Nurunnaby Abrar

Nurunnaby Abrar Nurunnaby Abrar - পেইজ এ আপনাকে স্বাগতম, নিয়মিত নতুন ভিডিও পেতে লাইক/ ফলো দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ।

✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।

16/06/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
"❝তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❞

🌙𝄞⋆⃝✿ ঈদ মোবারক 🌙
┇┇┇┇┇🖤
┇┇┇┇♥️
┇┇┇💚
┇┇💙
┇💛
❤️

দীর্ঘ প্রতিক্ষার পর কাংখিত মাসআলাটি আল-কাউছারে চলে আসলমুহাম্মাদ ফেরদৌস আলআমান - শ্রীপুর, গাজীপুর৬১৮৪. প্রশ্নদেশের কোনো ক...
07/06/2024

দীর্ঘ প্রতিক্ষার পর কাংখিত মাসআলাটি আল-কাউছারে চলে আসল

মুহাম্মাদ ফেরদৌস আলআমান - শ্রীপুর, গাজীপুর
৬১৮৪. প্রশ্ন
দেশের কোনো কোনো এলাকায় কুরবানীর গোশত বণ্টনের একটি সমাজপ্রথা চালু আছে। এই সমাজের নিয়ম ‎হল, এলাকার যারা কুরবানী করেন, তাদের কুরবানীর গোশতের তিন ভাগের একভাগ বাধ্যতামূলকভাবে সমাজে জমা ‎করতে হয়। পরবতীর্তে এই গোশত নির্দিষ্ট সমাজভুক্ত সকল ব্যক্তিবর্গ, যারা কুরবানী করেছেন এবং যারা কুরবানী ‎করেননি সবার মধ্যে বণ্টন করা হয়। এরূপ বণ্টন কি শরীয়মসম্মত? এক্ষেত্রে করণীয় কী?‎

উত্তর

কুরবানীর গোশত বণ্টনের প্রশ্নোক্ত পদ্ধতিটি আমাদের দেশের কোনো কোনো এলাকায় প্রচলিত একটি সমাজপ্রথা। ‎সাধারণ দৃষ্টিতে এটি একটি ভালো উদ্যোগ মনে হতে পারে; কিন্তু কোনো সামাজিক প্রথা বা রীতি পালন করার জন্য তা ‎শরীয়তের দৃষ্টিতে শুদ্ধ ও আমলযোগ্য কি না— তাও নিশ্চিত হতে হয়। ভালো নিয়ত থাকলেও শরীয়ত সমর্থন করে না ‎অথবা ইসলামের নীতির সাথে মানানসই নয় এমন কোনো কাজ করা বা এমন কোনো রীতি অনুসরণ করার সুযোগ ‎নেই।
প্রশ্নোক্ত সমাজপ্রথাটিতে উদ্দেশ্য ভালো হলেও যে পদ্ধতিতে তা করা হয় এতে শরীয়তের দৃষ্টিতে মৌলিক কিছু আপত্তি ‎রয়েছে। তার মধ্যে অন্যতম হল, সামাজিক এ প্রথার কারণে সকলেই তার কুরবানীর এক তৃতীয়াংশ গোশত সমাজের ‎লোকদের হাতে দিতে বাধ্য থাকে। এবং এর বিলি-বণ্টন ও গ্রহিতা বাছাইয়ের ক্ষেত্রে শুধু সমাজপতিদেরই হাত থাকে। ‎গোশত বণ্টনের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শরীয়তসম্মত নয়। কেননা শরীয়তে কুরবানী ও গোশত বণ্টন একান্তই ‎কুরবানীদাতার নিজস্ব কাজ।
ঈদের দিন সম্মিলিতভাবে জামাতে নামায আদায় করতে বলা হলেও কুরবানীর জন্য কত মূল্যের পশু কিনবে, সে পশু ‎কোথায় জবাই করবে, গোশত কীভাবে বণ্টন করবে—এ বিষয়গুলো কুরবানীদাতার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। ‎শরীয়তে কুরবানীর কিছু গোশত সদকা করতে উৎসাহিত করা হয়েছে এবং আত্মীয়-স্বজন ও গরীব-দুঃখীদের কুরবানীর ‎গোশত দিতে তাকিদও দেওয়া হয়েছে। কিন্তু তা কুরবানীদাতার উপর অপরিহার্য করা হয়নি। বরং কুরবানীদাতা কী ‎পরিমাণ গোশত নিজে রাখবে, কী পরিমাণ সদকা করবে এবং কাকে কাকে বিলি করবে আর কী পরিমাণ আগামীর ‎জন্য সংরক্ষণ করবে— এগুলো কুরবানীদাতার একান্তই নিজস্ব ব্যাপার এবং ব্যক্তিগতভাবে করার কাজ। এটিকে ‎সামাজিক নিয়মে নিয়ে আসা ঠিক নয়।
তাই শরীয়তের মাসআলা জানা না থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গোশত বণ্টনের প্রশ্নোক্ত যে পদ্ধতি প্রচলিত ‎হয়েছে, তা পরিহারযোগ্য। নিম্নে সংক্ষেপে প্রশ্নোক্ত প্রথাটির কিছু ক্ষতির দিক উল্লেখ করা হল—‎
১. অনেক কুরবানীদাতার পরিবারের সদস্য-সংখ্যা বেশি হওয়ায় অথবা অন্য কোনো যৌক্তিক কারণে নিজ পরিবারের ‎জন্য বেশি গোশত রাখার প্রয়োজন হয়; ফলে সে পরিবারের জন্য বেশি গোশত রাখতে চায়। আবার অনেকে তার ‎কোনো দরিদ্র আত্মীয়কে কুরবানীর গোশত দিতে চায়। কিন্তু সামাজিক এই বাধ্যবাধকতার কারণে অনিচ্ছা সত্ত্বেও ‎সামাজিক রীতি অনুযায়ী কুরবানীর এক তৃতীয়াংশ গোশত সমাজে দিতে বাধ্য হয়। অথচ হাদীস শরীফে ইরশাদ ‎হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—‎
إِنَّهُ لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ‎.‎
কোনো মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত হালাল নয়। (মুসনাদে আহমাদ, হাদীস ২০৬৯৫)‎
২. প্রশ্নোক্ত প্রথায় গোশতদাতা তার দানের অংশটি কাকে দেবে সে স্বাধীনতা হারায়। হয়তো সে তার নিকটাত্মীয় অথবা ‎পরিচিত কাউকে একটু বেশি পরিমাণে দিত, কিন্তু এক্ষেত্রে তার জন্য এমনটি করার সুযোগ থাকে না।
৩. অনেক মানুষ এমন আছেন, যারা প্রত্যেকের হাদিয়া বা সদকা গ্রহণ করতে চান না। আর শরীয়তও কাউকে সকলের ‎হাদিয়া বা সদকা গ্রহণ করতে বাধ্য করেনি। কিন্তু সামাজিক এই রীতির কারণে গোশত গ্রহণকারী প্রত্যেকেই অন্য ‎সকলের হাদিয়া বা সদকা গ্রহণ করতে বাধ্য হয়। বলাবাহুল্য এ ধরনের ঐচ্ছিক বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা ‎মোটেই উচিত নয়।
৪. এ ধরনের বাধ্যবাধকতা আরোপের আরেকটি ক্ষতির দিক হল, সমাজের কিছু মানুষ এমন থাকে, যাদের আয় ‎রোজগার হারাম পন্থায় হয়। সেক্ষেত্রে জেনে বুঝে তাদের কুরবানীর গোশত সমাজের সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া ‎হয়। অথচ হারাম উপার্জনের মাধ্যমে কুরবানীকৃত পশুর গোশত খাওয়া জায়েয নয়।
মোটকথা, শরীয়তের শিক্ষা মোতাবেক প্রত্যেককে তার কুরবানীর অংশ দান করার বিষয়ে স্বাধীন রাখতে হবে। প্রশ্নোক্ত ‎পদ্ধতিতে বা অন্য কোনোভাবে বাধ্যবাধকতা আরোপ করা যাবে না। কুরবানীদাতা নিজ দায়িত্ব ও বিবেচনা মতো যাকে ‎যে পরিমাণ হাদিয়া করতে চায় করবে এবং গরীব-মিসকীনকে যে পরিমাণ সদকা করতে চায় করবে। রাসূলুল্লাহ ‎সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শত শত বছর যাবৎ এ পদ্ধতিই চলমান আছে। এই পদ্ধতিই অবলম্বন ‎করা জরুরি। শরীয়ত যা চালু করতে বলেনি এমন কোনো প্রথা চালু করা থেকে বিরত থাকতে হবে।
‎—সহীহ মুসলিম, হাদীস ১৯৭২; জামে তিরমিযী, হাদীস ১৫১০; বাদায়েউস সানায়ে ৪/২২৪; তাবয়ীনুল হাকায়েক ‎৬/৪৮২; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৭৩; আলবাহরুর রায়েক ৮/১৭৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০; রদ্দুল মুহতার ‎৬/৩২৮

04/06/2024

🥰🥰🥰 আলহামদুলিল্লাহ
আমার পেইজে নতুন ভিডিও
আপলোড করা হলো,
বগুড়ার ঐতিহ্যবাহী
কেল্লাপোশির মেলা শেরপুর,

, 🌹🥀
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

03/06/2024

✅ Nurunnaby Shop - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের নিউ কালেকশন মানসম্মত প্রোডাক্ট আমাদের পেইজে পেয়ে যাবেন ,
যেমন- নতুন মডেলের পাঞ্জাবি , দেশি-বিদেশী আতর , টুপি, পাগড়ী, এবং স্টাইলিশ পাগড়ী বাঁধার রুমাল , বোরখা , হিজাব , নিকাব,টি শার্ট, নতুন নতুন থ্রি পিস কালেকশন , গাউন জামা , বিভিন্ন ধরনের প্রিয়জনদের গিফট প্যাকেজ সহ ইত্যাদি ইত্যাদি,
আমাদের পেইজটিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ।
আমাদের পেইজ থেকে নিশ্চিন্তভাবে যেকোনো প্রোডাক্ট নিতে পারেন,
আপনাদেরকে অরজিনাল প্রোডাক্ট দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ,

আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টটি নিতে পারেন,
আমরা আপনাদেরকে হোম ডেলিভারি মাধ্যমে আপনাদের হাতে প্রোডাক্টটি পৌঁছে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
কন্ডিশন ক্যাশ ইন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি,

আমাদের যেকোনো প্রোডাক্টটিতে কোন ধরনের সমস্যা হলে
ডেলিভারি ম্যান থাকা অবস্থায়
রিটার্ন দিতে পারবেন,
অথবা পরিবর্তন করে নিতে পারবেন,

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
✅ Nurunnaby Shop - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের নিউ কালেকশন মানসম্মত প্রোডাক্ট আমাদের পেইজে পেয়ে যাবেন ,
যেমন- নতুন মডেলের পাঞ্জাবি , দেশি-বিদেশী আতর , টুপি, পাগড়ী, এবং স্টাইলিশ পাগড়ী বাঁধার রুমাল , বোরখা , হিজাব , নিকাব,টি শার্ট, নতুন নতুন থ্রি পিস কালেকশন , গাউন জামা , বিভিন্ন ধরনের প্রিয়জনদের গিফট প্যাকেজ সহ ইত্যাদি ইত্যাদি,
আমাদের পেইজটিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ।
আমাদের পেইজ থেকে নিশ্চিন্তভাবে যেকোনো প্রোডাক্ট নিতে পারেন,
আপনাদেরকে অরজিনাল প্রোডাক্ট দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ,

আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টটি নিতে পারেন,
আমরা আপনাদেরকে হোম ডেলিভারি মাধ্যমে আপনাদের হাতে প্রোডাক্টটি পৌঁছে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
কন্ডিশন ক্যাশ ইন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি,

আমাদের যেকোনো প্রোডাক্টটিতে কোন ধরনের সমস্যা হলে
ডেলিভারি ম্যান থাকা অবস্থায়
রিটার্ন দিতে পারবেন,
অথবা পরিবর্তন করে নিতে পারবেন,

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/NurunnabyShop?mibextid=ZbWKwL

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন,এটা আমার একটা নতুন পেইজআপনাদের কাছে আমার অনুরোধ সকালে কষ্ট করে ...
02/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আপনারা সবাই কেমন আছেন,
এটা আমার একটা নতুন পেইজ
আপনাদের কাছে আমার অনুরোধ সকালে কষ্ট করে পেজটা ফলো করে দিবেন।
https://www.facebook.com/NurunnabyShop

29/05/2024

🥰🥰🥰 আলহামদুলিল্লাহ
আমার পেইজে নতুন ভিডিও
আপলোড করা হলো,
বগুড়ার ঐতিহ্যবাহী
খেরুয়া মসজিদ শেরপুর,
অনেকে বলে থাকেন

জ্বীনের মসজিদ,
বা এক রাতের মসজিদ।

, 🌹🥀
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

28/05/2024

🥰🥰🥰আমার প্রিয় ভাই,
হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ , 🌹🥀
ইসলামিক সংগীত,
সকলেই আমার প্রিয় ভাইয়ের জন্য
দোয়া করবেন।
আল্লাহ রাব্বুল আলামীন,
তিনাকে ইসলামের খাদেম হিসেবে
কবুল করেন,
আল্লাহুম্মা আমীন।
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

28/05/2024

🥰🥰🥰আমার প্রিয় ভাই,
হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, 🌹🥀 অসাধারণ একটি কোরআন তেলাওয়াত।

সকলেই আমার প্রিয় ভাইয়ের জন্য,
দোয়া করবেন।
আল্লাহ রাব্বুল আলামীন,
তিনাকে ইসলামের খাদেম হিসেবে
কবুল করেন,
আল্লাহুম্মা আমীন।
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

28/05/2024

প্রিয় ভাইদের সাথে

25/05/2024
21/05/2024

এক যুবকের বিয়ে৷

আল্লাহ তাআলা আমার শ্বশুরকে নেক হায়াত দান করুন, তিনি তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিলেন শুধু আমি আলেম বলেই, আর কোনো দিকেই তাকাননি।

বিয়ের আগে তাকে স্পষ্ট করেই বলা হয়, ছেলে মাদরাসায় পড়ায়, তখন বেতন পেতাম সাড়ে সাত হাজার টাকা মাত্র। জমা টাকা তো দূরের কথা, ছেলের ব্যাংক একাউন্টও নেই। আমার শ্বশুর এক বাক্যে বলেছিলেন, ছেলে যদি এক বেলা খায়, আমার মেয়েও তার সাথে এক বেলা খাবে। আর আমার মেয়ের রিযিক তো ছেলের হাতে না, এই জিম্মাদারি তো আল্লাহ তাআলার হাতে। সুতরাং এসব নিয়ে চিন্তা করি না।

এখনো তিনি এমন যে, আমি কী দিলাম, কী করলাম, এসবের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। বরং আমাকে তিনি বোঝান, প্রতিবার আসার সময় কিছু আনতে হবে না, এতে খরচ হয় বেশি। এখন হাতে টাকা রাখতে হবে।

আমাদের কোনো বিদেশি ডিগ্রি, প্রচুর বেতন বা দুনিয়াবি কোনো যোগ্যতা না দেখেই যারা মেয়েকে আমাদের হাতে তুলে দেন, তারা মুখলিস না হলে আর কে মুখলিস হবে!

- তানজিল আরেফিন আদনান হাফি.

21/05/2024

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَর وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
আলহামদুলিল্লাহ
বগুড়া টু - ঢাকা
নিরাপদ সফরের জন্য সকলের
কাছে দোয়া চাই।

With Pari Vai – I just got recognized as one of their top fans! 🎉
19/05/2024

With Pari Vai – I just got recognized as one of their top fans! 🎉

18/05/2024

সবাই আমার জন্য দোয়া করবেন,
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

17/05/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সবাই আমার জন্য দোয়া করবেন।
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

14/05/2024

🥰🥰🥰আমার প্রিয় বন্ধু
মোঃ সাবিত হাসান, 🌹🥀
সকলেই আমার প্রিয় ভাইয়ের জন্য
দোয়া করবেন।
আল্লাহ রাব্বুল আলামীন,
তিনাকে ইসলামের খাদেম হিসেবে
কবুল করেন,
আল্লাহুম্মা আমীন।
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

এই বই গুলো একজন মুমিনের জন্য জরুরি । তাই আশা করব সবাই এই বই গুলো অন্তত জীবনে একবার হলেও পড়বেন।অনেক উপকার হবে৷
14/05/2024

এই বই গুলো একজন মুমিনের জন্য জরুরি । তাই আশা করব সবাই এই বই গুলো অন্তত জীবনে একবার হলেও পড়বেন।অনেক উপকার হবে৷

14/05/2024

আমার প্রিয় বন্ধু
হাফেজ মোঃ সিয়াম উদ্দিন,
সকলেই আমার প্রিয় ভাইয়ের জন্য
দোয়া করবেন
আল্লাহ রাব্বুল আলামীন
তিনাকে ইসলামের খাদেম হিসেবে
কবুল করেন
আল্লাহুম্মা আমীন।
✅ Nurunnaby Abrar - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- ইসলামিক ভিডিও, ওয়াজ, গজল, নাত, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
https://www.facebook.com/nurunnabyabrar

With Darul Kitab - দারুল কিতাব – I just got recognized as one of their top fans! 🎉
12/05/2024

With Darul Kitab - দারুল কিতাব – I just got recognized as one of their top fans! 🎉

12/05/2024

মনে রাখবেন! আপনি যে কষ্টের জন্য ধৈর্য্য ধরছেন সেটা আল্লাহ দেখছেন৷ কি ভাবেন কিছু করছেন না কেন? আরে বোকা আল্লাহ এটা দেখে ভালো লাগে যে তুমি অনেক বড় মানের ধৈর্য্যশীল৷ আরো একটু সময় বাকি সুবহে সাদেক হবার । আধার কেটে গেলের আলোর আভা দেখা শুরু করবে ইনশাআল্লাহ৷
✍️
রাশিদুল ইসলাম৷

11/05/2024

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ﴿۲﴾
আল্লাযীনা হুম ফী সালা-তিহিম খা-শি‘ঊন,
যারা নিজেদের সালাতে বিনয়, নম্র –

11/05/2024

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۱﴾
কাদ আফলা হাল মু’মিনূন।
অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ-

With Abu ubayda – I just got recognized as one of their top fans! 🎉
11/05/2024

With Abu ubayda – I just got recognized as one of their top fans! 🎉

09/05/2024

আলহামদুলিল্লাহ ৪১৯ জন যাত্রী নিয়ে
ঢাকা ছাড়লো হজের প্রথম ফ্লাইট।

09/05/2024

আল্লাহকে গোপনে ডাকো। চাও কি তুমি দুনিয়া। তবে আগে আখেরাত কে চিনো । আখেরাত ত তুমাকে দিবেন ই । দুনিয়াও তুমাকে উপহার হিসেবে দান করবেন ইনশাআল্লাহ ।

اَلَا یَظُنُّ  اُولٰٓئِکَ اَنَّہُمۡ مَّبۡعُوۡثُوۡنَ ۙ﴿۴﴾আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।তারা কি চিন্তা করেনা যে, ত...
08/05/2024

اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّہُمۡ مَّبۡعُوۡثُوۡنَ ۙ﴿۴﴾
আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।
তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে,

Address

বি-ব্লক, ক্যান্টনমেন্ট, শাহজাহানপুর, বগুড়া
Puran Bogra

Telephone

+8801783063167

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurunnaby Abrar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurunnaby Abrar:

Videos

Share

Nearby media companies



You may also like