Deepration ডিপ্রেশন

Deepration ডিপ্রেশন LIKE PLZ... Dhaka,Bangladesh
(3)

01/06/2024

যারা বড় হয়েও ice ললি,খায় ওরা সুন্দর মনের মানুষ। 🤍

এমন ফ্রেন্ড কারও না হোক 🥲🥹
23/12/2023

এমন ফ্রেন্ড কারও না হোক 🥲🥹

-ঘুম থেকে উঠে এমন কিছু দেখবো তা কল্পনার বাহিরে ছিলো। 🤭-যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা। 🥰🇧🇩
20/12/2023

-ঘুম থেকে উঠে এমন কিছু দেখবো তা কল্পনার বাহিরে ছিলো। 🤭

-যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা। 🥰🇧🇩

🚨 BREAKING: MUSTAFIZUR RAHMAN - 2 CRORE signed by Chennai Super Kings. 💛MS Dhoni x Mustafizur. 🤩
19/12/2023

🚨 BREAKING: MUSTAFIZUR RAHMAN - 2 CRORE signed by Chennai Super Kings. 💛

MS Dhoni x Mustafizur. 🤩

19/12/2023

-পরিবর্তন...


19/12/2023

Starc - 24.75 cr
Cummins-20.50 cr
Head - 6.80 cr

ইন্ডিয়া কি অষ্ট্রেলিয়ান খেলোয়াড়দের পুরুস্কার দিচ্ছে বিশ্বকাপ জেতার?🙂

বাবা নামের মানুষ গুলোকে, আল্লাহ তায়ালা এক ঔষরিক ক্ষমতা দিয়েছেন ! যেমন বাবাদের চাওয়া পাওয়া নেই, আনন্দ নেই, অক্ষমতা নেই, অ...
04/05/2023

বাবা নামের মানুষ গুলোকে, আল্লাহ তায়ালা এক ঔষরিক ক্ষমতা দিয়েছেন ! যেমন বাবাদের চাওয়া পাওয়া নেই, আনন্দ নেই, অক্ষমতা নেই, অসুস্থ্যতা নেই, ক্লান্তি নেই ! নেই কোন উৎসবের আনন্দ উপভোগ করার ইচ্ছে ! শুধু পরিবারের সবাইর সব প্রয়োজনীয়তা মিটানোর আপ্রান চেষ্টায় নিজেকে ব্যস্ত রেখেই সব আনন্দ উৎসব আর নিজের শরিরিক ক্লান্তির কথা ভুলে থাকে ! পরিবারের সবাই হাঁসি খুশী থাকলেই যেন বাবারা খুশি থাকে ! এই বাবা নামের মানুষটা পরিবারের সকলের কথা চিন্তা করে নিজেকে বিলিয়ে দেয় ! কিন্তূ কয়জন চিন্তা করে এই বাবার কথা ? বাবাওতো আমাদের মত একটা মানুষ- বাবার কোন চাওয়া আছে কিনা ? বাবার ক্লান্তি লাগে কিনা ? বাবার শরিরিক ক্ষমতা দিন দিন ক্ষয় হয়ে মানসিক আত্ববিস্বাস দুর্বল হয়ে যাচ্ছে ! হয়তো বাবারা এই চিন্তাও করে আমি পারবোতো শেষ পর্যন্ত সবাইর প্রয়োজন হয়ে নিজেকে টিকিয়ে রাখতে, না মাঝ পথে আবার পারি জমাতে হয় না ফেরার দেশে.... ! আল্লাহ সকল বাবাদেরকে ভাল এবং সুস্থ্য রাখুক আর দুনিয়ার সকল বাবারা দির্ঘ দিন সকলের মাঝে বেঁচে থাকুক !!!

28/04/2023

বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে।

যাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করবেন দেখবেন সেই বন্ধুটাই একসময় সবচেয়ে দূরে চলে যাবে। অনেক দিন পেরিয়ে যাবে সেই বন্ধুটার সাথে কথাও হবে না।

যাকে খুব আপন ভেবে নিজকে খুব ভাগ্যবান মনে করবেন একসময় এসে মনে হবে সেই মানুষটার সাথে দেখা হওয়াটাই ছিলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য।

কোন একটা প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন আপনি খুব আশায় থাকবেন দেখবেন কোন কারণে আপনার সেই প্রোগ্রামটাতেই যাওয়া হবে না। আর যাওয়া হলেও এমন কিছু একটা ঘটবে যে আপনার সব আশাই মাটি।

সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমাদের জীবন থেকে সবার আগে হারায়। এই জন্যই হয়ত কোনকিছু নিয়ে খুব বেশি আশা করতে নেই। খুব বেশি আগ্রহ নিয়ে কোনকিছু চাইতে নেই। তাইলে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায়। এটাই কিন্তু সত্যি!

লেখক- মেহেদী হাসান শুভ্র

13/04/2023

আমের সিজন আসতেছে, রাজশাহীর মানুষদের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নেন।🙊

12/04/2023

শেষ পর্যন্ত দেখুন।🤣😂

10/04/2023

সবসময় শুনি বাবা হতে গিয়ে মামা হয়ে গেলাম কখনো শুনলাম না মা হতে গিয়ে ফুফু হয়ে গেলাম....🙂🙂

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দিরহাম (এক টা...
10/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।
(সংগৃহীত)

আল্লাহ আমাদের ক্ষমা করে দিও💔আমাদের আর ঈমানের অনুভূতি নেই। আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরাম...
09/04/2023

আল্লাহ আমাদের ক্ষমা করে দিও💔
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।
আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ আজ আল আকসা রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আল্লাহ
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
অন্তরে কোনো পেরেশানি নেই 😢
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।😔

ফুরাত নদী শুকিয়ে গেছে আরব ভূমি সবুজ শ্যামল হয়েছে।অবশেষে এই চাঁদটা ও একটা আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে..21:1اِقۡتَرَبَ...
25/03/2023

ফুরাত নদী শুকিয়ে গেছে আরব ভূমি সবুজ শ্যামল হয়েছে।
অবশেষে এই চাঁদটা ও একটা আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে..
21:1
اِقۡتَرَبَلِلنّاسِ حِسَابُہُمۡ وَہُمۡ
অর্থ:- রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
তোমরা যদি চাঁদের সঙ্গে অন্য কোন গ্রহের খুব কাছাকাছি অবস্থান দেখতে পাও। তবে তোমরা ভেবে নিও কেয়ামত অতি নিকটে।

08/03/2023

রাসুল (সঃ) বলেছেনঃ
দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, কিন্তু মিজানের পাল্লায় অতি ভারী। তা হলোঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী,সুবহানাল্লাহিল আযীম।
( বুখারীঃ৬৪০৬)

08/03/2023

কালকে রাতে অনেকে মনে হয় আমারে চাইছে, অনেকের জন্য মন টা হাহাকার করতাছে!'🙂

সরাসরি না বলেও পিতা-মাতাকে যেভাবে বুঝিয়ে দিবেন যে, আপনি বিয়ে করতে চান।১/ নিয়মিত রাতে গোসল করা শুরু করবেন। ভেজা লুঙ্গি সব...
23/02/2023

সরাসরি না বলেও পিতা-মাতাকে যেভাবে বুঝিয়ে দিবেন যে, আপনি বিয়ে করতে চান।

১/ নিয়মিত রাতে গোসল করা শুরু করবেন। ভেজা লুঙ্গি সবাইকে দেখিয়ে মেলে দিবেন।

২/ রাতে গভীর ঘুমের ভান করে, জোরে জোরে মেয়েদের নাম ধরে ডাকতে শুরু করবেন।

৩/ মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, কয়েকদিন মনম-রা ভাব নিয়ে থাকবেন। কেউ প্রশ্ন করলেও উত্তর দিবেন না। দুয়েকবার বলতে পারেন, কিচ্ছু ভালো লাগে নাহ্!

৪/ রাতে সবাই ঘুমিয়ে পড়লে চিৎ-কার করে বলতে থাকবেন, আমি আর পারছি না। হে আল্লাহ, আমাকে শয়-তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও।

৬/ মাঝে-মধ্যে ঘর ছেড়ে কোথাও চলে যাবেন। বলবেন, বাড়িঘর আর ভাল লাগছে না। রাতে ফিরতে দেরি করবেন। বলবেন, ঘরে ফিরে কী করবো? ঘরে আছেটা কি? :)

Address

Purbadhala
2410

Alerts

Be the first to know and let us send you an email when Deepration ডিপ্রেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deepration ডিপ্রেশন:

Videos

Share

Category

Nearby media companies