Tume-তুমিシ

Tume-তুমিシ আসো মাস্তি করি সবাই মিলে।
আনন্দে মেতে উঠুন।

01/09/2024

আমি সবাইকে সাপোর্ট করি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনা
Tume-তুমিシ

31/08/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Babul C

31/08/2024

গরুর লেজ কোন দিক থাকবে😃😃

09/04/2024

সিজদা দিলে জায়নামাজে

08/04/2024

তোমাকে ডাকে যদি একবার।

06/04/2024

আজকে পবিত্র সাতাইশে কদর সকলে বলুন আলহামদুলিল্লাহ।

🕌🕌🕌
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

30/03/2024

In sha Allah
Alhamdulilah
Allahuakbar

পাইন আবারো মারছেবিনোদন ভাই এখন ছোট বিঘাই
08/02/2024

পাইন আবারো মারছে
বিনোদন ভাই এখন ছোট বিঘাই

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Alamgir, Kohinoor Akter, BayoZid An N...
16/01/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Alamgir, Kohinoor Akter, BayoZid An Nafi, Sohelrana Rana, MD Gias Uddin, Rabeya Islam, Md Arif Hossain, Md Rasel, Md Atikur Rahman, Fatema Fatema

13/01/2024

Bangla best islamic song
Mujhe kufa walo

12/01/2024

বাংলা নতুন গজল।
যদি ছোট্ট একটা পাখি হইতাম

12/01/2024
08/01/2024

নদীর পাড়ে ঘোড়ার মজাই আলাদা

05/01/2024

Hi

This is photography challenge
02/01/2024

This is photography challenge

20/10/2023

অবশেষে আমার পেইজটা ফিরে পেলাম। আলহামদুলিল্লাহ

পটুয়াখালী মডেল মসজিদ     #মডেল_মসজিদ_পটুয়াখালি #মসজিদ
12/07/2023

পটুয়াখালী মডেল মসজিদ


#মডেল_মসজিদ_পটুয়াখালি
#মসজিদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ।ছোট বিঘাই ইউনিয়ন শাখারদ্বি_বারষিক  2023 #ইসলামি_আন্দোলন_বাংলাদেশ
08/07/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ছোট বিঘাই ইউনিয়ন শাখার

দ্বি_বারষিক
2023
#ইসলামি_আন্দোলন_বাংলাদেশ

এদিকে মার্কিন
14/06/2023

এদিকে মার্কিন

18/05/2023

আজকের বন্যার নাম।
ফ্যাড়িয়ান
সবাই যার যার এস্থান হতে সতর্ক থাকুন
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমীন

15/05/2023

Allah.

14/05/2023

আলহামদুলিল্লাহ।
❤️🌹🥀

19/04/2023

ধনীরা হচ্ছে মধ্যবৃত্ত আর মধ্যবৃত্ত হচ্ছে গরিব। আল্লাহ শাসকদের হেদায়েত দিন।নয়তো ক্ষুদায় পদ্মা সেতু চিবিয়ে খাব।

বলতে বলতে চলে যাচ্ছে রমজানহে আল্লাহ আমাদের এই রোজার উসিলায় সকল গুনাহ মাফ করে দেন।আমিন                                  ...
19/04/2023

বলতে বলতে চলে যাচ্ছে রমজান
হে আল্লাহ আমাদের এই রোজার উসিলায় সকল গুনাহ মাফ করে দেন।আমিন


15/04/2023

জীবনে কত উত্থান-পতন আসে, ভাঙা-গড়ার গল্প নির্মাণ হয়, স্বপ্ন দেখা হয় এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কত কী করা হয়; কখনও আমার লালিত আকাঙ্খা পূর্ণতা পায়, আবার কখনও পায় না।

এভাবেই এক সময় জীবনের শেষ মুহূর্তটিও চলে আসে।

আমি মনে করি, আমার জীবনের লক্ষ্য এবং অর্থ এই বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ। জীবন আমার কাছ থেকে এতটুকুই দাবি করে। মনে করি, আমাকে পৃথিবীতে প্রেরণের আর কোনো লক্ষ্য-উপলক্ষ নেই। নিজের চাওয়া-পাওয়ার বাইরে আর কোনো করণীয় নেই।

ভুলে যাই, আমার একজন প্রভু আছেন। যিনি আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। রূহের জগৎ থেকে মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে রিজিক দিচ্ছেন। আমার চাওয়া-পাওয়াগুলো পূরণ করছেন। আমাকে সুখ দিচ্ছেন। কখনও বা আমার অক্ষমতা ও সীমাবদ্ধতা উপলব্ধির জন্য কিছুটা দুঃখি করছেন।

আল্লাহ তায়ালা তো দুঃখ-কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। নিজেদের জান-মালের বিনিময়ে তার কাছ থেকে আমরা জান্নাত খরিদ করে নিয়েছি।

ইহজাগতিক সুখ-দুঃখ সাময়িক। এক সময় তা অবশ্যই শেষ হয়ে যাবে। আর জান্নাতে কোনো দুঃখ-কষ্ট থাকবে না। থাকবে না কোনো অপূর্ণতা। ইচ্ছে যা হবে তাই করতে পারব। সেখানে কেবল সুখ আর সুখ। কোনো কিছু না পাওয়ার বেদনা আমাকে স্পর্শ করবে না।

আজ আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি। কেন আমরা পৃথিবীতে এসেছি তাও ভুলে গেছি। নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করা থেকে সরে এসেছি।

যেই মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তার দেয়া জীবন বিধান ছুঁড়ে ফেলে দিয়েছি। তিনি যে পথে জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা রেখেছেন, তা গ্রহণ না করে অন্য পথে সুখ খুঁজে কেবল দুঃখ-কষ্টই কুড়িয়ে নিচ্ছি।

অথচ,ভালো কাজ করলে সেটা আমারই থাকবে এবং মন্দ কাজ করলে তার ফল আমাকেই ভোগ করতে হবে।

আল্লাহ তায়ালা বলেন,‘যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দকর্ম করলে তার প্রতিফল সেই ভোগ করবে। তোমার প্রতিপালক তাঁর বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না।’ (সূরা হা-মিম সিজদা, আয়াত: ৪৬)

‘কেউ কোনো সৎকর্ম করলে সে তার দশ গুণ পাবে এবং কেউ কোনো অসৎকাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেয়া হবে।’ (সূরা আল-আনআম, আয়াত: ১৬)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে।’ (সূরা আজ-জিলজাল, আয়াত: ৭-৮)

পৃথিবীতে অন্যায়-অপরাধ করে, আল্লাহ নির্দেশিকাসহ পথ ছেড়ে সাময়িক নিষ্কর পেয়ে আমি ভাবছি, আমার আর বিচার হবে না; এ ধারণা ভুল। মৃত্যুর পরে জীবনের প্রতি মুহূর্তের হিসাব আমার কাছে চাওয়া হবে।

যাপিত জীবনের পূর্ণাঙ্গ কারনামা আমাকে দেখানো হবে। সেদিন সবকিছু স্পট হয়ে যাবে। মিথ্যার বলার সুযোগ থাকবে না।

আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমার পারে,আমার জিহ্বা আমার বিরুদ্ধে কথা বলবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন নালিশ জানাবে।

প্রিয় পাঠক, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। একদিন না একদিন বেলা ডুবে যাবেই। আমি ভালো কাজ করলেও আমার মৃত্যু অবধারিত। মন্দ করলেও। আমি চিন্তা করি, আমি তো এখনও যুবক, বৃদ্ধ হলে ইবাদত করব, আল্লাহমুখি হব; আমার জীবনের এতটুকু নিশ্চয়তা আমি কীসের ভিত্তিতে দিতে পারি? কে আমাকে বলে দিল বৃদ্ধ বয়স হওয়া পর্যন্ত আমি হায়াত পাব?

আজ অল্পস্বল্প আমল করে আমরা নিজেদেরকে জান্নাতি ভাবতে থাকি। অথচ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরাও নিজেদের আমলে সন্তুষ্ট হতেন না। সব সময় ইস্তেগফার করতেন।

আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। নবীজি (সা.) দিনে কমপক্ষে সত্তরবার আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ, পূর্বাপর তার সমস্ত ভুল-ত্রুটি আল্লাহ তায়ালা ক্ষমা করে দিয়েছিলেন।

এবার নিজেদের আমল, ভালো কি মন্দ, মিলিয়ে দেখি। দিনে কতবার আমি ইস্তেগফার করি, একটু ভেবে দেখি।
আমার দ্বারা কি গোনাহ হয় না? আমি নিজের প্রতি জুলুম করি না? তাহলে নিজেকে কতটুকু পরিবর্তন করা উচিত, একটু ভেবে দেখি। নিজেকে বদলানোর সময় এখনই।



14/04/2023

আমার বিয়ের ঠিক দুইদিন পর আমার স্ত্রী অহনা আমায় বললো, আমার সাথে আর একদিনও সংসার করতে পারবে না। ও স্বাধীনতা চায়, পর্দার আড়ালে নিজেকে
আবদ্ধ করতে পারবে না। অনেক বুঝানোর পরেও সে বুঝলো না। তাই বাধ্য হয়ে অহনাকে ডিভোর্স দিলাম…

বছর দুয়েক পর, ফুলের দোকানের সামনে যখন আমি দাঁড়িয়ে আছি। তখন কে যেন আমায় পিছন থেকে ডাকলো। পিছন ফিরে দেখি অহনা। অহনা আমার পাশে এসে দাঁড়িয়ে বললো, – কেমন আছেন? আমি হেসে উত্তর দিলাম, — আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমার কথার কোন উত্তর না দিয়ে অহনা বলবো, – ফুলের দোকানে কেন? এমন সময় ফুলের দোকানের কর্মচারী ছেলেটা কোথা থেকে যেন দৌড়ে আমার কাছে এসে বললো, – হুজুর আজ তো বেলি ফুল পাই নি। আশে
পাশের দোকানেও খুঁজে পেলাম না। তবে একজনকে ফোন দিয়েছি। ২০ মিনিট পর নিয়ে আসবে আপনি একটু অপেক্ষা করেন…

আমি অহনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম। অহনা অবাক হয়ে বললো, – দোকানের ছেলেটা এত উতলা হয়ে আপনার জন্য বেলি ফুল খুঁজছে কেন?

আমি মুচকি হেসে উত্তর দিলাম, — আমি প্রতিদিন বাসায় ফেরার সময় আমার স্ত্রী শ্রাবণীর জন্য এই দোকান থেকে বেলি ফুল কিনে নিয়ে যায়। শ্রাবণীর খুব পছন্দ
বেলিফুল… আমার আর অহনার জন্য যখন খাবার অর্ডার করলাম তখন আমি ওয়েটারকে বললাম, আমায় যে খাবারটা দিবে তার থেকে অর্ধেক যেন আমায়
পার্সেল করে দেয়। অহনা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো, – হঠাৎ পার্সেল কেন? আমি মাথাটা নিচু করে হেসে বললাম, — আমি তোমার সাথে
এইখাবারটা খাবো আর শ্রাবণী এই খাবারটা খাবে না সেটা হয় না। তাই ওর জন্য আমার অর্ধেক খাবার নিয়ে যাবো…

খাওয়া শেষ করে যখন আমি পার্সেলটা হাতে নিয়ে বের হবো তখন অহনা বললো, – আমি ভালো নেই। আপনার সাথে ডিভোর্সের পর আমি খুব স্মার্ট আর হ্যান্ডসাম
ছেলে দেখে বিয়ে করি। কিন্তু বিয়ের পর দিন থেকে আমি একটুও সুখে নেই। স্বামীর চোখে আমি শারিরীক ক্ষুধা মেটানোর যন্ত্রবাদে আর কিছুই না। আমি খুব বড় ভুল
করে ফেলেছি আপনাকে ডিভোর্স দিয়ে…

আমি আর কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। আমার একহাতে খাবারের প্যাকেট আরেক হাতে বেলিফুল। আমি হেটে যাচ্ছি আর ভাবছি, জীবনের একটা সময় আমরা সবাই উপলব্ধি করতে পারি। কিন্তু যখন উপলব্ধি করতে পারি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়।

14/04/2023

আস্থা অটুট রাখতে হবে : রাসূল (সা.) আমাদের ওপর মানুষের আস্থাকে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, অন্য মানুষ যাতে কোনো কাজে আমাদের ওপর আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখতে পারে, এজন্য এমন কোনো কাজ করা যাবে না, যাতে করে মানুষের এ আস্থা ভেঙে যায়। নিজের সামান্য লাভের জন্য কারো সাথে প্রতারণা করা, কাউকে ঠকানো উচিত হবে না।
২. বলতে হবে সত্য কথা : রাসূল (সা.) বলেছেন, একজন মুসলিম যে কোনো গুনাহ করলেও, সে কখনো মিথ্যা বলতে পারে না এবং কখনই প্রতারণা করতে পারে না। সুতরাং, আল্লাহর বান্দা হিসেবে আমাদের কখনই মিথ্যা বলা উচিত নয়।
৩. হতে হবে উত্তম চরিত্রের অধিকারী : একজন উত্তম মুসলিম এবং আল্লাহর উত্তম একজন বান্দার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তার উত্তম চরিত্র। লোকমান (আ.) বলেছেন, আমি কখনই নীরবতার জন্য অনুশোচিত হইনি বরং আমি যা বলেছি তার জন্য অনুশোচনা করেছি। সুতরাং, আমাদের সবার কথা ও কাজে চরিত্রের সমন্বয় থাকা প্রয়োজন।
৪. থাকতে হবে খাবারে সংযম : খাবারে সংযম ও পবিত্রতা অবলম্বন মানুষের জীবনকে সুন্দর করে। এর মাধ্যমে আমাদের জীবন বরকতপূর্ণ হতে পারে। অতিরিক্ত আহার ও খাবারে অসংযম আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজের পরিবারের জন্য হালাল উপায়ে উপার্জন করে এবং এ জন্য তার হাতে ফোসকা পড়ে যায়, তখন তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ হয়ে যাবে।
সুতরাং আসুন এ হাদিসটি অনুসরণ করে বদলে দিই আমাদের জীবন, পরিবার ও সমাজ।

Address

Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Tume-তুমিシ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tume-তুমিシ:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Rajshahi Division

Show All