চারুকলা উৎসব এবং নবীনবরণ, রাবি, চারুলা😍
২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী পুরস্কার বিতরনী🤩
ত্যাগের মহিমায় হোক পূণ্যময়, সাবধানতা আর সচেতনতায় হোক নিরাপদ এবং আনন্দময়। রেডিও চারুর পক্ষ থেকে সবাইকে পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা।💛💚
#ঈদ_মোবারক #EID_Mubarak #Eid_ul_Adha #Happy_Eid
সুব্রত কুমারের সাথে কিছুক্ষন
চায়নায় সুব্রত কুমারের একক প্রদর্শনী
বৈশাখী আড্ডা নৈশপর্ব ১৪২৮
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
বৈশাখী আড্ডা 1428
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে । স্নিগ্ধা অধিকারী
রবীন্দ্রসঙ্গীত: ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে...
শিল্পী: স্নিগ্ধা অধিকারী
"হাওয়াই বসন্ত ১৪২৭" এ সুশান্ত কুমার অধিকারী স্যারের সহধর্মীনি স্নিগ্ধা অধিকারীর কণ্ঠে অসাধারন রবীন্দ্রসঙ্গীত! 😍 তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
#ebosonto_1427 #hawai_bosonto_1427 #হাওয়াই_বসন্ত_১৪২৭
সব দিবি কে সব দিবি পায়, আয় আয়..I স্নিগ্ধা অধিকারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনলাইন বসন্তবরণ আয়োজন "হাওয়াই বসন্ত ১৪২৭" এ সুশান্ত কুমার অধিকারী স্যারের সহধর্মীনি স্নিগ্ধা অধিকারীর কণ্ঠে অসাধারন রবীন্দ্রসঙ্গীত! 😍 তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
#ebosonto_1427
#hawai_bosonto_1427
#bosonto_1427
#rabindra_sangeet
ঘরে আছে টেলিফোন, মনের ঘরে আছে মন - সুশান্ত কুমার অধিকারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনলাইন বসন্তবরণ আয়োজন "হাওয়াই বসন্ত ১৪২৭" এ সুশান্ত কুমার অধিকারী স্যারের অনবদ্য পরিবেশনা "ঘরে আছে টেলিফোন, মনের ঘরে আছে মন...."
বসন্ত আসবেই।
ঋতুরাজ বসন্ত চলে এসেছে। আর বাঙালী তাকে খালিমুখে নীরবে আসতে দিবে তা কি করে হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছরই নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে থাকে। কিন্তু করোনা মহামারীর প্রদুর্ভাবে এবার আয়োজন কিছুটা ম্লান হলেও আমরা থেমে নেই। করোনাকালীন সামাজিক দুরত্ব বজায় রেখে জসস্বাস্থ্য নিরাপত্তা রক্ষার্থে পহেলা ফাল্গুনকে শশরীরে বরণ করতে না পারলেও অনলাইনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই "হাওয়াই বসন্ত ১৪২৭" এর প্রচেষ্টা।
নাচ,গান,কবিতাসহ বিভিন্ন পারফর্ম দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
১লা ফাল্গুন সকাল ১০:০০ থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে একযোগে রেডিও চারুর ফসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।
https://www.facebook.com/radiocharu
https://www.youtube.com/radiocharu