলো বেগ

06/12/2023

সকলেই সাপট করবেন

02/09/2023
12/08/2023

এমন সুন্দর একটি নাত একবার দেখলে বার বার দেখতে মন চাইবে

03/07/2022
30/06/2022
30/06/2022

প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে, যা সে নিয়্যত করেছে।

__হযরত মোহাম্মদ (সা:)

30/06/2022
11/06/2022

আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ।

__হযরত মোহাম্মদ (সা:)

26/04/2022

শ্বাস নিচ্ছি - আলহামদুলিল্লাহ
ভালো আছি - আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি - আলহামদুলিল্লাহ

❌❌❌টিপ নিয়ে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিবাদস্বরূপ হিন্দুরা কথা বলতে পারে। কিন্তু একজন মুসলিম নারী-পুরুষের এ...
05/04/2022

❌❌❌টিপ নিয়ে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিবাদস্বরূপ হিন্দুরা কথা বলতে পারে। কিন্তু একজন মুসলিম নারী-পুরুষের এই ব্যাপারে প্রতিবাদী যে জগন্য ছবির পোস্ট দেখা যাচ্ছে তা পুরোপুরি হারাম ও ন্যক্কারজনক।

মুসলিম যেসব পুরুষেরা টিপ পড়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা যে অভিশপ্ত সে ব্যাপারে হাদীসে এসেছে,

রাসুল (সা.) এমন পুরুষের প্রতিও লানত করেছেন, যে পুরুষ নারীদের পোশাক পরিধান করে এবং এমন নারীর প্রতিও লানত করেছেন, যে পুরুষের পোশাক পরিধান করে। (মিশকাত)
-
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেই সব পুরুষের ওপর অভিশাপ করেছেন, যারা নারীদের মতো আকার-আকৃতি ধারণ করে হিজড়া সাজে এবং সেই সব নারীর ওপরও লানত করেছেন, যারা পুরুষালি আকৃতি ধারণ করে। (বুখারি)

আর মুসলিম নারীর টিপ পড়ার ব্যাপারে ইসলামে সুস্প্ষ্টভাবেই নিষেধ কারণ সেজেগুজে পরপুরুষের সামনে ঘুরে বেড়ানো নাজায়েজ। ইসলামে স্বামী, নিজস্ব মাহরাম পুরুষ এবং মহিলা অঙ্গন ছাড়া অন্য কারো সামনে মহিলাদের সাজ-সজ্জা ও সৌন্দর্য প্রদর্শন করা বৈধ নয়।

একদল আলেমের মতে, মুসলিম মহিলাদের জন্য টিপ পরা বৈধ নয়। তাদের মতে, টিপ পরা মূলত: সিঁদুরেরই একটি অংশ যা-হিন্দুদের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির অন্তর্ভুক্ত। সুতরাং টিপ পরিধান করলে হিন্দুয়ানী সংস্কৃতি চর্চা করা হয়- যা ইসলামে হারাম।

অতএব, হিন্দুরা এই ব্যাপারে প্রতিবাদ করার করুক। কিন্তু একজন মুসলিম নারী-পুরুষ এভাবে প্রতিবাদ করা কোনভাবে জায়েজ নয়। ❌❌❌

আল্লাহ আমাদের অভিশপ্ত হওয়া থেকে হিফাজত করুক। আমীন

17/03/2022
এটা আমাদের সমাজের বাস্তবতা প্রিয় ভাই আল্লাহর কাছে 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য জিজ্ঞাসিত হতে হবে আমাদের সবাইকে। শবেবরাতের...
17/03/2022

এটা আমাদের সমাজের বাস্তবতা প্রিয় ভাই আল্লাহর কাছে 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য জিজ্ঞাসিত হতে হবে আমাদের সবাইকে। শবেবরাতের নামাজের নয়

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন।অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই ম...
15/03/2022

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন।
অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।

এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!

এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়।
সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?

মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।

সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক।
collected

12/03/2022

Address

Joyourhat. Panchabibi
Rajshahi
5900

Alerts

Be the first to know and let us send you an email when সপ্ন pari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share