19/09/2024
মায়াবতী!
মনে কি পড়ে আমায়? যান্ত্রিকতার যুগে, যান্ত্রিক মোবাইলে ফোনে, রোজ নিয়ম করে তোমার কন্ঠের শ্রুতিমধুর স্বর আর মায়াবী মুখখানা দেখে মোর সকাল শুরু হইতো.... আফসোস!
আজ সবই স্মৃতির পাতায় সীমাবদ্ধ।
কখনো ভাবিনি, এই যান্ত্রিকতার ভিড়ে এভাবে হারিয়ে যাবে আমাদের মুহূর্তগুলো। তোমার সেই কন্ঠ, মায়াবী মুখ-সবই এখন শুধুই ছবি হয়ে আছে মনে।
এখন ফোনটা বাজলে মনে হয়, বুঝি তুমি- কিন্তু না, সবই ভুল। তুমি নেই,
শুধু রয়ে গেছে ফাঁকা এক নিঃশ্বাস আর অজানা বেদনার কান্না।
কি কঠিন এই বাস্তবতা...!