Mohammad Israf jaman

Mohammad Israf jaman
❖❖
❖🖤❖
❖❖🖤❖❖
♦️​❖♦️❖🖤❖♦️❖
তুমি এক ফোঁটা চাও,
আমার আল্লাহ একটি নদী দিবে
♦️​❖♦️❖🖤❖♦️❖♦
❖❖🖤❖❖

11/06/2024

10/06/2024
10/06/2024
ভাবা যায় কি ঘুম 🤣🤣🤣
04/06/2024

ভাবা যায় কি ঘুম 🤣🤣🤣

ধর্ম যার যার উৎসব সবার' 🙄,🤦‍♂️এই কথা যে হিন্দু ধর্মের মানুষ বলে তাদের বাসাই একটু গরুর মাংস পাঠিয়ে দিয়েন 😁😁😁😁😁,          ...
02/06/2024

ধর্ম যার যার উৎসব সবার' 🙄
,🤦‍♂️
এই কথা যে হিন্দু ধর্মের মানুষ বলে তাদের বাসাই একটু গরুর মাংস পাঠিয়ে দিয়েন 😁😁😁😁😁,

কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের বিইউ-৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণ...
28/05/2024

কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের বিইউ-৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণা করা হচ্ছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস।

মঙ্গলবার (২৮ মে) কলকাতা থেকে যমুনা টিভির প্রতিবেদক সিআইডির বরাতে এ তথ্য জানান। জানা গেছে, এখন পর্যন্ত ওই সেফটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশের মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি।

প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মন্ডল জানান, একটি কাঁচের জারে নুন মিশ্রিত পানিতে মাংসগুলি রাখা হয়েছে। মাংসের টুকরোগুলো অনেকটা পাকোড়া’র মতো। এই মাংসের অংশগুলি ঘাতক কসাই জিহাদ হাওলাদার ওয়াশরুমের কমোটের ফেলে দিয়েছিল বলে আগেই নিশ্চিত হয়েছে সিআইডি।

/এমএইচ
https://jamuna.tv/news/540360

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) বলেছেন, কাউকে কোনো ফুল দেওয়া হলে— সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা, তা ব...
28/05/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) বলেছেন, কাউকে কোনো ফুল দেওয়া হলে— সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা, তা বহনে হালকা ও ঘ্রাণে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৫৬৮৭)

সন্দেহজনক বিষয়সমূহ 🤔 সন্দেহজনক বিষয়সমূহ থেকে বিরত থাকা৩৯৮৪حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ب...
26/05/2024

সন্দেহজনক বিষয়সমূহ 🤔
সন্দেহজনক বিষয়সমূহ থেকে বিরত থাকা

৩৯৮৪
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ وَأَهْوَى بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلُحَتْ صَلُحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلاَ وَهِيَ الْقَلْبُ ‏"‏ ‏.‏

নু'মান বিন বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ

(শা'বী) বলেন, আমি নু'মান বিন বশীর (রাঃ) কে মিম্বারের উপর দাঁড়িয়ে তার হাতের দু' আঙ্গুলে দু' কানের দিকে ইশারা করে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি: হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এতদুভয়ের মাঝখানে কতক সন্দেহজনক বিষয় আছে, যে সম্পর্কে অধিকাংশ লোক অজ্ঞাত। যে ব্যেক্তি সন্দেহজনক বিষয় সমূহ থেকে বিরত থাকলো, সে তাঁর দ্বীন ও সম্ভ্রমকে পবিত্র রাখলো। আর যে ব্যেক্তি সন্দেহজনক বিষয়সমূহে জড়িয়ে পড়লো সে হারাম বিষয়ের মধ্যে পতিত হলো। যেমন কোন রাখাল রাষ্ট্রের সংরক্ষিত চারণভূমির আশেপাশে তার পশুপাল চড়ালে সেগুলো তাতে ঢুকে পড়ার আশংকা থাকে। জেনে রাখো, প্রত্যেক শাসকের একটি সংরক্ষিত চারণ ভূমি থাকে। জেনে রাখো, আল্লাহর চারণভূমি হচ্ছে তার হারামকৃত বিষয়সমূহ। জেনে রাখো! দেহের মধ্যে একখন্ড মাংসপিন্ড আছে। যখন তা সুস্থ থাকে তখন সারা দেহও সুস্থ থাকে। যখন তা নষ্ট হয় তখন সারা দেহই নষ্ট হয়ে যায়, জেনে রাখো! সেটাই হচ্ছে কলব (অন্তর) [৩৩১৬]

[৩৩১৬] সহীহুল বূখারী ৫২, ২০৫১, মুসলিম ১৫৯৯, তিরমিযী ১২০৫, নাসায়ী ৪৪৫৩, ৫৭১০, আবূ দাঊদ ৩৩২৯, আহমাদ ১৭৮৮৩, ১৭৯০৩, ২৭৬৩৮, ১৭৯১৭, ১৭৯৫১, দারিমী ২৫৩১।
হাদিসের মানঃ সহিহ হাদিস

ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তেন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤔🤔🤔প্রতিটি মুমিন আল্লাহর নিরাপত্তা ও জিম্মাদারিতে ...
26/05/2024

ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তেন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤔🤔🤔

প্রতিটি মুমিন আল্লাহর নিরাপত্তা ও জিম্মাদারিতে থাকেন। তাই সবাইকে নিরাপদ ও সুরক্ষিত থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কখনো বাড়ি থেকে বের হতে চাইলে কিংবা দূরে বা কাছে কোথাও গেলে দোয়া পড়ে বের হওয়া উত্তম।

আল্লাহর রাসুল (সা.) বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। এই দোয়া পড়লে বাইরে অবস্থানের সারাটা সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। সব ধরনের বিপদ-আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। দোয়াটি হলো-
আরবি :

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।
আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। (তিরমিজি, হাদিস : ৩৪২৬)

20/05/2024

🥰

this is Bangladesh bro, not impossible,  everything is possible 🤣🤣🤣🤣
18/05/2024

this is Bangladesh bro, not impossible, everything is possible 🤣🤣🤣🤣

আহমাদুল্লাহ  এর ভাইরাল  ইসকিনসট যেটা ভুয়া
18/05/2024

আহমাদুল্লাহ এর ভাইরাল ইসকিনসট যেটা ভুয়া

🥰🥰🥰
17/05/2024

🥰🥰🥰

এটাই বাংলাদেশ 🤣🤣🤣
15/05/2024

এটাই বাংলাদেশ 🤣🤣🤣

ভারত যদি সত্যি ডালার চুরি করে তাকে কি,  ভারত আমাদের বন্ধু না,,  কি বলেন আপনারা, 🤣🤣🤣
15/05/2024

ভারত যদি সত্যি ডালার চুরি করে তাকে কি, ভারত আমাদের বন্ধু না,, কি বলেন আপনারা, 🤣🤣🤣

সমাজের হৃৎপিণ্ডে কতটা পচন ধরলে এমন অফারও দেখতে পাওয়া যায়! কোনো দোকানী এমন অফার দিচ্ছে মানেই হলো এর গ্রাহক আছে। একটি প্রজ...
14/05/2024

সমাজের হৃৎপিণ্ডে কতটা পচন ধরলে এমন অফারও দেখতে পাওয়া যায়! কোনো দোকানী এমন অফার দিচ্ছে মানেই হলো এর গ্রাহক আছে। একটি প্রজন্ম আমাদের অজান্তে এভাবেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

দুদিন আগে রাঙ্গামাটির কাপ্তাই বাজার থেকে দৃশ্যটা আমার চোখে পড়ে। ছবি তোলা দেখে দোকানদার অবশ্য তড়িঘড়ি করে পোস্টারটা ছিঁড়ে ফেলতে উদ্যত হয়। কিন্তু অবক্ষয়ের যে পোস্টার আমাদের তরুণ প্রজন্মের হৃৎপিণ্ডে সেঁটে গেছে, তার যদি অপসারণ না হয়, কাগজের ক্ষয়িষ্ণু পোস্টার সরানোতে কী বা এসে যায় 👈

এটা কোনো নিউজ হলো 🙄😁😁😁
12/05/2024

এটা কোনো নিউজ হলো 🙄😁😁😁

😁😁🙆‍♂️🙃🙆‍♂️😁 নৌকা লাগবো গো,,  😁😁
11/05/2024

😁😁🙆‍♂️🙃🙆‍♂️😁 নৌকা লাগবো গো,, 😁😁

কিছু কইতাম না,, 😛😛
10/05/2024

কিছু কইতাম না,, 😛😛

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে। অত্যন্ত এটা খ...
08/05/2024

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।
অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা।
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
২. ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ৬. কিছু দিন পর পর মিটার লক হয়ে যাওয়া, দেন অফিসে যাও নতুন ১২০ টা ডিজিট আবার প্রেস করা,,আবার সেটাও না হলে আবার অফিসে যাও এক জন মিটারের সামনে থাকবে একজন অফিসে থাকবে এবং অফিসারদের ডিরেকশন অনুযায়ী মিটারে নাম্বার প্রেস করা মানে সবাই তো আর এডুকেটেট না,,, সময় অপচয় সারা আর কিছু না
৭,,সবার তো আর বিকাশ/নগদ একাউন্ট নেই।।আরার সংসারের সব কাজ রেখে যাওয়া টাকা পেইট করা। এটাও বিরক্তিকর, সময় অপচয়,, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায়। জুলুম।
একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না।
তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত।
এটা অন্যায়।
এটা জুলুম।
এই জুলুম বন্ধ হোক----
Copy post,

07/05/2024

আমরা কি ঈমান দার 😥
🎙️ ওয়াহিদুজ্জামান সেলিম মেহেরপুর 🎙️

প্রবাসী দের লাগেজ বাড়ি পোঁছে দেবে এটা সুধু সিলেটে দের জন্য,,  সবার বাড়ি পৌঁছে দেবে এটা  এটা ভুয়া কথা,,,  🥰বিমানের কানেক্...
06/05/2024

প্রবাসী দের লাগেজ বাড়ি পোঁছে দেবে এটা সুধু সিলেটে দের জন্য,, সবার বাড়ি পৌঁছে দেবে এটা এটা ভুয়া কথা,,,
🥰
বিমানের কানেক্টিং ফ্লাইটে আসা প্রবাসী যাত্রীদের যেসব লাগেজ ঢাকায় আটকা পড়ে সেগুলো নিজ খরচে বাড়ি পৌঁছে দেবে বিমান। তবে, কেবল সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা এ সুবিধা পাবেন। এ ক্ষেত্রে যাত্রীরা ঢাকায় থাকা অবস্থায় বিমান কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

বুধবার (২৭ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানির সময় এ তথ্য জানানো হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদের সভাপতিত্বে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সেমিনার হলে গণশুনানিতে বিমানবন্দরে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিমানের যাত্রীরা অংশ নেন।

শুনানিতে মিজান মিয়া নামের এক সৌদিপ্রবাসী যাত্রী অভিযোগ করেন, প্রবাস থেকে দেশে ফেরার পথে সিলেটে পৌঁছে জানতে পারেন তার লাগেজ আসেনি। এ নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। এটা নিত্যদিনের ঘটনা, যা একেবারে কাম্য নয়। তিনি এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

জবাবে পরিবহন সংস্থার প্রতিনিধিরা জানান, ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটের উড়োজাহাজ আকারে ছোট থাকায় যাত্রীদের সব লাগেজ একসঙ্গে পরিবহন করা সম্ভব হয় না। এ কারণে কিছু যাত্রীর লাগেজ পরবর্তী ফ্লাইটে পৌঁছায়। সিলেটে পৌঁছালে যাত্রীদেরকে খুদে বার্তায় কিংবা টেলিফোনে লাগেজ সংগ্রহ করতে বলা হয়। তবে, যেসব যাত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দা তারা চাইলে লাগেজ তাদের বাসায় পৌঁছে দেবে বিমান।

যাত্রীদের অভিযোগের বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ এয়ারলাইন্সগুলোর উদ্দেশে বলেন, যাদের লাগেজ একই বিমানে সিলেটে পৌঁছাবে না তাদেরকে ঢাকা থেকে বিমান ছাড়ার আগেই সুনির্দিষ্ট করে জানিয়ে দিতে হবে। এতে যাত্রীরা সিলেট বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করবে না বা খুঁজতে গিয়ে ভোগান্তিতে পড়বে না।

সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, প্রতি তিন মাস পর পর গণশুনানির আয়োজন করা হয়। এতে উত্থাপিত অভিযোগ ও প্রস্তাব গুরুত্বসহকারে দেখা হয় এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

শুনানিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) উপপরিচালক মো. আব্দুল গনি, স্কোয়াড্রন লিডার মো. কামরুল আহসান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি অফিসার রিয়াজ আহমেদ, বিমানবন্দরের ইমিগ্রেশন ওসি মো. আব্দুল কুদ্দুস, কাস্টমসের রেভিনিউ অফিসার মোহাম্মদ খুরশিদ আলম, বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. আহসান হাবিবসহ ইমিগ্রেশন পুলিশ, এপিবিএন, ব্যাংক, গোয়েন্দা শাখা ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

06/05/2024
ঝিনাইদহ-যশোর সিঙ্গেল লেনের মহাসড়কটি বিষয়খালী এলাকায় উচু-নিচু (স্থানীয়দের ভাষায়) টি উ মা র সৃষ্টি হয়ে ৬ লেনের সড়কে পরিনত...
06/05/2024

ঝিনাইদহ-যশোর সিঙ্গেল লেনের মহাসড়কটি বিষয়খালী এলাকায় উচু-নিচু (স্থানীয়দের ভাষায়) টি উ মা র সৃষ্টি হয়ে ৬ লেনের সড়কে পরিনত হয়েছে।

কোন হিন্দু ছেলে যদি কোন মুসলিম মেয়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে বুঝে নিবেন তার মতলব খারাপ, তার টার্গেট হলো মুসল...
05/05/2024

কোন হিন্দু ছেলে যদি কোন মুসলিম মেয়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে বুঝে নিবেন তার মতলব খারাপ,
তার টার্গেট হলো মুসলিম মেয়েটার সতিত্ব হরন করা, কাজেই মুসলিম মা- বোনেরা হুসিয়ার হোন, নিরাপদ থাকুন।
ইসলাম সম্পর্কে জানার জন্য অনেক ছেলে আছে আলেম আছে। ইসলাম সম্পর্কে তাঁদের জানার প্রয়োজন হলে তাঁরা ঐ সমস্ত লোকদের কাছে যাবে। কোনো বোন তাঁদের ফাঁদে পা দিবেন না।,,, আপনার ধর্ম যদি ইসলাম হয়ে থাকে তাহলে পোস্টটি শেয়ার করে দিবেন। copy post.

৪০১৯حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو أَيُّوبَ، عَن...
28/04/2024

৪০১৯
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا ‏.‏ وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ‏.‏ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ‏.‏ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ ‏"‏ ‏.

আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দিকে এগিয়ে এসে বলেনঃ হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোন জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসীবত এবং যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভু-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযীলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন। [৩৩৫১]

[৩৩৫১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ১০৬।
হাদিসের মানঃ হাসান হাদিস

28/04/2024

খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলেন,, সমাজ তোমাদের পক্ষে নয়,, ঈমান চুরির পক্ষে, তাই সাবধান 😥

Address

Rajshahi Division

Telephone

+8801602590874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Israf jaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Israf jaman:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi Division

Show All