TechZone with RANA

TechZone with RANA Hello Viewer's Welcome to "TechZone with RANA"
(4)

05/10/2023

মানুষ কেন মরতে ভয় পাই




25/09/2023

বর্তমানের Talent বাবা / মার Excellent student 😀😀




#বানান

31/08/2023



24/06/2023
ভালো লাগার মত একটা জায়গা।গেলেই মনটা ভালো হয়ে যায়♥️♥️♥️
20/06/2023

ভালো লাগার মত একটা জায়গা।
গেলেই মনটা ভালো হয়ে যায়
♥️♥️♥️

চুপ থাকায় শ্রেয়!!!
16/06/2023

চুপ থাকায় শ্রেয়!!!

07/06/2023

মাত্র ৪ মিনিটের বক্তব্য হয়তো আপনার ধারনা পাল্টে দিতে পারে।
বক্তা- আল মামুন রাসেল





05/06/2023

very helpful page and getting a lot of new content and information from here. You can like and follow this page🙂

Weekend day
02/06/2023

Weekend day

01/06/2023

যে কোন ছবিকে করে ফেলুন পাসপোর্ট সাইজ

30/05/2023

#গোধুলী #সূর্যাস্ত

30/05/2023

Good Morning ❤️❤️

29/05/2023

#

আলহামদুলিল্লাহ,, অভিনন্দন,তুরস্কে আবারো কিংবদন্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোয়ান । তিনি ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৫২,৮৭...
29/05/2023

আলহামদুলিল্লাহ,, অভিনন্দন,
তুরস্কে আবারো কিংবদন্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোয়ান । তিনি ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৫২,৮৭ শতাংশ ভোট পেয়েছে। প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭,১৩ শতাংশ।,,প্রিয় নেতার জন্য অনেক অনেক শুভ কামন ভালোবাসা।

COOLING TOWERRooppur Nuclear power plant,Ishwardi, Pabna.
28/05/2023

COOLING TOWER
Rooppur Nuclear power plant,
Ishwardi, Pabna.

26/05/2023

ভিনিসিয়াস জুনিয়রের প্রতি সংহতি জানিয়ে তার জার্সি গায়ে মাঠে এসেছে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়।সুন্দরতম দৃশ্য ❤️
26/05/2023

ভিনিসিয়াস জুনিয়রের প্রতি সংহতি জানিয়ে তার জার্সি গায়ে মাঠে এসেছে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়।সুন্দরতম দৃশ্য ❤️

একটা নাইট রাইড হবে নাকি?
23/05/2023

একটা নাইট রাইড হবে নাকি?

23/05/2023

21/05/2023




"নিজেকে যখন অনেক বড় মনে করবেন তখন বুঝে নিবেন সূর্য ডুবে যাচ্ছে"
19/05/2023

"নিজেকে যখন অনেক বড় মনে করবেন
তখন বুঝে নিবেন সূর্য ডুবে যাচ্ছে"

প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে ইন্টারনেট সংযোগ থাকলেও অনেকসময় তা ব্যবহার করার সময় সমস্যায় পড়তে হয়। কারণ স্লো ইন্...
18/05/2023

প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে ইন্টারনেট সংযোগ থাকলেও অনেকসময় তা ব্যবহার করার সময় সমস্যায় পড়তে হয়। কারণ স্লো ইন্টারনেট স্পিড। তখন আর স্মার্টফোন স্মার্ট থাকে না। হয়ে যায় সম্পূর্ণ আনস্মার্ট।

এছাড়া মোবাইল আপডেট সহ ফোনের ডেট, টাইম সঠিক রাখার জন্যও ইন্টারনেট সংযোগ জরুরি।

ইন্টারনেট স্পিড স্লো হওয়ার পিছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত টেলি সার্ভিস প্রোভাইডারগুলি যদি কম স্পিড দেয়। এটা কোনও কারণ হলে শুধু আপনি নয়, যে কোনও এলাকার ওই নির্দিষ্ট সার্ভিস প্রভাইডারের সব গ্রাহকই সমস্যায় পড়বেন। দ্বিতীয়ত ভৌগলিক অবস্থান। ইন্টারনেট স্পিড কম হতে পারে। কিন্তু সেই সমস্যা সমাধান করা সম্ভব। জেনে নিন কীভাবে ফোনের কিছু সেটিংস বদলে ইন্টারনেট স্পিড বাড়াবেন।

অধিকাংশ ফোনের সেটিংসে নেটওয়ার্ক সিলেকশনের ক্ষেত্রে অটোমেটিক করা থাকে। এক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার। জেনে নিন কী পরিবর্তন করতে হবে।

স্টেপ 1 প্রথমে সেটিংশ অপশনে ঢুকতে হবে।
স্টেপ 2 সেখানেই রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপশন। ওই অপশনে ক্লিক করুন।
স্টেপ 3 এরপর নেটওয়ার্ক প্রভাইডার অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4 সেখানে দেখা যাবে Select Automatically অপশন। ক্লিক করুন সেখানে।
স্টেপ 5 অটোমেটিক অপশনটি বন্ধ বা OFF করে দিতে হবে।
এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে ম্যানুয়ালি নিজের মোবাইল সার্ভিস প্রভাইডার সার্চ করুন। এবং সিলেক্ট করুন। এরপর ফোনটি রিস্টার্ট করে ফের ইন্টারনেট চালু করলে ইন্টারনেট স্পিড বাড়ার সম্ভাবনা থাকবে। তবে এরজন্য 4G অথবা Lte সিলেক্ট করা থাকতে হবে। যদি না থাকে তাহলে কীভাবে 4G নেটওয়ার্ক বা LTE নেটওয়ার্ক সিলেক্ট করবেন তা জানুন-

প্রথমত সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর কানেকশন অপশনে ট্যাপ করতে হবে।
সেখানেই রয়েছে SIM কার্ড ম্যানেজার। ওই অপশনটি সিলেক্ট করতে হবে।
এরপর মোবাইল ডেটা অপশনে ক্লিক করুন। এবং সিলেক্ট করুন LTE/3G/2G (Auto Connect) অপশনটি।
এরপর সেটিংস থেকে বেরিয়ে আসুন।

২০২১ থেকে ২০২৩, এই দু'বছরে সেন্ট মার্টিনের যে পরিবর্তন দেখেছি তাতে নিঃসন্দেহে বলা যায় যে এক সময় আমাদেরকেই বলতে হবে "আমাদ...
17/05/2023

২০২১ থেকে ২০২৩, এই দু'বছরে সেন্ট মার্টিনের যে পরিবর্তন দেখেছি তাতে নিঃসন্দেহে বলা যায় যে এক সময় আমাদেরকেই বলতে হবে "আমাদের একটা সেন্ট মার্টিন ছিল"। নারিকেল জিঞ্জিরায় এখন আর নারকেল হয়না। এমন সিডর আর মোখা খেয়ে দেওয়ার আগে প্রাকৃতিক প্রবাল দ্বীপটারে আমরাই খেয়ে দিছি।

দ্বীপের হাজারো সবাক মানুষের আগে নিশ্চুপ প্রবালগুলার আর্তনাদ কানে নেন। এইবার বেঁচে ফিরলে আবারো গিলে খাওয়ার আগে চিকিৎসা করান নারিকেল জিঞ্জিরার। আমাদের এসি লাক্সারিয়াস রিসোর্টের দরকার নাই। দরকার নারিকেল বাগান, প্রবাল ভরা সৈকত আর বাতাসে দোল খাওয়া কেয়ার অরন্য।


#সংগৃহিত

আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহীহারিয়ে যাওয়া কিছু স্মৃতি
17/05/2023

আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী
হারিয়ে যাওয়া কিছু স্মৃতি

"আবেদনের ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স"আবেদনের ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুযোগ মিলবে। বিআরটিএ অফিসে...
17/05/2023

"আবেদনের ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স"
আবেদনের ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুযোগ মিলবে। বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেই। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ. বি. এম. আমিন উল্লাহ নুরী বলেছেন, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুবিধার জন্য আবেদন করার পরই বাড়িতেই পৌঁছে যাবে লাইসেন্স। এক একটি মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ ও ফোন-ফ্যাক্সের দোকান বিআরটিএ অফিস। অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়, পরে আবারও খুদেবার্তার মাধ্যমে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৫-৭ বছর ধরে বিআরটিএ অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাঁদের ব্যাপারে সচিব বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে, আবার আবেদনে ভুল রয়েছে। তাঁদের লাইসেন্স পেতে এখনো অপেক্ষা করতে হবে। আর দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি।

#সংগৃহীত

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 👤চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 👤চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপমান করছ...
17/05/2023

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
👤চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
👤চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
👤চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে ?
👤চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতোকতা করছে ?
👤চুপ হয়ে যান।
👀এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস ।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি ?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না ।
তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।
👀তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা " আছেন.!
সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

#সংগৃহীত

কি দেখছেন? মরুভূমি তে জাহাজ পড়ে আছে?ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬...
16/05/2023

কি দেখছেন? মরুভূমি তে জাহাজ পড়ে আছে?
ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।
আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।
সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।
#সংগৃহীত

#উপদেশ

16/05/2023

Address

Ishwardi, Pabna
Rajarbag
6620

Telephone

+8801841242584

Website

Alerts

Be the first to know and let us send you an email when TechZone with RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechZone with RANA:

Videos

Share

Nearby media companies