বগুড়ার ছোল-পোল

বগুড়ার ছোল-পোল আমাদের প্রিয় "বগুড়া" কে বিশ্বের সবার নিকট তুলে ধরতে পোষ্ট গুলো বেশী বেশী শেয়ার ও ট্যাগ করুন।
(1)

"বগুড়ার ছোল-পোল" - স্বদেশে ও প্রবাসে...

নামকরণ
**********
সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া ১,২৭৯ থেকে ১,২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছিল বগড়া(English: Bogra)। ইংরেজি উচ্চারন 'বগড়া' হলেও বাংলায় কালের বিবতর্নে নামটি পরিবর্তিত হয়ে 'বগুড়া' শব্দে পরিচিতি পেয়েছে।

সে একেবার মিথ্যা বলে নাই!
19/12/2024

সে একেবার মিথ্যা বলে নাই!

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী মাহফুজা খানম লি...
19/12/2024

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী মাহফুজা খানম লিপি গ্রেফতার হয়েছেন। ডিএমপির ডিবি তেজগাঁও টিম বুধবার রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

বগুড়া সদর উপজেলা আ.লীগ সভাপতি ও তার স্ত্রী গ্রেফতার

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, সফিকের বিরুদ্ধে সদর থানায় একাধিক হত্যাসহ ১২টি ও স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য লিপির বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বুধবার রাত ৮টার দিকে তাদের মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। তাদের বগুড়ায় আনা হচ্ছে।

সুত্রঃ যুগান্তর

সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তারবগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (১৮ ডিসেম...
19/12/2024

সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তবে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি।

সুত্রঃ কালবেলা

এমন যদি হতো....🫣
18/12/2024

এমন যদি হতো....🫣

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতারসারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার....সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা 🌺🌺🇧🇩🇧🇩
16/12/2024

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার....

সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা 🌺🌺🇧🇩🇧🇩

যাদের আত্নত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ 🇧🇩🇧🇩❣️❣️১৯৭১ সালে বগুড়া মুক্তিযুদ্ধে রণাঙ্গনের অংশগ্রহণ করা জাতির শ্রেষ্ঠ সূর্য...
15/12/2024

যাদের আত্নত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ 🇧🇩🇧🇩❣️❣️

১৯৭১ সালে বগুড়া মুক্তিযুদ্ধে রণাঙ্গনের অংশগ্রহণ করা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের কে আমরা আজো স্মরণ করি। (আংশিক ছবি) স্যালুট হে বীর...

ছবিঃ মাহফুজুর রহমান দুলু ও অনান্য সুত্র থেকে...

শুভ সকাল।
15/12/2024

শুভ সকাল।

সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্নার মাগফেরাত কামনা করছি।
14/12/2024

সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্নার মাগফেরাত কামনা করছি।

12/12/2024

১২-১২-২০২৪ ইং

কুয়াশার আচ্ছন্ন সাতমাথা ...ছবিঃ Raihan Ahommed Talukder
10/12/2024

কুয়াশার আচ্ছন্ন সাতমাথা ...
ছবিঃ Raihan Ahommed Talukder

10/12/2024

প্রতারণার নতুন ফাঁদ?
ঢামেক হাসপাতালের প্রফেসর বলছি, কোভিড টিকার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে! আপনার কোড নাম্বারটা আমাদেরকে জানান! জানালেই ব্যাংকের টাকা গায়েব।

তাই সবাই এই ধরণের প্রতারকদের হতে সচেতন থাকুন। কাউকে কখনো কোন পিন কোড নাম্বার দিবেন না।

আসছালামু আলাইকুম [পোষ্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন]শুভ সকাল বগুড়াবাসী,এই ছেলেটা মানষিক ভাবে ভারসাম্যহীন, সে গত কয়েক...
10/12/2024

আসছালামু আলাইকুম
[পোষ্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন]
শুভ সকাল বগুড়াবাসী,
এই ছেলেটা মানষিক ভাবে ভারসাম্যহীন, সে গত কয়েকদিন যাবত কাহালু থানার অন্তর্ভুক্ত কল্যাপাড়া গ্রামে তিন দিন যাবত অবস্থান করছে।
যদি কেউ এই ছেলেকে চিনে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করবেন।
ধন্যবাদ

09/12/2024
09/12/2024

সয়াবিন তেলের দাম ৮ টাকা বৃদ্ধি পেয়ে এখন ১৭৫ টাকা লিটার,,,

দীর্ঘ ৩৯ বছর পরে আজ দুপুর থেকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সম্মত ভাবে রুগীদের খাবার পরিবেশন শুরু হলো।কপি
09/12/2024

দীর্ঘ ৩৯ বছর পরে আজ দুপুর থেকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সম্মত ভাবে রুগীদের খাবার পরিবেশন শুরু হলো।

কপি

08/12/2024

অভিনন্দন!
এশিয়া কাপ "অনুর্ধ ১৯" ফাইনালে ইন্ডিয়া কে ৫৯ রানে পরাজিত করেছে বাংলাদেশ।

বগুড়াবাসীর প্রাণের দাবি! বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে🔥- Hasanath Ali sirন...
03/12/2024

বগুড়াবাসীর প্রাণের দাবি! বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে🔥

- Hasanath Ali sir
নওগাঁ বিশ্ববিদ্যালয়

দেশের ৫৪তম নদী বন্দর হতে যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দিতে। নিশ্চয় এটি একটি ভালো খবব।
02/12/2024

দেশের ৫৪তম নদী বন্দর হতে যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দিতে। নিশ্চয় এটি একটি ভালো খবব।

Address

Sathmatha
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়ার ছোল-পোল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বগুড়ার ছোল-পোল:

Videos

Share