27/06/2024
পরিশ্রম সবার জন্য সৈভাগ্যের চাবিকাঠি হয় না। সব মেধাবিরা যোগ্য আসনে নেই। সবার চেষ্টা আলোর মুখ দেখে না।
হতাশাগ্রস্থ মানুষগুলির আফসোসের সীমা রেখা নেই। জীবন তো চলতে থাকবে আমৃত্যু বিরামহীন।
সফল ও অসফল মানুষগুলিতে একই পদ্ধতিতে মাটির সাথে মিশে যাবে। নিয়তি আপনি বদলাতে পারবেন না। আপনার জন্য যা নির্ধারিত তা পুরটাই পাবেন, অন্যের প্রাপ্ত জিনিষের দিকে চোখ দিলে আপনি কেবল হতাশ হতে পারবেন।।
তাই নিজেকে জ্ঞানি ভেবে বসে না থেকে, পরিশ্রম করুন, চেষ্টা করুন।।।
Md Saifuddin Molla Muskan Blog