14/04/2024
কতো ছবির দিকেই তো তাকিয়ে থাকেন। এই ছবির দিকে টানা এক মিনিট তাকিয়ে থাকুন না!
জনমানবহীন প্রান্তর। উপরে ছাদ নেই। চারদিকে বেড়া নেই। নিচে রাশি রাশি বালু। দুটো ছোট বাচ্চা। খাবার নেই। পানি নেই। মা'র পায়ের পাশে বসা বাবুটার দিকে তাকিয়েছেন? কী অসহায় দৃষ্টি তার! না খেতে খেতে শরীর শুকিয়ে কাঠ। পিচ্চিটা হয়ত খাবার চেয়ে না পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। অর্ধেক দেহ মা'র পায়ে, বাকিটুকু বালির সাথে মিশে একাকার। বাবার সন্ধান নেই৷
ঠিক এমন একটি জায়গায় নিজেকে রেখে একটু ভাবুন না! ভাবলে তো আর পয়সা দিতে হবে না। এসব ভাবনায় আর কিছু হোক আর না হোক, আমাদের অন্তরে যে ব্যক্তিস্বার্থের মোটা আস্তরণ জমেছে তা কিছুটা কেটে যাবে। এতটুকু হলেও তো আমাদের জন্য অনেক, তাইনা?
যে রাসূল ﷺ নিজের ঘরে থাকা মাত্র একটি খেজুরও অভুক্তদেরকে দিয়ে দিতেন অবলীলায়, যে নবী ﷺ পাশের ঘরে দেওয়ার জন্য বিবিদেরকে তরকারিতে ঝোল বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিতেন সেই রাসূল ﷺ-এর উম্মাহ হয়ে আজ আমরা আমাদেরকে নিয়েই দারুণ ব্যস্ত। উম্মাহর দরদ নিয়ে ছুটে চলা দূর কি বাত, তাঁদের কষ্টগুলো আলোচনার টেবিলে তুলে কতক্ষণ আলাপ জারি রাখাও এখন আমাদের কাছে সময়ের অপচয় মনে হয়। কী জবাব দিব আমরা?
অনুরোধ থাকবে, অন্তত দু'আর সময় কায়মনোবাক্যে ওদের জন্য দু'আ করবেন। কোনো একটা মুহূর্ত যেন তাঁদেরকে ভুলে না যাই, খেয়াল রাখি।
-nazrul islam