Sharmin koli blogs

Sharmin koli blogs Hi everyone! As-salamu-alaikum. welcome to my page. I am Sharmin jahan.this is my channel page.

16/02/2025

Safina Park, Rajshahi

14/02/2025
With For You – I just got recognised as one of their top fans! 🎉
13/02/2025

With For You – I just got recognised as one of their top fans! 🎉

"খুব জানতে  ইচ্ছে করে, তুমি কি সেই---  আগের মতোই আছো!নাকি , অনেক খানি বদলে গেছোখুব জানতে ইচ্ছে করে"😭খুব মনে  পড়ে  তোমাদে...
12/02/2025

"খুব জানতে ইচ্ছে করে,
তুমি কি সেই---
আগের মতোই আছো!
নাকি , অনেক খানি বদলে গেছো
খুব জানতে ইচ্ছে করে"😭
খুব মনে পড়ে তোমাদের!
স্বার্থপর দুনিয়াতে, কারো কথা মনে না পড়লেও তোমাদের কথা মনে হয় সব সময়। তোমরা যেখানে থাকো ভালো থেকো।জীবনের দীর্ঘ পথে-- কত মানুষ আসবে যাবে, কত জনের সাথে পরিচয় হবে, স্মৃতির পাতা থেকে হয়তো তাদের নাম মুছে যাবে কিন্তু তোমাদের কখনো ভুলবো না, কখনো না ❤️

With Syed AH – I just got recognised as one of their top fans! 🎉
12/02/2025

With Syed AH – I just got recognised as one of their top fans! 🎉

সুখ খুঁজতে, ভালো থাকতে,  কোথায় যাব? কি করব?   সুখ তো আছে_নিজের ভাবনায়   সুখী আমি আমার কর্মের দক্ষতায়!
11/02/2025

সুখ খুঁজতে, ভালো থাকতে,
কোথায় যাব? কি করব?
সুখ তো আছে_নিজের ভাবনায়
সুখী আমি আমার কর্মের দক্ষতায়!

10/02/2025

Good morning!

"বদলে যাবার  নিয়মেই  বদলে যেতে হয়"_
09/02/2025

"বদলে যাবার নিয়মেই বদলে যেতে হয়"_

খুব কষ্ট হয় তখন..! যখন খুব কাছের মানুষ গুলো বেইমানি করে।সংগৃহীত
08/02/2025

খুব কষ্ট হয় তখন..! যখন খুব কাছের মানুষ গুলো বেইমানি করে।
সংগৃহীত

08/02/2025

Stay away from those people who try to disparage your ambitions. Small minds will always do that, but great minds will give you a feeling that you can become great too.” —Mark Twain

" do not mix the truth with falsehood or conceal the truth while you know [it].”   Surah - Baqarah. Ayat 42Good morning
31/01/2025

" do not mix the truth with falsehood or conceal the truth while you know [it].” Surah - Baqarah.
Ayat 42

Good morning

মেঘলা আবহাওয়ায় শীতের একটি দিন ! এমন দিন দেখলে মনটা কেমন খারাপ করে! এমন দিনকে মন খারাপের দিন মনে হয় 🥲।তবুও আলহামদুলিল্ল...
24/01/2025

মেঘলা আবহাওয়ায় শীতের একটি দিন ! এমন দিন দেখলে মনটা কেমন খারাপ করে! এমন দিনকে মন খারাপের দিন মনে হয় 🥲।তবুও আলহামদুলিল্লাহ_
ভালো আছি, সুস্থ আছি, এটাই বড় প্রাপ্তি!!

23/01/2025

খুব সহজে তৈরি ধনিয়া পাতার আচার।

Music: As Leaves Fall
Musician:

"মূর্খদের সম্পদ–তর্ক"তর্ক মূলত মূর্খদের সম্পদ। আর তর্কের সবচেয়ে বড় শক্তি উচ্চ কন্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য য...
22/01/2025

"মূর্খদের সম্পদ–তর্ক"
তর্ক মূলত মূর্খদের সম্পদ। আর তর্কের সবচেয়ে বড় শক্তি উচ্চ কন্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চকন্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেয়ার ক্ষমতা, তারাই তর্কে নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায়।

হুমায়ূন আহমেদ তার "দেয়াল" উপন্যাসে বিষয়টি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, "মূর্খদের সাথে কখনও তর্ক করতে যাবে না। কারণ হলো, মূর্খরা তোমাকে, তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে, তর্কে’ হারিয়ে দিবে।"

হ্যাঁ, মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়াটে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেচামেচি করা সম্ভব না, গালাগালিতো নয়ই। সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন, তবে যুক্তিতে নয়।

তর্ক মূলত দুই শ্রেণির মানুষ করেন। এক অশিক্ষিত, যার নাম হলো “ঝগড়া”। দুই শিক্ষিত, যার নাম “সুবিধাবাদ” দু’টো শ্রেণিই মূর্খ, তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য জাতে উঠেছেন, যার নাম “অহংকার”।

মহান আল্লাহতালা বলেছেন: রহমান-এর (আল্লাহর) বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। (সালাম বলার অর্থ: মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক-বিতর্ক ছেড়ে দেওয়া) (সূরা ফুরকান, আয়াত ৬৩)

জ্ঞানী যদি মূর্খের মোকাবিলায় পড়ে তবে তার (মূর্খের) নিকট থেকে সম্মানের আশা করা ঠিক নয়। আর কোন মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায়, তবে আশ্চর্যের কিছু নয়। কারণ, পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজেই হয়ে থাকে। (শেখ সা’দী)

সুতরং তর্কের প্রয়োজন কতটুকু? যদি না তা মানুষের চিন্তার প্রতিফলন ঘটায়। অন্যথায় তা মানুষের সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছু দিতে পারেনা।

একবার গাধা এবং শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করলো।
গাধা: ঘাসের রং হলুদ!
শিয়াল: না,ঘাস সবুজ!

যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো। সিংহ শিয়ালকে পূর্ণ একমাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেয়ার আদেশ দিলো।
শিয়াল সিংহকে প্রশ্ন করলো: এটা কি ধরণের ন্যায়বিচার, মহারাজ? ঘাস কি সবুজ নয়?

সিংহ উত্তর দিলো: ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি, কারণ তুই ‘গাধা’র সাথে তর্ক করেছিস।
এটি রুশ দেশের একটি কাল্পনিক গল্প।
সুতরাং সবার সাথে তর্ক করা উচিত নয়।
(সংগৃহিত)

Good morning
22/01/2025

Good morning

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin koli blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share