bikibaz.com

bikibaz.com সুস্বাস্থ্যের প্রতীক নিরাপদ খাদ্য

বাণিজ্যিক বেগুন চাষাবাদ সংক্ষিপ্ত কৌশল:বেগুন চারা গুলো ছোট অবস্থায় নিচের দিকে পাশের শাখা ছাটাই করে দিতে হবে।ঠিক গোড়া হত...
15/09/2024

বাণিজ্যিক বেগুন চাষাবাদ সংক্ষিপ্ত কৌশল:

বেগুন চারা গুলো ছোট অবস্থায় নিচের দিকে পাশের শাখা ছাটাই করে দিতে হবে।

ঠিক গোড়া হতে বেশি ডালপালা ছড়িয়ে গেলে মালচিং করা বেডে পরিচর্যা করতে সমস্যা হয়।

১ ফুট এর মধ্যে কোন পার্শ্ব শাখা রাখা যাবে না।
এতে ফলন কম হবে না বরং বেশি হবে, গাছ ও মোটা হবে বেশি।

যেমন আপনার গাছের ফল যত কম সংখ্যায় কেজি হবে বাজারে এর চাহিদা তত বেশি হবে।

বেগুনের ফুল যা হবে সবই টিকবে বিশেষ করে পাতার উপর নিচে স্প্রে করতে সহজ হবে।

আমরা সবাই জানি গাছের পাতার নিচে সবচেয়ে বেশি পোকামাকড় অবস্থান করে এজন্য বালাইনাশক স্প্রে করার সময় পাতার উপর নিচে স্প্রে জরুরি।

পুরনো মালচিং তুলে মাটি আলগা করে নিজের রেডি করা জৈব সার শতাংশ প্রতি ১৫ কেজি + টি এস পি ৬০০ গ্রাম + পটাস ৫০০ গ্রাম + জিপসাম ৩০০ গ্রাম + বোরন ৪০ গ্রাম হারে মিশিয়ে বেডে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

মাটিতে জো এলে শতাংশ প্রতি বায়োডারমা পাউডার ৪০ গ্রাম হারে ছাইয়ের সাথে ছিটিয়ে আঁচড়া টেনে মাটি সমান করে মালচিং করে ৩ দিন পর চারা রোপন করতে হবে।

চারা রোপণ করার ১২ দিন পর চারার গুড়ার মাটি আলগা করে মালচিং ছিদ্র কিনারা দিয়ে একটু করে ডেপ সার দিয়ে মাটি দিয়ে ঢেকে পর দিন সেচ দিলে চারা বেশ সতেজ হবে।

বালাই নাশক: চারা রোপণ করার ৭ দিন পর বায়ো শিল্ড জৈব ছএাক নাশক লিটার প্রতি ১ মিলি হারে + বায়ো ক্লিন ১ মিলি হারে স্প্রে দেওয়া হলো এবং ২৫ দিন বয়স হলে এগুলোর সাথে বায়োটিন ১ মিলি হারে + করে দিতে হবে।

গাছের অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নিতে হবে এজন্য নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে।

গাছে সমস্যা লেগে ১২ টা বেজে গেল আর পরে একটার পর একটা বিষ দিয়ে তেমন কাজে আসবে না।

সবচেয়ে জরুরি গাছের খাদ্য ঘাটতি যেন না হয় তা নজর রাখা। আর খাদ্য ঘাটতি না হবার সহজ কৌশল হলো পর্যাপ্ত জৈব সার দেয়া।

আমরা জানি জৈব সারে গাছের মূল পুষ্টি উপাদানের সবগুলোই থাকে।

এক কৃষকের বিস্ময়যাত্রা...কাঁচা রাস্তার ধারে আবর্জনার স্তূপ। ঠা ঠা রোদে ছায়া নেই। আপনমনে ময়লা জঙ্গল সাফ করে চলেছেন এক প্র...
14/09/2024

এক কৃষকের বিস্ময়যাত্রা...

কাঁচা রাস্তার ধারে আবর্জনার স্তূপ। ঠা ঠা রোদে ছায়া নেই। আপনমনে ময়লা জঙ্গল সাফ করে চলেছেন এক প্রৌঢ় কৃষক। কিন্তু কি করবেন?

গাছ লাগাবেন তিনি। লোকে শুনে চলে যায়৷ বাধা দেয় না, সাহায্যও করে না৷ একা হাতে গোটা রাস্তার দু'ধারে ৪০০ পেঁপে গাছ লাগালেন সেই কৃষক৷ রাতারাতি ভাগ্য বদলালো তাঁর। পেঁপে বেচেই দিন ফিরল আলতাফ হোসেনের।

দিনাজপুরের খানসামা উপজেলায় ঘটেছে এই নিরব বিস্ময়ের ঘটনা৷ উপজেলার খামারপাড়া ইউনিয়নের জমিদার নগর থেকে বলরাম বাজার যাওয়ার রাস্তায় দুই ধারে পেঁপে গাছ লাগিয়েছেন আলতাফ।রাস্তার দুই ধারে ৪শ পেঁপে গাছ লাগিয়েছেন তিনি। এসব পেঁপে ইতিপূর্বে বিক্রি শুরু করেছেন। তাঁর ভাষ্যে, প্রথম ধাপে প্রতি গাছ থেকে ৫ থেকে ৭ কেজি করে প্রতি সপ্তাহে গড়ে ১০ মণের বেশি পেঁপে উত্তোলন করেছেন। বর্তমান বাজারে প্রতিমণ পেঁপে তিনি ৭০০থেকে ৮০০ টাকা দরে বিক্রি করছেন।

খাঁ খাঁ রাস্তা এখন সবুজে সবুজময়। যতদূর চোখ যায়, শুধু গাছ। গাছে গাছে পাখি। পাকা পেঁপের গন্ধ আছে মাঝেমধ্যে। আলতাফ হোসেনের এরকম উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

আমরা যখন মাথা কুটে মরছি, গাছ কাটবেন না, গাছ লাগান, তখন তথাকথিত সভ্য সমাজের একটা বিরাট অংশ এগিয়ে না এলেও এবারও কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার কৃষক ।

যাই হয়ে যাক না কেন, যেকোনো দুর্দিনে,দেশের প্রয়োজনে, এখনো আমাদের সবচেয়ে বড়ো গবেষক, ভরসার নাম বাংলার কৃষক। হরিপদ কাপালী, আলতাফ হোসেনদের জন্য ধন্য এ মাটি৷

শাফায়াত স্বচ্ছ
বিউটিফুল দিনাজপুর

রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বার্ষিক সাধারণ সভা (২০২০-২০২১)
01/07/2022

রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বার্ষিক সাধারণ সভা (২০২০-২০২১)

স্বপ্নের পদ্মা সেতু                           ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাস্তবে রুপ নিলো                           ...
25/06/2022

স্বপ্নের পদ্মা সেতু
১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
বাস্তবে রুপ নিলো
আগামী দিনের বাংলাদেশ 🇧🇩
এগিয়ে যাও বাংলাদেশ 🇧🇩
সাথে আছি পাশে আছি।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when bikibaz.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bikibaz.com:

Videos

Share

Category