14/01/2025
সরিষার ক্ষেতে ভূত! 🤔👻
বাড়ির পাশের সরিষার ক্ষেত। দূর থেকে হলুদ মেখে যেন রঙের মেলা। কিন্তু রাত নামলেই নাকি ওই ক্ষেতের ভেতর থেকে আসে অদ্ভুত সব শব্দ! 😱 কিছু মানুষ বলে, সেখানে ভূত থাকে!
ভূত না কি ভুল ধারণা?
যদি ভূতের ভয় থাকে, তাহলে এই প্রশ্ন আসতেই পারে—এরা কী করে? হয়তো ক্ষেত পাহারা দেয়, নয়তো আমাদের ভয় দেখিয়ে মজা নেয়! কিন্তু আসলে, রাতের বেলা বাতাসে সরিষার ফুলের নড়াচড়া আর কিছু পোকামাকড়ের শব্দই "ভূত" হয়ে যায় আমাদের মনে।
বাস্তব টা কী?
সরিষার ক্ষেত সাধারণত রাতে শীতল থাকে আর এমন পরিবেশে কিছু পোকা বেশি সক্রিয় হয়। তাদের শব্দ শুনেই আমরা "ভূত ভূত" করে দৌড় দেই। আর যারা ভূতের গল্প পছন্দ করেন, তারা তো নিজেরাই গল্প বানিয়ে ফেলে!
😂 মজার কথা:
কেউ যদি আপনাকে বলে সরিষার ক্ষেতে ভূত দেখেছে, তাকে বলুন, “সেটা হয়তো সরিষার তেল খাওয়ার ভূত!”
আপনার কি সরিষার ক্ষেতের ভূতের গল্প আছে? কমেন্টে শেয়ার করুন!