22/09/2023
📌
জুমার দিনের বিশেষ আমল।
ছোট দুরুদ শরীফ হলো صلى الله عليه وسلم .
উচ্চারণ :(‘সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
যা পাঠের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুম আদায় হয়ে যায়।
দরুদ পড়ার ফজিলত সমুহ:
১. দশটা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
২. দশটা রহমত দান করা হয়।
৩. দশটা মর্যাদা বৃদ্ধি করা হয়।
৪. ফেরেশতারা তাদের জন্য দোয়া করে।
৫. রাসূল (ﷺ) এর কাছে দুরুদ পাঠকারীর নাম ও বাবার নাম উপস্থাপন করা হয়।
৬. রাসূল (ﷺ) স্বয়ং তার জন্য দু’য়া করেন।
৭. সমস্যা ও দুশ্চিন্তা দূর হয়।
৮. রাসূল (ﷺ) এর শাফায়াত লাভ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কি'য়া'মতের দিন আমার শাফা‘আত (সুপারিশ) লাভ করবে।’’
[মাজমাউয যাওয়াইদ: ১৭০২২, সহিহ আত তারগিব: ১/২৭৩, জামি‘উস সগির: ৬/১৬৯, হাদিসটি হাসান]
রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।