বগুড়ার ছোল-পোল

বগুড়ার ছোল-পোল আমাদের প্রিয় "বগুড়া" কে বিশ্বের সবার নিকট তুলে ধরতে পোষ্ট গুলো বেশী বেশী শেয়ার ও ট্যাগ করুন।
(52)

"বগুড়ার ছোল-পোল" - স্বদেশে ও প্রবাসে...

নামকরণ
**********
সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া ১,২৭৯ থেকে ১,২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছিল বগড়া(English: Bogra)। ইংরেজি উচ্চারন 'বগড়া' হলেও বাংলায় কালের বিবতর্নে নামটি পরিবর্তিত হয়ে 'বগুড়া' শব্দে পরিচিতি পেয়েছে।

এই শীতে গোসল গরম নাকি ঠান্ডা পানিতে? শীতকাতুড়ে আর ঠাণ্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে না তাদের জন্য গোসল একটি বাড়তি বিড়ম্বনা।...
24/12/2023

এই শীতে গোসল গরম নাকি ঠান্ডা পানিতে?

শীতকাতুড়ে আর ঠাণ্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে না তাদের জন্য গোসল একটি বাড়তি বিড়ম্বনা।
শীতে গোসল কষ্ট থেকে বাঁচতে গরম পানিতে আস্থা প্রায় সবার। তবে এটি যে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে তা হয়তো জানেন না অনেকেই।

চর্মবিশেষজ্ঞরা জানিয়েছেন, গরম পানি দিয়ে গোসল শরীরের জন্য কখনই ভালো কিছু বয়ে আনে না। নিয়মিত কেউ গরম পানিতে গোসল করতে মারাত্মক ক্ষতি হতে পারে।

তারা জানান, গরম পানি দিয়ে নিয়মিত গোসল ত্বকের ফলিকলগুলোকে নষ্ট করে দেয়। পানি কুসুম গরম না হয়ে একটু বেশি গরম হয়ে গেলে তা আরও বিপজ্জনক। মাথায় অতিরিক্ত গরম পানির ব্যবহারে চুল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মস্তিস্কের ওপরে চাপ সৃষ্টি হয়। রক্তচাপও বাড়িয়ে দেয়।

তারা জানান, অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে মুখে ব্রণ হয়। অ্যাসিডিটির সমস্যা যাদেরও তাদেরকে গরম পানি পরিহার করতে পরামর্শ দেন চিকিৎসকরা।

হৃদরোগবিশেষজ্ঞদের পরামর্শ, যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের গরম পানি দিয়ে গোসল করা ঝুঁকিপূর্ণ। কারণ গরম পানি কার্ডিওভাসকুলার সিস্টেমের ওপর প্রভাব ফেলে। এছাড়া গরম পানি দিয়ে গোসল করলে মানসিক বিষণ্ণতায় ভোগা ব্যক্তিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এসব কারণেই মাথায় ঠাণ্ডা পানির ব্যবহার করতে ও গরম পানি দিয়ে গোসলে অভ্যাস না করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে ৪-৫ ডিগ্রি তাপমাত্রায় ঠাণ্ডা পানি দিয়ে গোসল করা কঠিন। এক্ষেত্রে টনসিল, সর্দি, কাশি প্রভৃতি বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দেয়।

সেজন্য অতিরিক্ত গরমও নয় আবার ঠাণ্ডাও নয় প্রত্যেককে কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এতে শরীরের রক্ত চলাচলের বৃদ্ধি ঘটে এবং অনিদ্রাজনিত সমস্যা দূর হয়। শীতকালীন সর্দি-কাশি উপসর্গ থেকেও রক্ষা পাওয়া যায়

24/12/2023

প্রিয় গ্রাম বা শহরের সেই এলাকার নাম জানতে চাই, যেখানে থাকতে আপনার আত্মার প্রশান্তি লাগে।

ডিম আলুঘাটি তৈরি প্রক্রিয়া দেখুনবাংলাদেশের বগুড়া জেলার ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি...এখন এই খাবার শুধু বগুড়া কেন্দ্রিক ন...
24/12/2023

ডিম আলুঘাটি তৈরি প্রক্রিয়া দেখুন

বাংলাদেশের বগুড়া জেলার ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি...
এখন এই খাবার শুধু বগুড়া কেন্দ্রিক নয়, যা পুরো উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে..☺️

নশরৎপুর রেলওয়ে স্টেশনব্রহ্মপুত্র-সুলতানপুর রেলওয়ে কোম্পানি ১৮৯৯-১৯০০ সালে সান্তাহার থেকে ফুলছড়ি (তিস্তামুখ) পর্যন্ত ৯৪...
24/12/2023

নশরৎপুর রেলওয়ে স্টেশন

ব্রহ্মপুত্র-সুলতানপুর রেলওয়ে কোম্পানি ১৮৯৯-১৯০০ সালে সান্তাহার থেকে ফুলছড়ি (তিস্তামুখ) পর্যন্ত ৯৪ কিলোমিটার দীর্ঘ (৫৮ মাইল) মিটারগেজ রেলপথ নির্মাণ করে । এ সময় নসরতপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট পর্যন্ত আছে।

দাঁত ভাঙ্গিলেও খেতে চাই...😁😆😂ক*ট*র ক*ট*র করিয়া যে খাদ্য চিবিয়া খাওয়া হয়, তাহাকে ক*ট*ক*টি বলে। মহাস্থানের সুস্বাদু কটকটি।...
24/12/2023

দাঁত ভাঙ্গিলেও খেতে চাই...😁😆😂
ক*ট*র ক*ট*র করিয়া যে খাদ্য চিবিয়া খাওয়া হয়, তাহাকে ক*ট*ক*টি বলে।
মহাস্থানের সুস্বাদু কটকটি। এটাও কিন্তু বগুড়ায় ঐতিহ্যবাহী খাবার।

শুভ সকাল বগুড়াবাসীসবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿
24/12/2023

শুভ সকাল বগুড়াবাসী
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿

ফতেহ আলী অস্থায়ী বাঁশের সাঁকোতে চলাচলের সময় পশ্চিম প্রান্তে মসজিদের সিঁড়িতে উঠানামা করতে গিয়ে মাঝে মাঝে এই ছবির মত পথচা...
23/12/2023

ফতেহ আলী অস্থায়ী বাঁশের সাঁকোতে চলাচলের সময় পশ্চিম প্রান্তে মসজিদের সিঁড়িতে উঠানামা করতে গিয়ে মাঝে মাঝে এই ছবির মত পথচারীদের বেশ ভোগান্তির সৃষ্টি হয়।

দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

জেলা কারাগার, বগুড়া।
23/12/2023

জেলা কারাগার, বগুড়া।

বগুড়া 🚂🚆
23/12/2023

বগুড়া 🚂🚆

শুভ শীতের সকাল
23/12/2023

শুভ শীতের সকাল

২০২৪ সালের এসএস সি পরীক্ষার সময়সূচি
22/12/2023

২০২৪ সালের এসএস সি পরীক্ষার সময়সূচি

দ্রুত এগিয়ে চলছে ঢাকা- রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ। ৭০ ভাগ কাজ ইতিমধ্যেই সমাপ্তির পথে। সম্পূর্ণ কাজ শেষ হয়ে ...
22/12/2023

দ্রুত এগিয়ে চলছে ঢাকা- রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ। ৭০ ভাগ কাজ ইতিমধ্যেই সমাপ্তির পথে। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে বগুড়া থেকে ঢাকায় যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।
ছবি: সংগৃহীত

মাটিডালী বিমান মোড়, বগুড়া। ❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️
22/12/2023

মাটিডালী বিমান মোড়, বগুড়া।
❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️

22/12/2023

সবাইকে জুম্মা মোবারক ❤

(___)
_ ;,,,,,,;,
_║∩║_____ 人
_║∩║____ .-:'''"''":-.
_║∩║___ (*(*(*|*)*)
_║∩║____║∩∩∩║
▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊

পেঁয়াজ কিনলে নতুন টা কিনুন। কৃষকদের বাচাতে আর পুরনো পেঁয়াজ মজুতদারদের ঘরে পঁচাতে সাহায্য করুন।
21/12/2023

পেঁয়াজ কিনলে নতুন টা কিনুন।
কৃষকদের বাচাতে আর পুরনো পেঁয়াজ মজুতদারদের ঘরে পঁচাতে সাহায্য করুন।

বগুড়ার লাল সোনা। পাকড়ি আলুপ্রতি কেজি: ৮০ টাকা
21/12/2023

বগুড়ার লাল সোনা। পাকড়ি আলু
প্রতি কেজি: ৮০ টাকা

সবাইকে শুভ সকালে শুভেচ্ছা
17/12/2023

সবাইকে শুভ সকালে শুভেচ্ছা

আজ রোমেনা আফাজ মুক্তমঞ্চে বগুড়া শিশু নাট্যদলের আয়োজনে নবান্ন উৎসব।ছবি: উম্মে হাবিবা
16/12/2023

আজ রোমেনা আফাজ মুক্তমঞ্চে বগুড়া শিশু নাট্যদলের আয়োজনে নবান্ন উৎসব।

ছবি: উম্মে হাবিবা

শহরে পরিবেশের মধ্যে এক টুকরো গ্রামীন মেলার স্বাদ। ঠনঠনিয়া পশ্চিম পাড়া শাহী জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের উপলক্ষে...
16/12/2023

শহরে পরিবেশের মধ্যে এক টুকরো গ্রামীন মেলার স্বাদ। ঠনঠনিয়া পশ্চিম পাড়া শাহী জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের উপলক্ষে এই মেলা বসেছে।
ওয়াজ মাহফিলকে ঘিরে এমন ব্যাপক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বড় মানুষেরা ওয়াজ শুনছেন এবং ছোট শিশু- কিশোর এবং মহিলারা এই মেলায় ঘুরে ঘুরে নানা পণ্য কেনাকাটা করছে।

বিজয় দিবসের আলোকসজ্জা @ পাসপোর্ট অফিস বগুড়া।👍🇧🇩❤️
16/12/2023

বিজয় দিবসের আলোকসজ্জা @ পাসপোর্ট অফিস বগুড়া।👍🇧🇩❤️

মহান বিজয় দিবসে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ উদ্বোধনী অনুষ্ঠান।
16/12/2023

মহান বিজয় দিবসে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ উদ্বোধনী অনুষ্ঠান।

রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম 🇧🇩💞🇧🇩💞🇧🇩💞🇧🇩💞🇧🇩💞মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌺💐
16/12/2023

রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম
🇧🇩💞🇧🇩💞🇧🇩💞🇧🇩💞🇧🇩💞
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌺💐

সেই যুগের ছেলে মেয়েদের খোঁজ চাই। কে কে আছো? 🤗
12/12/2023

সেই যুগের ছেলে মেয়েদের খোঁজ চাই।
কে কে আছো? 🤗

চার স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে জুয়েলের সংসার 🙃একই ছাদের নিচে এক বা দুই নয়, চার স্ত্রী নিয়ে থাকেন রাজশাহীর পবা উপজেলার এ...
12/12/2023

চার স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে জুয়েলের সংসার 🙃

একই ছাদের নিচে এক বা দুই নয়, চার স্ত্রী নিয়ে থাকেন রাজশাহীর পবা উপজেলার এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল (২৮) নামে এক যুবক। তিনি এখন পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। বর্তমানে চার স্ত্রীকে নিয়ে সুখের সংসার জুয়েলের। স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে।

জুয়েলের দাবি, স্ত্রীদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ নেই। বাবা-মাসহ চার স্ত্রী ও তিন সন্তান নিয়ে সুখের সংসার তার। চার স্ত্রীই তার যত্ন নেন এবং খুব ভালোবাসেন। তার স্ত্রীরা হলেন- রিমা, রোপা, ময়না ও হাসি। জুয়েল পেশায় ব্যবসায়ী।

জানা গেছে, ২০১২ সালে প্রেমের পর পারিবারিকভাবে প্রথম স্ত্রীকে বিয়ের করেন জুয়েল মন্ডল। পরে বনিবনা না হওয়ায় ৩৬ দিনের সন্তান রেখে বিচ্ছেদ হয় তাদের। শিশু সন্তানকে নিয়ে কিছু দিন পর বিয়ে করেন রিমাকে। তারপরে আসেন রোপা। তবে জুয়েলের চতুর্থ স্ত্রী ঘর করেননি বেশি দিন। এরপর তিনি ঘরে আনেন ময়নাকে। ময়নার পরে সর্বশেষ ঘরে আসেন হাসি। স্ত্রীদের সঙ্গে জুয়েলের প্রথম আলাপ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কর্মক্ষেত্রে।

জুয়েল বলেন, মুসলিম নাগরিক হিসেবে কোরআনের আইন অনুযায়ী আমি চারটা স্ত্রী সবসময় রাখতে পারব। বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী আমি চারটা স্ত্রী রাখতে পারব। এই আইনটার সুযোগ আমি নিয়েছি। আমি এটা বলব না- সুন্নাত পালনের জন্য অথবা আমি তার (আগের স্ত্রী) মধ্যে কোনো খুঁত (অস্বাভাবিক আচরণ) পেয়েছি তাই বিয়ে করেছি। আমি তাকে (আগের স্ত্রী) জানাই আমার একাধিক বিয়ে করা প্রয়োজন।

তিনি বলেন, এখানকার সমাজে অনেকেই আছেন, তাদের বাড়িতে একটা বউ আছে। কিন্তু তারা বাইরে খারাপ সম্পর্কে লিপ্ত হয়। আমার এই চিন্তাটা নেই। আমি বৈধভাবে চারটা মেয়ের দায়িত্ব নিতে চেয়েছি। যাকে যখন বিয়ে করেছি সে জানে যে আগের স্ত্রী আছে। তারা সেটা লিখিত দিয়ে বিয়ে করেছে। এরপর আমি দুজনকে বিয়ে করি। এই তিনজন বউকে নিয়ে আমি ভালোভাবে সংসার করছিলাম। পরবর্তীতে চতুর্থ স্ত্রীর বয়স কম ছিল। তারপরও সে সিদ্ধান্ত নেয় সতীনের সঙ্গে সে সংসার করবে। সে ভালো মেয়ে। তার ইচ্ছাও ছিল। সে চেষ্টাও করেছে। কিন্তু নিয়মকানুনের মধ্যে জীবনযাপন করতে হয়। সেটা সে পারেনি। তাই স্বেচ্ছায় কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, চলে গেছে।

জুয়েল আরও বলেন, প্রথম এক থেকে চতুর্থ স্ত্রী সবাই কুমারী। তাদের প্রথম স্বামী আমি। সিদ্ধান্ত নেই সমাজের চোখে যারা অবহেলিত তাদের যদি দায়িত্ব নেওয়া যায়। এরপর আমি ২০২১ সালে একটা বিধবা মেয়েকে বিয়ে করি। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সে থাকে। সর্বশেষ ২০২৩ সালের জুন মাসে আমি ষষ্ঠ বিয়ে করি।

তার স্ত্রীরা জানান, তারা বোনের মতো বসবাস করেন। তারা একসঙ্গে থাকেন। কেউ কাউকে হিংসা করেন না। কেউ কম কাজ করল বা বেশি কাজ করল, তাতে কিছু যায় আসে না। তারা জেনে শুনে বিয়ে করেছেন। তাই তাদের মন খারাপ হয় না। তাদের স্বামী এমন কিছু করেন না যে তাদের মন খারাপ হবে।

জানা গেছে, জুয়েলের বাবা-মা বেঁচে আছেন। তিনি বাবা-মার একমাত্র সন্তান। তার বাড়ি পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে। জুয়েল পান চাষ করেন। এছাড়া তিনি বিভিন্ন ফসল স্টকের ব্যবসা করেন।

আসুন আমরাও সিন্ডিকেট গড়ি..... ********************************আগামী ১০ দিন পেঁয়াজ কেনা থেকে বিরত থাকি। দেখুন ওদের কি হয়!
11/12/2023

আসুন আমরাও সিন্ডিকেট গড়ি.....
********************************
আগামী ১০ দিন পেঁয়াজ কেনা থেকে বিরত থাকি। দেখুন ওদের কি হয়!

আপনেগেরে ওটি আজ জার কেঙ্ক্যা বাড়ে?
11/12/2023

আপনেগেরে ওটি আজ জার কেঙ্ক্যা বাড়ে?

দুই দিনব্যাপী উত্তরবঙ্গ গরু মেলা শুরু হয়েছে। স্থান: মম ইন ইকো পার্ক, বগুড়া।
08/12/2023

দুই দিনব্যাপী উত্তরবঙ্গ গরু মেলা শুরু হয়েছে।
স্থান: মম ইন ইকো পার্ক, বগুড়া।

এই বিস্টির আতোত 😲🤗😋
07/12/2023

এই বিস্টির আতোত 😲🤗😋

বগুড়ায় নতুন ক্রিকেট মাঠ বানিয়ে দিবে বিসিবি!  অগ্রগতি কত দূর? বগুড়াবাসী জানতে চায়।🏏🏏: প্রতিকী ছবি
03/12/2023

বগুড়ায় নতুন ক্রিকেট মাঠ বানিয়ে দিবে বিসিবি!
অগ্রগতি কত দূর? বগুড়াবাসী জানতে চায়।🏏🏏
: প্রতিকী ছবি

শুভ সকাল ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿
03/12/2023

শুভ সকাল
☘️🌿☘️🌿☘️🌿☘️🌿

বগুড়ার ঐতিহ্যবাহী খাবার " কট*ক*টি "বগুড়ার দই এর মতোই আরেকটি ঐতিহ্যবাহী এবং খু্বই সুস্বাদু খাবার হলো কটকটি। এর মিষ্টি স্...
30/11/2023

বগুড়ার ঐতিহ্যবাহী খাবার " কট*ক*টি "

বগুড়ার দই এর মতোই আরেকটি ঐতিহ্যবাহী এবং খু্বই সুস্বাদু খাবার হলো কটকটি। এর মিষ্টি স্বাদের জন্যই এটি বিখ্যাত। কটকটি তৈরীর সময় একে ঘি, তেজপাতা, কালোজিরা এবং আখের গুড় একসাথে জ্বাল করে বানানো একধরনের ঘন এবং আঠালো রসের মধ্যে ডুবানো হয়। আর এভাবেই কটকটিকে মিষ্টি স্বাদে পরিণত করা হয়। তবে শুধু মিষ্টতার জন্যই এই কটকটি এতো বিখ্যাত হয় নি। চারকোনা আকৃতির যে কটকটি তৈরী করা হয় তার মূল উপকরণ হলো সুগন্ধি চাল। আর এই সুগন্ধি চালের আটা ব্যবহার করা হয় বলে কটকটি হয় একদম মচমচে এবং ঘ্রাণ যুক্ত।

মূলত, সুগন্ধি চালের মচমচে ভাব, আখের গুড়ের মিষ্টতা, সাথে তেজপাতার ফ্লেভার সবমিলিয়ে এমন এক স্বাদের অনুভূতী তৈরী হয় যা কখনো ভোলার নয়। এই ঘ্রাণ, এই স্বাদ নিমিষেই সবার মন জয় করে ফেলে। এভাবেই কটকটি নামক এই মিষ্টি স্বাদের খাবার টি সবার মন জয় করে হয়ে উঠেছে বিখ্যাত। আর এটি বগুড়ার প্রচীন ঐতিহ্য বহণ করে।

🌿🌿 শুভ সকাল 🍀🍀
29/11/2023

🌿🌿 শুভ সকাল 🍀🍀

বগুড়ার সাতটি সংসদীয় আসনের নৌকা মার্কার প্রার্থী -যারা হলেন। বগুড়া ১(সারিয়াকান্দি-সোনাতলা) - Shahadara Mannan MP বগুড়া ২...
26/11/2023

বগুড়ার সাতটি সংসদীয় আসনের নৌকা মার্কার প্রার্থী -যারা হলেন।

বগুড়া ১(সারিয়াকান্দি-সোনাতলা) - Shahadara Mannan MP
বগুড়া ২ (শিবগঞ্জ)- তৌহিদুর রহমান মানিক
বগুড়া ৩ (দুপচাঁচিযা-আদমদীঘি)- Sirajul Islam Khan Razu
বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম)- Md Helal Uddin Kabira Kabiraj
বগুড়া ৫ (শেরপুর-ধুনট)- Mojibar Rahman Mojnu
বগুড়া ৬ (বগুড়া সদর)- Ragebul Ahsan Ripu MP
বগুড়া ৭ (গাবতলী-শাজাহানপুর)- Dr. Mostafa Alam Nannu

আলহামদুলিল্লাহ...শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হতে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত অসমাপ্ত প্রায় ১ কি:মি: সড়ক  (খান্দার ব...
23/11/2023

আলহামদুলিল্লাহ...
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হতে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত অসমাপ্ত প্রায় ১ কি:মি: সড়ক (খান্দার বিল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত) নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
ছবিতে পাসপোর্ট অফিসের সামনের কালভার্টের পু:ননির্মাণ কাজে মাটি খনন কাজ চলছে।
আশা করা যায়, আগামী জুন ২০২৪ এর মধ্যে এ রাস্তার সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে।

শুভ বেনা 🌿☘️🌿☘️খাজুরের অস!  এবার কে কে খাছেন ?
21/11/2023

শুভ বেনা 🌿☘️🌿☘️
খাজুরের অস! এবার কে কে খাছেন ?

19/11/2023

বিশ্বকাপ ২০২৩ ফাইনালে ভারতের হারের প্রধান কারনটা কি?

😭🇮🇳😭

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল খেলায় জিতার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন 🇦🇺🇦🇺 🏆🏆 🇦🇺🇦🇺 🌺🌺
19/11/2023

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল খেলায় জিতার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন 🇦🇺🇦🇺 🏆🏆 🇦🇺🇦🇺 🌺🌺

19/11/2023

🇮🇳 Vs 🇦🇺
কাপটা কে পেলে খুশি হবেন

Address

Sathmatha
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়ার ছোল-পোল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বগুড়ার ছোল-পোল:

Videos

Share



You may also like