Sharif Miah

Sharif Miah Sharif Miah official page. Entertainment. Love Story. Drama. All kind of content Creations. deserves new beginnings. A new beginning. SHARIF MIAH**

And, more often than not, new beginnings are not gifts given to us, but our own choices. When we choose to start a fresh and take hold of the direction of life, we create a new beginning. So, this way we have both opportunities: to accept the blessings of beginnings and to create them on our own. In this post, you will find motivational new beginnings quotes to inspire you to notice the potential

in every moment of life.

“Every sunset is an opportunity to reset to yourself. Every sunrise begins with new eyes.”

“Isn’t it nice to think that tommorrow is a new day with no mistakes in it yet?”

“Every moment is a fresh beginning.”

“We must be willing to get rid of the life we’ve planned, so as to have the life that is waiting for us. The old skin has to be shed before the new one can come.”

“This is a new day. And things will change. You can change everything” # #
**MR.

03/12/2024

I got 2 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

25/11/2024
সবাই কি একমত,,
06/11/2024

সবাই কি একমত,,

সরকারি চাকরির আজকে এক মাস হলো। সেপ্টেম্বর এর মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, "আশিক, দেশের মানুষের স...
06/11/2024

সরকারি চাকরির আজকে এক মাস হলো। সেপ্টেম্বর এর মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, "আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে। আসবা নাকি?" আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো ৫৯ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়েছুঁড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে।

গত এক মাস শুক্র-শনিবারসহ দিনে ১৮ ঘণ্টা কাজ করেও কূল পাচ্ছি না। প্রায় আড়াইশো সিইও, ব্যবসায়ীদের সাথে কথা বলে বুঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি। নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি। চেষ্টা চলছে। ফেইল করা যাবে না। আমরা জনগণের সরকার। তাই প্রত্যাশা অনেক। অনেকটা জাতীয় ক্রিকেট দলের মত। সবাই চায় আমরা জিতি। কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই সবাই হা হা করে উঠে। টিম সিলেকশন, বোলার সিলেকশন, ফিল্ড সেটিং, এইসব নিয়ে নানা সমালোচনা। ম্যাচে সবাই ভালো বল করবেনা এটাই স্বাভাবিক। তা নিয়ে দলের সমর্থকরা গালাগালি করবে তাও স্বাভাবিক। দলটাতো আমাদের। কয়দিন আগেও এইসব করা কবিরা গুনাহ ছিলো। তাই দিনশেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউ ও বিরোধী দল, তখন নিজেকে বুঝাই: এটাই তো আসলে বাক স্বাধীনতা। হোক না সমালোচনা। আমরা ভুল করব। তারপর শুধরাবো। আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাটবে।

পুনশ্চ: এর মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর সার্টিফিকেটটা এসে গেছে। কিন্তু এখন মনে হয় ঐটা অন্য কোনো জীবনের গল্প। 🙂 🇧🇩🪂

04/11/2024

ভাংচুর করতে হবে নাকি এর আগেই কাজে মনোযোগ দিবি,
বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়া।

আমরা যারা MRP পাসপোর্ট জমা দিছি ৫,৬ মাস হয়ে গেছে এখনো পাসপোর্ট অনলাইনে সার্চ করলে Not found দেখায়। আমরা এখন কি করবো আমাদেরকে বলে দেন MRP পাসপোর্টের জন্য যে Rm145 bankdraft করা হয়েছিল সেই হলুদ রংয়ের ওরজিনিয়াল কাগজ ত আমরা আপনাদের কাছে জমা দিয়ে দিছি যদিও আমাদের কাছে থেকে থাকে সেটা হলো একটি ফটো মাএ যা জমা দেওয়ার আগে তুলা হয়েছিল! ESKL গেলে ই পাসপোর্ট আবেদন করার জন্য,ওরা বলে Bankdraft এর ওরজিনিয়াল কাগজ নিয়ে আসতে আপনাদের কাছে গেলে আপনারা Date দেন ১৫তারিখে আসেন! Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia আপনাদের কাছে আমার একটা question, যাদের ভিসা ডিসেম্বরে মেয়াদ শেষ হবে, তারা কিভাবে তাদের পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে হাতে পাবে? এই পাসপোর্টের জন্য বর্তমানে মালেশিয়ার কয়েক হাজার প্রবাসি বাংলাদেশি অবৈধ হয়ে যাবে। এর দায় ভার কে নেবে? বর্তমানে যারা Mrp পাসপোর্ট রিনিও করার জন্য দিয়েছে তাদের Mrp পাসপোর্ট দ্রুত ডেলিভারির জন্য আহবান করছি।

#ড:ইউনুসের কাছে জরুরি আবেদন।

পার্থক্য এখানেই নতুন বাংলাদেশে,২০২২ আর ২০২৪ এর মধ্যে পার্থক্য। ❤️🇧🇩
03/11/2024

পার্থক্য এখানেই নতুন বাংলাদেশে,
২০২২ আর ২০২৪ এর মধ্যে পার্থক্য। ❤️🇧🇩

03/11/2024

বাংলাদেশের মধ্যে কখনো রাজনৈতিক দলের বা নেতাদের জন্য দেশের মধ্যে কোনো জামেলা বা সমস্যা সৃষ্টি হলে আমরা যারা প্রবাসী আছি, সকল দেশের বাংলাদেশীরা মিলে দেশের ব্যাংকের রিজার্ভ খালি করে দিবো, তখন দেখি কোন খা---নাকির পো---লারা এত বড় বড় কথা বা জোর বা শক্তি দেখিয়ে কথা বলে বেড়ায়,

মাএ ১২ ঘন্টার মধ্যে দেশ কে অচল করতে পারি আমরা প্রবাসীরা,
তাই, যদি ভবিষ্যতে কখনো কোনো দল বা গোষ্ঠী দেশের মধ্যে অস্থিতিশীলতা করতে চায় তাহলে সাথে সাথে আমরা একশন শুরু করবো,

কথা গুলো বলার কারন বর্তমানে বিএনপির কোনো পা চাটা কু--কুর গুলো আওয়ামী লীগের মতো আচরণ শুরু করতেছে এলাকায়, হাট-বাজার এবং বাস-স্টেশন এবং দেশের বিভিন্ন সেক্টরে,
তাই আমরা সাধারণ জনগন চাই না এদের মতো কেউ ক্ষমতায় আসুক বা দেশের মধ্যে আবার জামেলা সৃষ্টি হোক,

আমরা চাই শান্তি এবং সমৃদ্ধি এবং একতা।

মুসলিম -হিন্দু -বৈধ এবং খ্রিষ্টান সবাই বাংলাদেশের মানুষ এবং জনগণ,
সবার সমান অধিকার এবং সবাই এখানের নাগরিক, সেই সুএে সবার সমান অধিকার আদায় এবং সমান সুযোগ সুবিধা যে সরকার দিবে আমরা তাকেই চাই সরকারের আসনে বসাতে,

বাংলাদেশ কোন দলের বা গোষ্ঠীর না, কারো জামাই বা বাপে দেশ স্বাধীন করেননি, দেশ স্বাধীন করছেন, পুরো দেশের সাধারণ জনগন, তাই সকল নাগরিক কে একটি কাতারে দার করিয়ে, সমান ভাবে সুযোগ সুবিধা দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সবার করে দিতে হবে,

তাহলে দেশের মধ্যে শান্তি বজায় থাকবে।

Address

Kuala Lumpur
Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif Miah:

Videos

Share