16/01/2025
আল্লাহ নাকি যে বান্দাকে পছন্দ করে তাকে সব দিক দিয়ে একা করে দেয়। তাকে বিপদ, অসুস্থ দিয়ে তাকে পরীক্ষা করে। দেখি আল্লাহ পাক আমার আর কত পরীক্ষা নিতে পারে। আর আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাকি। তবে এটুকু বিশ্বাস করি আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। 🌸🌸