Fam Time Vibes

Fam Time Vibes Fam Time Vibes brings you the joys of family life! We share stories, fun activities, and tips to help create lasting memories.
(1)

From game nights to cooking, we celebrate family time. Join us for relatable, positive, & entertaining moments for every family

সরিষার ক্ষেতে ভূত! 🤔👻বাড়ির পাশের সরিষার ক্ষেত। দূর থেকে হলুদ মেখে যেন রঙের মেলা। কিন্তু রাত নামলেই নাকি ওই ক্ষেতের ভেতর ...
14/01/2025

সরিষার ক্ষেতে ভূত! 🤔👻
বাড়ির পাশের সরিষার ক্ষেত। দূর থেকে হলুদ মেখে যেন রঙের মেলা। কিন্তু রাত নামলেই নাকি ওই ক্ষেতের ভেতর থেকে আসে অদ্ভুত সব শব্দ! 😱 কিছু মানুষ বলে, সেখানে ভূত থাকে!

ভূত না কি ভুল ধারণা?
যদি ভূতের ভয় থাকে, তাহলে এই প্রশ্ন আসতেই পারে—এরা কী করে? হয়তো ক্ষেত পাহারা দেয়, নয়তো আমাদের ভয় দেখিয়ে মজা নেয়! কিন্তু আসলে, রাতের বেলা বাতাসে সরিষার ফুলের নড়াচড়া আর কিছু পোকামাকড়ের শব্দই "ভূত" হয়ে যায় আমাদের মনে।

বাস্তব টা কী?
সরিষার ক্ষেত সাধারণত রাতে শীতল থাকে আর এমন পরিবেশে কিছু পোকা বেশি সক্রিয় হয়। তাদের শব্দ শুনেই আমরা "ভূত ভূত" করে দৌড় দেই। আর যারা ভূতের গল্প পছন্দ করেন, তারা তো নিজেরাই গল্প বানিয়ে ফেলে!

😂 মজার কথা:
কেউ যদি আপনাকে বলে সরিষার ক্ষেতে ভূত দেখেছে, তাকে বলুন, “সেটা হয়তো সরিষার তেল খাওয়ার ভূত!”

আপনার কি সরিষার ক্ষেতের ভূতের গল্প আছে? কমেন্টে শেয়ার করুন!

আমার জন্মদাত্রী মা যে আমাদের জীবনের প্রতিটি ধাপে ছায়া হয়ে থাকেন এবং আমার বউ যে শুধু একজন স্ত্রী বা জীবনসঙ্গী নয় বরং এ...
08/01/2025

আমার জন্মদাত্রী মা যে আমাদের জীবনের প্রতিটি ধাপে ছায়া হয়ে থাকেন এবং আমার বউ যে শুধু একজন স্ত্রী বা জীবনসঙ্গী নয় বরং একজন সহযোদ্ধা। তাদের মিষ্টি মধুর সম্পর্ক আমার জীবনের চলার গতিপথ কে আরো মসৃণ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই তাদের।
শুভ রাত্রি!!

চিংকু ও কাল্লু মাস্তানের শুটিং টাইম। সবাই কে শুভ রাত্রি। ভালো থাকবেন সবাই।
07/01/2025

চিংকু ও কাল্লু মাস্তানের শুটিং টাইম। সবাই কে শুভ রাত্রি। ভালো থাকবেন সবাই।

ব্যর্থতা, নামটি শুনলেই যেন এক অদৃশ্য ভার আমাদের কাঁধে চেপে বসে। এই বোঝা কেবল সেই মানুষই বুঝতে পারে, যে বারবার চেষ্টা করে...
06/01/2025

ব্যর্থতা, নামটি শুনলেই যেন এক অদৃশ্য ভার আমাদের কাঁধে চেপে বসে। এই বোঝা কেবল সেই মানুষই বুঝতে পারে, যে বারবার চেষ্টা করেও ব্যর্থতার সাথে লড়াই করেছে। ব্যর্থতা আমাদের ভেঙে দেয়, আমাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেয়। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে, ব্যর্থতা জীবনের একটি অংশ।

একটা ছোট্ট আশার আলো খুঁজে পাওয়ার জন্য, আমাদের বারবার উঠে দাঁড়াতে হবে। সফল ব্যক্তিদের জীবনের দিকে তাকালে দেখবেন, তারা একাধিকবার ব্যর্থ হয়েছে, তবুও হাল ছাড়েনি। ব্যর্থতা আমাদের শেখায়, কোন পথে না এগোলে ভাল হয়, আমাদের ভুলগুলো চিহ্নিত করতে সাহায্য করে। তাই ব্যর্থতাকে জীবনের শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার একটি শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে।

সমস্যা যত বড়ই হোক না কেন, মনে রাখতে হবে, ব্যর্থতা কেবল আমাদের আগামী সাফল্যের প্রথম ধাপ। সবশেষে, আমাদের চেষ্টা থামানো যাবে না। একদিন হয়তো দেখবেন, সেই ছোট্ট আলোই আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে।

তাই হাল ছাড়বেন না, চেষ্টা করুন, এবং বিশ্বাস রাখুন—আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিই একদিন সবকিছু বদলে দেবে।

অবশেষে আমরা প্রথম ধাপে পৌঁছে গেলাম ১০ হাজার ফলোয়ারের মাইলফলকে! 🎉এই অসাধারণ যাত্রায় আমাদের পাশে থাকার জন্য প্রতিটি ফলোয়ার...
05/01/2025

অবশেষে আমরা প্রথম ধাপে পৌঁছে গেলাম ১০ হাজার ফলোয়ারের মাইলফলকে! 🎉

এই অসাধারণ যাত্রায় আমাদের পাশে থাকার জন্য প্রতিটি ফলোয়ারকে জানাই হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আপনাদের সমর্থন আর ভালোবাসায় আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছি আরও ভালো কিছু করার জন্য।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতেও আপনাদের সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। চলুন একসাথে আরও অনেক দূর এগিয়ে যাই!

গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলার মজাই আলাদা! আজ সেই ছোটবেলার অনুভূতি আবার ফিরে পেলাম। সরল হাসি, খোলা মাঠ, আর শৈশবের উচ...
03/01/2025

গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলার মজাই আলাদা! আজ সেই ছোটবেলার অনুভূতি আবার ফিরে পেলাম। সরল হাসি, খোলা মাঠ, আর শৈশবের উচ্ছ্বাসে ভরা মুহূর্তগুলো স্মৃতির পাতায় গেঁথে রাখার মতো। ব্যাট-বল হাতে ছোট ছোট ছেলেদের সেই প্রাণবন্ত উদ্যম যেন আমাকে নতুন করে বাঁচতে শিখালো। এখানে প্রতিটা রান, প্রতিটা উইকেট—সবই যেন এক অন্যরকম আনন্দের উৎস। গ্রামের মাটিতে, প্রকৃতির মাঝে, এভাবে সময় কাটানো সত্যিই এক অমূল্য অভিজ্ঞতা। 💚 #গ্রামবাংলার_ক্রিকেট

জীবন এক মহামূল্যবান উপহার, যা প্রতিনিয়ত আমাদের শিখতে শেখায়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের সামনে নতুন অভিজ্ঞতা এন...
01/01/2025

জীবন এক মহামূল্যবান উপহার, যা প্রতিনিয়ত আমাদের শিখতে শেখায়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের সামনে নতুন অভিজ্ঞতা এনে দেয়, যা থেকে আমরা নিজেদের তৈরি করতে পারি। জীবনে যেমন আনন্দ আছে, তেমনই আছে চ্যালেঞ্জ ও দুঃখ। কিন্তু এই বৈচিত্র্যই জীবনের প্রকৃত সৌন্দর্য।

সাফল্য আর ব্যর্থতা জীবনের দুটি দিক। সাফল্য যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি ব্যর্থতা আমাদের শেখায়—কীভাবে আরও ভালো হতে পারি। প্রতিটি ভুলই আমাদের জন্য একেকটি শিক্ষা, যা ভবিষ্যতের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়ক হয়। জীবনের প্রকৃত শিক্ষাটি হলো ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানো, নতুন করে শুরু করা।

জীবনে সবকিছু পেতে হলে ধৈর্য, পরিশ্রম, আর ইতিবাচক মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে চলে, সে-ই জীবনে সাফল্যের শিখরে পৌঁছায়। তাই কখনও হতাশ হবেন না। প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন, কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার শক্তি আর সাফল্যের চাবিকাঠি।

স্মরণ রাখুন—“জীবন একটি চলমান পাঠশালা, যেখানে প্রতিটি মুহূর্তই আমাদের শেখায় কীভাবে আরও ভালো মানুষ হওয়া যায়।”

নতুন বছরের সোনালি সূর্য উদিত হোক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির আলো নিয়ে! 🎉Fam Time Vibes এর পক্ষ থেকে আপনাদের সকলকে...
31/12/2024

নতুন বছরের সোনালি সূর্য উদিত হোক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির আলো নিয়ে! 🎉

Fam Time Vibes এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। আমরা কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য, যা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আসছে বছরটি হোক আরও বেশি আনন্দময়, স্বপ্ন পূরণের এবং সাফল্যের গল্পে ভরপুর।

আশাকরি, নতুন বছরে আমাদের সাথে থেকে আমাদের এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগাবেন 💫

শুভ নববর্ষ ২০২৫! 🎊

নির্মল বাতাস, সবুজ মাঠ আর পাখির কূজন—গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের মনকে এক ভিন্ন শান্তিতে ভরে দেয়। প্রকৃতির এই ...
30/12/2024

নির্মল বাতাস, সবুজ মাঠ আর পাখির কূজন—গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের মনকে এক ভিন্ন শান্তিতে ভরে দেয়। প্রকৃতির এই অপার শোভা আর নিস্তব্ধতা যেন ব্যাস্ত জীবনের জটিলতাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেয়। সকালবেলার কুয়াশা ঢাকা পথ, বিকেলের সোনালি আলো আর গোধূলির শান্ত পরিবেশ, গ্রামের প্রতিটি মুহূর্তই স্বপ্নের মতো। শহরের কোলাহল থেকে দূরে, গ্রামের এই অনাবিল সৌন্দর্য আমাদের প্রকৃতির কাছে ফিরিয়ে নিয়ে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জন্য গ্রামই সবচেয়ে শান্তির ঠিকানা।

30/12/2024
সোহেল ভাই ও আতিক ভাইয়ের সাথে শুটিংয়ের সময়।শুভ রাত্রি! আশাকরি, আমাদের জন্য সবাই দোয়া করবেন।
29/12/2024

সোহেল ভাই ও আতিক ভাইয়ের সাথে শুটিংয়ের সময়।
শুভ রাত্রি!
আশাকরি, আমাদের জন্য সবাই দোয়া করবেন।

শীত কালে সরিষার ক্ষেতের পাশে ছবি উঠাননি এমন কেউ কি আছেন? থাকলে কমেন্টে জানান এবং কে কে ছবি উঠিয়েছেন তারাও কমেন্টে জানান...
28/12/2024

শীত কালে সরিষার ক্ষেতের পাশে ছবি উঠাননি এমন কেউ কি আছেন? থাকলে কমেন্টে জানান এবং কে কে ছবি উঠিয়েছেন তারাও কমেন্টে জানান।

28/12/2024

গল্পটি মজার হলেও শিক্ষনীয়। সবার একবার হলেও শোনা উচিত।

শীতকাল আর সরিষার ক্ষেত—দুটো যেন একে অপরের পরিপূরক! সরিষার হলুদ ফুলগুলো শুধু আমাদের প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এই ঋতুর এক...
27/12/2024

শীতকাল আর সরিষার ক্ষেত—দুটো যেন একে অপরের পরিপূরক! সরিষার হলুদ ফুলগুলো শুধু আমাদের প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এই ঋতুর একটা অবিচ্ছেদ্য অংশ। তাই শীতকালে সরিষার ক্ষেতে ছবি তোলা একটা অবশ্যই করণীয় বিষয়! শুধু যে সুন্দর ছবিই উঠবে তা নয়, বরং এই ক্ষেতের পেছনে আছে কৃষকের অগাধ পরিশ্রম, যা আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি।

তবে ছবি তুলতে গেলে, ক্ষেতে না হেঁটে পাশ থেকে ছবি তুলুন। এতে ক্ষেতের ক্ষতি হবে না, আবার আপনার ছবিও হবে একদম পারফেক্ট! তাই এই শীতে সরিষার হলুদ আভায় নিজেকে ভিজিয়ে নিতে ভুলবেন না! 📸🌼

আজ দেখা হলো ফেসবুকের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আতিক ভাইয়ের সাথে। সত্যিই অসাধারণ একজন মানুষ! তার উন্মুক্ত মনের কথা, আন...
27/12/2024

আজ দেখা হলো ফেসবুকের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আতিক ভাইয়ের সাথে। সত্যিই অসাধারণ একজন মানুষ! তার উন্মুক্ত মনের কথা, আন্তরিকতা আর বিনয় আমাকে মুগ্ধ করেছে। এমন একজন মানুষের সাথে সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আতিক ভাইয়ের সাথে কথা বলে অনেক নতুন কিছু শিখেছি এবং উৎসাহ পেয়েছি। ভালো থাকবেন ভাই, সামনে আরও দারুণ কনটেন্টের অপেক্ষায় থাকলাম! 🌟 CA Comedy Atik Comedy 2

জ্ঞানী হওয়ার চেয়ে, শিক্ষার্থী হয়ে থাকা উত্তম। শেখার কোন শেষ নেই। 💕 শুভ রাত্রি 💕 ❤️💖
25/12/2024

জ্ঞানী হওয়ার চেয়ে, শিক্ষার্থী হয়ে থাকা উত্তম। শেখার কোন শেষ নেই। 💕 শুভ রাত্রি 💕 ❤️💖

Address

Bogura Sadar
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Fam Time Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share