ˢღ ᏒᎧᎷᏋᎧ ッ

ˢღ ᏒᎧᎷᏋᎧ ッ ˢღ MIRROR ッ
❝তুমি আমার ভীষণ অসহ্যকর আপন কেউ অথচ নিষিদ্ধ, নিষিদ্ধ তুমি আমার জন্য ❞

ˢღ ᏒᎧᎷᏋᎧ ッ

নারী দেয় হৃদয় ভরা, সেই ভুল মানুষটাকে,যে বুঝে না ভালোবাসা, কষ্ট দেয় হাসির ঢাকে।অসহায় সেই কোমল মন, চুপচাপ সয়ে যায়,ভুলকে সে...
26/06/2025

নারী দেয় হৃদয় ভরা, সেই ভুল মানুষটাকে,
যে বুঝে না ভালোবাসা, কষ্ট দেয় হাসির ঢাকে।
অসহায় সেই কোমল মন, চুপচাপ সয়ে যায়,
ভুলকে সে বিশ্বাসে গেঁথে, আপন করে চায়

অনেক বেশি হয়তো বুঝানোর মত না 😐
26/06/2025

অনেক বেশি হয়তো বুঝানোর মত না 😐

কেন.???😐
26/06/2025

কেন.???😐

😔
26/06/2025

😔

নারী ভাবে,ভালোবাসা মানেই দাবী,কিন্তু পুরুষ তো শুধু চায় একটু ঠাঁই তার একাকীত্বের মাঝে।
26/06/2025

নারী ভাবে,ভালোবাসা মানেই দাবী,
কিন্তু পুরুষ তো শুধু চায় একটু ঠাঁই তার একাকীত্বের মাঝে।

নারী বোঝে না শব্দহীন চোখের ভাষা,অভিমান জমে থাকে পুরুষের নিঃশ্বাসে,ভালোবাসা দিলেই সে পায় বিরক্তির দায়।
26/06/2025

নারী বোঝে না শব্দহীন চোখের ভাষা,
অভিমান জমে থাকে পুরুষের নিঃশ্বাসে,
ভালোবাসা দিলেই সে পায় বিরক্তির দায়।

বোকা নারী~গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়আর একটু গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়!পুরুষও ঠকেতবে নারীকে একটু যত্ন করে ঠকা...
26/06/2025

বোকা নারী~
গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়
আর একটু গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়!
পুরুষও ঠকে
তবে নারীকে একটু যত্ন করে ঠকানো হয়,
যার কোনো প্রমাণ চিহ্ন থাকে না-
অভিযোগের ভাষা থাকে না-
প্রতিবাদের সাহস থাকে না-
প্রতিশোধের ইচ্ছে থাকে না-
শুধু থাকে দেহ আত্মা ছাড়া
একটা নিথর শরীর!

যে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, সে আপনাকে নিজের করে চাইবে৷ আর যে নিজের করে চাইবে, তার মধ্যে চেষ্টা অব্যাহত থাকবে৷ যে আ...
26/06/2025

যে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, সে আপনাকে নিজের করে চাইবে৷ আর যে নিজের করে চাইবে, তার মধ্যে চেষ্টা অব্যাহত থাকবে৷

যে আপনাকে ভালোবাসে, আপনাকে ছাড়া সে কস্মিনকালেও ভালো থাকতে পারবে না৷ আপনার সাথে কথা না বলে, আপনাকে না দেখে থাকতে পারবে না। আপনাকে সে নিজের ভালো থাকার জন্য হলেও ভালো রাখতে বাধ্য।

এখন যদি প্রশ্ন জাগে মনে, কাউকে ভালোবাসলেই কি মানুষ তাকে নিজের করে পায়? হ্যাঁ পায়৷ ভালোবাসলে তাকেই পাওয়া সম্ভব, যে চেষ্টা করে। সেও চায়, আপনাকে নিজের করে পেতে৷ যে কোনোকিছুর বিনিময়ে হলেও আপনাকে জয় করার নেশায় সে পাগলপ্রায় হয়ে যাবে! ভালোবাসার মানুষটাকে পাওয়ার আকাঙ্খা যখন দু'জনের মধ্যেই প্রবল, সেই ভালোবাসা থেকে দু'জন বঞ্চিত করার ক্ষমতা কারো নেই।

তবে কেন এত ভালোবাসা বাসির পরেও সম্পর্ক ভেঙ্গে যায়? হ্যাঁ, সম্পর্ক তাদেরই ভেঙ্গে যায়, যারা একতরফা ভাবে সম্পর্কে Effort দিয়ে যায়। যারা ভালোবাসার পূর্ণতা চায় না, যারা অবহেলা–অনাদর, অগ্রাহ্যে সম্পর্কটাকে বিষিয়ে তুলে!

পৃথিবীতে ভালোবাসার পুর্ণতা যখন উভয়পক্ষ থেকেই চায়, সেই ভালোবাসা কোনো না কোনো ভাবে পূর্ণতা খুঁজে পায়৷ আর যে ভালোবাসে, সে ভালোবাসার মানুষটাকে জয় করার জন্যই ভালোবাসে৷ যার মধ্যে চেষ্টা দেখা যায়, প্রবল আকাঙ্খা এবং ইচ্ছে দেখা যায়, যে চায় ভালোবাসার মানুষটা সারাজীবন নিজের হয়ে থাকুক, সে কখনো মানুষটাকে হারাতে চায় না৷ আর যারা হারায়, তাদের জন্য পৃথিবীতে ভালোবাসা আসেনি।

তুমি আমার অপ্রকাশিত- গোপন এক সুখ.!🌸🖤
26/06/2025

তুমি আমার অপ্রকাশিত- গোপন এক সুখ.!🌸🖤

বাকিটাও না হয় এই ভাবে মেনে নেয়😐
26/06/2025

বাকিটাও না হয় এই ভাবে মেনে নেয়😐

দেখি কত আর সহ্য করতে পারি 😐
26/06/2025

দেখি কত আর সহ্য করতে পারি 😐

চোখের মায়া যে কতটা ভয়ংকর সেটা আমি বুঝি প্রিয় মানুষটির কথা ভাবলে শুধুই কান্না আসে..!! 😥💔
26/06/2025

চোখের মায়া যে কতটা ভয়ংকর সেটা আমি বুঝি প্রিয় মানুষটির কথা ভাবলে শুধুই কান্না আসে..!! 😥💔

Address

Puran Bogra

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 09:00 - 17:00
Friday 08:00 - 12:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801517852190

Alerts

Be the first to know and let us send you an email when ˢღ ᏒᎧᎷᏋᎧ ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ˢღ ᏒᎧᎷᏋᎧ ッ:

Share