Amaderlaksam.com

Amaderlaksam.com amaderlaksam.com
(1)

Amaderlaksam.com is an online base bangla News portal to provide news articles and features content using multimedia dimension to attract next generation.

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তান্ডবে লাকসাম-চোদ্দগ্রাম রোডের নরপাটি এলাকায় রাস্তায় গাছ পড়ায় গতকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। স্থান...
18/11/2023

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তান্ডবে লাকসাম-চোদ্দগ্রাম রোডের নরপাটি এলাকায় রাস্তায় গাছ পড়ায় গতকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় জন প্রতিনিধি এবং ফায়ারসার্ভিসের উদ্ধারকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে উপস্থিত আছেন।
ছবি - Mohammad Ullah

বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধের ২য় দিনের চিত্র লাকসাম বাইপাস এলাকার চিত্র ।
01/11/2023

বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধের ২য় দিনের চিত্র লাকসাম বাইপাস এলাকার চিত্র ।

লাকসাম রেলওয়ে জংশন থেকে টিএক্সআর বিভাগের টুলস ভ্যানের লাখ লাখ টাকার মালামাল চুরির ঘটনাস্হল পরিদর্শন করেন  বিভাগীয় রেলওয...
29/08/2023

লাকসাম রেলওয়ে জংশন থেকে টিএক্সআর বিভাগের টুলস ভ্যানের লাখ লাখ টাকার মালামাল চুরির ঘটনাস্হল পরিদর্শন করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক চট্টগ্রাম DRM আবিদুর রহমান।

23/06/2023

লাকসাম ছাত্রলীগ-বিএনপি'র সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা অনিকের জীবন সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

05/09/2022
27/08/2022
20/08/2022
প্রাত্যহিক সমাবেশে নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়।৭ নং লাকসাম পূর্ব ইউনিয়নে অবস্থিত।লাকসাম, কুমিল্লা।
14/08/2022

প্রাত্যহিক সমাবেশে নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
৭ নং লাকসাম পূর্ব ইউনিয়নে অবস্থিত।
লাকসাম, কুমিল্লা।

04/08/2022

পুরষ- নারীর যৌ;ন ক্ষ;মতা বৃদ্ধি করতে যে যে খাবার খাওয়া উচিত, শরীরের স্বা;স্থ্য ঠিক রাখতে প্রয়োজন সঠিক সময়ে সঠিক খাদ্...

১. লাকসামের সব কিছুই বিরক্তিকর, ডিসিপ্লিন নেই কারও মাঝে, রিকশার ড্রাইবার থেকে শুরু করে সবাই কথা বলে নেতার ভাব নিয়ে। কেউ ...
01/08/2022

১. লাকসামের সব কিছুই বিরক্তিকর, ডিসিপ্লিন নেই কারও মাঝে, রিকশার ড্রাইবার থেকে শুরু করে সবাই কথা বলে নেতার ভাব নিয়ে। কেউ কাউকে সন্মান করতে পারে না।

২. বড় ধরণের কোন মিল, ইন্ডাষ্ট্রী বা কোন শিল্প কারখানা নেই। যেখানে অনেক বেকারদের কর্ম-সংস্থানের ব্যবস্থা হতো।

৩. লাকসামের প্রায় সকল চলাচলের রাস্তার অবস্থা খুবই খারাপ।

৪. লাকসাম ষ্টেশন থেকে কোন সময় টিকেট পাওয়া যায় না। চাহিদার তুলনায় টিকট সংখ্যা কম।

৫. লাকসামে সব জিনিসপত্র অনেক বেশি দামে বিক্রি করা হয় এমন কি বাসা ভাড়াও দ্বিগুণ নেওয়া হয়।

৬. লাকসাম প্রাইভেট হসপিটাল গুলো মার্কেটিং এর মাধ্যমে তাদের লোক দ্বারা গর্ভবতী মহিলাদের নিলে নরমাল ডেলিভারি কথা বলে হাসপাতালে এনে বেশি পাওয়া আসায় সিজার করায়।

৭. অতিরিক্ত রিকশা ভাড়া।

৮. রাস্তা পাশে পৌরসভার সকল বর্জ্য ফেলে জনসাধারণ এবং পরিবেশ দুটোরি ক্ষতি করা হচ্ছে ।

৯. সরকারী হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার নাই।

১০. শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় অপরাজনীতি মানুষকে অতিষ্ঠ করে ফেলছে।

১১. বাইপাস সড়কে যানবাহনের অব্যবস্থাপনা! তিশা বাস সার্ভিসের যাত্রীদের দূর্ভোগ। তিশা বাস গুলো সরানোর রাস্তা থেকে।

১২. এলাকার কিছু পাতি নেতার ঠেলাঠেলি তাদের মধ্যে উল্লেখ যোগ্য ১৫, ১৮, ২২ বছরের ছেলে গুলো , তারা এতটুকুও উৎশৃংখল তাদেরকে বোঝানোর মত ক্ষমতা কারো থাকে না, বিশেষ করে , কিছু এলাকার নাম বললাম , হাউজিং, উওর লাকসাম , জংশন, পশিচম গাও, মইশান বাড়ি এলাকা , গ্রামের মধ্যে , নরপাটি , তেলী পাড়া , কইয়ার পাড়া, বোজপাড়া, কাদরা, কোমবার ডোগা, গুনতি, শাকরা বেশি উশৃংখল , ডোম বারিয়া, আরো বেশি , নরপাটি ইউনিয়নে মধ্যে কিছু টা বালো, গাইনের ডহরা , দিঘির পাড়া।

১৩. প্রায় পুরো পৌর শহর জুড়ে খাবার পানি ও ব্যবহার্য পানির অনেক সমস্যা। প্রচুর আয়রন যুক্ত পানি পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের উন্নায়নের সাথে সাথে যদি বিশুদ্ধ পানি সরবার দিকে নজর দেওয়া হতো। তাহলে অনেক উপকৃত হতো পৌরবাসি।

১৪. ডিজিটাল মিটার...৫০০টাকা ঢুকালে ১০দিনও যায় নাহ..৭,৮ দিন যায়..১৫০,১৭৫টাকা ভ্যাট কেটে নিয়ে যায়।

১৫. লাকসাম থেকে ঢাকা যাওয়ার জন্য ভাল কোন বাস সার্ভিস নেই।

১৬. জেলা হওয়ার মত প্রায় সব গুণ আছে। কিন্তু জেলার দাবি নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং দাবিতে অনড় থাকার মত কোন নেতা নাই।

১৭. লাকসামে সেন্ডিকেট ঠিক কারা হয় প্রায় সকল দূব্যমূল্যের দাম।

১৮ . লাকসাম থেকে চট্টগ্রাম এর কোন বাস নাই। হয় বিশ্বরোড থেকে আসতে হয় না হয় ভেঙ্গে ভেঙ্গে চৌদ্দগ্রাম থেকে আসতে হয়।

১৯. লাকসাম বাইপাসে একটি ওভারব্রীজ দরকার।

06/06/2022

লাকসামের ছেলের প্রতিভা, দেখুন কিভাবে জাকির নায়েক সহ জনপ্রিয় সব অভিনেতাদের কন্ঠ নকল করে

বাংলাদেশে গরম পড়েছে। এই গরমে তরমুজের চাহিদা বেশি। রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে তাই তরমুজভর্তি নৌকার ভিড়। গরমে দেশের দক্...
18/04/2022

বাংলাদেশে গরম পড়েছে। এই গরমে তরমুজের চাহিদা বেশি। রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে তাই তরমুজভর্তি নৌকার ভিড়। গরমে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা তরমুজ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি 📸Saiful Raju

17/04/2022

প্রিয় শহর লাকসামে স্বপ্ন এর নতুন আউটলেটে আপনাকে স্বাগতম🌹
SHWAPNO LAKSAM OUTLET OVC
DIRECTED BY Saiful Raju
DOP: Yasin Bin A***n
(Projonmo Production)

নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হাউস    🖤লাকসাম 🖤কুমিল্লা❤© Sakib Omi 📸
11/04/2022

নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হাউস
🖤লাকসাম 🖤কুমিল্লা❤
© Sakib Omi 📸

08/04/2022

লাকসামের গর্বের তিশা বাস আমার জীবনের নতুন শিক্ষা । আমার মনে হয় ঢাকা শহরের লোকাল বাস এর চেয়েও অনেক ভালো। অনেক বছর এই বাসে তেমন যাতায়াত করা হয় না ।লাস্ট কবে উঠেছি সেটাও মনে নেই । গত সপ্তাহে জরুরি প্রয়োজনে এই বাসে উঠেছিলাম বাট ওদের ব্যবস্থাপনা দেখে অবাক হলাম এত ফালতু বাস হবে কখনো কল্পনা করিনি । শুধু একমাত্র তাদের ফালতু ব্যবস্থাপনার কারণে মানুষ হয়রানি হচ্ছে প্রতিনিয়ত। আমি সন্দায় ৭:৪০ সায়দাবাদ টার্মিনাল থেকে তিশা বাসে উঠি আর উঠার পর কন্টাকটার টিকেট দিয়ে ভাড়ার টাকা নিয়ে গেলো। এরপর ওরা শুরু করলো রং তামাশা শেষ পযন্ত অনেক কাহিনীর পরে রাত সাড়ে ৯টা গাড়ি ছাড়লো। এরপর শুরু লোকাল সার্ভিস দেওয়া। সায়দাবাদ থেকে মেঘনা ব্রিজ পযন্ত এভাবেই চললো। আবার দাউদকান্দি থেকে লোক নামানো শুরু সে লাকসাম বাইপাস পযন্ত।পদুয়া বাজার বিশ্বরোড থেকে আবার কিছু লোক নিলো। সব সিট বুকিং হওয়ার পরও তারা সামনে ইঞ্জিনের উপর অনেকগুলো লোক বসাইয়া রাখছে এবং অনেকে দাঁড়িয়ে আছে । এদিকে লোকাল সার্ভিস দিতে দিতে রাত অনেক গভীর হচ্ছে এর মাঝে ডাইভারের বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। যদি এর মাঝে কোন ধরনের দুর্ঘটনা ঘটে যায় এর দায় নেবে কে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন প্লিজ আপনারা বিষয়টি খতিয়ে দেখবেন । সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি ।একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না । সবাই ভাল থাকবেন।
সবাই ভিডিওটি দেখবেন।
(লেখা: সাইফুল রাজু)

15/02/2022

আমার সুখ নাইরে, সুখ পরানের পাখি

সারা বছরই বিশেষ বিশেষ দিবসে প্রিয়জনের হাতে হাতে পৌঁছে যায় ভালোবাসার প্রতীক ‘গোলাপ’। গোলাপ শুধু সামান্য একটি ফুলই নয়; এট...
14/02/2022

সারা বছরই বিশেষ বিশেষ দিবসে প্রিয়জনের হাতে হাতে পৌঁছে যায় ভালোবাসার প্রতীক ‘গোলাপ’। গোলাপ শুধু সামান্য একটি ফুলই নয়; এটি কোনো একজন চাষীর অক্লান্ত পরিশ্রমের স্মারকও বটে। সকল গোলাপচাষীদের প্রতি নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করছি। মমতার চাদরে ভালো থাকুক গোলাপ, ভালো থাকুক পরিচর্যাকারীরা।
Photo📷 : Saiful Raju

22/01/2022

ইসলামের নামে এসব কি হচ্ছে দেখেন
কালিয়াপুর মাজারের মুরিদদের DJ ডান্স

18/01/2022

লাকসাম পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সকল শিক্ষক করোনায় আক্রান্ত।

18/01/2022

লাকসামে লাফিয়ে বাড়ছে করোনা ২২টি নমুনা পরীক্ষায় ২১ জন পজেটিভ!

লাকসামের ঐতিহ্যবাহী সামনির পোল ভেঙে নতুন ব্রিজ বানানোর কাজ শুরু হয়েছে।
17/01/2022

লাকসামের ঐতিহ্যবাহী সামনির পোল ভেঙে নতুন ব্রিজ বানানোর কাজ শুরু হয়েছে।

নির্বাচনে দাঁড়াচ্ছেন নায়িকা পরীমণি
12/01/2022

নির্বাচনে দাঁড়াচ্ছেন নায়িকা পরীমণি

ঢাকাই সিনেমার সময়ের আলোচিত নায়িকা পরীমণি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় প.....

শুক্রবার সকাল ০৬ ঘটিকার সময় কুমিল্লা-নোয়াখালী হাইওয়ে মহাসড়কের লাকসাম থানাধীন কালিয়াচৌ নামক স্থানে হিমাচল এবং কাভার্ড ভ্য...
24/12/2021

শুক্রবার সকাল ০৬ ঘটিকার সময় কুমিল্লা-নোয়াখালী হাইওয়ে মহাসড়কের লাকসাম থানাধীন কালিয়াচৌ নামক স্থানে হিমাচল এবং কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়,এবং হসপিটালে নেয়ারপথে হিমাচলের ড্রাইভার ও নিহত হয়। তাৎক্ষণিক দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

21/12/2021

মাশাআল্লাহ অন্ধ ভিক্ষুক ভাইটির কত সুন্দর ভয়েস। শুনে মনটা ভরে গেলো। হে মহান আল্লাহ এই মানুষগুলোকে ভালো রাখুন।🙏

অল্প কিছুক্ষণ আগে লাকসাম পৌরসভার সম্মানিত মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের মামার গাড়িকে দাউদকান্দি ইকোনো বাস ধাক্কা দেয়।
15/12/2021

অল্প কিছুক্ষণ আগে লাকসাম পৌরসভার সম্মানিত মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের মামার গাড়িকে দাউদকান্দি ইকোনো বাস ধাক্কা দেয়।

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
08/12/2021

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্....

06/12/2021

আগামীকালের মধ্যে ওই উন্মাদ তথ্যপ্রতিমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তবে শুধু এখানে থেমে থাকলে চলবে না। মন্ত্রিসভার কেবিনেট এমন আরও যারা আছেন তাদেরও এই ধরনের শাস্তির আওতায় আনতে হবে। নোংরামুক্ত করতে হবে রাজনীতি এবং দেশের শাসন ব্যবস্থাকে।

Address

Amaderlaksam , Comilla
Purba Laksam
3570

Alerts

Be the first to know and let us send you an email when Amaderlaksam.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amaderlaksam.com:

Videos

Share

আমাদের লাকসাম

AMADERLAKSAM.COM