AbdullahR Abba

AbdullahR Abba অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।‌ [হযরত আলী (রাঃ)]
(5)

01/09/2024

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন।

আগে এমন ছিলাম....📷শুভ রাত্রি....🛌
31/08/2024

আগে এমন ছিলাম....📷

শুভ রাত্রি....🛌

পরিবেশটা সুন্দর না….???
30/08/2024

পরিবেশটা সুন্দর না….???

30/08/2024

পুলিশের যে কাজ তা স্বয়ং ফেরেশতা এসে করলেও সমালোচিত হবেন

কারণ এক ঘটনায় সমানভাবে দু'পক্ষ (বাদী-বিবাদী) কে খুশি করা যায় না

30/08/2024

আমার ভালোলাগা, আমার ভালবাসা..🐦‍⬛🐦‍⬛🕊️🕊️

29/08/2024

বাগানের ভিতরে বিভিন্ন প্রকার তরতাজা সবজি..
🫛🥦🥬🥒🫑🌶️🥑🍆

অভিনন্দন প্রিয় স্যার,পুলিশ সুপার পদে পদায়ন, ঢাকা জেলা।আমার চাকরি জীবনের অভিভাবক..💝ইং-শা-আল্লাহ্, এখন থেকে ঢাকা জেলার ম...
27/08/2024

অভিনন্দন প্রিয় স্যার,
পুলিশ সুপার পদে পদায়ন, ঢাকা জেলা।

আমার চাকরি জীবনের অভিভাবক..💝
ইং-শা-আল্লাহ্, এখন থেকে ঢাকা জেলার মানুষের সাথে দেখা হবে এবং চাকরি করা হবে।

27/08/2024

মাদ্রাসা পড়ুয়া বাচ্চারা কেমন শৃংখলা বজায় রেখে পড়াশোনা করে দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাদ্রাসার ভিতরে গিয়ে শিক্ষক/হুজুদের সাথে কথা বলে অনেক ভাল লাগছে। বিশেষ করে মাদ্রাসার পরিচালক হুজুর অনেক ভাল মানুষ।

মাদ্রাসাতুল কুরআন পূর্বধলা।
রাজপাড়া, পূর্বধলা, নেত্রকোনা।
০১৯২৪ ২৬২ ১৯২

26/08/2024

বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের একদিনের বেতন‌ বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় দেয়া হচ্ছে
৩৭ কোটি ৫০ লক্ষ টাকা

আলহামদুলিল্লাহ্

26/08/2024

বর যাত্রী, গ্রামের বিয়েতে কেমন মজা করে দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

দেশের এই ক্লান্তিলগ্নে যারা নিঃস্বার্থ ভাবে নিজেদের সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের সেবা দিয়ে যাচ্ছেন, তারা হলেন দেশের ওলামা...
26/08/2024

দেশের এই ক্লান্তিলগ্নে যারা নিঃস্বার্থ ভাবে নিজেদের সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের সেবা দিয়ে যাচ্ছেন, তারা হলেন দেশের ওলামায়ে কেরামগন।

আলেমদের কাছে আপনাদের আমানত ১০০% নিরাপদ।

24/08/2024

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন...??

24/08/2024

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা ৪ টি.........
১. সুবহানআল্লাহ
২. আলহামদুলিল্লাহ্
৩. লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:)
৪. আল্লাহ হু আকবর

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক।
🤲.....আমিন.....🤲

23/08/2024

আলহামদুলিল্লাহ্, এই দেশের আম জনতা চাইলে কি পারে দেখুন।‌ শুধু একটা ফাউন্ডেশনেই সাড়ে ৩ লাখ মানুষ টাকা পঠিয়েছে ১দিনে।

কেউ প্রচার করা বন্ধ করবেন না। কারন As sunnah Foundation বন্যা শেষে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। এর জন্যে অনেক টাকা প্রয়োজন।

ভিডিওর শেষ অংশ দেখুন।

22/08/2024

সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সকল সরকারি বেসরকারি চাকুরীজিবীদের একদিনের বেতন অনুদান করা উচিত

শেয়ার করে ছড়িয়ে দিন

আলহামদুলিল্লাহ্জনি চন্দ্র দাস, যার পিতা পরেশ চন্দ্র দাস এবং মাতা সুকলা রানী দাস, তিনি নিজের ইচ্ছায় এবং চিন্তা-ভাবনা করে...
22/08/2024

আলহামদুলিল্লাহ্

জনি চন্দ্র দাস, যার পিতা পরেশ চন্দ্র দাস এবং মাতা সুকলা রানী দাস, তিনি নিজের ইচ্ছায় এবং চিন্তা-ভাবনা করে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আমরা সবাই মিলে তার সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ কামনা করছি, এবং বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করছি যাতে তিনি আল্লাহর পথে সঠিকভাবে চলতে পারেন।

আল্লাহ যেনো তাকে দীনের পথে চলার ক্ষমতা ও তৌফিক দান করেন এবং সর্বদা তার উপর নিজের রহমত বর্ষণ করেন। আমিন।

21/08/2024

হে পৃথিবীর মালিক
আপনি আপনার কুদরতি শক্তি দিয়ে আমাদের সবাইকে হেফাজত করুন

🤲 আমিন 🤲

21/08/2024
21/08/2024

আসসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওঅবারাকাতুহ

প্রিয় স্যার, সাত্যাটি বেড়াইল ডাক্তার খান উচ্চ বিদ্যালয়ের হেড মাস্টার, মোঃ নুরুল আমিন স্যার। আজ থেকে প্রায় ১৬/১৭ বছর ...
20/08/2024

প্রিয় স্যার, সাত্যাটি বেড়াইল ডাক্তার খান উচ্চ বিদ্যালয়ের হেড মাস্টার, মোঃ নুরুল আমিন স্যার।

আজ থেকে প্রায় ১৬/১৭ বছর আগে স্যারের ছাত্র থাকাকালীন সময়ে কতরকম সুযোগ সুবিধা নিয়েছি তার কোন হিসাব নাই, আর সে সম্পর্কে বলেও শেষ করতে পারবো না।

আমাদের সবার একটা বিষয় জেনে রাখা উচিত, আর সেই বিষয় টি হলো যে, শিক্ষকতা হলো এমন এক ধরনের পেশা। যা মূলত বিভিন্ন ধরনের পেশার সৃষ্টি করে থাকে।

একজন শিক্ষক তিনি শুধুমাত্র শিক্ষকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। বরং তিনি সমাজে বসবাস করা অন্যান্য মানুষের সন্তানদের মানুষ গড়ার হাতিয়ার হিসেবে কাজ করে থাকেন। একজন শিক্ষক হলো হাজার হাজার শিক্ষার্থীর অনুপ্রেরণা। একজন শিক্ষক হলো সাফল্যের জ্বলন্ত প্রতীক।

আমার সাফল্যের পিছনে প্রিয় স্যারদের অবদান কোনদিন ভুলতে পারবো না।

আমি ছাত্র থাকাকালীনই স্যার অবসরে চলে যান, আজ ১৬/১৭ বছর পর স্যার আমার বাড়ির পাশে একজন মৃত ব্যক্তির জানাযা পড়তে এসে আমার সম্পর্কে খোঁজ করেন এবং দেখা করতে চান,

এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে কিছু নাই,

স্যারের জন্য সবার কাছে দোয়া চাই, মহান আল্লাহ্ পাক যেন স্যার'কে সবসময় সুস্থ রাখেন।

আমিন 🤲

এটা কোন মসজিদের চিত্র নয়। এটা একটি থানার হাজত খানার চিত্র। একটু বুঝিয়ে বলি....আজ ছোটখাট একটা অপরাধের জন্য জনগন একজনকে আট...
17/08/2024

এটা কোন মসজিদের চিত্র নয়। এটা একটি থানার হাজত খানার চিত্র।

একটু বুঝিয়ে বলি....আজ ছোটখাট একটা অপরাধের জন্য জনগন একজনকে আটক করেছেন। ওসি স্যার জানানোর পর আমি তাকে এ্যারেস্ট করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি উনি কোরআনের হাফেজ। শয়তানের প্ররোচনায় পড়ে সে ছোটখাট অপরাধ করে চলেছেন।

থানায় আসার পথেই বারবার ক্ষমা চেয়ে বলেছে আমি জীবনে আর এ কাজ করব না, প্রয়োজনে কৃষকের কাজ করবো অথবা ভ্যান চালিয়ে খাবো।

ডিউটি শেষে থানায় এসে হাজতখানার ভিতর থাকা লোকদের কোরআনের হাফেজকে পরিচয় করিয়ে দিয়ে বললাম আপনারা উনার কাছে থেকে ধর্মীয় জ্ঞান নিতে পারেন, নিজেদের ভুলত্রুটি ক্ষমা চেয়ে নিন।

একপর্যায়ে হাজতে থাকা লোকদের জিজ্ঞাসা করলাম আপনারা পানি বা খাবার না খেয়ে থাকলে বলুন খাবার এনে দিব।

সবাই বললো খেয়েছি স্যার, একটা সাবান হলে ভালো হতো, হাতমুখ ধুয়ে ফেলতাম।

দোকান থেকে সাবান কিনে এনে দিলাম।

এবার হাজতিদের বললাম আপনাদের কাছে একটা জিনিস চাওয়া আছে আমার। সবাই বলে উঠলে কি চান বলুন স্যার।

বললাম যেহেতু হাফেজ সাহেব আপনাদের সাথেই আছে সবাই জামাতের সহিত এশারের নামায পড়ে নিন আর নিজেদের ভুলত্রুটির ক্ষমা চেয়ে নিন আর ভবিষ্যতে অপরাধ করবেন না এ মর্মে মনে মনে প্রতিজ্ঞা করুন। আর হাজতে যে যতক্ষণ থাকবেন হাফেজ সাহেবের কাছ থেকে বিভিন্ন ইসলামী গল্প শুনবেন।

এরপর সবাই একে একে ওযু করে আসলো এবং এশারের নামায একসাথে পড়ে নিলো। মনে অন্যরকম একটা প্রশান্তি পেলাম।

কুরআন শরীফে বর্ণিত আছে, তুমি উপদেশ দিতে থাকো, এতে লাভ হোক আর না হোক — আল-আ়লা ৬-১৯ পর্ব ৩।

C

17/08/2024

বাবা এমন একটি জিনিস, যে কিনা তার সন্তানদের আনন্দ দিতে সে নিজে বাচ্চা হয়ে যায়..🏍️

আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, অবশ্যই পিতা-মাতা হিসেবে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবেন।ইং-শা-আল্লাহ্।
16/08/2024

আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, অবশ্যই পিতা-মাতা হিসেবে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবেন।

ইং-শা-আল্লাহ্।

ইং-শা-আল্লাহ্
15/08/2024

ইং-শা-আল্লাহ্

15/08/2024

হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বাট্টা, মধ্যে পাড়া, আরশাদ আলী মাস্টার এবং মোশাররফ মাস্টারের চাচাতো বড় ভাই, (জু...
14/08/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাট্টা, মধ্যে পাড়া, আরশাদ আলী মাস্টার এবং মোশাররফ মাস্টারের চাচাতো বড় ভাই, (জুয়েল, রুবেল এবং সাফায়েত ভাইয়ের আব্বা) আব্দুল কুদ্দুস, রাত ৮:৩০ মিনিট এ ইন্তেকাল করেছেন।

অনেক সহজ সরল এবং ভালো মনের একজন মানুষ ছিল, ছোটবেলা থেকেই দেখতাম মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতো, কত নামাজ কাকার সাথে মসজিদে পড়ছি তার হিসেব নেই।

আমার আব্বার সাথে চলাফেরা করতো এবং খুব ভালো বন্ধুত্ব ছিল।

এশারের নামাজ আদায়ের সময়, মসজিদের কাটিয়াটির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছিলাম, কার জন্য জানি কাটিয়াটি অপেক্ষা করতেছে, মসজিদ থেকে বের হয়ে ই শুনি আব্দুল কুদ্দুস কাকা মারা গেছেন...😭😭

দোয়া করি মহান আল্লাহ পাক যেন আব্দুল কুদ্দুস কাকাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আমিন 🤲

14/08/2024

আমার ফল গাছের বাগান।

13/08/2024

বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা।

Address

পূর্বধলা, নেত্রকোনা
Purbadhala
২৪১০

Website

Alerts

Be the first to know and let us send you an email when AbdullahR Abba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Purbadhala

Show All