Abdur Rouf

Abdur Rouf Explainer for Inspire

এমন কোন হালাল ব্যবসা যদি জানা থাকতো? মাস শেষে কত পারসেন্ট লাভ হবে বা বছর শেষে কত পারসেন্ট লাভ হবে? তাহলে সবাই সেই ব্যবসা...
23/09/2024

এমন কোন হালাল ব্যবসা যদি জানা থাকতো? মাস শেষে কত পারসেন্ট লাভ হবে বা বছর শেষে কত পারসেন্ট লাভ হবে? তাহলে সবাই সেই ব্যবসায় ঝাপাইয়া পড়তাম? যেমন ইসলামী ব্যাংকগুলো জানে যে কত টাকায় বছর শেষে কত টাকা লাভ হবে? এবং সে অনুযায়ী তারা সেভিংসের বিপরীতে মুনাফা দিয়ে থাকে? আবার ঋণের বিপরীতে ইন্টারেস্ট নিয়ে থাকে? যদিও ঋণ কে ঋণ না বলে ইনভেস্ট বলা হয়ে থাকে। নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণের বিপরীতে অন্য যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা লাভ দেয় সেটাকে সুদ বলা হয়? কিন্তু শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে এগুলো মুনাফা হয়ে যায়? কিভাবে আমি বুঝিনা? কেউ ভালো বুঝলে বুঝাইতে পারেন? টাকার বিপরীতে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ টাকা লাভ পাইলে সেটা কেমনে সরিয়াভিত্তিক হালাল টাকা হয়ে যায়? ধর্ম নিয়ে............. একটা লিমিট থাকা উচিত?

Big shout out to my newest top fans! 💎 Shahfarid PorosDrop a comment to welcome them to our community,  fans
20/09/2024

Big shout out to my newest top fans! 💎 Shahfarid Poros

Drop a comment to welcome them to our community, fans

27/08/2024

খুব সহজে ঘরে বসে বা যেকোনো স্থান থেকে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠান বিশ্বস্ত মাধ্যমে। যাতে আপনার কষ্টের টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সঠিকভাবে ব্যয় হয়।

25/08/2024

বন্যার্তদের জন্য অনুদান দেয়ার সময় আমাদের যে ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন।

ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলুন, এখনই সময় ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হতে পারে না, ...
22/08/2024

ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলুন, এখনই সময় ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হতে পারে না, যারা সারা বছর পানি আটকে রেখে আমাদেরকে এভাবে বিপদে ফেলতে পারে সে কখনোই বন্ধু হতে পারে না।


বন্যার্তদের সাহায্যে সবাই এগিয়ে আসুন 🥹🥹
22/08/2024

বন্যার্তদের সাহায্যে সবাই এগিয়ে আসুন 🥹🥹

ইনশাআল্লাহ বাংলাদেশ শ্রম আইনের যে সকল বিষয় ফার্মাসিটিক্যালস এ যারা জব করে তাদের জবের সাথে সাংঘর্ষিক বা সংগতিপূর্ণ নয় স...
20/08/2024

ইনশাআল্লাহ বাংলাদেশ শ্রম আইনের যে সকল বিষয় ফার্মাসিটিক্যালস এ যারা জব করে তাদের জবের সাথে সাংঘর্ষিক বা সংগতিপূর্ণ নয় সে সকল বিষয় নিয়ে নিয়মিত লেবার-ল এর নিয়মগুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আজকের টপিক দৈনিক কর্ম ঘন্টা।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও বাংলাদেশ শ্রম ও বিধিমালা ২০১৫ এর

নবম অধ্যায় এর

ধারা ১০০: দৈনিক কর্ম ঘন্টা:- কোন প্রাপ্তবয়স্ক শ্রমিক কোন প্রতিষ্ঠানে সাধারণত: দৈনিক আট ঘন্টার অধিক সময় কাজ করিবেন না বা তাহাকে দিয়ে কাজ করানো যাইবে না:
তবে শর্ত থাকে যে, ধারা ১০৮ এর বিধান সাপেক্ষে কোন প্রতিষ্ঠানে উক্তরূপ কোন শ্রমিক দৈনিক ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করিতে পারিবেন।

ধারা ১০৮: ওদিক কাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা:- (১) যে ক্ষেত্রে কোন শ্রমিক কোন প্রতিষ্ঠানে কোন দিন বা সপ্তাহে এই আইনের অধীনে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন, সেক্ষেত্রে তিনি অধিকার কাজের জন্য তাহার মূল মজুরী ও মহার্ঘ ভাতা এবং এড হক বা অন্তবর্তী মজুরী, যদি থাকে, এর সাধারন হারের দ্বিগুণ হারে ভাতা পাইবেন।
(২) [ঠিকা-হার (পিস রেট) ভিত্তিতে মজুরি প্রাপ্ত শ্রমিকগণের ক্ষেত্রে উপর দ্বারা এক এর বিধান প্রযোজ্য হইবে না।]
(৩) এই ধরার বিধান পালন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কোন প্রতিষ্ঠান কর্তৃ ক রক্ষনীয় রেজিস্টার বা বিধি দ্বারা নির্ধারণ করিতে পারিবে।

মানুষ কতটা হিংস্র হয়ে গেছে তার প্রমাণ এই ছবিটি 😭মা হাতিটির অপরাধ ছিলো, সে মানুষের তাড়ায় ভয়ে লোকালয়ে ঢুকে পড়েছিলো। পেটে ...
19/08/2024

মানুষ কতটা হিংস্র হয়ে গেছে তার প্রমাণ এই ছবিটি 😭
মা হাতিটির অপরাধ ছিলো, সে মানুষের তাড়ায় ভয়ে লোকালয়ে ঢুকে পড়েছিলো। পেটে বাচ্চা ছিলো, সাথেও ছিলো একটি!
গ্রামবাসী তার গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে, গরম বর্শার গায়ে আগুন লাগিয়ে পেটে ঢুকিয়ে দিয়েছে। শত চেষ্টায়ও মা হাতিটি আর দাঁড়াতে পারেনি, পেটের ভেতর মারা গেছে অনাগত বাচ্চা। বাইরে তখন মায়ের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। প্রাণ ভয়ে পালতে চেষ্টা করেছে, পিঠে তখন মশালের মত আগুন জ্বলছে!
তার অপরাধ ছিলো, সে মানুষের পৃথিবীতে ভুল করে জন্মেছিলো। তার অপরাধ ছিলো , তার সন্তানের ক্ষুধা লেগেছিলো!

[ Collected ]

18/08/2024

যারা মেধাবী হয় তারা সব জায়গায় তাদের মেধার ছাপ রাখে।

18/08/2024

এখন থেকে ইউনিয়ন চেয়ারম্যান হতে হলে মাস্টার্স পাস হতে হবে। ড. মুহাম্মদ ইউনূস।

সোর্স: কালের কন্ঠ

16/08/2024
13/08/2024

আমি হিন্দুর অধিকার চাই, মুসলিমের অধিকার চাই এসব বলবেন না। বলবেন, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার প্রাপ্য অধিকার চাই।
-প্রফেসর ড. মোঃ ইউনুস।

চাকুরীতে প্রবেশের ন্যূনতম বয়স সীমা ৩৫ করা হোক।
12/08/2024

চাকুরীতে প্রবেশের ন্যূনতম বয়স সীমা ৩৫ করা হোক।

08/08/2024

অভিনন্দন, শুভকামনা ও দোয়া রইল অন্তবর্তী কালীন সরকারের জন্য। আশা করি ওনারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং সকল ধরনের হানাহানি দূর করে এ দেশটাকে সবার বসবাসযোগ্য ও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবেন ইনশাল্লাহ।

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।

05/08/2024

বগুড়ার দায়িত্বে আছেন: ক্যাপ্টেন মাসনুর
মোবাইল: 01769112598
কারো বাসায় হামলা হলে( সে যে দলেরই হোক) অথবা মন্দির, মসজিদ, গির্জা যেখানেই হামলা উপরের নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

05/07/2024

এই পেজে টেকনোলজি রিলেটেড এবং বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড দেওয়া হবে। পেজটিতে লাইক দিয়ে সবাইকে পেজটির সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

05/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

02/07/2024

Saint Martin and Seradip tour full details with Transport, Hotel and Cost.









Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rouf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies