30/03/2024
অন্ধকার ঘর🌿
সুখের সন্ধানে আমি ভাসি
সুখ যে এক অচিন হাসি!
লেবু ফুলের গন্ধে পরাণ আমার মরণের সুখে কাঁন্ধে!
হিজল তলায় দাফন আমার
শুভ্র সুখের কাফন গায়ে!
অচেনা দক্ষিণা হাওয়ায় সবুজ রঙের কবর রাঙায়!
চৈত্র যে আমায় ডাকে
আমি আছি অন্ধকার ঘরে!
সুখ দিয়েছে আমায় ফাঁকি, শূন্য ঘরে একলা থাকি!