Islamic people

Islamic  people Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic people, Digital creator, Rajshahi Division.

আপনাকে মন থেকে ভালোবাসি প্রিয় শায়েখ  Ahmadullah হুজুর
03/09/2024

আপনাকে মন থেকে ভালোবাসি প্রিয় শায়েখ Ahmadullah হুজুর

03/09/2024

দেশের ক্লান্তি লগ্নে জয় এনে দেয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন: ক্রীড়া উপদেষ্টা

31/08/2024
29/08/2024

,বুদ্ধিজীবি কবরস্থান রায়ের বাজার ঢাকা মোহাম্মদ পুর এখানে আসলে দেখা যায় আমরা মানুষ কত অসহায় হে আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন 🥰

20/08/2024
14/07/2024

#সারারাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ঘুমিয়ে পড়া মেয়েটি.. ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, 'ঘুমের চেয়ে নামাজ উত্তম।'
#মাথায় জেল দিয়ে চুল খাড়া করে দেওয়া ভাইটি স্ট্যাটাস দিচ্ছে, 'আজকাল পর্দাশীন নারী পাওয়া খুব কঠিন।'
অথচ, তার ফিচার ফটোতে নেইলপলিশ পড়া মেয়ের হাত।
#বুক টান টান করে ঠোঁট কামড়িয়ে ইনস্টাগ্রামে পিক আপ্লোড করা মেয়েটি ক্যাপশন দিচ্ছে, 'আল্লাহ সব কিছুর মালিক'।
#মাথায় বাঁধাকপির মতো হিজাব পড়া মেয়েটি কড়া লাল লিপস্টিক দিয়ে ছবি আপ্লোড করে বলছে, 'আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না।'
#সুদ খোর চাচা মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালে বেহেশতের চিহ্ন অঙ্কিত করে ফেলেছে..
অথচ হাদিসে আছে, অবৈধ উপার্জন দ্বারা গঠিত শরীরের রক্ত মাংস দোজখে যাবে।
#ছেলেটা সারারাত পর্নোগ্রাফি দেখে দিনে বলছে, 'ইসলামী নামাজি একজন মেয়েকেই বিয়ে করব।'
#বাড়ির কাছে মসজিদ নামাজ পড়তে যায় না, আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে.. 'আমি একদিন মক্কা মদিনা যাবো।'

―আসলে আমরা অনেকেই সভ্য কিন্তু সভ্যতার মুখোশের আড়ালে আমাদের মাঝে আরেকটি রূপ বাস করছে যেটি আমি কিংবা আপনি।(আল্লাহুম্মাগফিরলী)

[আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুক। আল্লাহুম্মা আমিন🤲]

ইনশাআল্লাহ  🥰🥰
10/07/2024

ইনশাআল্লাহ 🥰🥰

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ।• কেমন ছিলেন প্রিয় নবী  হযরত মুহাম্মাদ (সা.)🌸💝১/ তিনি দীর্ঘ সময় নীর...
10/07/2024

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ।

• কেমন ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)🌸💝

১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।

• আমিন..! 🌸@followers

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ বলেছেনঃতোমরা কি জান, গীবত কী জিনিস! তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভাল ...
10/07/2024

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ বলেছেনঃ
তোমরা কি জান, গীবত কী জিনিস! তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভাল জানেন। তিনি বললেন, (গীবত হল) তোমার ভাই-এর সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হল, আমি যা বলছি তা যদি আমার ভাই-এর মধ্যে থেকে থাকে তবে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে তা হলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে।
সহীহ মুসলিম: ৬৩৫৭।

25/06/2024

- মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে.! আল্লাহ্ বলেন, তুমি আমাকে ডেকে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে! ❤️‍🩹
- আলহামদুলিল্লাহ্

25/06/2024

হজের সফরে গিয়ে ভিডিও কিংবা সেলফি রীতিমত মহাব্যাধিতে পরিণত হয়েছে। হজের সকল আনুষ্ঠানিকতায় আমরা এতবেশি ছবি তুলতে থাকি, যেন ইবাদত নয়, পর্যটনটাই মুখ্য। এতে শুধু নিজের ইবাদতই নষ্ট হয় না, অন্যের ইবাদতেও ব্যাঘাত সৃষ্টি করা হয়।

ইবাদত করতে গিয়ে যদি আমাদের পুণ্যের খাতা শূন্যই রয়ে যায়, তবে তার চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে?

এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আপনার একটুখানি সদিচ্ছা ও সচেতনতাই যথেষ্ট।

25/06/2024

"আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগণে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষমভাবে, তবে এমন গাঢ় কালো অমাবশ্যার রাত আসতে পারে- যার সুবহে সাদিক হওয়া অসম্ভব।"
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)

25/06/2024

কারো সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ,মৃত্যুর আাগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না।
-হযরত উমর ফারুক (রাঃ)

25/06/2024

,ফিলিস্তিন জিন্দাবাদ ইনশা আল্লাহ একদিন জয় আমাদের হবেই 🤟🥰🤟

ভালো বাসার আরেক নাম আপনি 🥰🥰🥰🤟
25/06/2024

ভালো বাসার আরেক নাম আপনি 🥰🥰🥰🤟

Address

Rajshahi Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic people:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi Division

Show All