Hefazate İslam Bangladesh

Hefazate İslam Bangladesh হেফাজতে ইসলাম বাংলাদেশ

04/11/2024

৫ আগস্ট আন্দোলন ছিল দেশ বাঁচাতে।
৫ নভেম্বর আন্দোলন হবে ঈমান বাঁচাতে।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপিত ৫ দফা দাবি। এই ন্যায্য দাবিগুলো আমরা সর্বত্র ছড়িয়ে দিই। আগামীর জুমুআর খুতুবায় দেশবাসীর সা...
02/10/2024

আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপিত ৫ দফা দাবি।
এই ন্যায্য দাবিগুলো আমরা সর্বত্র ছড়িয়ে দিই। আগামীর জুমুআর খুতুবায় দেশবাসীর সামনে তুলে ধরি ইনশাআল্লাহ।

টিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজতে ইসলাম বাংলাদেশ হোমরাজনীতিটিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজতবাংলা ট্রিবিউন রিপোর্ট  ০১ অক্ট...
01/10/2024

টিআইবির ভাষা ফ্যাসিবাদী:
হেফাজতে ইসলাম বাংলাদেশ

হোমরাজনীতি
টিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজত
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৭:১০

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো

পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিবৃতিতে তারা বলেন, ইসলামি জনমতকে ‘মৌলবাদ’ বলা ফ্যাসিবাদী আচরণ বৈ কিছু নয়। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে, তারা ইসলামি জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তাদের বক্তব্যে উগ্র সেক্যুলার ফ্যাসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলেও আমরা তা দেখেছি। ওয়ার অন টেরর-এর ইসলামবিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনও তারা বের হতে পারেননি। আমরা কিন্তু ভুলে যাইনি, সাম্রাজ্যবাদের দালালিস্বরূপ শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের ওপর সওয়ার হয়ে তারাই একসময় আলেম সমাজ ও ইসলামপন্থিদের দমন-পীড়নের মন্ত্রণা দিতো।
যেখানে হাসিনার শাসনামলজুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামায়ে কেরাম সর্বোচ্চ সোচ্চার ছিলেন, সেখানে নতুন বাংলাদেশে শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনও আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য। কিন্তু তা নিয়ে সেক্যুলারদের কোনও আলাপ বা প্রশ্ন নেই।

সেক্যুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবিসহ কিছু এনজিও এ দেশে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, বলেন হেফাজতের দুই নেতা।

তারা আরও বলেন, এ দেশে পশ্চিমা প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের ফান্ড পেয়ে থাকে। সে কারণে বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ ঢুকিয়ে জাতীয় পাঠ্যপুস্তক দূষিত করতে তৎপর। কিন্তু এক্ষেত্রে ইসলামি জনমত তাদের জন্য বড় বাধা।

❝ ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস আমরা মানিনা এবং তা বাস্তবায়ন করতেও দিবোনা ইনশাআল্লাহ ❞➡️ আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বু...
13/02/2024

❝ ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস আমরা মানিনা এবং তা বাস্তবায়ন করতেও দিবোনা ইনশাআল্লাহ ❞
➡️ আমীরে হেফাজত
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিযাহুল্লাহ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংবাদ সম্মেলন চলছে।
13/02/2024

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংবাদ সম্মেলন চলছে।

08/02/2024

সংগ্রামী সালাম!
যাত্রাবাড়ির সংগ্রামী ছাত্র ভাইদের।

04/02/2024

বিশেষ ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামীকালের সংবাদ সম্মেলনটি আগামী ১৩ ফেব্রুয়ারি'২৪ অনুষ্ঠিত হবে।

আগামীকাল (৫ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী ও ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণবশত হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই সংবাদ সম্মেলন আজ পিছানো হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি'২৪, মঙ্গলবার, বেলা ১১ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
মুফতী কিফায়াতুল্লাহ আজহারী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ

সব রাজনৈতিক দলের চাটুকদার কিন্তু সব জাগায় লাঞ্ছিত অপমানিত অনেকে সাদ গ্রুপে ডুকেছে কারন ওখানে ধান্দা ভাল ৷
04/02/2024

সব রাজনৈতিক দলের চাটুকদার কিন্তু সব জাগায় লাঞ্ছিত অপমানিত অনেকে সাদ গ্রুপে ডুকেছে কারন ওখানে ধান্দা ভাল ৷

03/02/2024

–তুমি হকের সিংহ হতে না পারলেও

~অন্তত বাতিলের কুকুর হয়ো না!!

03/02/2024

আহ্! কিছু কু*চ*ক্রী মহলের কারণে আবারো কারাবন্দী হিসেবেই রয়ে গেলেন মুহতারাম জসিম উদ্দীন রা*হ*মা*নী!

লোকে লোকারণ্য বিশ্ব ইজতেমা ২০২৪ আমরা আছি আপনিও আসুন৷
03/02/2024

লোকে লোকারণ্য বিশ্ব ইজতেমা ২০২৪
আমরা আছি আপনিও আসুন৷

ষড়যন্ত্রের কবলে ২০২৪ বিশ্ব ইজতেমা!বর্তমানে তাবলীগ জামাত নিয়ে যে বিতর্ক চলছে এ নিয়ে আমার এখন আর তেমন কোনো আগ্রহ নাই বলল...
31/01/2024

ষড়যন্ত্রের কবলে ২০২৪ বিশ্ব ইজতেমা!

বর্তমানে তাবলীগ জামাত নিয়ে যে বিতর্ক চলছে এ নিয়ে আমার এখন আর তেমন কোনো আগ্রহ নাই বললেই চলে। ইতিপূর্বে একাধিকবার বলেছি। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দিনকয়েক ধরে এসম্পর্কিত পোস্ট একেরপর এক নজর পাড়ি দিচ্ছে। কিছু বলতে গেলেই তো হয়ে যাবো তাবলীগ বিরোধী যা ইতিপূর্বে লক্ষও করেছি। তাই চুপ করে বসে ছিলাম। কিন্তুু অবস্হার পরিপ্রেক্ষিতে সামান্য পরিসরে কিছু লিখতে মন আনচান করছিল।

ইনসাফভিত্তিক কথা বললে বলতেই হয়, এই তাবলীগ জামাতের উপর একমাত্র দেওবন্দ ঘরনার মানুষ ছাড়া সবাই বিরোধিতা করেছে এবং করছে। তাবলীগ জামাতের বিভিন্ন ত্রুটির দায় আমাদের ওপর এসেছে। আমরা সব আপত্তির জবাব দিয়ে আসছি। সেটাই তো স্বাভাবিক। তাবলীগ জামাত এটা দারুল উলুম দেওবন্দের অবদান। সুতরাং এর ওপর কোন অন্যায় আপত্তি আসলে উলামায়ে দেওবন্দ‌ই প্রতিবাদ করবে জবাব দেবেন। সন্দেহ নেই উলামায়ে দেওবন্দ তাদের এই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে এসেছেন বর্তমানেও করছেন। কিন্তু দেওবন্দ যেহেতু আদর্শ প্রতিষ্ঠান, সেহেতু দেওবন্দ ব‍্যক্তিপূজায় বিশ্বাস করে না। তাই আপন সন্তানের বিরুদ্ধে ফতোয়া দিতেও কার্পন্য করেনি।

এটা খুব ভালো করে জেনে রাখা দরকার, দেওবন্দ তাবলীগ জামাতের বিরুদ্ধে অবস্থান নেয় নি। কেবল একজন মানুষের ভুল সম্পর্কে ফতোয়া দিয়েছে। আমার করুণা হয় ব‍্যক্তিপূজায় বিশ্বাসীদের জন্য। তাদের নিকট সা’দ সাহেবের মোকাবেলায় সমস্ত উলামায়ে দেওবন্দ তুচ্ছ। ব‍্যক্তি সা’দ সাহেব হোক অথবা আর যে কেউই হোক সেটা কোন ব‍্যাপার না। ব‍্যাপার হলো কোরআন-সুন্নাহের আলোকে তিনি কতটা সঠিক। তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে চলবেন ততক্ষণ তিনি আমার ভাই, আমার দীনি ভাই। আর যখন তিনি এই দুটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন তখন তাকে বুঝিয়ে ফেরাতে চেষ্টা করবো। যদি মানেন তো আলহামদুলিল্লাহ। না মানলে কিছুই করার নেই। আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার বিচ্ছেদ‌ও আল্লাহর জন্য। দেওবন্দ এই তরীকাই অবলম্বন করেছিল। কিন্তু ব‍্যক্তিপূজার বিষাক্ত ছোবলে আক্রান্ত জাতি এ থেকে বেরিয়ে আসার পথটা হারিয়ে ফেলেছে।

আমার তাবলীগ জামাতের ভাইয়েরা মনে করেন ব‍্যক্তি সা’দ‌ই তাবলীগ। এটা তাদের মারাত্মক ভুল। তাবলীগ ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ব‍্যক্তি সা'দ একসময় ছিলেন না এখন আছেন আবার আগামীতে থাকবেন না। তাই বলে তাবলীগ আটকে থাকবে না। যারা আজ একজন মানুষের জন্য এতো আবেগ দেখাচ্ছেন তারা মনে করেন সাদ সাহেব ছাড়া তাবলীগ অচল। সাদ সাহেব মারা গেলে তার লাশ মমি করে কফিনে রেখে তারা তাবলীগ জামাত টিকিয়ে রাখবেন বলে মনে হয়।

আলেম সমাজের প্রতি শ্রদ্ধাবোধ দেখালেও ভিতরে ভিতরে তারা আলেমদের সমালোচনা করেন। আলেমদের ঘৃণা করেন। সব আলেমকে না, কেবল যারা তাবলীগ জামাতে সময় দেন না তাদের সমালোচনা করেন। তাদের মনোভাব দেখলে মনে হয় তাবলীগ‌ই একমাত্র ইসলাম। এটা আমার দেখা বাস্তবতা। “আলেমদের শ্রদ্ধা করি” এই জাতীয় কথা বলে তারা মুখে ফেনা তুললেও বাস্তবে কিন্তু মানেন না। বাস্তবতা নিজ চোখে দেখা। যদি সত্যিই তারা মানতেন তাহলে উলামায়ে কেরামের সমালোচনা বাদ দিয়ে তাদের সিদ্ধান্ত মেনে নিতেন। তাবলীগ জামাতের ভাইয়েরা বুঝতেন উলামায়ে কেরাম তাবলীগ জামাতের দুশমন না, তারা কল‍্যাণকামী, হিতাকাঙ্ক্ষী,বন্ধু ।

তাবলীগ জামাতের বিষয়টা ঘরোয়াভাবে সমাধান করার হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে প্রকাশ‍্যে জনসভা করতে হয়েছিল। তবুও আশা করি তারা এখনো ভুল বুঝতে পারবেন এবং বেরিয়ে আসতে পারবেন। আমি আবারও বলছি তাবলীগ জামাতের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। ইজতেমার মাঠে মাদরাসার ছাত্র শিক্ষকদের ব‍্যাপক অংশগ্রহণ একথাই জানান দেয় যে ক‌ওমি মাদরাসা তাবলীগের প্রতিপক্ষ নয়। সমস্যার সমাধান খুবই সহজ। একমাত্র সমাধান ব‍্যক্তিপূজা ও অন্ধভক্তি ত‍্যাগ করা।

যাই হোক সর্বশেষ যেটা আমাদের সামনে তা হল: আপনাদের মনে আছে কি-না জানিনা ২০১৯এর ঘটনা টঙ্গী ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভি অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় ছিলো দীর্ঘদিন। উক্ত বিষয় নিয়ে মন্ত্রনালয়ে প্রথমবার বৈঠক হয় উক্ত বৈঠকে সা'দ পন্থিরা দাবি করে তাদের আমিরের ব্যাপারে দারুল উলূম দেওবন্দের আর কোন অভিযোগ নেই। এতাআতিদের এহেন মিথ্যাচার শুনে আলেমদের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয়। তখন বৈঠকে সিদ্ধান্ত হয় বাংলাদেশ থেকে এক জামাত দারুল উলূম দেওবন্দ যাবে। দেওবন্দ থেকে যদি মাওলানা সা'দের ব্যাপারে এতমিনান নামা আনতে পারে তাহলে তিনি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন। আর যদি দেওবন্দ তার ব্যাপারে এতমিনান প্রকাশ না করে তাহলে তিনি আসতে পারবেন না। এরপর শুরু হয় এতাআতিদের দেওবন্দ না যাওয়ার বিভিন্ন নাটক। উক্ত নাটকে তারা সফলতা অর্জন করে শেষ পর্যন্ত আর দেওবন্দ যাওয়া হলোনা।

শুরু হল দ্বিতীয় বৈঠক উলামায়ে কেরাম ও তাবলিগের শুরা সদস্যগণ মন্ত্রণালয়ে আবার বৈঠক করেন সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী,ধর্ম মন্ত্রী ও সচিবদের সাথে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়। মাওলানা সা'দ বিশ্ব ইজতেমায় আসতে পারবেনা। ইজতেমা হবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারী ২০১৯ শুক্র, শনি ও রবিবার। এরপর শুরু হয় নাটকের দ্বিতীয় পর্ব এতাআতিদের মিডিয়া ম্যান নরসিংদীর মরহুম মাওলানা আশরাফ সাংবাদিকদের সামনে এসে বলেন আমাদের সাথীরা নিরাপত্তার শঙ্কায় ইজতেমায় আসতে অপারগতা প্রকাশ করছে। হায় আপসোস যাদের নিরাপত্তা চাওয়া দরকার তারা না চেয়ে উল্টো! হায়রে এতাআতি তুমাদের অঙ্গে কত যে রং....!

একেরপর এক ষড়যন্ত্রের জাল ফেলে অবশেষে তারা একক ভাবে ইজতেমা করার অনুমতি নেয় প্রশাসন থেকে। আর প্রশাসন কোটি মুসলমানদের ঈমানী দাবিকে উপেক্ষা করে কিছু সংখ্যক সাদপন্থি এতাআতী সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে একটি ভ্রান্ত দল প্রতিষ্ঠায় সহযোগিতা করা, কোটি মুসলমানদের মনে আঘাত দিয়ে এতাআতিদের ইজতেমা করার সুযোগ করে দেওয়াটা ছিল প্রশাসনের আত্বঘাতী সিদ্ধান্ত। তারি ধারাবাহিকতায় এবারও তারা ইজতেমা করবে। সাথে কিভাবে মাওলানা সাদ কান্ধলভিকে ইজতেমায় অংশগ্রহণ করানো যায় সেই চেষ্টাও তারা অব্যাহত রেখেছে। তাই এখন থেকে সবাইকে সতর্কদৃষ্টি রাখতে হবে! আমরা চাই না আবারো আমাদের ভাইদের রক্ত নিয়ে কেউ হুলি খেলুক। আমরা চাই না সন্ধির নামে আর কোনো হিকমতের মঞ্চায়ন হোক।

ফেব্রুয়ারি ২-৩-৪ টঙ্গী বিশ্ব ইজতেমা আমরা সবাই আসবো ইনশাআল্লাহ।

29/01/2024

হেফাজতে ইসলামের ব্যানারে আগামী ৫ ই ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইনশাআল্লাহ

29/01/2024

ব্যাক্তির পক্ষে থাকার চেয়ে,
প্রতিষ্ঠানের পক্ষে থাকা অনেক ভাল।
অতএব জেনে বুঝে কদম বাড়ান!!!

হেফাজতে ইসলাম বাংলাদেশ,,, আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা মামুনুল হক-কে মুক্তি না দিল...
10/12/2023

হেফাজতে ইসলাম বাংলাদেশ,,, আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা মামুনুল হক-কে মুক্তি না দিলে এই দেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না।
-খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব হাফি.

আজ ৮ ডিসেম্বর ২৩ঈ. শুক্রবার বাদ আছর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঘোষিত বিক্ষোভ সমাবেশে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন,

বর্তমান সরকার এবং তাদের গুটি কয়েক মিত্র পক্ষ আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন করবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন সুতরাং নির্বাচন সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না। তবে এই দেশের হাজার হাজার উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা থাকবে মামুনুল হকের মতো শাইখুল হাদিস জেল খানায় বন্দি থাকবে আর বাংলাদেশে ৭ জানুয়ারি নির্বাচন হবে, তা হতে দেওয়া হবে না।

তিনি বলেন, আজকে পেপার পত্রিকা খুললে দেখা যায় অনেকেই বেগম পারায় বাড়ি করেছে অনেকেই সুইস ব্যাংকে একাউন্ট করেছে অথচ এসকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। কিন্তু একজন আলেম দেখাতে পারবেন না যিনি বেগম পারায় বাড়ি করেছে কিংবা দেশের টাকা বাহিরে পাচার করেছে অথচ শত শত আলেমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, যদি আগামী নির্বাচনের পূর্বে সকল দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা মামুনুল হক সহ কারাবন্দি সকল উলামায়ে কেরামকে মুক্তি না দেওয়া হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

জামিয়ার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা ও প্রশাসন দিয়ে চাপ সৃষ্টি করার উপর আদালতের পক্ষ থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হয়েছে...
13/11/2023

জামিয়ার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা ও প্রশাসন দিয়ে চাপ সৃষ্টি করার উপর আদালতের পক্ষ থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

11/11/2023

বাবু নগর মাদ্রাসার বয়স
১০০ বছর+ পার হয়েগেছে আলহামদুলিল্লাহ,

শুরার প্রয়োজন হয়নাই

মাদ্রাসা কতৃপক্ষ
কেমন যোগ্যতা সম্পন্ন এবার চিন্তা করে দেখুন!!!

11/11/2023

কা'রাগার থেকে বের হয়ে এই প্রথম আমীরে হেফাজতের সান্নিধ্যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিঃ
মাশাআল্লাহ 🥰

Address

Rajshahi Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hefazate İslam Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi Division

Show All