IYI Be a Protester

আমি মুসলিম চির রণবীর! মরণকে করিনা ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। এদেশের মাটিতে যদি একজন হিন্দু কথা বলতে পারে, একজন খ্রিস্টান কথা বলতে পারে! তাহলে আমি একজন মুসলিম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবোই করবো।, ইনশাআল্লাহ।

07/09/2024
23/08/2024

হে আল্লাহ, এই দুর্যোগে আপনার সাহায্য ছাড়া কোনোকিছু সম্ভব নয়!
আপনি আমাদের সহায় হোন!

রক্ষক যখন ভক্ষক, তখন শিরোইল পুকুরটি ভক্ষকের হাতে শহীদ!উচ্চ আদালতের নিষেধজ্ঞা অমান্য করে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী স্...
07/11/2023

রক্ষক যখন ভক্ষক, তখন শিরোইল পুকুরটি ভক্ষকের হাতে শহীদ!

উচ্চ আদালতের নিষেধজ্ঞা অমান্য করে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী স্কুলের সামনে বিশাল একটি পুকুর ভরাট করছেন জনৈক প্রভাবশালী ব্যক্তিরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এই পুকুরটিই তাদের এলাকার একমাত্র সিড়ি বাঁধাই করা পুকুর। নজর পড়েছে টাকা ওয়ালাদের। তাই সংশ্লিষ্ট সকল দপ্তর, থানা পুলিশ, স্থানীয় নেতা, গুন্ডা, সাংবাদিক ম্যানেজ করেই চলছে ড্রাম ট্রাক ও ভেকু মেশিন দিয়ে ভরাট করছে পুকুরটি।
এলাকাবাসীরা বলছে, এই পুকুরটিতে মানুষের গোসল করা-সহ পানির সকল চাহিদা পূরণে বড় ভ‚মিকা রাখে। তাই আমাদের মত নিরিহ মানুষ ক্ষমতাধরদের বাধা দিলেই বিপদ। তবে গায়ের জোর, টাকা আর ক্ষমতার জোরেই পুরো এলাকার মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে পুকুরটি প্রকাশ্যে ভরাট করা হচ্ছে। তারা আরও বলেন, টাকার বিনিময়ে যারা বিক্রি হয়েছে ক্ষমতা দেখিয়ে পুকুর ভরাটে সহযোগীতা করছেন। বর্ষা মৌসুমে তাদের জুতা স্যান্ডেল হাতে নিয়েই চলাফেরা করতে হবে। কারন ইতিপূর্বে এই এলাকা থেকে অনেক পুকুর ডোবা বিলিন করেছে প্রভাবশালীরা। অবশিষ্ট পুকুটির শেষ রক্ষা হচ্ছে না। বর্ষার পানি নামবে কোথায়? প্রকৃতি তো ছাড় দেবে না। এসব নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরটির চারপাশ বাধাই করা। রয়েছে পুকুরে নামার সিড়ি। নিরিহ সাধারণ বাসিন্দারা কেউই চায় না পুকুটি ভরাট হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে পানি নামার মত আর কোন ডোবা বা পুকুর নেই অত্র এলাকায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। স্যান্ডেল, জুতা হাতে নিয়ে চলাফেরা করতে হবে তাতে কোন সন্দেহ নাই। সম্প্রতী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর মহাসড়কে জলপরি সাঁতার কেটেছে, সড়কে চলেছে নৌকাও। এর একমাত্র কারণ পুকুরের শহর রাজশাহী থেকে পুকুর বিলিন করা হয়েছে। এই অপকর্মগুলি করেছে রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা।
জানতে চাইলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নগর পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মোঃ রাহিনুল ইসলাম রনি বলেন, নগরীতে পুকুর ভরাটের কোনো সুযোগ নাই। তবে শিরোইল কলোনীতে পুকুর ভরাটের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন বলেন, শিরোইল কলোনীতে পুকুর ভরাটের বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। অভিযোগ কেউ না দিলে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে ব্যবস্থা নেওয়ার কোন সুযোগ নাই। তবে আপনি (সাংবাদিক) যখন বলছেন বিষয়টি আমি সর্বোচ্চ দেখবো।
উল্লেখ্য, রাজশাহী শহরে থাকা ১৬৫টি পুকুরে যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০২২ সালের ৮ আগস্ট দেওয়া এমন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের খবর সোমবার (৩১ জুলাই ২০২৩) জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।
রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে সংবাদ প্রকাশ হওয়ায় জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট দায়ের করা হয়।
ওই রিটের দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৮ আগস্ট রায় দেওয় হয়।
জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, রায়ে ৪ দফা নির্দেশনা হাইকোর্ট। এক. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে ১৬৫টি পুকুরের একটি পুকুরের একটিও যেন দখলমাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে হবে।
দুই. পুকুরগুলোকে তাদের আসল প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বজায় রাখা নিশ্চিত করতে হবে।
তিন. এটি চলমান মামলা থাকবে যেন পুনরায় ভবিষ্যতে পুকুর দখলমাটি ভরাট না করা হয়।
চার. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বিখ্যাত সুকান দিঘিকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে এবং দিঘির দখলকৃত অংশ পুনরুদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সুত্র: dokhinercrime. com

22/09/2023

বাঘের বাচ্চা ও ছাগলের গল্প

20/04/2023

ধোঁকানন্দ
মিথ্যানন্দ
ধান্ধানন্দ।
বিদ্যানন্দ।

মজিদ চাচা আর আক্কাস চাচা😂😂বিদ্যানন্দের যাকাতের টাকায় চা -পান করছে😂😂
20/04/2023

মজিদ চাচা আর আক্কাস চাচা😂😂
বিদ্যানন্দের যাকাতের টাকায় চা -পান করছে😂😂

ভালুকায় দিনের বেলায় পুকুর খনন কাজ বন্ধ থাকলেও রাতের বেলায় এই ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে।এবং দিনের বেলায় এই ভেকু...
18/04/2023

ভালুকায় দিনের বেলায় পুকুর খনন কাজ বন্ধ থাকলেও রাতের বেলায় এই ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে।

এবং দিনের বেলায় এই ভেকু দুটি মেশিনকে লুকিয়ে রাখছে খনন স্থান হতে 50 মিটার দূরে ঝোপঝাড়ের আড়ালে।

যখন কোন থানা পুলিশের অভিযান হয় তখন এই ভেকু মেশিন দুটোকে ঝপের আড়ালে লুকিয়ে রাখা হয়।

বিদ্যানন্দের ১৫টি অপরাধ ও প্রতারণাঃ১]https://www.facebook.com/100003217541175/posts/6046184592165399/২] https://www.face...
16/04/2023

বিদ্যানন্দের ১৫টি অপরাধ ও প্রতারণাঃ

১]
https://www.facebook.com/100003217541175/posts/6046184592165399/

২]
https://www.facebook.com/100015514991296/posts/1531725537354598/?app=fbl

৩]
https://www.facebook.com/100077561177754/posts/243164761612228/?app=fbl

৪]
https://www.facebook.com/100002605551424/posts/6000596706703788/?app=fbl

৫] https://www.facebook.com/100001181518583/posts/6233826569999998/

৬]
https://www.facebook.com/100000151416047/posts/6786652221349758/?app=fbl

৭]
https://www.facebook.com/107750658282627/posts/245394007851624/?app=fbl

৮] https://www.facebook.com/104043855715168/posts/195061409946745/?app=fbl

৯] https://www.facebook.com/100001739730983/posts/6302843486450247/

১০]
https://www.facebook.com/100026196713516/posts/1211418263074719/?app=fbl

১১] https://www.facebook.com/100009921310277/posts/1980189782321713/

১২] https://www.facebook.com/groups/720400918361221/permalink/1217419155326059/

১৩] https://www.facebook.com/100009921310277/posts/1981426288864729/

১৪] https://www.facebook.com/100009921310277/posts/1983298565344168/

১৫]
https://www.facebook.com/100009921310277/posts/1984365611904130/

নতুন সংযোজনঃ

১৬]
https://www.facebook.com/100006951580776/posts/3465402813701404/?app=fbl

১৭]
https://www.facebook.com/100064605766943/posts/596868595809994/?app=fbl

১৮]
https://www.facebook.com/100064605766943/posts/596872592476261/?app=fbl

১৯] https://www.facebook.com/100001910365186/posts/9075548925852029/?app=fbl

২০] https://www.facebook.com/100009921310277/posts/1988577654816259/?app=fbl

২১]
https://www.facebook.com/1378899880/posts/10230734763897578/?app=fbl

২২]
https://www.facebook.com/100004055779831/posts/3105871972891298/?app=fbl

14/04/2023

বউয়ের শরীর দেখিয়ে বাঙালির টাকা ইনকামের নতুন ধান্দা,
নাম দিয়েছে- কাপল ব্লগ❗

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।এই হাত লাগা শুধু শারীরিক...
06/04/2023

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের
ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি,আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ
হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে
আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য..

আমার জন্য সবাই দোয়া করবেন
আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন...
আমিন সুম্মা আমিন🤲

06/04/2023

কাল যে ধনী ছিল আজ সে ফকির

"এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশী তবে ধর্মীয় জ্ঞান কম।"                                ~[ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্...
05/04/2023

"এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশী তবে ধর্মীয় জ্ঞান কম।"
~[ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ]

এই যে দেখুন একেকদেশে একেক ভাবে চাঁদ উঠেছে 🙂
কাল থেকে নিউজফিডে একই পোস্ট এটা নাকি কিয়ামত এর আলামত, না জেনে বুঝে পোস্ট করছে কেউ কেউ আর অন্যরা সেটা বিশ্বাস করে বসে আছে। হায়রে আবেগি জাতি 🙂
সব দেশের রোজা শুক্রবার শুরু হয়নি, তার মানে বাংলাদেশে কেয়ামত হবে অন্যান্য দেশে পড়ে হবে ব্যপার টা কি তাই?
আপনারা কিছু একটা পাইলেই কেয়ামতের আলামত বলে চালিয়ে দেন রেফারেন্স ছাড়া। মানুষকে বিভ্রান্ত করেন। বাংগালীদের জ্ঞ্যান কম আবেগ বেশি।
কেয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই এভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না, দয়া করে চাঁদ নিয়ে বিভ্রান্তকর পোস্ট দেয়া বন্ধ করুন।

05/04/2023

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের
"সালেহ আহমাদ তাকরীম" ❤️

04/04/2023

ফায়ারফাইটার মেহেদির শ্বাসনালীর একাংশ পুড়ে গেছে!

সবাই দোয়া করবেন উনার জন্য।
বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি।

মাত্র ২-৩ মিনিটের দূরে Fire Brigade এর HQ! বাংলাদেশের ইতিহাসের একটি কাল অধ্যায় বলা যায়! এমন আগুণ, আগে দেখেনি! 😪😪 🚨🛟🛎️🚨🚨 ...
04/04/2023

মাত্র ২-৩ মিনিটের দূরে Fire Brigade এর HQ!
বাংলাদেশের ইতিহাসের একটি কাল অধ্যায় বলা যায়!
এমন আগুণ, আগে দেখেনি! 😪😪 🚨🛟🛎️🚨🚨


Bango Bazaar is famous for সস্থায় কাপড় চোপড় পাওয়া যায়! এই ঈদের সিজনে কি পরিমাণ কাপড় ছিল অনুমান করলেই গা শিউরে উঠে!!" আহা! কি যে ক্ষতি হলো!!! ☹️🥹🥺😥 — in Bango Bazar.

29/03/2023

রাজশাহী লক্ষীপুরে ব্যবসায়ী নিরুর দোতলা বাসায় হামলা/ভাংচুর সাফিসহ দুইজন আহত রামেক ভর্তি।

 #১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে ...
26/03/2023

#১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।
এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

#২. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়।

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। কোন্ ক্রাইটেরিয়াতে দারিদ্র্যতা সঙ্গায়িত হয় বাংলাদেশে, আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে।

কপি পোস্ট কিন্ত খুবই বাস্তবসম্মত কথা মনে হয়েছে।

রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে রাবি শিক্ষার্থীরাআগুন জ্বালিয়ে রাজশাহীর সাথে সারা বাংলাদেশের রেল যোগ...
12/03/2023

রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে রাবি শিক্ষার্থীরা

আগুন জ্বালিয়ে রাজশাহীর সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।

এরআগে, সন্ধ্যায় প্রক্টরের কফিন পুড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২টার দিকে তারা ফিরে যান। তবে সোয়া ২টার দিকে আবারও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিকেল সোয়া ৪টার দিকে ফিরে যান অন্দোলনকারীরা। সন্ধ্যার দিকে আবারও ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এরআগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে তার বাসভবনে পৌঁছে দেন।

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৫০০ আসামী করে মামলা দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদি হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৫০০ জন। সব আসামী অজ্ঞাত। মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বাসের ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে অবস্থান নেন। সংঘর্ষে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী

#রাবি

৫শ’ জনকে আসামী করে রাবি কর্তৃপক্ষের মামলারাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় রাজশাহী মতিহা...
12/03/2023

৫শ’ জনকে আসামী করে রাবি কর্তৃপক্ষের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় রাজশাহী মতিহার থানায় ৫০০ আসামী করে মামলা দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদি হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন।

শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। যাদের মধ্যে ৯২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পদক্ষেপে গাফিলতি এবং তাদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে প্রশাসন ভবনে তালা, ভিসিকে অবরুদ্ধ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তল হয়ে উঠে ক্যাম্পাস। দ্বিতীয় দিনের মত মোতায়েন করা হয় বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা মিছিল বের করে ক্যাম্পাস প্রদর্শণ করে। বেলা ১১টার দিকে মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে উপাচার্য বাস ভবন থেকে বের হলে সিনিট ভবনের সামনে তাকে দুইঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে তারা। বেলা ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে তার বাসভবনে পৌঁছে দেয়। এর পর অবরোধ ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করে সড়কে আন্দোলনকারি শিক্ষার্থীরা।

মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি )হাফিজুর রহমান হাফিজ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৫০০ জন। সব আসামী অজ্ঞাত। মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
12/03/2023

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুনবাসের ভাড়া দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয...
12/03/2023

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
বাসের ভাড়া দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট অবরোধ করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিনোদপুর গেট পুলিশ বক্সে আগুন দেন স্থানীয়রা। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বগুড়া থেকে বিশ্ববিদ্যালযয়ে আসার সময় বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানান। সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ নামে ওই বাসটি বিনোদপুর বাজারে আসলে বাসের লোকজনের সঙ্গে শিক্ষার্থীরা ঝামেলা করেন। পরে কাউন্টারে আসলে স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে বিনোদপুর গেটে জড়ো হতে শুরু করেন।

পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষতবিক্ষত রাবি শিক্ষার্থীদের দেহ
12/03/2023

পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষতবিক্ষত রাবি শিক্ষার্থীদের দেহ

আপনার ঘরে মেয়ে কিংবা বোন থাকলে এই লেখাটা এড়িয়ে যাবেন না। এই আলোচনাটা আপনার সামনে নিয়ে আসার জন্য অনেক ক্ষতির কথা পাশ কাটি...
08/03/2023

আপনার ঘরে মেয়ে কিংবা বোন থাকলে এই লেখাটা এড়িয়ে যাবেন না। এই আলোচনাটা আপনার সামনে নিয়ে আসার জন্য অনেক ক্ষতির কথা পাশ কাটিয়ে, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার কথা ভেবে রীতিমতো বাধ্য হয়েছি।

ইসলামে বিবাহপূর্ব প্রেম-ভালোবাসাকে পর্যায় অনুযায়ী যেনা কিংবা ব্যভিচার বলা হয়। শরীয়ত অনুযায়ী এই ধরণের কাজ হারাম।
বিয়ের কথা বললেও মুসলিম নর-নারীদের এমন কোনো সুযোগ নেই যেখানে তারা অন্য ধর্মের নারী-পুরুষকে বিয়ে করবে।

পূর্বে আহলে কিতাবদের বিয়ের বিধান মুসলিম পুরুষদের ক্ষেত্রে থাকলেও বর্তমানে আহলে কিতাবদের কেউ না থাকার কারণে এই বিধানও থাকছে না। হিন্দু ধর্মের অনুসারীরা শরীয়ত অনুযায়ী আহলে কিতাব না হওয়ায় হিন্দু-মুসলিম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কখনোই ইসলাম সমর্থিত না এবং এভাবে বিয়ে শুদ্ধ হবে না।

এই বিধানগুলো দ্বারা এই বিষয় সাব্যস্ত হয় যে, ইসলামে লাভ জিহ|দ” নামে কোনোকিছু নেই। ইসলাম প্রচার-প্রসারের মাধ্যম হিসেবে এই ধরণের কাজ কখনোই শরীয়ত অনুমোদিত হবে না। এই পরিভাষাটা তাহলে কোথা থেকে আসলো?

উগ্র হিন্দুত্ববাদীরা ভ|রতে মুসলিমদের উপর অত্যাচার করার জন্য কাল্পনিক এই পরিভাষা আবিষ্কার করে। অকারণে একাধিক মুসলিম যুবক-যুবতীদেরকে পিটিয়ে হত্য| করার খবরও দেখা যায়। এই মিথ্যা অপবাদের হাত ধরে বাংলাদেশে একদল উগ্র হিন্দুদের কার্যক্রম শুরু হয়। তাদের দাবী তারা এই লাভ জিহ|দকে শক্ত হাতে দমন করতে চায়।
যদিও এই পরিভাষাটাই ইসলামে নেই, কল্পনাপ্রসূত একটা ব্যাপার তবুও এটা যদি তাদের জন্য এলার্মিং, কনসার্ন দেখানোর মতো বিষয় হয় তাহলে আমাদের অসুবিধা থাকার কথা না।
‌‌
এই কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিতে তাদের করণীয় কী হতে পারতো? হিন্দু মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তোলা, তাদেরকে পরিপূর্ণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা যেন মুসলিম ছেলেদের সাথে কখনোই প্রেমের বন্ধনে আবদ্ধ না হয়, বিয়ে না করে। কিন্তু তাদের কার্যক্রম কী চলছে? কী হচ্ছে?

এই ব্যাপারে একটা প্রতিবেদনে তথ্য-প্রমাণসহ অনেক কিছু বেরিয়ে আসে যা শুনে যে-কেউ শিউরে উঠবে! প্রমাণগুলো গণমাধ্যমের প্রথমসারির নিউজপোর্টাল, তাদের প্রাইভেট গ্রুপগুলোর থেকে নেয়া এমনকি ব্যক্তিগতভাবেও যাচাই করে দেখলাম
এগুলো মিথ্যা হওয়ার অবকাশ নেই।

লাভ জিহ|দ প্রতিরোধের নামে সেই গ্রুপের সদস্যরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে। প্রেমের জালে ফাঁসিয়ে, অবচেতন করে, মিথ্যা পরিচয় দিয়ে, মুসলিমদের ছদ্মনাম ব্যবহার করে মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করছে, বিয়ে করছে, সন্তানের জনক হচ্ছে এবং এরপর তাদেরকে ফেলে চলে যাচ্ছে, ধর্মান্তরিত হওয়ার জন্য বাধ্য করছে! এগুলো শুনে মাথার উপর আকাশ ভেঙে পড়ছে? কাল্পনিক মনে হচ্ছে?

আমিও ভেবেছিলাম এগুলো হয়তো সত্য না। পরবর্তীতে প্রতিবেদনে দেখানো কয়েকটা স্ক্রিনশট যাচাই করার জন্য আইডির ছবি, নাম খুঁজলেই দেখি এগুলো বানোয়াট স্ক্রিনশট না!
এছাড়াও সংবাদমাধ্যমগুলোতে এমন অসংখ্য সংবাদ ইতিমধ্যে দেখা গেছে। বাংলাদেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আছে যারা চাইলেই এসব তথ্য যাচাই করতে পারে।

গ্রুপ প্রাইভেট হলেও এসব প্রমাণ যোগাড় করা তাদের কাছে কোনো ব্যাপারই না! আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাই না। দোষীদের পরিচয় উদঘাটন করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিলে বোনদের ইজ্জত রক্ষার্থে অনেক ভাই আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে যা পরবর্তীতে সবকিছুকে আরো অস্থিতিশীল করে তুলবে।

অনলাইনে সচেতনতার কথা বলে বিশেষ লাভ নেই। যারা এসব করছে তাদের প্রাথমিক শিকার হচ্ছে সুবিধাবঞ্চিত শ্রেণীর নারীরা যারা বাইরে কাজ করে, অবুঝ শিশুরা যাদের অভিভাবক বেখেয়াল, আবেগের বশবর্তী থাকা মেয়েরা যারা এসবের ব্যাপারে পুরোপুরি অজ্ঞ।
তাদের দেয়া তথ্যানুযায়ী গাজীপুর কিংবা গার্মেন্টস যেসব এলাকায় আছে সেসব এলাকায় নারী শ্রমিক পাওয়া সহজ, এদেরকে ফাঁদে ফেলা সবচেয়ে সহজ।

এসব ঘটনা যে সত্য সেটার সবচেয়ে বড় আলামত হলো এক মুসলিম মেয়েকে ধ [র্ষ] ণ করার একটা ভিডিও ক্লিপ। রুপন চৌধুরী নামের এক চট্টগ্রামের বাসিন্দা একটা ভিডিও ক্লিপ আপলোড দিয়ে ক্যাপশনে গর্ব করছিলো, তার মিশন সফল হয়েছে বলে! এক হিজাবী মেয়ের পেছনে অনেক অর্থ ঢালার পর অবশেষে ঘুমের ঔষধ খাইয়ে...

এগুলোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা জরুরি। আমরা এসব নোংরা প্রতিযোগিতা, অমানবিক বিদ্বেষে বিশ্বাসী না। আপনার ঘরের বোন, মেয়ের দিকে বিশেষভাবে নজর রাখুন।
মুসলিমদের সমাজে বিবাহপূর্ব সম্পর্ক যে হারাম এই ব্যাপারে যথাযথ শিক্ষা দিন।
তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের কথা মনে করুন! এক খ্রিস্টান নারী তৎকালীন সময়ে অন্যান্য খ্রিস্টানদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছিলো।
তখন সেই নারীর পিতা-মাতা তাদের প্রভাবের ভয়ে নির্যাতনের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলেনি। সেই অসহায় নারী তৎকালীন বাদশাহকে চিঠি লিখেছিলেন, হে বাদশাহ! আমি শুনেছি তোমরা সেই জাতি যারা একজন নারীর ইজ্জতের ইজ্জত, হাজার যুবকের চাইতে বেশি দামী! আমাকে আপনি সাহায্য করুন!

সেই সময় তারেক বিন জিয়াদের বাহিনী সেই মেয়েকে উদ্ধার করে আনে, স্পেনও বিজয় করে আল্লাহর ইচ্ছায়! আর আজ আমাদের নারীদের ইজ্জত নিয়ে খেলা করা হচ্ছে! আমরা ঘুমোচ্ছি! কোনো কথা বলতে চাচ্ছি না। আল্লাহ্ সর্ব বিষয়ে সর্বাধিক জ্ঞাত! ছাড় পাব কীভাবে? আল্লাহকে ভয় পেলে মুখ বন্ধ রাখি কীভাবে?

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when IYI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IYI:

Videos

Share

Category