শেষ চিরকুট

শেষ চিরকুট নতুন নতুন ভিডিও পেতে এখনি পেজটি লাইক ফলো দিয়ে রাখুন। এখানে রোজ অভিমান জমা হয় চার লাইনের কবিতা হয়❤💔
(2)

09/12/2024

ভালো খারাপ বলতে কিছু হয়'না আপনি মানুষের মন রাখতে পারলেই ভালো, আর না রাখতে পারলেই খারাপ..!

06/12/2024

যদি কাউকে কষ্ট দাও, আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় কর

_কারন এর বিচার স্বয়ং আল্লাহ করবে।

-হযরত আলী (রাঃ)

06/12/2024

Big shout out to my newest top fans! Mithi Sabit

03/12/2024

সম্পর্ক যখন পুরনো হয়! তখন কল দেওয়া কমে যায়,

কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব!🌸💔

02/12/2024

তোমার অবহেলা পাওয়ার পর

উপলব্ধি করতে পেরেছি, আমিও কাউকে পাগলের মতো ভালোবেসেছি🥺🥀🥀

01/12/2024

- কেউ ভালোবাসা পায় না -
- আর কেউ ভালোবাসা পেয়েও মূল্য দিতে যানে না..!🙂🥀

01/12/2024

প্রতিটা মানুষ-ই বহুরূপী! আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি, যতটুক সে আমাদের সামনে প্রকাশ করে,,!!😅

30/11/2024

মানুসিক ঝড়গুলা অতিক্রম করতে করতে মানুষ বে*চেঁ থেকেও ফুরিয়ে যায় 💔

Big shout out to my newest top fans! 💎Mithi Sabit
17/07/2024

Big shout out to my newest top fans! 💎

Mithi Sabit

11/07/2024

শখের নারী ঠিক থাকলে ' পুরুষ তার শখের নারীকে অসম্ভব যত্নে রাখে!🤗🤍

11/07/2024
30/06/2024

তুমি আমার কোনো আবেগ নও, যেটা কিছু দিন পর কেটে যাবে..,

তুমি আমার মায়াই জড়ানো ভালোবাসা, যেটা আজীবন থেকে যাবে।

30/04/2024

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

পুরুষ সহজে কাঁদে না !আর যে নারীর জন্য পুরুষ কাঁদে,সে নারী অনেক ভাগ্যবতী😊💔
02/02/2024

পুরুষ সহজে কাঁদে না !
আর যে নারীর জন্য পুরুষ কাঁদে,
সে নারী অনেক ভাগ্যবতী😊💔

20/12/2023

নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে,,নিজের আত্মসম্মান রক্ষা করাটা বেশি জরুরি...😊❤️

06/12/2023

- 💔 জে নারি ভালোবাসতে জানে
- সে নারি শূন্য পকেটে পুরুষের পাশে থাকতে জানে,,,🤗

28/11/2023

"বিশ্বাস তাকেই করো"
যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে।😌
ভালো তাকেই বাসো, যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাক.!🌹❤️‍🩹

Address

Rajarbag

Telephone

01794541878

Alerts

Be the first to know and let us send you an email when শেষ চিরকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies