Pabna University of Science and Technology PUST

Pabna University of Science  and Technology PUST জাতীয় পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় Public Transit
Campus PUST is located at Rajapur, Pabna by the opposite of Pabna Teachers Training College.

It has software and hardware labs that are equipped with high-speed Internet and updated devices. Pabna University of Science and Technology is located on the south side of Pabna Nagorbary highway.

Medical রেজাল্টে কলেজ কোড দিচ্ছে। এই কোড অনুযায়ী দেখে নাও কার কোথায় চান্স হয়েছে।
19/01/2025

Medical রেজাল্টে কলেজ কোড দিচ্ছে। এই কোড অনুযায়ী দেখে নাও কার কোথায় চান্স হয়েছে।

17/01/2025

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মাদ*ক এবং কিশো*র গ্যাং তৈরী হলো।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !'

#সংগৃহীত

17/01/2025

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত (২৪-২৫)শিক্ষাবর্ষের

৪ টি ইউনিট

A ইউনিট - এগ্রিকালার, ফিসারিজ ও ভেটেরিনারি অনুষদ

B ইউনিট - সিএসই, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও বিজ্ঞান অনুষদ

C ইউনিট - বিজনেস স্টাডিজ অনুষদ

D ইউনিট - সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ

▪️বিজ্ঞান বিভাগের জন্য A, B ইউনিট। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে C,D ইউনিট।
▪️ব্যবসায়ে শিক্ষা বিভাগের জন্য C ইউনিট। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে D ইউনিট।
▪️মানবিক বিভাগের জন্য D ইউনিট। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে C ইউনিট।

[একজন শিক্ষার্থী চাইলে একাধিক ইউনিট অথবা বিভাগ পরিবর্তন ইউনিটে আবেদন করতে পারবে।]

🟩 A ইউনিট

▪️পদার্থ - ২৫
▪️রসায়ন - ২৫
▪️জীববিজ্ঞান - ২৫
▪️ইংরেজি - ২৫

🟩 B ইউনিট

▪️পদার্থ - ২৫
▪️রসায়ন - ২৫
▪️গণিত - ২৫
▪️ইংরেজি - ২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের D ইউনিটের মানবন্টন

▪️বাংলা - ২৫
▪️ইংরেজি - ৫০
▪️সাধারণ জ্ঞান - ২৫

16/01/2025

কৃষি গুচ্ছ (২০২৪-২৫)
---------------------------------------------
১. এইচএসসি ২০/২১ এবং এসএসসি ২০১৭/১৮/১৯ পরীক্ষা দিতে পারবে।

২. চতুর্থ বিষয় ছাড়া এসএসসি ও এইচএসসি আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। সিলেকশন থাকবে কিনা তা পরে জানা যাবে।

৩. এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রেই পদার্থ,রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। তবে এইচএসসিতে উচ্চতর গণিত থাকতে হবে।

৪. পরীক্ষার নম্বর ১০০ (পদার্থ - ২০, রসায়ন - ২০, জীববিজ্ঞান - ৩০, গণিত - ২০, ইংরেজি - ১০) এবং জিপিএ'র উপর ৫০ নম্বর রয়েছে। মোট নম্বর ১৫০।

৫. কৃষি গুচ্ছের কেন্দ্র ৯ টি। গুচ্ছ ভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছের কেন্দ্র।

৬. কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

৭. কৃষি গুচ্ছের ভর্তি আবেদন ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এবং ১৬ মার্চ শেষ হবে।

16/01/2025

এক নজরে গণবিজ্ঞপ্তি, রিপোর্টিং, মেরিট ও চূড়ান্ত ভর্তি বিষয়টি ক্লিয়ার করা হলো

১. গণবিজ্ঞপ্তি: গণবিজ্ঞপ্তির মানে হলো যখন একাধিক মেরিট প্রদানের পরও নির্দিষ্ট সংখ্যক সিট খালি থাকবে তখন সেই সিটের বিপরীতে ৩-১০ গুণ পজিশন পর্যন্ত রিপোর্টিং এর জন্য ডাকবে সেটিই মূল গণবিজ্ঞপ্তি। উদাহরণ স্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫০ টি সিট ফাকা আছে। ৫০ সিটের বিপরীতে যদি ৫ গুণ হয় তবে ২৫০ জন, ৭ গুণ হলে ৩৫০ জন এবং ১০ গুণ হলে ৫০০ জনকে ডাকবে। পূর্ববর্তী মেরিটে যত পজিশন পর্যন্ত গেছে, তারপর থেকে এই কল করা হবে।

২. রিপোর্টিং: রিপোর্টিং অর্থ উপস্থিত হয়ে কাগজপত্র জমা দেয়া। এখন যতজন ডাকবে তার মধ্যে সবাই উপস্থিত হবে না। যতজন উপস্থিত হবে ততজনের রিপোর্টিং হবে। উদাহরণস্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তিতে ৫০০ জন ডাকলো, কিন্তু সশরীরে উপস্থিত হয়েছে ১৫০ জন। অর্থাৎ এই ৫০০ জনের মধ্যে ১৫০ জন সশরীরের রিপোর্টিং করেছে। বাকি ৩৫০ জন ভর্তি প্রক্রিয়া থেকে বাদ।

৩. মেরিট লিস্ট: সশরীরে রিপোর্টিং থেকে যতগুলো সিট খালি রয়েছে সেই সিটের বিপরীতে যতজন আসবে তার লিস্ট দেয়া। উদাহরণস্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫০ সিটের বিপরীতে গণবিজ্ঞপ্তি থেকে ১৫০ জন সশরীরে রিপোর্টিং করেছিল। এই ১৫০ জনের মধ্যে প্রথম ৫০ জন নিয়ে মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর বাকি ১০০ জন ওয়েটিং লিস্টে যাবে।

৪. চূড়ান্ত ভর্তি: সশরীরে রিপোর্টিং থেকে প্রকাশিত মেরিট লিস্ট থেকে ভর্তি চূড়ান্ত করাকে চূড়ান্ত ভর্তি বলে। এখন মেরিট লিস্টের সবাই চূড়ান্ত ভর্তি হবে না। যতজন হবে ততজনের ভর্তি হওয়ার পর রিপোর্টিং এর ওয়েটিং লিস্ট থেকে চূড়ান্ত ভর্তির সুযোগ পাবে। উদাহরণস্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সশরীরে রিপোর্টিং ১৫০ জনের থেকে প্রথম ৫০ জনের মধ্যে যতজন চূড়ান্ত ভর্তি হবে এরপর বাকি ১০০ জনের ওয়েটিং লিস্ট থেকে চূড়ান্ত ভর্তির সুযোগ দেয়া হবে। এভাবেই ভর্তি কার্যক্রম চলবে।

আশা করি গণবিজ্ঞপ্তির পুরো ভর্তি প্রসেস বুঝাতে পেরেছি।

ধন্যবাদ ❤️
Admission informer

14/01/2025

সকালের বাংলাদেশ।

12/01/2025

শীতের দিনে সকালে সূর্যোদয়।

ব্রেকিং নিউজঃ আলহামদুলিল্লাহ গেজেট প্রকাশ।
30/12/2024

ব্রেকিং নিউজঃ
আলহামদুলিল্লাহ গেজেট প্রকাশ।

🔶Bank preli Analysis.....ব্যাংকের ৫টি বিষয়ের উপর বিগত ৩ বছরের বিশ্লেষণ* বাংলা* ইংরেজি* গণিত* কম্পিউটার* জিকেব্যাংকের প্র...
13/12/2024

🔶Bank preli Analysis.....
ব্যাংকের ৫টি বিষয়ের উপর বিগত ৩ বছরের বিশ্লেষণ
* বাংলা
* ইংরেজি
* গণিত
* কম্পিউটার
* জিকে
ব্যাংকের প্রস্তুতি শুরু করার জন্য প্রথমে বিগত প্রশ্নগুলোর মার্ক এনালাইসিস অত্যন্ত প্রয়োজন। তারপর সেই এনালাইসিস বা বিশ্লেষণ অনুযায়ী, অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক প্রস্তুতি নিতে হবে।

বাংলা সাহিত্য নিয়ে যাদের বেশি সমস্যা আমার মনে হয় কিছু কিছু জিনিস এখানে আছে যা আপনার পড়াশোনার দিক থেকে আরো সামনের দিকে...
11/12/2024

বাংলা সাহিত্য নিয়ে যাদের বেশি সমস্যা আমার মনে হয় কিছু কিছু জিনিস এখানে আছে যা আপনার পড়াশোনার দিক থেকে আরো সামনের দিকে এগিয়ে রাখবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণে আগামীকাল সন্ধ্যা ৬.০০টায় কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে স্মরণ সভা এবং ...
08/12/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণে আগামীকাল সন্ধ্যা ৬.০০টায় কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বি:দ্র: সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে মুলত ২ টা দেশাত্মবোধক গান ও কবিতা এবং একটি বিপ্লব ধারণকারী এমন ১টি নাটিকা থাকবে

সূত্রঃ রেজিস্ট্রার অফিস।

আজহার মোল্লা নানাকে নিয়ে একটু লিখিঃকদিন আগে ক্যাম্পাস গেটে গিয়ে নানার পাশে বসলাম। মেলা গল্প হয়লো। ওনার জীবন দর্শন দেখে আ...
08/11/2024

আজহার মোল্লা নানাকে নিয়ে একটু লিখিঃ

কদিন আগে ক্যাম্পাস গেটে গিয়ে নানার পাশে বসলাম। মেলা গল্প হয়লো। ওনার জীবন দর্শন দেখে আমি অবাক হলাম। নানারে বললাম নানা আপনারে নিয়ে আমি পত্রিকাতে একটা লিখা লিখতে চাই। নানা বললো লিখো। আরো কিছু বিষয় জানলাম। জীবনের বিভিন্ন সময়ে অনেক ব্যবসার সাথে যুক্ত থাকলেও, কোনো কাজকেই ছোট করে দেখেননি তিনি। ৮ বছর আগে পবিত্র হজ পালন করে আসেন । এর পর থেকে নিজেদের বাগানের কলা বিক্রি করেন। আমি নানারে বললাম নানা পোলাপানের উদ্দেশ্যে কিছু বলেন। তিনটি বিশেষ পরামর্শ দিলেন— "কখনো মিথ্যা বলো না, চোগলখুরি (পরনিন্দা) করবে না, এবং ওয়াদা ভঙ্গ করবে না।" এই মূল্যবোধগুলোই তিনি জীবনের প্রতিটি কাজে মেনে চলতেন এবং শিক্ষার্থীদের এগুলো মেনে চলতে বললেন।
ওনার চলে যাওয়া আমার খারাপ লেগেছে খুবই। পত্রিকার স্টোরিটা বানানো হলো না। আল্লাহ নানাকে জান্নাত দান করুন। আমিন।

১০ থেকে ৪৬ তম বিসিএস পর্যন্ত সকল বাংলা সাহিত্যবিষয়ক প্রশ্ন  একসাথে।
30/08/2024

১০ থেকে ৪৬ তম বিসিএস পর্যন্ত সকল বাংলা সাহিত্যবিষয়ক প্রশ্ন একসাথে।

21/08/2024

ব্রেকিংঃ
পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন।

30/04/2024

গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ। পাশ করেছে ৫০ হাজার ৭৬০ জন। সর্বোচ্চ মার্ক ৭৭.২৫
ক ইউনিটে

৭৫+ পেয়েছে ২ জন
৭০+ পেয়েছে ৪ জন
৬০+ পেয়েছে ৮৪ জন
৫৫+ পেয়েছে ৪১৬ জন
৫০+ পেয়েছে ২০০০ জন
৪০+ পেয়েছে ১৬০০০ জন

 িসিএস_প্রশ্ন_সমাধানঃআজকে অনুষ্ঠিত  িসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্নে সমাধান!!ফুল সমাধান আসলে সাথে ইডিট করর যুক্ত ...
26/04/2024

িসিএস_প্রশ্ন_সমাধানঃ

আজকে অনুষ্ঠিত িসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্নে সমাধান!!

ফুল সমাধান আসলে সাথে ইডিট করর যুক্ত করে দিব নি!!

৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষা ৫ সেট প্রশ্ন সমাধান নিচে দেয়া হল
08/11/2023

৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষা ৫ সেট প্রশ্ন সমাধান নিচে দেয়া হল

02/06/2023

পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়?

ক. দিন-রাত্রি
খ. ঋতু পরিবর্তন
গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
ঘ. খরা

Address

Pabna Sadar Pabna
Raghunathpur-Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Pabna University of Science and Technology PUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pabna University of Science and Technology PUST:

Videos

Share