DeeniLife

DeeniLife "এখন থেকে যাত্রা হোক, শুধুই রবের পথে।"

• সেল্ফ রিমাইন্ডার ভিডিও পেতে Follow করুন •

আলহামদুলিল্লাহ!
29/12/2024

আলহামদুলিল্লাহ!

17/12/2024
17/12/2024

হে রব, দুনিয়াতে যাদেরকে আপন করেছি তারাই আমাকে পর করে দিয়েছে! একমাত্র তুমিই ব্যতীত।

গায়রত (আত্মমর্যাদা) সম্পন্ন কোনো পুরুষ তার স্ত্রীর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে না। এটি নিতান্ত ব্যক্তি...
06/11/2024

গায়রত (আত্মমর্যাদা) সম্পন্ন কোনো পুরুষ তার স্ত্রীর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে না। এটি নিতান্ত ব্যক্তিত্বহীন ব্যক্তির দ্বারাই সম্ভব।

হাদিস রেফারেন্স :

ইবনে উমর (রাঃ) হতে বর্ণিতঃ রাসূল ﷺ বলেছেন, ❝তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তা'আলা জান্নাত হারাম করে দিয়েছেন।
১। নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি।
২। পিতা-মাতার অবাধ্য সন্তান।
৩। দাইয়ুস (যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা, বোনসহ পরিবারের অধীনস্ত অন্য সদস্যদের বেপর্দা চলাফেরা ও অশ্লীল কাজকর্ম বা ব্যভিচারকে স্বাভাবিকভাবে গ্রহণ করে অথবা কোনোরূপ বাধা না দিয়ে চুপ থাকে)।❞

- (মুসনাদে আহমাদ ৫৩৭২; মিশকাতুল মাসাবীহ : ৩৬৫৫)

30/10/2024

বিশ্বাস রাখুন আপনার রব কখনোই আপনার ক্ষতি হতে দেবে না ইনশাআল্লাহ্ |

26/10/2024

নিজের একাকীত্বকে উপভোগ করুন রবের সাথে।

25/10/2024

জীবনে বহু মানুষ আসবে যাবে;

25/10/2024

মনে হচ্ছে দুইদিন পর পরই শুক্রবার চলে আসতেছে! কত দ্রুত সময় চলে যাচ্ছে,এটা কি আমার এমন লাগতেছে নাকি আপনাদের ও একি অবস্থা?🥺

16/07/2024

রুখে দাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রুখে দাড়িয়েছে ঢাবির সায়েন্সের ৩ টা হল।
এবার রুখে দাড়াও বাংলাদেশ।

16/07/2024

আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বা-ধী'ন হয়ে গেছে। সারারাত যেভাবে যু/* -দ্ধ করে টিকে ছিলো আমার ভাই ও বোনেরা, তাতে তাদের স্যালুট জানাই।
উঠেছে নতুন সূর্য 🇧🇩🔥

25/02/2024

এখন থেকে যাত্রা হোক শুধুই রবের কাছে আসার!

23/11/2023

তুমি কাউকে অসুন্দর, কুৎসিত বলতে পারো না!
কারণ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠতম-সুন্দর আকৃতিতে।❤️

[সুরা তীন : আয়াত-৪]

21/11/2023

জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখুন:

১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁকি দেওয়া যায় না।

২. আপনার কোনো ভালো কাজ আর ভালো চেষ্টাকে তিনি বৃথা যেতে দেবেন না৷ সেসবের প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে৷ হয় দুনিয়া এবং আখিরাত—দুই জায়গাতেই, অথবা—শুধু আখিরাতে।

~ আরিফ আজাদ

21/11/2023

খুব ইচ্ছে করে দ্বীন নিয়ে কোন এক অচেনা জায়গায় হারিয়ে যেতে 🖤

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when DeeniLife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DeeniLife:

Videos

Share

Category